
Madhyamik Physical Science Mock Test Metallurgy: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘ধাতুবিদ্যা’ অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Physical Science ‘Metallurgy’ Chapter MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ নিয়ে তৈরি Madhyamik Physical Science Mock Test Metallurgy। তাই এটি ক্লাস টেনের (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেদের যাচাই করুন ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘ধাতুবিদ্যা’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) |Madhyamik Physical Science Mock Test Metallurgy
Q1. পিতল ও কাঁসা দুটোতেই থাকে –
- Zn
- Cu
- Sn
- Ni
Cu
Q2. ডুরালুমিনে কোনটি থাকে না-
- Ni
- Al
- Cu
- Mn
Ni
Q3. চালকোসাইট কোন্ ধাতুর আকরিক?
- Fe
- Zn
- Cu
- Al
Cu
Q4. ছাপার ব্লক তৈরি করতে লাগে –
- Zn
- Cu
- Fe
- Al
Zn
Q5. জার্মান সিলভারে সিলভারের পরিমাণ –
- 35.5%
- 30%
- 49%
- কোনোটিই নয়
কোনোটিই নয়
Q6. নীচের কোনটি কপার ও জিঙ্কের ধাতু সমন্বিত ধাতুসংকর ?
- ব্রাস
- বেল ধাতু
- জার্মান সিলভার
- ব্রোঞ্জ
ব্রাস
Q7. জার্মান সিলভার কী কী ধাতুর সংকর ?
- Cu, Ag, Sn
- Cu, Zn, Ni
- Cu, Ag, Zn
- কোনোটিই নয়
Cu, Zn, Ni
Q8. কলঙ্কহীন ইস্পাতে আয়রণের সাথে কোন উপাদান পাওয়া যায় ?
- নিকেল
- টিন
- জিঙ্ক
- ক্রোমিয়াম
ক্রোমিয়াম
Q9. গান মেটালে কোন উপাদানটি থাকে না ?
- Cu
- Zn
- Sn
- Ni
Ni
Q10. গিবসাইট’ কোন্ ধাতুর আকরিক?
- Al
- Zn
- Cu
- Mg
Al
Q11. ম্যাগনেশিয়ামের একটি আকরিক হল –
- ক্যালমাইন
- ডলোমাইট
- বক্সাইট
- জিপসাম
ডলোমাইট
Q12. চারটি ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুটির নাম লেখো ।
- পিতল
- অ্যালয় স্টিল
- জার্মান সিলভার
- ডুরালুমিন
ডুরালুমিন
Q13. সিনাবার হল _____ -এর একটি আকরিক –
- Cu
- Fe
- Hg
- Pb
Hg
Q14. আর্দ্র বায়ুর উপস্থিতিতে Al ধাতুর ওপর সৃষ্ট সাদা আস্তরণটি হল –
- AlCl
- Al(OH)3
- Al2O3
- AIN
Al2O3
Q15. খোলা হাওয়ায় রাখলে তামা ও তামার অধিকাংশ সংকর ধাতুর পৃষ্ঠতলে যে সবুজ আস্তরণ সৃষ্টি হয় তা হল-
- বেসিক কপার নাইট্রেট
- অ্যাসিডিক কপার হাইড্রক্সাইড
- বেসিক কপার কার্বনেট
- অ্যাসিডিক কপার সালফেট
বেসিক কপার কার্বনেট
Q16. গ্যালভানাইজ্ড আয়রন হল প্রকৃতপক্ষে—
- Zn প্রলিপ্ত আয়রন
- Sn প্রলিপ্ত আয়রন
- Ni প্রলিপ্ত আয়রন
- Cr প্রলিপ্ত আয়রন
Zn প্রলিপ্ত আয়রন
Q17. নীচের কোনটি মরচে নিবারণের উপায় নয় –
- রং-এর প্রলেপ দেওয়া
- গ্যালভানাইজেশন
- Mg ব্লক ব্যবহার
- MgCl2 এর দ্রবণে ডুবিয়ে রাখা
MgCl2 এর দ্রবণে ডুবিয়ে রাখা
Q18. মরচের রাসায়নিক সংকেত হল—
- FeO.xH2O
- Fe3O4
- Fe2O3
- Fe2O3 .xH2O
Fe2O3 .xH2O
Q19. সক্রিয়তা সারিতে হাইড্রোজেনের ঠিক উপরে ও নীচে অবস্থিত ধাতুদুটি যথাক্রমে—
- Pb ও Hg
- Pb ও Cu
- Sn ও Hg
- Zn ও Cr
Pb ও Cu
Q20. সক্রিয়তা সারিতে ওপরের দিকে অবস্থিত ধাতুগুলি—
- তীব্র বিজারক
- মৃদু বিজারক
- তীব্র জারক
- মৃদু জারক
তীব্র বিজারক
Q21. বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হল-
- জার্মান সিলভার
- ব্রোঞ্জ
- ইনভার
- ডুরালুমিন
ডুরালুমিন
Q22. থার্মিট মিশ্রণটি হল-
- Fe2O3 +Al
- Fe2O3 +Cu
- FeO+Al
- FeO+Cu
Fe2O3 +Al
Q23. থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত –
- 1:2
- 2:1
- 1:3
- 3:1
3:1
Q24. সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে –
- লোহা
- রুপো
- সোনা
- পারদ
পারদ
Q25. হিমাটাইট কোন ধাতুর আকরিক ?
- তামা
- অ্যালুমিনিয়াম
- লোহা
- জিঙ্ক
লোহা