Madhyamik History MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট সেট ৫| দশম শ্রেণি ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর: ইতিহাসের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBBSE Class 10- এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ইতিহাসের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 25 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik History MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট সেট ৫
Q1. তিতুমিরের প্রকৃত নাম ছিল –
- চিরাগ আলি
- হায়দার আলি
- মির নিসার আলি
- তোরাপ আলি
মির নিসার আলি
Q2. কোল বিদ্রোহ হয় কত খ্রিস্টাব্দে ?
- 1821
- 1831
- 1841
- 1851
1831
Q3. বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় –
- 1865 খ্রিস্টাব্দে
- 1870 খ্রিস্টাব্দে
- 1872 খ্রিস্টাব্দে
- 1875 খ্রিস্টাব্দে
1872 খ্রিস্টাব্দে
Q4. নতুন সামাজিক ইতিহাসে বলে হয়েছে –
- রাজা-মহারাজাদের কথা
- প্রজা সাধারণের কথা
- সাধারণ মানুষের কথা
- সমাজবিদ্যার কথা
সাধারণ মানুষের কথা
Q5. ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি’ যুক্ত ছিল –
- রাওলাট সত্যাগ্রহে
- অসহযোগ আন্দোলনে
- বারদৌলি সত্যাগ্রহে
- সাইমন কমিশন -বিরোধী আন্দোলনে
অসহযোগ আন্দোলনে
Q6. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয় –
- 1857 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 1859 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
1858 খ্রিস্টাব্দে
Q7. ভারতের প্রথম সংবাদপত্র হল –
- কলকাতা গেজেট
- ইন্ডিয়া গেজেট
- বেঙ্গল গেজেট
- সমাচার দর্পণ
বেঙ্গল গেজেট
Q8. The blue mutiny গ্রন্থের লেখক হলেন –
- রিচার্ড গ্রোভ
- ব্লেয়ার কিং
- সন্তোষকুমার দত্ত
- টনি ব্লেয়ার
ব্লেয়ার কিং
Q9. ছোটনাগপুরের প্রজাস্বত্ব আইন পাস হয় –
- 1899 খ্রিস্টাব্দে
- 1900 খ্রিস্টাব্দে
- 1904 খ্রিস্টাব্দে
- 1908 খ্রিস্টাব্দে
1908 খ্রিস্টাব্দে
Q10. বাংলায় ‘কলের গান’ তৈরি করেন –
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- হেমচন্দ্র বসু
- মহেন্দ্র নন্দী
- পঞ্চানন কর্মকার
হেমচন্দ্র বসু
Q11. বাংলার মুকুটহীন রাজা বলে –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- কেশবচন্দ্র সেনকে
- রামমোহন রায়কে
- এঁদের কেউ নন
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Q12. ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন –
- খুশবন্ত সিং
- মুন্সি প্রেমচাঁদ
- সাদাত হাসান মিন্টো
- কৃষ্ণচন্দর
মুন্সি প্রেমচাঁদ
Q13. ‘খুতকাঠি’ প্রথা প্রচলিত ছিল –
- মুন্ডা সমাজে
- চুয়াড় সমাজে
- সাঁওতাল সমাজে
- কোল সমাজে
মুন্ডা সমাজে
Q14. 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন –
- সুভাষচন্দ্র বসু
- রাসবিহারি বসু
- জওহরলাল নেহেরু
- বি ডি সাভারকার
বি ডি সাভারকার
Q15. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল –
- 1818 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 1872 খ্রিস্টাব্দে
- 1875 খ্রিস্টাব্দে
1872 খ্রিস্টাব্দে
Q16. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন –
- লর্ড ক্যানিং
- উইলিয়াম কোলভিল
- গুরুদাস বন্দ্যোপাধ্যায়
- আশুতোষ মুখোপাধ্যায়
লর্ড ক্যানিং
Q17. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –
- বর্ণপরিচয়
- এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
- মঙ্গল সমাচার মতিয়ের
- অন্নদামঙ্গল
এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
Q18. এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন –
- ওয়ারেন হেস্টিংস
- চার্লস উইলকিনস
- জেমস অগাস্টাস হিকি
- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Q19. ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠায় রবিন্দ্রনাথ ঠাকুরকে সাহায্য করেছিলেন –
- নন্দলাল বসু
- বজেন্দ্রনাথ শীল
- বিদ্যাসাগর
- রামমোহন রায়
বজেন্দ্রনাথ শীল
Q20. সি. ভি. রমন পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পান –
- ১৯২১ খ্রিষ্টাব্দে
- ১৯২৯ খ্রিষ্টাব্দে
- ১৯৩০ খ্রিষ্টাব্দে
- ১৯৩৫ খ্রিষ্টাব্দে
১৯৩০ খ্রিষ্টাব্দে
Q21. ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হল –
- রাজতরঙ্গিনী
- মহাভারত
- বেদ
- রামায়ণ
রাজতরঙ্গিনী
Q22. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –
- ড. এম জে ব্রামলি
- ড.এইচ এইচ গুডিব
- ড. এন ওয়ালিশ
- ড.জে গ্রান্ট
ড. এম জে ব্রামলি
Q23. বামাবোধিণী পত্রিকার সম্পাদক ছিলেন-
- উমেশ্চন্দ্র দত্ত
- শিশির কুমার ঘোষ
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- দ্বারকানাথ বিদ্যাভূষণ
উমেশ্চন্দ্র দত্ত
Q24. মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন –
- জার্মানিতে
- ইংল্যান্ডে
- জাপানে
- রাশিয়াতে
জার্মানিতে
Q25. দলিত দের হরিজন আখ্যা দিয়েছিলেন –
- জ্যোতিরাও ফুলে
- নারায়ণ গুরু
- গান্ধিজি
- ড. আম্বেদকর
গান্ধিজি
Helpfull