Madhyamik Physical Science MCQ Online Mock test Set-2|মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট ২ঃভৌতবিজ্ঞানের এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা ,দশম শ্রেণি WBBSE Class 10 সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা । এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এই মক টেস্টে 30 টি প্রশ্ন আছে , টেস্টটি শেষ করার পর ছাত্রছাত্রীরা শতাংশের (Percentage) –এর মাধ্যমে রেজাল্ট পাবে যা দেখে তারা তাদের প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Physical Science MCQ Online Mock test (Set-2)|মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-২
Q 1. নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষন করে ?
- O2
- N2
- CH4
- He
CH4
Q 2. নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাংক নির্ভর করে ?
উষ্ণতা
দৈর্ঘ্য
উপাদানের প্রকৃতি
- প্রস্থচ্ছেদ
উপাদানের প্রকৃতি
Q3. সুস্থ মানুষের চোখের স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব হল –
- 0.25 m
- 0.25 cm
- 2.5 m
- 2.5cm
0.25 m
Q 4.যোগাযোগ ব্যবস্থায় কোন তরঙ্গ ব্যবহৃত হয় –
- মাইক্রো তরঙ্গ
- অবলোহিত তরঙ্গ
- অতিবেগুনি তরঙ্গ
- রেডিও তরঙ্গ
রেডিও তরঙ্গ
Q 5. ভোল্ট × কুলম্ব কোন রাশির একক –
- প্রবাহ মাত্রা
- বিভব পার্থক্য
- তড়িৎ ক্ষমতা
- কার্য
কার্য
Q 6. বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয় –
- উত্তল লেন্স
- অবতল লেন্স
- উত্তল দর্পন
- সমতল দর্পন
উত্তল লেন্স
Q 7. ফিউজ তারের উপাদানগুলি হল –
- Cu , Pb
- Cu ,Sn
- Pb ,Sn
- Zn ,Sn
Pb ,Sn
Q 8 .প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি অসম্পৃক্ত ?
- C3H8
- C3H4
- C2H5OH
- C3H6O
C3H4
Q 9. অধিক সংখ্যক জৈব যৌগের উৎপত্তির কারণ-
- কার্বনের ক্যাটিনেশন ধর্ম
- কার্বন ঘটিত সমবয়বতা ধর্ম
- কার্বনের বহু বন্ধন গঠনের প্রবণতা
- সবকটি
সবকটি
Madhyamik Physical Science MCQ Online Mock test Set-2|মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট- ২
Q 10. কার্বনের ক্যাটিনেশন ধর্ম প্রদর্শনের সঠিক কারণ হল –
- কার্বন সমযোজী যৌগ গঠন করে
- C-C বন্ধন শক্তি যথেষ্ট বেশি
- কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে সামান্য বেশি
- কার্বন চতুঃসমযোজ্যতা প্রদর্শন করে
C-C বন্ধন শক্তি যথেষ্ট বেশি
Q 11. ননস্টিক বাসন পত্র তৈরি করতে যে পলিমার যৌগটি ব্যবহার করা হয় তা হল –
- পলিভিনাইল ক্লোরাইড
- পলিথিন
- টেফলন
- পলিস্টাইরিন
টেফলন
Q 12. নীচের কোন জৈব যৌগটি বিষাক্ত ?
- অ্যাসিটোন
- অ্যাসিটোন অ্যাসিড
- মিথানল
- ইথানল
মিথানল
Q 13. কোন ধাতুকে ‘আত্মরক্ষায় সমর্থ’ ধাতু বলা হয় ?
- Al
- Fe
- Na
- Au
Al
Q 14. টিনের পারদ সংকর ব্যবহার করা হয় –
- চশমা তৈরিতে
- আয়না তৈরিতে
- বিজারক হিসাবে
- থার্মোমিটার তৈরিতে
আয়না তৈরিতে
Q 15. বিশুদ্ধতম আয়রন হল –
- কাস্ট আয়রন
- রট আয়রন
- স্টিল
- ইনভার
রট আয়রন
Madhyamik Physical Science MCQ Online Mock test Set-2|মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট- ২
Q 16. কোন গ্যাসটি কিপ যন্ত্রে তৈরি হয়না ?
- CO2
- H2
- O2
- H2S
O2
Q 17. পটাশিয়াম ডাইক্রোমেট -এর আম্লিক দ্রবণে H2S (g) চালনা করলে উৎপন্ন দ্রবণের বর্ণ হয় –
- হলুদ
- সবুজ
- কালো
- কমলা
সবুজ
Q 18. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পাওয়া যায় , তার বর্ণ হল –
- সাদা
- খয়েরি
- সবুজ
- কালো
কালো
Q 19. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় সেটি হল –
- MnO2
- প্ল্যাটিনাম চূর্ণ
- লোহা চূর্ণ
- কপার চূর্ণ
লোহা চূর্ণ
Q 20. লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ –
- 25%
- 30%
- 35%
- 45%
35%
Q 21. কোন বস্তুতে রূপোর প্রলেপ দিতে হলে বিশুদ্ধ রুপোর পাত ব্যবহৃত হয় –
- ক্যাথোড রূপে
- অ্যানোড রূপে
- ক্যাথোড বা আন্যোড রূপে
- তরিদশবিশ্লেষ্যরূপে
অ্যানোড রূপে
Q 22. আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চ্যুতি হয় –
- 0°
- 60
- 90°
- 45°
0°
Q 23. STP-তে 0.01 মোল CO2 -এর আয়তন –
- 22.4 L
- 2.24L
- 0.224L
- 0.44L
0.224L
Q 24. তরিৎ বিশ্লেষ্যের মধ্যে কারা তড়িৎ পরিবহণ করে ?
- আয়ন
- ইলেকট্রন
- প্রোটন
- নিউট্রন
আয়ন
Q 25. চতুর্থ পর্যায় অবস্থিত প্রথম সন্ধগত মৌলটি হল –
- Cr
- Ni
- Sc
- V
Sc
Q 26. সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল –
- Fr
- Cs
- K
- Rb
Cs
Q 27. কোনো মাধ্যমে আলোর বেগ 2×108 মিটার / সেকেন্ড হলে , ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত ?
- 3/2
- 4/3
- 2/3
- 3/4
3/2
Q 28. উত্তল লেন্সের সামনে বস্তুকে f এবং 2f -এর মধ্যে রাখলে , প্রতিবিম্ব হয় –
- সদ ও বিবর্ধিত
- সোজা ও ক্ষুদ্রতর
- অবশীর্ষ ও সমান
- অসদ ও বিবর্ধিত
সদ ও বিবর্ধিত
Q 29. বার্লোচক্রের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ উলটে দিলে চক্রটির –
- বেগ বেড়ে যাবে
- বেগ কমে যাবে
- বিপরীত দিকে ঘুরবে
- একই থাকবে
বিপরীত দিকে ঘুরবে
Q 30. নীচের কোন উপাদানটির ওজন স্তরকে ক্ষয় করার হার সবচেয়ে বেশি ?
- CO2
- CFC
- CH3Cl
- NO
CFC