Madhyamik Geography Suggestion Chapter 5 | মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’

Madhyamik Geography Suggestion Chapter 5 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 5 Suggestion || ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর (MCQ 1 নম্বরের , SAQ 2 এবং 3 নম্বরের , দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 5 নম্বরের )

Madhyamik Geography Suggestion Chapter 5 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 5 Suggestion || ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) : (প্রশ্নমান-১)

১। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল –

  • নিরক্ষরেখা
  • মকরক্রান্তিরেখা
  • মূল মধ্যরেখা
  • কর্কটক্রান্তিরেখা (উত্তর)

২। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়?-

  • মধ্যপ্রদেশ
  • অন্ধ্রপ্রদেশ (উত্তর)
  • বিহার
  • উত্তরপ্রদেশ

৩। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল-  

  • ভাষা (উত্তর)
  • ভূ-প্রকৃতিগত সাদৃশ্য
  • খাদ্যের সাদৃশ্য
  • অর্থনৈতিক কাজের সাদৃশ্য

৪। আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম –

  • রাজস্থান (উত্তর)
  • মধ্যপ্রদেশ
  • বিহার
  • সিকিম

৫। স্বাধীন ভারতে প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্যটি হল-

  • তামিলনাড়ু
  • অন্ধ্রপ্রদেশ (উত্তর)
  • পাঞ্জাব
  • পশ্চিমবঙ্গ

৬। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে-  

  • ম্যাকমোহন লাইন
  • র‍্যাডক্লিফ লাইন (উত্তর)
  • ডুরান্ড লাইন
  • এদের কোনোটিই নয়

৭। ভারত ও চিনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম-

  • ম্যাকমোহন লাইন (উত্তর)
  • র‍্যাডক্লিফ লাইন
  • ডুরান্ড লাইন
  • সুচার লাইন

৮। ভারতের উত্তরতম স্থান হল-

  • ইন্দিরা পয়েন্ট
  • ইন্দিরা কল (উত্তর)
  • ছাঙ্গু
  • কিবিথু

৯। ভারতের নবীনতম রাজ্যটি হল-

  • উত্তরাখণ্ড
  • তেলেঙ্গানা (উত্তর)
  • ছত্তিশগড়
  • গোয়া

১০। বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা-

  • 26টি
  • 27টি
  • 28টি (উত্তর)
  • 29টি

১১। অন্ধ্রপ্রদেশের পূর্বদিকে অবস্থিত-

  • তেলেঙ্গানা
  • কর্ণটিক
  • বঙ্গোপসাগর (উত্তর)
  • তামিলনাড়ু

১২। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম-

  • সিকিম
  • গোয়া (উত্তর)
  • ত্রিপুরা
  • মিজোরাম

১৩। ঠিক জোড়াটি নির্বাচন করো-

  • লাদাখ-অঙ্গরাজ্য
  • পুদুচেরি-কেন্দ্রশাসিত অঞ্চল (উত্তর)
  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-অঙ্গরাজ্য
  • হরিয়ানা-কেন্দ্রশাসিত অঞ্চল

১৪। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে-

  • তেলেংগানা
  • জম্মু ও কাশ্মীর (উত্তর)
  • উত্তরাখণ্ড
  • ঝাড়খণ্ড থেকে

১৫। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে –

  • মালাবার
  • কোঙ্কন (উত্তর)
  • করমণ্ডল
  • উত্তর সরকার উপকূল বলে

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

১৬। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে –

  • খাদার
  • ভাঙ্গর
  • ভাবর (উত্তর)
  • বেট

১৭। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল –

  • মাউন্ট এভারেস্ট
  • গডউইন অস্টিন
  • সান্দাকফু
  • কাঞ্চনজঙ্ঘা (উত্তর)

১৮। মালাবার উপকূলে বালিয়াড়িকে বলে-

  • র্থেরিস (উত্তর)
  • বার্খান
  • লোয়েস
  • পেনিপ্লেন

১৯। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে-

  • ভাবর
  • খাদার
  • কারেওয়া
  • দুন (উত্তর)

