জৈব রসায়ন অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Organic Chemistry Mock Test

Madhyamik Physical Science Organic Chemistry Mock Test

মাধ্যমিক ভৌতবিজ্ঞান 'জৈব রসায়ন' অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)

জৈব রসায়ন অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Organic Chemistry Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘জৈব রসায়ন’ অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Physical Science Organic Chemistry MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন কমন আসার চান্স 99% । জৈব রসায়ন কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বিষয়ের ‘জৈব যৌগ’ অধ্যায়ের অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Physical Science Organic Chemistry Mock Test। তাই এই অধ্যায়, ক্লাস টেনের (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেদের যাচাই করুন ।

জৈব রসায়ন অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Organic Chemistry Mock Test

Q1. যে অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগ কৃত্রিম ভাবে তৈরি করা হয় সেটি হল-

  • অ্যামোনিয়াম ফসফেট
  • অ্যামোনিয়াম ক্লোরাইড
  • অ্যামোনিয়াম সায়ানেট
  • অ্যামোনিয়াম সালফেট

অ্যামোনিয়াম সায়ানেট

Q2. কৃত্রিম উপায় তৈরি প্রথম জৈব যৌগটি হল-

  • বেঞ্জিন
  • ইউরিয়া
  • মিথেন
  • ল্যাকটিক অ্যাসিড

ইউরিয়া

Q3. যে বিজ্ঞানী প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করতে সফল হন , তিনি হলেন –

  • লেমেরি 
  • বার্জেলিয়াস
  • কোলবে
  • ভোলার

ভোলার

 Q4. পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরিতে প্রথম সমর্থ হন বিজ্ঞানী –

  • বার্জেলিয়াস
  • কোলবে
  • বার্থেলট 
  • লেমেরি

কোলবে

Q5. পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে মিথেন প্রস্তুত করতে সমর্থ হন বিজ্ঞানী –

  • বার্জেলিয়াস
  • কোলবে
  • বার্থেলট
  • লেমেরি

বার্থেলট

Q6. অধিক সংখ্যক জৈব যৌগের উৎপত্তির কারণ হল-

  • কার্বনের ক্যাটিনেশন ধর্ম 
  • কার্বন ঘটিত সমবয়বতা ধর্ম
  • কার্বনের বহু-বন্ধন গঠনের প্রবণতা
  • সবকটি

সবকটি

Q7. কার্বনের ক্যাটিনেশন ধর্ম প্রদর্শনের সঠিক কারণ হল-

  • কার্বন সমযোজী যৌগ গঠন করে
  • C-C বন্ধন শক্তি যথেষ্ঠ বেশি
  • কার্বনের তড়িৎ -ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে সামান্য বেশি
  • কার্বন চতুঃসমযোজ্যতা প্রদর্শন করে

C-C বন্ধন শক্তি যথেষ্ঠ বেশি

Q8. মিথেন অণুর গঠনাকৃতি হল-

  • সমতলীয়
  • সমচতুস্থলকীয়
  • বর্গাকার
  • ঘনকাকার

সমচতুস্থলকীয়

Q9. যে হাইড্রোকার্বনে পাশাপাশি থাকা কার্বন পরমাণুগুলি সমযোজীএক-বন্ধনের দ্বারা যুক্ত ,তাদের বলা হয় –

  • অসম্পৃক্ত হাইড্রোকার্বন
  • অতিপৃক্ত হাইড্রোকার্বন
  • সম্পৃক্ত হাইড্রোকার্বন
  • অ্যারোমেটিক হাইড্রোকার্বন

সম্পৃক্ত হাইড্রোকার্বন

Q10. সম্পৃক্ত যৌগটি হল-

  • C2H2
  • C2H4
  • C2H6
  • C3H4

C2H6

Q11. প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি অসম্পৃক্ত ? `

  • C3H8
  • C3H4
  • C2H5OH
  • C3H6O

C3H4

Q12. নীচের কোন জৈব যৌগটি বিষাক্ত ?

