Madhyamik Bengali Mock Test Set-3|মাধ্যমিক বাংলা মক টেস্ট( MCQ প্রশ্ন উত্তর ): আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক বাংলা মক টেস্ট । এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Bengali MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।বাংলা কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের বাংলার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Bengali Mock Test Set-3। তাই এই মাধ্যমিক বাংলা মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
Madhyamik Bengali Mock Test Set-3|মাধ্যমিক বাংলা মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)
Q1. কবিদের রাজা’ কথাটির সমাসবদ্ধ পদ হল –
- কবিরাজ
- কবিররাজ
- সভাকবি
- রাজকবি
রাজকবি
Q2. টি , টা , খানা বিভক্তির মত কাজ করলেও এদের বলা হয় –
- প্রত্যয়
- ধ্বনিমূল
- বচন
- নির্দেশক
নির্দেশক
Q3. অনুসর্গের অপর নাম হল-
- বিভক্তি
- কারক
- নির্দেশক
- কর্মপ্রবচনীয়
কর্মপ্রবচনীয়
Q4. বহুব্রীহি – এর অর্থ –
- বহু ধান্য
- বহু অর্থ
- বহু গোরু
- বহু বৃক্ষ
বহু ধান্য
Q5. ‘বিপদে মোরে রক্ষা কর’ – এখানে বিপদে পদটি হল-
- অপাদান কারক
- অধিকরণ কারক
- নিমিত্ত কারক
- সম্বন্ধপদ
Q6. ‘ব্যাথার ব্যাথা ।’- বাক্যাংশটির যে প্রকারের বীপ্সার দৃষ্টান্ত ,তা হল –
- অধিকরণে বীপ্সা
- করণে বীপ্সা
- কর্মে বীপ্সা
- বীপ্সা সম্বন্ধ
বীপ্সা সম্বন্ধ
Q7. ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ।’ – ওরে ভাই পদটি হল –
- সম্বন্ধ পদ
- কর্তৃকারক
- সম্বন্ধন পদ
- কর্ম কারক
সম্বন্ধন পদ
Q8. `ক্রিয়ার আধারকে বলা হয় –
- অধিকরণ কারক
- করণ কারক
- অপাদান কারক
- কর্তৃকারক
অধিকরণ কারক
Q9. মহিম কাল এসো – এখানে মহিম পদটি হল –
- নামপদ
- ক্রিয়া পদ
- সমস্ত পদ
- সম্মন্ধন পদ
সম্মন্ধন পদ
Q10. যাকে তুলনা করা হয় সেটি হল –
- উপমান
- উপমেয়
- তুলনাবাচক শব্দ
- সাধারণ ধর্ম
উপমেয়
Q11. “ শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে ” -শঙ্কাকে হার মানাতে চাইছিল –
- বিরূপের ছদ্মবেশে
- বিদ্রুপ করে
- আপনাকে উগ্র করে
- প্রচণ্ড তান্ডবে
আপনাকে উগ্র করে
Q12. গিরিশ মহাপাত্রের পরনে ছিল –
- মখমল পাড়ের শাড়ি
- মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি
- কালো পাড়ের শাড়ি
- কালো মখমল পাড়ের সুক্ষ্ম শাড়ি
কালো মখমল পাড়ের সুক্ষ্ম শাড়ি
Q13. শঙ্খ ঘোষের প্রকৃত নাম –
- নিত্যপ্রিয় ঘোষ
- চিত্তপ্রিয় ঘোষ
- প্রিয়নাথ ঘোষ
- শঙ্খ ঘোষ
চিত্তপ্রিয় ঘোষ
Q14. প্রলয়োল্লাস কবিতায় উষা যে বেশে আসে –
- বিমর্ষ
- করুণ
- হাস্য
- ক্রন্দন
