Madhyamik Bengali Mock Test Set-6: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক বাংলা ব্যাকরণ মক টেস্ট। এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Bengali MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় ব্যাকরণ সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর, কমন আসার চান্স 99% । এই বাংলাকুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ।
মাধ্যমিকের বাংলা ব্যাকরণ বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Bengali Mock Test Set-6। তাই এই মাধ্যমিক বাংলা ব্যাকরণ মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক বাংলা ব্যাকরণ মক টেস্ট[50 MCQ প্রশ্ন উত্তর ]|Madhyamik Bengali Mock Test Set-6
Q1. শব্দ বিভক্তির দৃষ্টান্ত কোনটি ?
- এন
- রে
- ইয়াছি
- অন
রে
Q2. “ ছেলেরা খুশি হল ” –এখানে খুশি হল-
- কর্মকারক
- কর্তৃকারক
- নিমিত্তকারক
- করণ কারক
কর্মকারক
Q3. নির্দেশকের দৃষ্টান্ত কোনটি ?
- চেয়ে
- কতৃক
- জন্য
- গুলি
গুলি
Q4. অনুসর্গ এক ধরনের –
- অব্যয় পদ
- সর্বনাম পদ
- বিশেষণ পদ
- বিশেষ্য পদ
অব্যয় পদ
Q5. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে –
- সমাস
- কারক
- বিভক্তি
- প্রত্যয়
কারক
Q6. ব্যাকারণ গত ভাবে সমাস কথাটির অর্থ হল –
- বিভাজন
- সম্মেলন
- সংক্ষেপ
- ধারণা
সংক্ষেপ
Q7. উপপদ শব্দটির অর্থ হল-
- সংখ্যাবাচক শব্দ
- সমীপবর্তী পদ
- সমপদ
- সমার্থক পদ
সমীপবর্তী পদ
Q8. নীচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত ? –
- দুর্ভিক্ষ
- খেচর
- ইন্দ্রজিত
- যুগান্তর
যুগান্তর
Q9. কোন সমাসের ক্ষেত্রে পূর্বপদের অর্থ প্রাধান্য ঘটে ?
- বহুব্রীহি
- দ্বন্দ্ব
- কর্মধারয়
- দ্বিগু
দ্বিগু
Q10. কৃত্তিবাস রামায়ন রচনা করেন । – কৃত্তিবাস পদটি যে সমাস –
- বহুব্রীহি
- কর্মধারয়
- তৎপুরুষ
- দ্বিগু
বহুব্রীহি
Q11. মন্দিরে বাজছিল পূজোর ঘন্টা । -‘মন্দিরে’ পদটি হলো –
- কতৃকারক
- কর্মকারক
- অধিকরণ কারক
- নিমিত্ত কারক
অধিকরণ কারক
Q12. তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে । – ‘জলে’ পদটি হলো –
- করণ কারক
- কর্ম কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক
করণ কারক
Q13. “কহ দাসে লঙ্কার কুশল” – কুশল শব্দটির কারক বিভক্তি হলো –
- কতৃকারকে শূন্য
- কর্মে শূন্য
- করণে শূন্য
- অপাদানে শূন্য
কর্মে শূন্য
Q14. বিভক্তি সর্বদা –
- শব্দের পূর্বে বসে
- শব্দের পরে যুক্ত হয়
- শব্দের পরে আলাদা ভাবে বসে
- শব্দের পূর্বে আলাদা ভাবে বসে
শব্দের পরে যুক্ত হয়
Q15. উপমান ও উপমেয়র মিল হল –
- উপমা
- উপমিত
- তুলনাবাচক শব্দ
- সাধারণ ধর্ম
সাধারণ ধর্ম
Q16.সমস্যমান পদের সমন্বয়ে গঠিত হয় –
- সমস্তপদ
- সমস্যমান পদ
- পূর্বপদ
- পরপদ বা উত্তরপদ
সমস্তপদ
Q17. ভাত খেয়ে বাড়ি যাব । – বাক্যটিতে কর্তা হল-
- প্রযোজ্য কর্তা
- উক্ত কর্তা
- সহযোগী কর্তা
- উহ্য কর্তা
উহ্য কর্তা
Q18. যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না হয়ে অন্য পদের অর্থ প্রাধান্য লাভ করে , তা হল-
- বহুব্রীহি সমাস
- দ্বন্দ্ব সমাস
- তৎপুরুষ সমাস
- নিত্য সমাস
বহুব্রীহি সমাস
Q19. সমাস নির্ণয় করোঃ – গররাজি
- নঞ তৎপুরুষ
- দ্বিগু
- বহুব্রীহি
- কর্মধারয়
নঞ তৎপুরুষ
Q20. পরপদটি প্রধান হয় যে সমাসে তা হল –
- তৎপুরুষ
- বহুব্রীহি
- দ্বিগু
- অব্যয়ীভাব
তৎপুরুষ
Q21. “কাল নাকি স্কুল ছুটি থাকবে” -এটি যে বাক্যের উদাহরণ –
- প্রশ্নবাচক
- আবেগসূচক
- সন্দেহবাচক
- প্রার্থনাসূচক
সন্দেহবাচক
Q22. ‘প্রাদি সমাস ‘ কোন সমাসের নামান্তর ?