২০। ভারতের বৃহত্তম ‘কয়াল’-এর উদাহরণ হল-

  • অষ্টমুদি
  • চিল্কা
  • কোলেরু
  • ভেমবানাদ (উত্তর)

২১। গঙ্গা নদীর উৎস হল-

  • যমুনোত্রী হিমবাহ
  • জেমু হিমবাহ
  • সিয়াচেন হিমবাহ
  • গঙ্গোত্রী হিমবাহ (উত্তর)

২২। ভারতের যে নদীর মোহানায় কোনো বদ্বীপ নেই সেটি হল-

  • গোদাবরী
  • গঙ্গা
  • নর্মদা (উত্তর)
  • কৃষ্ণা

২৩। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল –

  • প্যাংগং হ্রদ (উত্তর)
  • ভীমতাল
  • ডাল হ্রদ
  • লোকটাক হ্রদ

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

২৪। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম-

  • কোলেরু (উত্তর)
  • পুলিকট
  • চিল্কা
  • ভেমবানাদ

২৫। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল –

  • ভাকুরা-নাঙ্গাল (উত্তর)
  • দামোদর
  • রিহান্দ
  • হিরাকুঁদ

Madhyamik Geography Suggestion Chapter 5 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 5 Suggestion || ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর

২৬। শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত-

  • কৃষ্ণা
  • কাবেরী (উত্তর)
  • গোদাবরী
  • মহানদী নদীতে

২৭। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল-

  • কূপ ও নলকূপ (উত্তর)
  • জলাশয়
  • খাল
  • ফোয়ারা

২৮। ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা-

  • মহানদী
  • দামোদর (উত্তর)
  • তুঙ্গভদ্রা
  • ময়ূরাক্ষী নদী পরিকল্পনা

২৯। জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত-

  • উত্তর ভারতে
  • দক্ষিণ ভারতে (উত্তর)
  • পশ্চিম ভারতে
  • পূর্ব ভারতে

৩০। হিরাকুঁদ নদী পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত তা হল-

  • গোদাবরী
  • কৃষ্ণা
  • কাবেরী
  • মহানদী (উত্তর)

৩১। নীচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয় –

  • জলবিদ্যুৎ উৎপাদন
  • সেচ
  • জলদূষণ নিয়ন্ত্রণ (উত্তর)
  • বন্যা নিয়ন্ত্রণ

৩২। ভারতে ‘পশ্চিমি ঝঞ্ঝা’-এর প্রাদুর্ভাব দেখা যায়-

  • গ্রীষ্মকালে
  • বর্ষাকালে
  • শরৎকালে
  • শীতকালে (উত্তর)

৩৩। আম্রবৃষ্টি দেখা যায় –

  • দক্ষিণ (উত্তর)
  • পশ্চিম
  • পূর্ব
  • উত্তর ভারতে

৩৪। ভারতে শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হল –

  • শীতল ও শুষ্ক দক্ষিণ-পশ্চিম
  • শীতল ও শুষ্ক উত্তর-পূর্ব (উত্তর)
  • শীতল ও আর্দ্র দক্ষিণ-পশ্চিম
  • শীতল ও আর্দ্র উত্তর-পূর্ব মৌসুমি বায়ু

৩৫। মৌসুমি বিস্ফোরণ’ প্রথমে দেখা যায়-   

  • কেরালায় (উত্তর)
  • কর্ণাটকে
  • মেঘালয়ে
  • পশ্চিমবঙ্গে

৩৬। ভারতে সর্বাধিক স্থান জুড়ে আছে-

  • কালো মাটি
  • পলি মাটি
  • ল্যাটেরাইট মাটি
  • লাল মাটি (উত্তর)

৩৭। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল-

  • জলসেচ
  • ঝুমচাষ
  • ফালিচাষ (উত্তর)
  • পশুচারণ

৩৮। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন্ অঞ্চলে? –

  • গাঙ্গেয় সমভূমি
  • পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল (উত্তর)
  • সুন্দরবন
  • মরু অঞ্চল

