মাধ্যমিক বাংলা মক টেস্ট (MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Bengali Mock Test : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক বাংলা মক টেস্ট । এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Bengali MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । বাংলা কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেন বাংলার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Bengali Mock Test। তাই এই মাধ্যমিক বাংলা মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক বাংলা মক টেস্ট|Madhyamik Bengali Mock Test (Set-1)
Q1. রত্নের মূল্য জহুরির কাছেই ” । এখানে ‘রত্ন’ ও ‘জহুরি’ হল –
- তপন ও ছোটোমেসো
- তপন ও ছোটোমাসি
- তপন ও পত্রিকা সম্পাদক
- ছোটোমাসি ও ছোটোমামা
তপন ও ছোটোমেসো
Q2. পথের দাবী গল্পে পোলিটিক্যাল সাস্পেক্টের নাম কী ছিল ?
- গিরীশ মহাপাত্র
- রামদাস তলওয়ারকর
- সব্যসাচী মল্লিক
- নিমাইবাবু
সব্যসাচী মল্লিক
Q3. ” খুব হয়েছে হরি , এইবার সরে পড়ো । অন্যদিকে যাও ।” – বক্তা হলেন –
- অনাদি
- ভবতোষ
- কাশীনাথ
- কালীনাথ
কাশীনাথ
Q4. ” প্রোদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস ” – ‘প্রোদোষকাল’ হল –
- ভোরবেলা
- দুপুরবেলা
- বিকেলবেলা
- সন্ধ্যাবেলা
সন্ধ্যাবেলা
Q5. ‘অসুখী একজন’ কবিতাটির বাংলা তরজমা করেছেন –
- অর্ঘ্যকুমার দত্তগুপ্ত
- দীনবন্ধু মিত্র
- নবারুণ ভট্টাচার্য
- মধুসূদন দত্ত
নবারুণ ভট্টাচার্য
Q6. প্রলয় উল্কা ছুটায়-
- লাল খিলানে
- জগৎ মাঝে
- নীল খিলানে
- সবুজ খিলানে
নীল খিলানে
Q7. যারা ওস্তাদ কলমবাজ , তাদের বলা হয়-
- টেলিগ্রাফিস্ট
- পলিগ্রাফিস্ট
- ক্যালিগ্রাফিস্ট
- ফার্মাসিস্ট
ক্যালিগ্রাফিস্ট
Q8. বাংলা প্রবাদটি হল কালি নেই , কলম নেই বলে আমি ________ ।
- নিধিরাম
- মুনশি
- কলমচি
- কবি
মুনশি
Q9. স্টাইলাস আসলে –
- লৌহ শলাকা
- প্ল্যাটিনাম শলাকা
- তামার শলাকা
- ব্রোঞ্জের শলাকা
ব্রোঞ্জের শলাকা
Q10. পন্ডিতে পন্ডিতে তর্ক চলছে । এখানে ‘পন্ডিতে পন্ডিতে’ পদদ্বয় হল –
- নিরপেক্ষ কর্তা
- প্রযোজ্য কর্তা
- সহযোগী কর্তা
- ব্যাতিহার কর্তা
ব্যাতিহার কর্তা
Q11. বিভক্তি –
- সর্বদা শব্দের পূর্বে বসে
- সর্বদা শব্দের পরে যুক্ত হয়
- শব্দের পরে আলাদা ভাবে বসে
- শব্দের পূর্বে আলাদা ভাবে বসে
সর্বদা শব্দের পরে যুক্ত হয়
Q12. ‘উপনগরী’ সমাসটি গড়ে উঠেছে –
- সাদৃশ্য অর্থে
- সামীপ্য অর্থে
- পশ্চাৎ অর্থে
- বীপ্সা অর্থে
সামীপ্য অর্থে
Q13. ‘গাছপাকা’ শব্দটি যে সমাসের উদাহরণ –
- অধিকরণ তৎপুরুষ
- করণ তৎপুরুষ
- নিমিত্ত তৎপুরুষ