- দ্বিগু
- তৎপুরুষ
- কর্মধারয়
- বহুব্রীহি
তৎপুরুষ
Q23. বাক্যবিন্যাসে যখন ক্রিয়াপদটি যখন সর্বদাই কর্তৃপদের অনুগামী হয় , তখন তাকে বলে –
- কর্তৃবাচ্য
- ভাব্বাচ্য
- কর্মকর্তৃবাচ্য
- কর্মবাচ্য
কর্তৃবাচ্য
Q24. কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় –
- কর্মবাচ্যে
- কর্মকর্তৃবাচ্যে
- ভাব্বাচ্যে
- কর্তৃবাচ্যে
ভাব্বাচ্যে
Q25. “ধার্মিকেরা সুখী ” -এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করলে হবে –
- যারা ধার্মিক তারা সুখী
- ধার্মিক ব্যাক্তিরাই সুখী
- এমন কোনো ধার্মিক ব্যাক্তি নেই যারা সুখী
- ধার্মিকেরা অসুখী নয়
যারা ধার্মিক তারা সুখী
Q26. “যুদ্ধে স্থির থাকেন যিনি” -এই ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হবে –
- যুধিষ্ঠির
- স্থিতধী
- স্থৈর্য
- স্থির যোদ্ধা
যুধিষ্ঠির
Q27. যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তা হল-
- দ্বিগু সমাস
- দ্বন্দ সমাস
- বহুব্রীহি সমাস
- নিত্য সমাস
দ্বন্দ সমাস
Q28. যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্যপদের অর্থ প্রাধান্য লাভ করে , তা হল-
- বহুব্রীহি সমাস
- দ্বন্দ সমাস
- তৎপুরুষ সমাস
- কর্মধারয় সমাস
বহুব্রীহি সমাস
Q29. “সুতপা সরমাকে বাংলা পড়াচ্ছে” -এই বাক্যে বিশেষ্য খন্ডটি হল-
- বাংলা
- সুতপা
- সরমা
- সরমাকে বাংলা
সুতপা
Q30. “সুজয় চলার পথে ” -এই বাক্যে যা নেই, তা হল-
- আসত্তি
- আকাঙ্ক্ষা
- কর্তা
- যোগ্যতা
আকাঙ্ক্ষা
Q31. বিভক্তি কখনই লোপ পায় না –
- সম্মন্ধ পদে
- কর্মকারকে
- করণকারকে
- অধিকরণ কারকে
সম্মন্ধ পদে
Q32. পূর্বপদ প্রাধান্য পায় –
- অব্যয়ীভাব সমাসে
- দ্বন্দ সমাসে
- কর্মধারয় সমাসে
- বহুব্রীহি সমাসে
অব্যয়ীভাব সমাসে
Q33. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ –
- শ্বেতপদ্ম
- হাতঘড়ি
- শূলপাণি
- কাগজপত্র
হাতঘড়ি
Q34. “কথা অমৃতের ন্যায়” -এখানে উপমেয় পদটি হল –
- অমৃত
- ন্যায়
- কথা
- অমৃতের ন্যায়
কথা
Q35. অনুসর্গ একধরনের –
- অব্যয় পদ
- সর্বনাম পদ
- বিশেষণ পদ
- বিশেষ্য পদ
অব্যয় পদ
Q36. আমি এখন চললুম কাকাবাবু । –‘কাকাবাবু’ পদটি যে সমাসের উদাহরণ-
- দন্দ্ব
- দিগু
- কর্মধারয়
- কোনোটাই নয়
কর্মধারয়
Q37. ব্যাকরণগত ভাবে ‘সমাস ‘শব্দটির অর্থ হল-
- সংক্ষেপ
- বিভাজন
- সম্মেলন
- ধারণা
সংক্ষেপ
Q38. একি ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয়-
- প্রযোজক কর্তা
- ব্যাতিহার কর্তা
- প্রযোজ্য কর্তা
- সমাজধাতুজ কর্তা
সমাজধাতুজ কর্তা
Q39. “বাঁশি বাজে ” -এটি কোন বাচ্যের দৃষ্টান্ত ?
