Madhyamik Geography MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট সেট-২|দশম শ্রেণি ভূগোলের MCQ প্রশ্ন উত্তরঃ ভূগোলের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBBSE Class 10- এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভূগোলের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 40 টি MCQ প্রশ্ন উত্তর আছে ।এই রেজাল্ট দেখে ছাত্রছাত্রীরা,তাদের প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Geography MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট সেট-২
Q1. মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপটি হল –
- আগামুক
- ইয়ার্দাং
- ইনসেলবার্জ
- গৌর
গৌর
Q2. “উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার” নামে পরিচিত –
- দিল্লি
- পাটনা
- কানপুর
- কোয়েম্বাটুর
কানপুর
Q3. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে ?
- নদীর উৎস
- দোয়াব
- জল বিভাজিকা
- জলপ্রপাত
জল বিভাজিকা
Q4. উচ্চগতিতে নদীর সঞ্চয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হল –
- I আকৃতির উপত্যাকা
- সোপান সমভূমি
- V আকৃতির উপত্যাকা
- বহিঃধৌত সমভূমি
সোপান সমভূমি
Q5. ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হল –
- ইন্দিরাকল
- ইন্দিরা পয়েন্ট
- কাভারত্তি
- সালেম
ইন্দিরা পয়েন্ট
Q6. ভারতে যে মাটিতে নাইট্রোজেনের আধিক্য দেখা যায় তা হল –
- ল্যাটেরাইট মাটি
- পলিমাটি
- পডজল মাটি
- সিরোজেম মাটি
সিরোজেম মাটি
Q7. ভারতের গভীরতম সমুদ্র বন্দরটি হল –
- বিশাখাপত্তনম
- মুম্বাই
- কলকাতা
- মার্মাগাও
বিশাখাপত্তনম
Q8. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি গুলির নাম হল –
- সিফ
- মস্তক বালিয়াড়ি
- বার্খান
- পুচ্ছ বালিয়াড়ি
বার্খান
Q9. ভারতের বনভূমি সংরক্ষন আইন প্রণয়ন করা হয় –
- 1947 খ্রিষ্টাব্দে
- 1975 খ্রিষ্টাব্দে
- 1980 খ্রিষ্টাব্দে
- 2010 খ্রিষ্টাব্দে
1980 খ্রিষ্টাব্দে
Q10. মোট জনসংখ্যা ও মোট কার্যকরী জমির অনুপাতকে বলা হয় –
- কাম্য জনসংখ্যা
- জনঘনত্ব
- মানুষ –জমির অনুপাত
- লিঙ্গানুপাত
মানুষ –জমির অনুপাত
Q11. ভারতের চিনির পাত্র বলা হয় –
- পাঞ্জাবকে
- হিমাচল প্রদেশকে
- হরিয়ানাকে
- উত্তরপ্রদেশকে
উত্তরপ্রদেশকে
Q12. ভারতে দীর্ঘতম সেচখাল –
- সারদা খাল
- ইন্দিরা খাল
- পূর্ব –যমুনা খাল
- পশ্চিম – যমুনা খাল
ইন্দিরা খাল
Q13. নদীর জলপ্রবাহের সঙ্গে নুড়ি , কাঁকড় ও প্রস্তরখন্ডের আঘাতে নদীখাতে যে ক্ষয় সৃষ্টি হয় , তাকে বলে –
- জলপ্রবাহ ক্ষয়
- অবঘর্ষ ক্ষয়
- ঘর্ষণ ক্ষয়
- দ্রবণ ক্ষয়
অবঘর্ষ ক্ষয়
Q14. গেরসোপ্পা জলপ্রপাত সৃষ্টি হয়েছে –
- গঙ্গা নদীতে
- কাবেরী নদীতে
- সরাবতী নদীতে
- নর্মদা নদীতে
সরাবতী নদীতে
Madhyamik Geography MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-২
Q15. দক্ষিন ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হল –
- লাদাক
- শিলং
- ছোটোনাগপুর
- মালনাদ
মালনাদ
Q16. ভারতের দীর্ঘতম নদী বাঁধটি হল –
- ভাকরা নাঙ্গাল
- ময়ূরাক্ষী
- তেহরি
- হিরাকুদ
হিরাকুদ
Q17. ভারতে বাজরা উৎপাদনে প্রথম রাজ্যটি হল –
- কর্ণাটক
- উত্তরপ্রদেশ
- রাজস্থান
- মহারাষ্ট্র
রাজস্থান
Q18. উত্তর –পূর্ব রেল পথের সদর দপ্তর কোথায় –
- নিউদিল্লি
- গোরক্ষপুর
- চেন্নাই
- অসম