- সমন্ধ তৎপুরুষ
অধিকরণ তৎপুরুষ
Q14. ‘উপপদ’ শব্দটির অর্থ হল-
- সমপদ
- সমার্থক পদ
- সমীপবর্তী পদ
- সংখ্যাবাচক পদ
সমীপবর্তী পদ
Q15. অনুসর্গের অপর নাম হল-
- (ক) পরসর্গ
- (খ) কর্মপ্রবচনীয়
- (গ) ক ও খ উভয়ই
- কোনোটাই নয়
(গ) ক ও খ উভয়ই
Q16. বিভক্তি কখনোই লোপ পায়না –
- সম্মন্ধ পদে
- কর্মকারকে
- অধিকরণ কারকে
- করণ কারকে
সম্মন্ধ পদে
Q17. পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে যে সমাসে , তা হল-
- কর্মধারয়
- বহুব্রিহী
- তৎপুরুষ
- অব্যয়ীভাব
অব্যয়ীভাব
Q18. ‘ অনুদান ‘ এই সমাসটি গড়ে উঠেছে –
- সাদৃশ্য অর্থে
- সহযোগী অর্থে
- সামীপ্য অর্থে
- পশ্চাৎ অর্থে
সাদৃশ্য অর্থে
Q19. ” কলমে কায়স্থ চিনি , গোঁফেতে রাজপুত ” – এখানে গোঁফেতে পদটি কোন কারক ?
- কর্ম কারক
- করণ কারক
- অধিকরণ কারক
- নিমিত্ত কারক
করণ কারক
Q20. গাছগুলিতে জল দাও । ‘গাছগুলিতে’ পদটি –
- কর্মকারক
- কর্তৃকারক
- সম্মন্ধপদ
- করণ কারক
কর্মকারক
Q21. তপনের লেখা গল্প তার মেসোমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের –
- মা
- বাবা
- মেজোকাকু
- ছোটোমাসি
ছোটোমাসি
Q22. “সে ভয়ানক দুর্লভ জিনিস।” – “ভয়ানক দুর্লভ জিনিসটি হল –
- সন্ন্যাসীর দেখা পাওয়া
- সন্ন্যাসীর সাথে থাকা
- সন্ন্যাসীর মতো জীবন যাপন করা
- সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া
সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া
Q23. “ও মরিয়া হয়ে বলল ” – ‘ও’ হল-
- কালিয়া
- ইসাব
- অমৃত
- ছেলের দল
অমৃত
Q24. আমাদের মাথায় বোমারু / পায়ে পায়ে ______________শূন্যস্থানে বসবে –
- পথ চলা
- ঘোর অবসাদ
- কাদামাখা পথ
- হিমানীর বাঁধ
হিমানীর বাঁধ
Q25. কবির সংগীতে বেজে উঠেছিল’, কী বেজে উঠেছিল ? –
- রাগরাগিনী
- সংগীতের মূর্ছনা
- সুন্দরের আরাধনা
- সুরের ঝংকার
সুন্দরের আরাধনা
Q26. হৈমবতী সুত’ হলেন –
- অর্জুন
- লক্ষ্মণ
- কার্তিকেয়
- মেঘনাদ
কার্তিকেয়
Q27. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন –
- প্রাবন্ধিক
- দার্শনিক
- গল্পকার
- নাট্যকার
দার্শনিক
Q28. ‘কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড়ো নয়, ’ —যে প্রসঙ্গে এই মন্তব্য সেটি হল –
- অভিধান
- অলংকার
- পরিভাষা
- লক্ষ্মণা
পরিভাষা
Q29. ‘অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন’ – তিনি হলেন –
- সত্যজিৎ রায়
- অন্নদাশঙ্কর রায়
- রাজশেখর বসু
- সুবোধ ঘোষ
অন্নদাশঙ্কর রায়
Q30. ‘বাঁশি বাজে।” এটি একটি –
- ঘটক বা সম্পাদক কর্তৃবাচ্য
- অসম্পাদক কর্তা- কর্তৃবাচ্য
- গৌণ কর্মকর্তা ভাববাচ্য।
অসম্পাদক কর্তা- কর্তৃবাচ্য