- কর্ম বাচ্য
- কর্মকর্তৃবাচ্য
- কর্তৃবাচ্য
- ভাববাচ্য
কর্মকর্তৃবাচ্য
Q40. ‘উপপদ’ শব্দের অর্থ –
- সংখ্যাবাচক শব্দ
- সমীপবর্তী শব্দ
- সমপদ
- সমার্থক পদ
সমীপবর্তী শব্দ
Q41. মন্দিরে বাজজিল পূজোর ঘন্টা – এখানে ‘মন্দিরে’ হল
- কতৃকারক
- করণ কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক
অধিকরণ কারক
Q42. ‘ইসাবের মেজাজ চড়ে গেল’ – ‘মেজাজ’ পদটি কি কারকের উদাহরণ ?
- কর্মকারক
- করণ কারক
- কতৃকারক
- অপাদান কারক
কর্মকারক
Q43. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে –
- সমাস
- কারক
- প্রত্যয়
- বিভক্তি
কারক
Q44. ‘কলমের খোঁচায় তার চাকরিটা গেল ।’ – ‘কলমের’ পদটি হল-
- কর্ম সম্মন্ধ
- করণ সম্মন্ধ
- নিমত্ত সন্মন্ধ
- অধিকরণ সন্মন্ধ
করণ সম্মন্ধ
Q45. ‘ বাঘের ডাক শোনা যাচ্ছে ।’- ‘বাঘের ডাক’ অংশটি –
- সন্বোধন পদ
- সন্বন্ধ পদ
- ক্রিয়া পদ
- অব্যয় পদ
সন্বন্ধ পদ
Q46. ‘ডুবে ছিল ধ্যানে’ – উদ্ধৃত বাক্যটি হল-
- কতৃবাচ্যে –এর উদাহরণ
- কর্ম বাচ্যে –এর উদাহরণ
- কর্ম –কতৃবাচ্যে –এর উদাহরণ
- ভাববাচ্য –এর উদাহরণ
কর্ম বাচ্যে –এর উদাহরণ
Q47. বাচ্যান্তর ঘটে না –
- কর্ম বাচ্যের
- কর্ম –কতৃবাচ্যের
- কতৃবাচ্যের
- ভাববাচ্যের
কর্ম –কতৃবাচ্যের
Q48. ‘বিধি মোরে না কর নৈরাশ’ – ‘বিধি’ পদটির, বাক্যে অন্বয়গত পরিচয় হল-
- কতৃকারক
- সন্বোধন পদ
- কর্মকারক
- সন্মন্ধ পদ
সন্বোধন পদ
Q49. ‘বিপদে পড়লেই ঈশ্বরকে স্মরণ করবে’- বাক্যটি কোন্ শ্রেণীর ?
- সরল
- জটিল
- যৌগিক
- মিশ্র
সরল
Q50. ‘শোকে বুক ভেঙেছে’ – ‘শোকে’ পদটি কোন কারক ?
- অধিকরণ কারক
- নিমিত্ত কারক
- করণ কারক
- অপাদান কারক
নিমিত্ত কারক
Really this questions are very helpful to us……. Thank you very much for such help 😊