গোরক্ষপুর
Q19. রেটুন প্রথা যুক্ত যে –চাষে তা হল –
- গম চাষ
- ধান চাষ
- আখ চাষ
- মিলেট চাষ
আখ চাষ
Q20. বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় –
- নর্মদা নদীতে
- তাপ্তী নদীতে
- গঙ্গা নদীতে
- গোদাবরী নদীতে
গঙ্গা নদীতে
Q21. উপগ্রহে চিত্রে অরণ্য ও শষ্যক্ষেত্র দেখানো হয় –
- হলুদ রঙের
- গাঢ় নীল রঙের
- সাদা রঙের
- উজ্জ্বল লাল রঙের
উজ্জ্বল লাল রঙের
Q22. চা গবেষণাগার আছে –
- কর্ণাটকের চিকমাগলুরে
- পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ
- অসমের জোড়হাটে
- উত্তরপ্রদেশের লখনৌতে
অসমের জোড়হাটে
Q23. বরফের গায়ে যে রেখার নীচে বরফ গলে না ,তা হল-
- হিমরেখা
- হিমবাহ
- গ্রাবরেখা
- হিমশৈল
গ্রাবরেখা
Q24. উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে –
- পূর্ব –পশ্চিম করিডর
- সোনালি চতুর্ভুজ
- উত্তর-দক্ষিণ করিডর
- উত্তর-মধ্য করিডর
উত্তর-দক্ষিণ করিডর
Q25. TISCO গড়ে উঠেছে –
- দামোদর নদীর তীরে
- ব্রাম্ভণী নদীর তীরে
- হলদি নদীর তীরে
- সুবর্ণরেখা ও খরকাই নদীর তীরে
সুবর্ণরেখা ও খরকাই নদীর তীরে
Q26. ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে –
- চিনুক
- সিরোক্কো
- মিস্ট্রাল
- বোরা
মিস্ট্রাল
Q27. ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে ?
- কালো মাটি
- পলি মাটি
- ল্যাটেরাইট মাটি
- লাল মাটি
লাল মাটি
Q28. একটি বৃহৎ স্কেলের মানচিত্র হল-
- মৌজা মাণচিত্র
- রাজ্য মাণচিত্র
- কোনো দেশের মাণচিত্র
- পৃথিবীর মাণচিত্র
মৌজা মাণচিত্র
Q29. ‘পূর্বের শেফিল্ড’ বলা হয় যে শহরকে , তা হল-
- জামশেদপুর
- হায়দ্রাবাদ
- রাঁচি
- হাওড়া
হাওড়া
Q30. বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল-
- বর্জ্যের পুনঃব্যবহার
- বর্জ্যের পুনঃনবীকরণ
- বর্জ্যের পরিমাণগত হ্রাস
- সবগুলিই প্রযোজ্য
সবগুলিই প্রযোজ্য
Q31. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া-
- ডগার্স ব্যাঙ্ক
- রকফল ব্যাঙ্ক
- গ্র্যান্ড ব্যাঙ্ক
- সেবল ব্যাঙ্ক
গ্র্যান্ড ব্যাঙ্ক
Q32. 73E টোপোগ্রাফিকাল মানচিত্রের স্কেল হবে –
- 1: 10,00,000
- 1:12,50,000
- 1:50,000
- 1:2,50,000
1:2,50,000
Q33. পেরিজির সঙ্গে সিজিগির মিলনকে বলে –
- অ্যাপোজি
- প্রক্সিজিয়ান
- প্রপোজিয়ান
- প্রতিযোগ
প্রক্সিজিয়ান
Q34. যূর্য ও চাঁদের চারপাশে বলয়ের আকারে অবস্থানকারী মেঘ হল-
- সিরোকিউমুলাস
- সিরোস্ট্র্যাটাস
- অল্টোকিউমুলাস
- অল্টোস্ট্র্যাটাস
সিরোস্ট্র্যাটাস
Q35. জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হল-
- বন্যপ্রাণ সংরক্ষণ
- শুস্ক ঋতুতে জলের সরবরাহ
- পর্যটন শিল্পের উন্নতি
- জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ
শুস্ক ঋতুতে জলের সরবরাহ
Q36. মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে হয় –
- ভাটা
- ভরা জোয়ার
- গৌণ জোয়ার
- মরা কোটাল
গৌণ জোয়ার
Q37. সর্দার সরোবর প্রকল্প যে নদীর ওপর অবস্থিত , তা হল-
- নর্মদা
- কৃষ্ণা
- গোদাবরী
- কাবেরী
নর্মদা
Q38. পাঞ্জাব সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলে –
- বেট
- ভাঙ্গার
- খাদার
- লোয়েস
বেট
Q39. উপগ্রহ চিত্র হল-
- দ্বিমাত্রিক
- একমাত্রিক
- ত্রিমাত্রিক
- ষষ্ঠমাত্রিক
ত্রিমাত্রিক
Q40. ভারতের প্রাচীনতম ও ব্যাস্ততম সড়কপথটি হল-
- NH-7
- NH-6
- NH-5
- NH-2
NH-2