
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-3| মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৩ঃ জীবন বিজ্ঞানের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা, দশম শ্রেণি WBBSE Class 10-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক জীবন বিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে,টেস্টটি শেষ করার পর ছাত্রছাত্রীরা শতাংশের (Percentage) –এর মাধ্যমে রেজাল্ট পাবে ।এই রেজাল্ট দেখে ছাত্রছাত্রীরা,তাদের প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে ।এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-3| মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৩
Q1. স্নায়ুকোশের কোশদেহকে বলা হয় –
- অ্যাক্সন
- ডেনড্রন
- নিউরোসাইটন
- দেহকোশ
নিউরোসাইটন
Q2. সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে বলে –
- স্যাটেলাইট
- কাইনেটোকোর
- টেলোমিয়ার
- ক্রোমাটিড
কাইনেটোকোর
Q3.মাছের কোন পাখনা জলে ভেসে থাকতে সাহায্য করে-
- শ্রোণিপাখনা
- পৃষ্ঠ পাখনা
- পায়ু পাখনা
- পুচ্ছ পাখনা
শ্রোণিপাখনা
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-3| মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৩
Q4. রেটিনায় কত কোটি রড কোশ থাকে –
- 1-2 কোটি
- 63-68 কোটি
- 11-12.5 কোটি
- 30-35 কোটি
11-12.5 কোটি
Q5. নিউরোহাইপোফাইসিস থেকে ক্ষরিত হরমোন হল –
- ADH
- ACTH
- ICSH
- FSH
ADH
Q6. কন্যা তখনই বর্ণান্ধ হবে যখন –
- কেবলমাত্র বাবা বর্ণান্ধ হবে
- কেবলমাত্র মা বর্ণান্ধ হবে
- মা বাহক ও বাবা স্বাভাবিক হবে
- মা বাহক এবং বাবা বর্ণান্ধ হবে
মা বাহক এবং বাবা বর্ণান্ধ হবে
Q7. দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে –
- থ্যালামাস
- হাইপোথ্যালামাস
- লঘুমস্তিষ্ক
- পন্স
হাইপোথ্যালামাস
Q8. হাইপারমেট্রোপিয়া রোগে চোখের চশমায় কোন লেন্স ব্যবহৃত হয় –
- উত্তল লেন্স
- অবতল লেন্স
- বাইফোকাল লেন্স
- কোনোটিই নয়
উত্তল লেন্স
Q9. পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন
- সাইটোকাইনিন
- জিব্বেরেলিন
- অ্যাড্রিনালিন
- নর – অ্যাড্রিনালিন
সাইটোকাইনিন
Q10.মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট বৈশিষ্ট্য –
- শীর্ষস্থ ফুল
- হলুদ ফুল
- সবুজ ফুল
- সাদা বীজত্বক
সবুজ ফুল
Q11. নীচের কোন সজ্জাটি গোরুমারা , করবেট, কুলিক , নন্দাদেবী-এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো –
- বায়োস্ফিয়ার রিসার্ভ , অভয়ারণ্য, জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান
- জাতীয় উদ্যান ,জাতীয় উদ্যান , বায়োস্ফিয়ার রিসার্ভ, অভয়ারণ্য
- জাতীয় উদ্যান ,জাতীয় উদ্যান ,অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিসার্ভ
- অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিসার্ভ, জাতীয় উদ্যান , অভয়ারণ্য
জাতীয় উদ্যান ,জাতীয় উদ্যান ,অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিসার্ভ
Q12. বায়ুতে পরাগ রেণু , ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হটাৎ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভবনা বৃদ্ধি পায় তা স্থির করো –
- যক্ষা
- অ্যাজমা
- ম্যালেরিয়া
- ডেঙ্গু
অ্যাজমা
Q13. ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিক ভাবে নিরূপণ করো –
- অস্তিত্বের জন্য সংগ্রাম
- প্রকরণের উৎপত্তি
- অর্জিত গুণের বংশানুসরণ
- প্রাকৃতিক নির্বাচনবাদ
অর্জিত গুণের বংশানুসরণ
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-3| মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৩
Q14. টরুলা দশা দেখা যায় –
- ইস্ট-এর দেহে
- হাইড্রার দেহে
- প্লাসমোডিয়াম –এর দেহে
- প্ল্যানেরিয়া-এর দেহে
ইস্ট-এর দেহে
Q15. মানুষের জননকোশে অ্যালোজোমের সংখ্যা –
- 1টি
- 2 টি
- 22 টি
- 44 টি
2 টি
Q16. ল্যাটিসিমাস ডরসি কোন প্রকার পেশি –
- ফ্লেক্সর পেশি
- এক্সটেনশর পেশি
- অ্যাডাক্টর পেশি
- অ্যাবডাক্টর পেশি
অ্যাডাক্টর পেশি
Q17. হোলানড্রিক জিন অবস্থান করে –
- X ক্রোমোজোমে
- Y ক্রোমোজোমে
- অটোজোমে
- কোনটিই নয়
Y ক্রোমোজোমে
Q18. দ্বিনিষেক পদ্ধতি আবিষ্কার করেন –
- MAXWELL
- NEWTON
- NAWASCHIN
- HALDANE
NAWASCHIN
Q19. অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো –
- যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
- এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
- ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়
- ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না
ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না
Q20.নীচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো –
- FSH,LH ও প্রোল্যাক্টিন হল বিভিন্ন ধরনের GTH
- আড্রিনালিন হার্দ উৎপাদ কমায়
- ইনুসিলিন কোশ পর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
- প্রজেস্টেরন স্ত্রী দেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
আড্রিনালিন হার্দ উৎপাদ কমায়