[PDF]মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন|Madhyamik 2018 History Question Paper Download

[PDF] মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পিডিএফ ডাউনলোড || Madhyamik 2018 History Question Paper PDF Download || Madhyamik History Question Paper Solved PDF || মাধ্যমিক ২০১৮ ইতিহাস প্রশ্ন উত্তর

[PDF]মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পিডিএফ ডাউনলোড || Madhyamik 2018 History Question Paper PDF Download || Madhyamik History Question Paper Solved PDF || মাধ্যমিক ২০১৮ ইতিহাস প্রশ্ন উত্তর ||Madhyamik 2018 History Question With Answer

বিভাগ-ক

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১x২০=২০

১.১ জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি –

(ক) উপন্যাস

(খ) কাব্যগ্রন্থ

(গ) জীবনীগ্ৰন্থ

(ঘ) আত্মজীবনী  

উত্তরঃ– () আত্মজীবনী।

১.২ ‘সোমপ্রকাশ’ ছিল একটি –

(ক) দৈনিক পত্রিকা

(খ) সাপ্তাহিক পত্রিকা

(গ) পাক্ষিক পত্রিকা

(ঘ) মাসিক পত্রিকা

উত্তরঃ– () সাপ্তাহিক পত্রিকা।

১.৩ ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) রেভা: জেমস লঙ

 উত্তরঃ– () রেভা: জেমস লঙ।

১.৪ সতীদাহ প্রথা রদ হয় –

(ক) ১৮২৮ খ্রি.

(খ) ১৮২৯ খ্রি.

(গ) ১৮৩০ খ্রি.

(ঘ) ১৮৫৬ খ্রি.

উত্তরঃ– () ১৮২৯ খ্রি.

১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন –

(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) শ্রীরামকৃষ্ণ

(ঘ) কেশবচন্দ্র সেন

উত্তরঃ– () শ্রীরামকৃষ্ণ।

১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল –

(ক) মেদিনীপুরে

(খ) ঝাড়গ্রামে

(গ) ছোটোনাগপুরে

(ঘ) রাঁচিতে

উত্তরঃ– () ছোটোনাগপুরে।

১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় –

(ক) ১৮৫৯ খ্রি.

(খ) ১৮৬০ খ্রি.

(গ) ১৮৬৫ খ্রি.

(ঘ) ১৮৭৮ খ্রি.

উত্তরঃ– () ১৮৬৫ খ্রি.

১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) সুরেন্দ্রনাথ সেন

(গ) বিনায়ক দামোদর সাভারকর

(ঘ) দাদাভাই নওরোজি

উত্তরঃ– () বিনায়ক দামোদর সাভারকর।

১.৯ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে –

(ক)  ১৮৫৭ খ্রি.

(খ) ১৮৫৮ খ্রি.

(গ) ১৯১৯ খ্রি.

(ঘ) ১৯৪৭     

উত্তরঃ– () ১৮৫৮ খ্রি.

১.১০ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(খ) আনন্দমোহন বসু

(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ– () রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।

১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –

(ক) বর্ণপরিচয়

(খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ

(গ) মঙ্গল সমাচার মতিয়ের

(ঘ) অন্নদামঙ্গল

উত্তরঃ– () গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ।

১.১২ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) সি ভি রমন

(গ) প্রফুল্লচন্দ্র রায়

(ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ– () সি ভি রমন।

১.১৩ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল –

(ক) বাংলার কৃষক শ্রেণি

(খ) মধ্যবিত্ত শ্রেণি

(গ) জমিদার শ্রেণি

(ঘ) ছাত্রসমাজ

উত্তরঃ– () মধ্যবিত্ত শ্রেণি

১.১৪ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –

(ক) বিহারে

(খ) যুক্তপ্রদেশে

(গ) রাজস্থানে

(ঘ) মহারাষ্ট্রে

উত্তরঃ– () যুক্তপ্রদেশে।

১.১৫ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় –

(ক) মালাবার অঞ্চলে

(খ) কোঙ্কণ উপকূলে

(গ) উড়িষ্যায়

(ঘ) গোদাবরী উপত্যকায়

উত্তরঃ– () গোদাবরী উপত্যকায়

১.১৬ ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন –

(ক) ঊর্মিলা দেবী

(খ) বাসন্তী দেবী

(গ) কল্পনা দত্ত

(ঘ) লীলা রায় (নাগ)

উত্তরঃ– () ঊর্মিলা দেবী।

১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম ছিল –

(ক) অনুশীলন সমিতি

(খ) গদর দল

(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

(ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স

উত্তরঃ– () ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি।

১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন –

(ক) জ্যোতিবা ফুলে

(খ) নারায়ণ গুরু

(গ) গান্ধীজি

(ঘ) ড. আম্বেদকর  

উত্তরঃ– () গান্ধীজি।

১.১৯ স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় –

(ক) ১৯৪৭ খ্রি.

(খ) ১৯৫০ খ্রি.

(গ) ১৯৫৩ খ্রি.

(ঘ) ১৯৫৫ খ্রি.