৩৯। নদীতীরের নবীন পলিমাটিকে বলে-

  • ভাঙ্গর
  • ভাবর
  • কংকর
  • খাদার (উত্তর)

৪০। জলধারণ ক্ষমতা বেশি-

  • রেগুর (উত্তর)
  • পডজল
  • লোহিত
  • ল্যাটেরাইট মৃত্তিকায়

Madhyamik Geography Suggestion Chapter 5 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 5 Suggestion || ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর

৪১। এদের মধ্যে কোটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ প্রদ্ধতির একটি উদাহরণ? –

  • বন্যপ্রাণ সুরক্ষা আইন
  • ঝুমচাষ
  • সামাজিক বনসৃজন (উত্তর)
  • নর্মদা বাঁচাও আন্দোলন

৪২। একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হল-

  • বাবলা
  • তুত (উত্তর)
  • মেহগনি
  • সুন্দরী

৪৩।  ঠিক জোড়াটি নির্বাচন করো-

  • উত্তর-পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত- নীলগিরি
  • দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী নর্মদা
  • আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ- মেহগনি (উত্তর)
  • উত্তর-পূর্ব ভারত – কৃষ্ণ বৃত্তিকা

৪৪। চন্দন গাছ জন্মায় –

  • চিরহরিৎ
  • সরল বর্গীয়
  • পর্ণমোচী (উত্তর)
  • ম্যানগ্রোভ অরণ্যে

৪৫। ভারতে অধিকাংশ বৃষ্টিপাত হয় যে পদ্ধতিতে তা হল-

  • পরিচলন
  • শৈলোতক্ষেপ (উত্তর)
  • ঘূর্ণবাত
  • সংঘর্ষ

৪৬। ভারতের কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে –

  • গ্রানাইট শিলা
  • নিস্‌ শিলা
  • ব্যাসল্ট শিলা (উত্তর)
  • কাদাপাথর থেকে

৪৭। ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল –

  • ধান
  • পাঠ
  • গম
  • চিনাবাদাম (উত্তর)

৪৮। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত-

  • যোধপুরে
  • পরেশনাথে
  • দেরাদুনে (উত্তর)
  • নাগপুরে

অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:(প্রশ্নমান-১)

দু-এক কথায় উত্তর দাও :

১। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

২।  ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?

৩। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

৪। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?

৫। ‘ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী?

৬। নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত?

৭। শিরালিক পর্বতশ্রেণি কোথায় অবস্থিত?

৮। ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

৯। পশ্চিম হিমালয়ের ‘তাল’ কী?’

১০। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী?

১১। পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে কোন্ ফাঁকটি রয়েছে?

১২। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কী বলে?

১৩। নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী?

১৪। ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়?

১৫। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

১৬। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

১৭। ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কী?

১৮। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সেটি কোন্ রাজ্যে অবস্থিত?

১৯। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?

২০। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?

২১। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।

২২।  বাড়ির ছাদে জল ধরে রাখা কর্মসূচি’ বা ‘Rain Water Harvesting Programme’ কোন্ রাজ্যে নেওয়া হয়েছে?

২৩। ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়?’

২৪। ভরিতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

২৫। কৃর্ম মৃত্তিকা কোন রাজ্যে দেখা যায়?

২৬। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষিপদ্ধতির নাম লেখো।

২৭। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?

২৮। ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখো।

২৯। ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত?

৩০। সুন্দরলাল বহুগুণা কোন্ পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত?

৩১। সুন্দরবনে কোন্ ধরনের অরণ্য দেখা যায়?

৩২। ভারতে কোন্ ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়?

৩৩। ভারতে কোন্ অরণ্যে সিংহ পাওয়া যায়?

৩৪। ভারতের মরু অঞ্চলে কোন্ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

৩৫। ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কী ?

৩৬। প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ?

