মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test Set-2: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল মক টেস্ট । এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Geography MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography MCQ Online Mock Test Set-2। তাই এই মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test Set-2
Q1. মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপটি হল –
- আগামুক
- ইয়ার্দাং
- ইনসেলবার্জ
- গৌর
গৌর
Q2. “উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার” নামে পরিচিত –
- দিল্লি
- পাটনা
- কানপুর
- কোয়েম্বাটুর
কানপুর
Q3. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে ?
- নদীর উৎস
- দোয়াব
- জল বিভাজিকা
- জলপ্রপাত
জল বিভাজিকা
Q4. উচ্চগতিতে নদীর সঞ্চয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হল –
- I আকৃতির উপত্যাকা
- সোপান সমভূমি
- V আকৃতির উপত্যাকা
- বহিঃধৌত সমভূমি
সোপান সমভূমি
Q5. ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হল –
- ইন্দিরাকল
- ইন্দিরা পয়েন্ট
- কাভারত্তি
- সালেম
ইন্দিরা পয়েন্ট
Q6. ভারতে যে মাটিতে নাইট্রোজেনের আধিক্য দেখা যায় তা হল –
- ল্যাটেরাইট মাটি
- পলিমাটি
- পডজল মাটি
- সিরোজেম মাটি
সিরোজেম মাটি
Q7. ভারতের গভীরতম সমুদ্র বন্দরটি হল –
- বিশাখাপত্তনম
- মুম্বাই
- কলকাতা
- মার্মাগাও
বিশাখাপত্তনম
Q8. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি গুলির নাম হল –
- সিফ
- মস্তক বালিয়াড়ি
- বার্খান
- পুচ্ছ বালিয়াড়ি
বার্খান
Q9. ভারতের বনভূমি সংরক্ষন আইন প্রণয়ন করা হয় –
- 1947 খ্রিষ্টাব্দে
- 1975 খ্রিষ্টাব্দে
- 1980 খ্রিষ্টাব্দে
- 2010 খ্রিষ্টাব্দে
1980 খ্রিষ্টাব্দে
Q10. মোট জনসংখ্যা ও মোট কার্যকরী জমির অনুপাতকে বলা হয় –
- কাম্য জনসংখ্যা
- জনঘনত্ব
- মানুষ –জমির অনুপাত
- লিঙ্গানুপাত
মানুষ –জমির অনুপাত
Q11. ভারতের চিনির পাত্র বলা হয় –
- পাঞ্জাবকে
- হিমাচল প্রদেশকে
- হরিয়ানাকে
- উত্তরপ্রদেশকে
উত্তরপ্রদেশকে
Q12. ভারতে দীর্ঘতম সেচখাল –
- সারদা খাল
- ইন্দিরা খাল
- পূর্ব –যমুনা খাল
- পশ্চিম – যমুনা খাল
ইন্দিরা খাল
Q13. নদীর জলপ্রবাহের সঙ্গে নুড়ি , কাঁকড় ও প্রস্তরখন্ডের আঘাতে নদীখাতে যে ক্ষয় সৃষ্টি হয় , তাকে বলে –
- জলপ্রবাহ ক্ষয়
- অবঘর্ষ ক্ষয়
- ঘর্ষণ ক্ষয়
- দ্রবণ ক্ষয়
অবঘর্ষ ক্ষয়
Q14. গেরসোপ্পা জলপ্রপাত সৃষ্টি হয়েছে –
- গঙ্গা নদীতে
- কাবেরী নদীতে
- সরাবতী নদীতে
- নর্মদা নদীতে
সরাবতী নদীতে
Q15. দক্ষিন ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হল –
- লাদাক
- শিলং
- ছোটোনাগপুর
- মালনাদ
মালনাদ
Q16. ভারতের দীর্ঘতম নদী বাঁধটি হল –
- ভাকরা নাঙ্গাল
- ময়ূরাক্ষী
- তেহরি
- হিরাকুদ
হিরাকুদ
Q17. ভারতে বাজরা উৎপাদনে প্রথম রাজ্যটি হল –
- কর্ণাটক
- উত্তরপ্রদেশ
- রাজস্থান
- মহারাষ্ট্র
রাজস্থান
Q18. উত্তর –পূর্ব রেল পথের সদর দপ্তর কোথায় –
- নিউদিল্লি
- গোরক্ষপুর
- চেন্নাই
- অসম
গোরক্ষপুর
Q19. রেটুন প্রথা যুক্ত যে –চাষে তা হল –
- গম চাষ
- ধান চাষ
- আখ চাষ
- মিলেট চাষ
আখ চাষ
Q20. বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় –
- নর্মদা নদীতে
- তাপ্তী নদীতে
- গঙ্গা নদীতে
- গোদাবরী নদীতে
গঙ্গা নদীতে
Q21. উপগ্রহে চিত্রে অরণ্য ও শষ্যক্ষেত্র দেখানো হয় –
- হলুদ রঙের
- গাঢ় নীল রঙের
- সাদা রঙের
- উজ্জ্বল লাল রঙের
উজ্জ্বল লাল রঙের
Q22. চা গবেষণাগার আছে –
- কর্ণাটকের চিকমাগলুরে
- পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ
- অসমের জোড়হাটে
- উত্তরপ্রদেশের লখনৌতে
অসমের জোড়হাটে
Q23. বরফের গায়ে যে রেখার নীচে বরফ গলে না ,তা হল-
- হিমরেখা
- হিমবাহ
- গ্রাবরেখা
- হিমশৈল
গ্রাবরেখা
Q24. উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে –
- পূর্ব –পশ্চিম করিডর
- সোনালি চতুর্ভুজ
- উত্তর-দক্ষিণ করিডর
- উত্তর-মধ্য করিডর
উত্তর-দক্ষিণ করিডর
মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test Set-2
Q25. TISCO গড়ে উঠেছে –
- দামোদর নদীর তীরে
- ব্রাম্ভণী নদীর তীরে
- হলদি নদীর তীরে
- সুবর্ণরেখা ও খরকাই নদীর তীরে
সুবর্ণরেখা ও খরকাই নদীর তীরে
Q26. ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে –
- চিনুক
- সিরোক্কো
- মিস্ট্রাল
- বোরা
মিস্ট্রাল
Q27. ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে ?