করুণ
Q15. সন্ন্যাসী সারা বছর খেতেন –
- একটি বেল
- একটি আমলকী
- একটি হরীতকী
- একটি বহেড়া
একটি হরীতকী
Q16. তপনের লেখা গল্পের নাম –
- শেষ কথা
- প্রথম দিন
- বিদ্যালয়ের প্রথম দিন
- জীবনের কথা
প্রথম দিন
Q17. অপূর্বর এক মুহুর্তও মন টিকছিল না-
- ভামোতে
- রেঙ্গুনে
- ম্যান্ডালেতে
- এনাঞ্জাংয়ে
রেঙ্গুনে
Q18. ‘উল্কা ছোটায় নীল খিলানে !’ – নীল খিলান বলতে বোঝানো হয়েছে –
- নীল সমুদ্রকে
- নীল আকাশকে
- প্রাসাদকে
- গাছপালাকে
নীল আকাশকে
Q19. লেখক মিশরে জন্মালে কলম বানানোর জন্য ভেঙ্গে নিতেন –
- বাঁশের কঞ্চি
- হাড়
- নলখাগড়া
- বেত
নলখাগড়া
Q20. চারখন্ড রামায়ন কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে টাকা পেয়েছিলেন –
- সাত টাকা
- আট টাকা
- ন টাকা
- দশ টাকা
সাত টাকা
Q21. বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হল –
- গীতা
- মহাভারত
- কোরান
- উপনিষদ
গীতা
Q22. মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলেন –
- ইসাবের বাবা আদর করেছিল
- ইসাবের বাবা বকেছিল
- ইসাবের বাবা মেরেছিল
- ইসাবের বাবা স্নেহ করেছিল
ইসাবের বাবা মেরেছিল
Q23. আমাদের চোখমুখ ঢাকা –
- ছবিতে
- ইতিহাসে
- বাস্তবে
- মুখোশে
ইতিহাসে
Q24. এটি বাষ্পাকুল অরণ্যপথে’ – অরণ্যপথ বাষ্পাকুল হওয়ার কারণ হল –
- বর্ষার মেঘ
- অত্যাচারীর ক্রন্দন
- আবহাওয়ার জন্য
- আফ্রিকার ভাষাহীন কান্না
আফ্রিকার ভাষাহীন কান্না
Q25. “তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ’ – ‘যূথনাথ’ শব্দের অর্থ হল –
- বনহস্তীদের দলপতি
- যুথিক
- যূথদল
- যোজন
বনহস্তীদের দলপতি
Q26. উন্নত মানের ফাউন্টেন পেনের নির্মাতা কে ছিলেন ?
- লুইস ওয়াল্টার
- আন্ডারসন
- জন স্টিভেনসন
- ওয়াটারম্যান
ওয়াটারম্যান
Q27. “বাংলায় একটা কথা চালু ছিল’ –
- কালি কলম মন লেখে তিনজন
- তিল ত্রিফলা সিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা
- কালি নেই, কলম নেই, বলে আমি মুনশি
- কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত
কালি নেই, কলম নেই, বলে আমি মুনশি
Q28. সভামণ্ডলী তাঁকে সম্পাদক হিসাবে ঘোষণা করেছে – নিম্নরেখ পদটি যে কর্মের উদাহরণ তা হল—
- মুখ্যকর্ম
- বিধের কর্ম
- উদ্দেশ্য কর্ম
- সমধাতুজ কর্ম
উদ্দেশ্য কর্ম
Q29. ‘মা ছাড়া তার আর কেউ নেই’— এটি কোন্ ধরনের বাক্য ? –
- নঞর্থক বাক্য
- অন্ত্যর্থক বাক্য
- প্রশ্নবোধক বাক্য
- অনুজ্ঞাসূচক বাক্য
নঞর্থক বাক্য
Q30. ‘তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়।’ – এটি একটি –
- ভাববাচ্য
- কর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- কর্ম-কর্তৃবাচ্য
কর্তৃবাচ্য