Koshe Dekhi 1.4 Class 7 Solution|গণিতপ্রভা ক্লাস 7 কষে দেখি 1.4

Koshe Dekhi 1.4 Class 7 || গণিতপ্রভা ক্লাস 7 কষে দেখি 1.4 – West Bengal Board -এর সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি পূর্বপাঠের পুনরালোচনা অধ্যায়ের কষে দেখি 1.4 । এই অধ্যায়ে প্রধানত বর্গমূল নির্ণয়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে । ছাত্রছাত্রীদের জন্য খুব সহজ উপায়ে অঙ্কগুলো করে দেওয়া হল যাতে তারা অঙ্কগুলো মন দিয়ে একবার দেখলেই নিজেরাই সমাধান করতে পারে । WBBSE Class 7 এর 1st Unit Test -এর জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ । কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

Koshe Dekhi 1.4 Class 7 || গণিতপ্রভা ক্লাস 7 কষে দেখি 1.4

1. নীচের চিত্রগুলির পরিসীমা মাপিঃ

Koshe Dekhi 1.4 Class 7 
গণিতপ্রভা ক্লাস 7 কষে দেখি 1.4

2. নীচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি। [প্রতিটি ক্ষুদ্রতম বর্গঘর 1 বর্গসেমি.]

4. নীচের ছক-কাগজের বর্গক্ষেত্রগুলোর এক একটি বাহুর দৈর্ঘ্য মাপি এবং ক্ষেত্রফল নির্ণয় করি। [ধরি, একটি ক্ষুদ্রতম বর্গঘর = এক বর্গসেমি.]

5. বর্গমূল নির্ণয় করিঃ

(a) 52 ×82

(b) 4225

(c ) 10609

(d) 108241

Koshe Dekhi 1.4 Class 7 || গণিতপ্রভা ক্লাস 7 কষে দেখি 1.4

(e ) 186624

(f) 242 + 102

6. 3000 –এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা (a) 3000 –এর থেকে বড়ো (b) 3000 –এর থেকে ছোট ।

7. 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে দেখি ।

8. 5050 –এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?

9. বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764 টি পেয়ারাগাছ লাগানো হয়েছে । যতগুলি সারিতে পেয়েরাগাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারাগাছ আছে । হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে ?

10. হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225 টি শিশি রাখার ঘর আছে । ঘরগুলি এমন ভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে । হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে ।

11. তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতিয়টির গুণফল 24 , দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32 ; সংখ্যা তিনটি কী কী হিসাব করে লিখি ।

12. শিবাজি সঙ্ঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার পাঁচগুণ টাকা চাঁদা দিয়েছে । মোট 515205 টাকা চাঁদা উঠেছে । হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত ।

13. দার্জিলিং –এর এক বাগানের মালিক মোট 1080 টি কমলালেবু পেড়েছেন ।সেই কমলালেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9 টি কমলালেবু কম পড়েছে । তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে লিখি ।

14. বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান, তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি।

15. চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12,18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। 

16. পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি।

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।

 

Leave a Comment

error: Content is protected !!