শূন্যস্থান পূরণ করো:

১। রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়__________সালে।

২। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ___________।

৪। পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ____________।

৫। নবীন পলিমাটি_____________নামে পরিচিত।

৬। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ____________।

৭। __________মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।

৮। উত্তরপ্রদেশে প্রাচীন পলিমাটিকে বলে ___________।

৯। ভারতের যোগ জলপ্রপাতটি ____________ নদীর ওপর অবস্থিত।

১০। দেবপ্রয়াগে ভাগীরথী ও _____________ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে।

১১। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ___________নামে পরিচিত।

১২। ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ বলা হয় _________ নদীকে।

১৫। ভারতের শীতলতম স্থানটি হল _____________।

১৬। শিলং ভারতের একটি _____________ অঞ্চল।

১৭। কর্ণাটকে আম্রবৃষ্টি ____________নামে পরিচিত। 

১৮। ক্রান্তীয় পুবালি জেট বায়ু ___________ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে।

১৯। উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে ___________।

Madhyamik Geography Suggestion Chapter 5 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 5 Suggestion || ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর

২০। মৌসুমি বিস্ফোরণ দেখা যায় ______________।

২১। গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অসমে _____________ নামে পরিচিত।

২২। _______________ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়।

২৩। কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি ______________________ চাষের জন্য বিখ্যাত।

২৭। ______________মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।

৩০। কাজিরাঙা অরণ্য __________ রাজ্যে অবস্থিত।

নীচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো:

১। ভারতের বৃহত্তম রাজ্য হল মধ্যপ্রদেশ।

২। মেঘালয়ের রাজধানী হল গুয়াহাটি।

৩। শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র।

৪। লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ।

৫। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধান্দ বলে।

৬। পিরপাঞ্জাল ও জাস্কর পর্বতশ্রেণির মাঝে ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা অবস্থিত।

৭। ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ।

৮। লুনি একটি পূর্ববাহিনী নদী।

৯। গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচপ্রথা সবচেয়ে বেশি প্রচলিত।

১০। ইন্দিরা খাল পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল।

১১। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু।

১২। এল ‘এল নিনো বছরে ভারতে খরা পরিস্থিতির সৃষ্টি হয়।  

১৩। জৈবপদার্থ সমৃদ্ধ জটিল কৃম্নবর্ণের পদার্থকে হিউমাস বলা হয়।

১৪। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে।

১৫। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন।

১৬। বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।

১৭। ভারতের একটি হিমবাহ সৃষ্ট হ্রদ হল পুস্কর ।

১৮। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ ।

১৯। কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম ।

স্তম্ভ মেলাওঃ

বামদিকডানদিক
 ১. ভামবানাদক. মাজুলি
২.মরুস্থলীখ. অন্ধ্রপ্রদেশ
৩. ধ্রিয়ানগ. প্রবাল দ্বীপ
৪. মালাবার উপকূলঘ. পাইন
৫. ভারতের বৃহত্তম নদীচরঙ. পশ্চিম হিমালয়ের হ্রদ
৬. লাক্ষাদ্বীপপুঞ্জচ. রাজস্থান
৭. নামচাবারোয়াছ. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
৮. হুড্রুজ.  মৃতের স্তূপ
৯. পাঞ্চেতঝ. সুন্দরবন
১০. নাগার্জুন সাগর পরিকল্পনাঞ. জম্মু ও কাশ্মীর
১১. সরল বর্গীয় অরণ্যট. মহারাষ্ট্র
১২. তালঠ.  বালিয়ারি
১৩. আঁধিড. জলপ্রপাত
১৪. মৌসিনরামঢ. কেরালা
১৫. শ্বাসমূলণ. দামোদর
১৬. সবচেয়ে বেশি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত রাজ্যত. পূর্ব হিমালয়ের শৃঙ্গ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ): (প্রশ্নমান-২)

১। ভারতের কোন্ কোন্ রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তিরেখা গিয়েছে?

২। হিমালয় পর্বতমালার ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখো।

৩। মরুস্থলী নামকরণ কেন হয়েছে?

৬। মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত?

৭। দুন বলতে কী বোঝো?

৮। কচ্ছের রণ কী?

৯। কয়াল কী?