  • অ্যাসিটোন
  • অ্যাসিটিক অ্যাসিড
  • মিথানল
  • ইথানল

মিথানল

Q13. রেকটিফায়েড স্পিরিটের মূল উপাদান হল-

  • মিথাইল অ্যালকোহল
  • ইথাইল অ্যালকোহল
  • ফর্ম্যালডিহাইড
  • ইথানল

ইথাইল অ্যালকোহল

Q14. নন -স্টিক বাসন তৈরিতে যে পলিমারটি ব্যবহৃত হয় সেটি হল-

  • পলিভিনাইল ক্লোরাইড
  • পলিথিন
  • টেফলন
  • পলিস্টাইরিন

টেফলন

Q15. কার্বাইড বাতিতে ব্যবহৃত গ্যাসীয় জৈব যৌগটি হল-

  • মিথেন
  • ইথিলিন
  • অ্যাসিটিলিন
  • বিউটেন

অ্যাসিটিলিন

Q16. সরলতম অ্যালকেন হল-

  • মিথেন
  • ইথেন
  • প্রোপেন
  • বিউটেন  

মিথেন

Q17. টেফলনের মনোমার হল–

  • ইথিলিন
  • প্রোপিলিন
  • ভিনাইল ক্লোরাইড
  • টেট্রাক্লোরো ইথিলিন  

টেট্রাক্লোরো ইথিলিন  

Q18. মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় –

  • অ্যাসিটিলিন
  • ইথিলিন
  • ইথেন
  • মিথেন

ইথিলিন

Q19. সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের শ্রেণি প্রত্যয় হল-

  • অ্যাল (al)
  • অল (ol)
  • এন (ane)
  • ইন (ene)

এন (ane)

Q20. মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান –

  • 105°
  • 110°
  • 109°28′
  • 108°19′

109°28′

Q21. জৈব অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত হল-

  • -COOH
  • -OH
  • -CHO
  • >CO

-COOH

Q22. জৈব দ্রাবক হল –

  • বেঞ্জিন 
  • অ্যালকোহল
  • ক্লোরোফর্ম
  • সবগুলি

সবগুলি

Q23. মার্শ গ্যাস কোনটি ?

  • C2H6
  • P2H4
  • CH4
  • H2

CH4

Q24. নীচের কোনটি রেক্টিফায়েড স্পিরিট ?

  • C2H5OH
  • CH3OH
  • HCHO
  • C6H5CH3

C2H5OH

Q25. পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত পলিমার ?

  • ইথেন
  • পলিথেন
  • ইথিলিন
  • মিথিলিন

ইথিলিন

Q26. অ্যালকাইন সমগণীয় শ্রেণির সাধারণ সংকেত হল-

  • CnH2n-2
  • CnH2n
  • CnH2n-2
  • C2nH2n-2

CnH2n-2

Q27.অ্যালকোহল সমগণীয় শ্রেণির সাধারণ আণবিক সংকেত হল-

  • CnHnOH
  • C2nH2nOH
  • CnH2n+1OH
  • CnH2n-2OH

CnH2n+1OH

Q28. অ্যালকেন শ্রেণির যৌগ প্রধানত যে ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটি হল-

  • পুনর্বিন্যাস বিক্রিয়া
  • বিয়োজন বিক্রিয়া
  • প্রতিস্থাপন বিক্রিয়া
  • যুত বিক্রিয়া

প্রতিস্থাপন বিক্রিয়া

Q29. ইথিলিনের পলিথিনে রূপান্তরের ঘটনাকে বলে –

  • বিয়োজন
  • পলিমারাইজেশন
  • প্রতিস্থাপন
  • কোনোটাই নয়

পলিমারাইজেশন

Q30. দুটি জৈব যৌগের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয় তারা হল-

  • অ্যালডিহাইড ও অ্যালকোহল
  • কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহল
  • কিটোন ও অ্যালকোহল
  • অ্যামিন ও অ্যালকোহল

কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহল

Q31. LPG -এর প্রধান উপাদান –

  • ইথেন
  • বিউটেন
  • মিথেন
  • প্রোপেন

বিউটেন

Q32. CH3CH(OH)CH3 যৌগটির IUPAC নাম হল –

  • প্রোপান-1-অল
  • প্রোপান-2-অল
  • প্রোপানোন
  • প্রোপায়নিক অ্যাসিড

প্রোপান-2-অল

Q33. প্রোপাইন যৌগে H পরমাণুর সংখ্যা কটি ?

  • 2
  • 4
  • 5
  • 3

4

Q34.প্রদত্ত কোন যৌগটি যুত বিক্রিয়া করে না ?

  • C3H6
  • C3H4
  • C3H8
  • কোনোটিই নয়

C3H8

Q35. প্রদত্ত কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে ?

  • C6H6
  • C2H6
  • C2H4
  • CH4

C2H4

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!