উত্তরঃ– () ১৯৫৩ খ্রি.

১.২০ গোয়া ভারতভুক্ত হয় –

(ক) ১৯৪৭ খ্রি.

(খ) ১৯৫৬ খ্রি.

(গ) ১৯৬১ খ্রি.

(ঘ) ১৯৭১ খ্রি. 

উত্তরঃ- (গ) ১৯৬১ খ্রি.।

মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পিডিএফ ডাউনলোড || Madhyamik 2018 History Question Paper PDF Download || Madhyamik History Question Paper Solved PDF || মাধ্যমিক ২০১৮ ইতিহাস প্রশ্ন উত্তর ||Madhyamik 2018 History Question With Answer

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

বিভাগ খ

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) ১×১৬=১৬

উপবিভাগ: ২.১

. একটি বাক্যে উত্তর দাওx=

২.১.১ ‘ভারতমাতা’ চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?

২.১.২ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয়?

২.১.৩ ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়?

২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উপবিভাগ: ২.২

. সত্য বা মিথ্যা নির্ণয় করোx=

২.২.১ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর।

২.২.২ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।

২.২.৩ ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।

২.২.৪ বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর।

উপবিভাগ: ২.৩

.স্তম্ভের সঙ্গেস্তম্ভ মেলাওx=

‘ক স্তম্ভস্তম্ভ
২.৩.১ জওহরলাল নেহরু(১) অসহযোগ আন্দোলন
২.৩.২ বীরেন্দ্রনাথ শাসমল(২) পুনা চুক্তি (১৯৩২)
২.৩.৩ কালীপ্রসন্ন সিংহ(৩) লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার
২.৩.৪ ড. আম্বেদকর     (৪) হুতোম প্যাঁচার নকশা

উপবিভাগ : ২.৪

. প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করোx=

২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা।

২.৪.২ মুণ্ডা বিদ্রোহের এলাকা।

২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র ঝাঁসি।

২.৪.৫ দেশীয় রাজ্য জুনাগড়।

উপবিভাগ : ২.৫

. নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করোx=

২.৫.১ বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।

ব্যাখ্যা

১ : কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল।

২ : কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।

৩ : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

২.৫.২ বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ‘তিন আইন’ পাস করে।

ব্যাখ্যা

১: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু- মুসলমান-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।

২ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা।

৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইনসিদ্ধ করা।

২.৫.৩ বিবৃতি : বরীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।

ব্যাখ্যা

১ : কারণ এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।

২ : কারণ এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

৩ : কারণ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

২.৫.৪ বিবৃতি : সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন।

ব্যাখা

১ : বিদেশি পণ্য বিক্রির জন্য।

২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।

৩ : স্বদেশি পণ্য বিক্রির জন্য।

মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পিডিএফ ডাউনলোড || Madhyamik 2018 History Question Paper PDF Download || Madhyamik History Question Paper Solved PDF || মাধ্যমিক ২০১৮ ইতিহাস প্রশ্ন উত্তর ||Madhyamik 2018 History Question With Answer

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

বিভাগ  গ

৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি)  ২x১১=২২

৩.১ পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ?

৩.২ স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয় ?

৩.৩ মেকলে মিনিট কী ?

৩.৪ সমাজসংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল ?

৩.৫ দুদু মিঞা স্মরণীয় কেন ?

৩.৬ নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল ?

৩.৭ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল ?

৩.৮ ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?

৩.৯ বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল ?

৩.১০ বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?

৩.১১ ‘একা’ আন্দোলন শুরু হয় কেন ?

৩.১২ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় ?

৩.১৩ অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?

৩.১৪ দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ?

৩.১৫ কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন ?

৩.১৬ রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল ?

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

বিভাগ – ঘ

৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি উপরিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)  ৪x৬=২৪

উপবিভাগ: ঘ. ১

৪.১. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়?

৪.২ এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল?

উপবিভাগ: ঘ.২

৪.৩ কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন।

৪.৪ ১৮৫৭-এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায়?

উপবিভাগ: ঘ.৩

৪.৫.বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল?

৪.৬ শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল ?

উপবিভাগ: ঘ.৪

৪.৭ সংক্ষিপ্ত টীকা লেখো : দেশ বিভাগ (১৯৪৭) জনিত উদ্‌বাস্তু সমস্যা।

৪.৮ হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভূক্ত হয়েছিল?

মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পিডিএফ ডাউনলোড || Madhyamik 2018 History Question Paper PDF Download || Madhyamik History Question Paper Solved PDF || মাধ্যমিক ২০১৮ ইতিহাস প্রশ্ন উত্তর ||Madhyamik 2018 History Question With Answer

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

বিভাগ ঙ

৫. পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর:  ৮x১=৮

৫.১ উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?

৫.২. মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।

৫.৩ বিংশ শতকের ভারতে উপনিবেশ-বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।

Click Here to Download PDF

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।

Leave a Comment

error: Content is protected !!