১০। ধ্রিয়ান কী? ভারতের কোথায় দেখা যায়?

১১। তাল কী?

১২। কারেওয়া বলতে কী বোঝো?

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১৩। ডেকান ট্র্যাপ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো।

১৪। মালনাদ ও ময়দান কী?

১৫। কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো।

১৬। গঙ্গার তিনটি উপনদীর নাম লেখো।

১৭। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম ও অবস্থান উল্লেখ করো।

১৮। ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো।

১৯। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো।

২০। প্লাবন খাল কাকে বলে?

২১। দক্ষিণ ভারতে খালসেচ প্রথা প্রচলিত নয় কেন?

২২। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো?

২৩। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী?

২৪। মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো?

২৫। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে কেন বৃষ্টিপাত ঘটায়?

২৬। কোন্ বায়ুর প্রভাবে তামিলনাডুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

২৭। পশ্চিমি ঝঞ্ঝা কাকে বলে?

২৮। ভারতে পশ্চিমি ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করো।’

২৯। কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য ও বিস্তার আলোচনা করো।

৩০। রেগুর কী?

৩১। কৃষ্ণমৃত্তিকাতে উৎপন্ন একটি কৃষিজ ফসলের নাম লেখো।

Madhyamik Geography Suggestion Chapter 5 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 5 Suggestion || ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর

৩২। টীকা লেখো: ল্যাটেরাইট মৃত্তিকা।

৩৩। গাঙ্গেয় সমভূমি কিভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে ?

৩৪। সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো ।

৩৫। দামোদর নদী উপত্যকা পরিকল্পনার তিনটি উদ্দেশ্য লেখো ।

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন: (প্রশ্নমান – ৩)

১। ভারতকে ‘বৈচিত্র্যের মধ্যে একতা’ আখ্যা দেওয়া হয় কেন?

২। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের তিনটি প্রধান পার্থক্য লেখো।

৩। মালনাদ ও ময়দানের দুটি পার্থক্য লেখো।

৪। ভারতের প্রধান তিনটি মাটির বিবরণ দাও ।

৫। ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহানায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ?

৬। ভারতের প্রধান নদীর গতিপথ বর্ণনা করো।

৭। ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মোহানায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন ?

৮। ব্রহ্মপুত্র নদের গতিপথের বর্ণনা দাও এবং বিভিন্ন অংশে তার নামগুলি উল্লেখ করো।

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

৯। উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর তুলনা করো।

১০। বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো। করো।

১১। উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন ?

১২। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন ?  

১৩। ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে- যুক্তিসহ ব্যাখ্যা দাও।

১৪। ভারতের ‘চেরাপুঞ্জি ও মৌসিনরাম’ অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়- তোমার যুক্তি দেখাও।

১৫। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়’- এই উক্তিটি ব্যাখ্যা করো।

১৬। ভারতে খরা-বন্যার প্রাদুর্ভাব ঘটে কেন?

১৭। রাজস্থানে থর মরুভূমি সৃষ্টির কারণসমূহ লেখো।  

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

১৮। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেরে এল নিনো ও লা নিনার প্রভাব লেখো।

১৯। ভাঙ্গর ও খাদার মৃত্তিকার পার্থক্য কী কী?

২০। ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো।

২১। মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক’- ব্যাখ্যা করো।

২২। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

২৩। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী?

 ২৪। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করো।

২৫। ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করো।

২৬। ভারতের বিভিন্ন প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের নাম লেখো।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান-৫)

১। উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের শ্রেণিবিভাগ করো ও তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো।

২। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও।

৩। ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিস্তারিত বিবরণ দাও।

৪। ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

৫। উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো।

৬। ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো।

৭। ভারতে জলসংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতিগুলি আলোচনা করো।

৮। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। অথবা, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।

৯। ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।

১০। ভরিতে পলিমাটির বণ্টন এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১১। ভারতের পলিমৃত্তিকা এবং কৃয় মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো।

Madhyamik Geography Suggestion Chapter 5 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 5 Suggestion || ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর

১২। ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো।

১৩। ভারতের দুইপ্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বণ্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো।

১৪। হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতির পরিবর্তন উদাহরণসহ লেখো।

১৫। ভারতে অতি আর্দ্র চিরহরিৎ গাছের বনভূমি কোথায় দেখা যায় ও এদের বৈশিষ্ট্য কী ?