- কালো মাটি
- পলি মাটি
- ল্যাটেরাইট মাটি
- লাল মাটি
লাল মাটি
Q28. একটি বৃহৎ স্কেলের মানচিত্র হল-
- মৌজা মাণচিত্র
- রাজ্য মাণচিত্র
- কোনো দেশের মাণচিত্র
- পৃথিবীর মাণচিত্র
মৌজা মাণচিত্র
Q29. ‘পূর্বের শেফিল্ড’ বলা হয় যে শহরকে , তা হল-
- জামশেদপুর
- হায়দ্রাবাদ
- রাঁচি
- হাওড়া
হাওড়া
Q30. বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল-
- বর্জ্যের পুনঃব্যবহার
- বর্জ্যের পুনঃনবীকরণ
- বর্জ্যের পরিমাণগত হ্রাস
- সবগুলিই প্রযোজ্য
সবগুলিই প্রযোজ্য
Q31. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া-
- ডগার্স ব্যাঙ্ক
- রকফল ব্যাঙ্ক
- গ্র্যান্ড ব্যাঙ্ক
- সেবল ব্যাঙ্ক
গ্র্যান্ড ব্যাঙ্ক
Q32. 73E টোপোগ্রাফিকাল মানচিত্রের স্কেল হবে –
- 1: 10,00,000
- 1:12,50,000
- 1:50,000
- 1:2,50,000
1:2,50,000
Q33. পেরিজির সঙ্গে সিজিগির মিলনকে বলে –
- অ্যাপোজি
- প্রক্সিজিয়ান
- প্রপোজিয়ান
- প্রতিযোগ
প্রক্সিজিয়ান
Q34. যূর্য ও চাঁদের চারপাশে বলয়ের আকারে অবস্থানকারী মেঘ হল-
- সিরোকিউমুলাস
- সিরোস্ট্র্যাটাস
- অল্টোকিউমুলাস
- অল্টোস্ট্র্যাটাস
সিরোস্ট্র্যাটাস
Q35. জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হল-
- বন্যপ্রাণ সংরক্ষণ
- শুস্ক ঋতুতে জলের সরবরাহ
- পর্যটন শিল্পের উন্নতি
- জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ
শুস্ক ঋতুতে জলের সরবরাহ
Q36. মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে হয় –
- ভাটা
- ভরা জোয়ার
- গৌণ জোয়ার
- মরা কোটাল
গৌণ জোয়ার
Q37. সর্দার সরোবর প্রকল্প যে নদীর ওপর অবস্থিত , তা হল-
- নর্মদা
- কৃষ্ণা
- গোদাবরী
- কাবেরী
নর্মদা
Q38. পাঞ্জাব সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলে –
- বেট
- ভাঙ্গার
- খাদার
- লোয়েস
বেট
Q39. উপগ্রহ চিত্র হল-
- দ্বিমাত্রিক
- একমাত্রিক
- ত্রিমাত্রিক
- ষষ্ঠমাত্রিক
ত্রিমাত্রিক
Q40. ভারতের প্রাচীনতম ও ব্যাস্ততম সড়কপথটি হল-
- NH-7
- NH-6
- NH-5
- NH-2
NH-2
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।মাধ্যমিক ভূগোল মক টেস্ট-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।
প্রশ্নঃ মাধ্যমিক ভূগোল মক টেস্ট-এ কেন অংশগ্রহণ করবেন ?
উত্তরঃ মাধ্যমিক ভূগোলের সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর একসাথে প্র্যাকটিস করতে এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।
প্রশ্নঃMadhyamik Geography MCQ Online Mock Test থেকে ছাত্রছাত্রীরা কি সুবিধা পাবে ?
উত্তরঃ এই মক টেস্টের প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য MCQ সাজেশন ।এখান থেকে প্রশ্ন উত্তর মাধ্যমিকে কমন আসতে পারে ।