১৬। ভারতের চিরহরিৎ উদ্ভিদ ও পর্ণমোচী উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব আলোচনা করো।

১৭। বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।

মানচিত্র চিহ্নিতকরণঃ

ভারত – অবস্থান, প্রশাসনিক বিভাগ:

১। চেন্নাই,

২। জম্মু ও কাশ্মীরের রাজধানী

৩। বিশাখাপত্তনম

৪। কলকাতা

৫। বেঙ্গালুরু

৬। কোচি

৭। কর্কটক্রান্তি রেখা

৮। এলাহাবাদ

৯। ইন্দিরা পয়েন্ট

১০। হায়দ্রাবাদ

১১। চণ্ডীগড়

১২। ভুবনেশ্বর

১৩।  আমেদাবাদ

১৪। লাইন অফ্‌ কন্ট্রোল

১৫। ভারতের উত্তরতম স্থানবিন্দু (ইন্দিরা কল )

১৬। উত্তর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল

ভারতের ভূ-প্রকৃতি:

১। মেঘালয় মালভূমি

২। কচ্ছের রণ অথবা কচ্ছ-উপদ্বীপ

৩। কোঙ্কণ উপকূল

৪। খাম্বাত উপসাগর

৫। নীলগিরি পর্বত

৬। শিবালিক পর্বত

৭। পক প্রণালী

৮। থর মরুভূমি

৯। বিন্ধ্য পর্বত

১০। সাতপুরা পর্বত

১১। করমন্ডল উপকূল

১২। ভারতের শীতল মরু মালভূমি

১৩। ছোটোনাগপুর মালভূমি

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১৪। কাশ্মীর উপত্যকা

১৫। মান্নার উপসাগর

১৬। কারাকোরাম পর্বত / পর্বতমালা

১৭। পশ্চিমঘাট পর্বতশ্রেণী

১৮। উত্তর সরকার উপকূল

১৯। পিরপাঞ্জাল পর্বতশ্রেণী   

২০। গারো পাহাড়

২১। দাক্ষিণাত্য মালভূমি

২২। আরাবল্লি পর্বত

২৩। নামচাবারোয়া শৃঙ্গ

২৪। 100 চ্যানেল

২৫। দোদাবেতা শৃঙ্গ

২৬। নাঙ্গা পর্বত

২৭। নাথুলা পাস

২৮।রোটাং পাস

জলসম্পদ:

১। কাবেরী নদী 

২।  চিল্কা হ্রদ

৩। তাপ্তি নদী

৪। লুনি নদী

৫। মহানদী

৬। কৃষ্ণা নদী

৭। লোকটাক হ্রদ

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

৮। সম্বর হ্রদ

৯। সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ

১০। কোলেরু হ্রদ

১১। ভাকরা নাঙ্গাল প্রকল্প

১২। সারদা খাল

১৩।ইন্দিরা গান্ধী খাল

১৪। প্যাংগং হ্রদ

১৫। পুলিকট হ্রদ

জলবায়ু :

১। শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল

২। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল,

৩। একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল

৪। ভারতের শুষ্কতম অঞ্চল

৫। উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র

৬। একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

মৃত্তিকা:

১। রেগুর মৃত্তিকা বলয়

২। পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল

৩। মরু মৃত্তিকা অঞ্চল

৪। পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল

ভারতের স্বাভাবিক উদ্ভিদ:

১। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল

২। মরু উদ্ভিদ অঞ্চল

৩। ভারতের একটি চিরহরিৎ অরণ্য

৪। ভারতের অরণ্য গবেষণাগার

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।

Leave a Comment

error: Content is protected !!