Madhyamik Life Science Chapter 4 Question Answer (অভিব্যক্তি ও অভিযোজন)|মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশনঃঅভিব্যাক্তি ও অভিযোজন(চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর)||Madhyamik Life Science Suggestion Chapter 4||WBBSE Class 10 Life science Chapter 4 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান অভিব্যাক্তি ও অভিযোজন অধ্যায়ের সাজেশন(প্রশ্ন-উত্তর)||দশম শ্রেণি জীবনবিজ্ঞান অভিব্যাক্তি ও অভিযোজন অধ্যায়ের প্রশ্ন উত্তর
মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik Life Science Chapter 4 Question Answer । দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় ৯ টি প্রশ্ন আসে  তার মধ্যে থাকে বড় প্রশ্ন 5 নম্বরের (LA) , 2 নম্বরের প্রশ্ন (SA) , 1 নম্বরের প্রশ্ন  (VSA) এবং MCQ প্রশ্ন । সব মিলিয়ে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষায় মোট ১৫ নম্বর থাকে এই অধ্যায় থেকে । দশম  শ্রেণি জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর –এ রয়েছে  5 নম্বরের প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন , 1 নম্বরের প্রশ্ন উত্তর এবং  MCQ প্রশ্ন উত্তর । জীবন বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম  শেষ করার পরে মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধমিকে জীবন বিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করা যাবে ।     

অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এই প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class  10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক জীবন বিজ্ঞানের অধ্যায় ৪-এর সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত  ।  

এই পোস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পাশাপশি অভিব্যক্তি ও অভিযোজন এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল  ।

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

বিভাগ-ক

MCQ প্রশ্ন উত্তর 1 নম্বরের

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :  (প্রতিটি প্রশ্নের মান-১)

1.1  নীচের কোন জোডটি সঠিক তা নির্বাচন করো—

(ক) প্রাকৃতিক নির্বাচন—ল্যামার্ক

(খ) প্রাকৃতিক নির্বাচন—ডারউইন

(গ) প্রাকৃতিক নির্বাচন—হ্যালডেন

(ঘ) প্রাকৃতিক নির্বাচন—ওপারিন

উত্তরঃ  (খ) প্রাকৃতিক নির্বাচন—ডারউইন

1.2  ঘোড়ার অভিব্যক্তির কোন পর্যায়ে অগ্র ও পশ্চাৎ উভয় পদেই খুরযুক্ত তৃতীয় আঙুলটি দেখা যায় তা স্থির করো—

(ক) ইয়োহিপ্পাস

(খ) মেসোহিপ্পাস

(গ) ইকুয়াস

(ঘ) মেরিচিপ্পাস

উত্তরঃ (গ) ইকুয়াস

1.3 উটের লোহিত রক্তকণিকা লঘুসারক রক্তে সর্বাধিক কত শতাংশ প্রসারিত হতে পারে তা স্থির করো—

(ক)240%

(খ) 150%

(গ) 80%

(ঘ) 120%

উত্তরঃ (ক)240%

1.4  অস্তিত্বের জন্য সংগ্রামের সঙ্গে নীচের কোনটি সংশ্লিষ্ট তা স্থির করো—

(ক) প্রকরণের উদ্ভব

(খ) প্রাকৃতিক নির্বাচন

(গ) অনুকূল প্রকরণের পুঞ্জীভবন ও বংশগতি লাভ

(ঘ) সীমিত খাদ্য ও বাসস্থান

উত্তরঃ (ঘ) সীমিত খাদ্য ও বাসস্থান

1.5  ডারউইনের মতবাদ প্রদত্ত কোন মতবাদের ব্যাখ্যা দিতে অসমর্থ হয়েছে?

(ক) প্রকরণের উদ্ভব

(খ) যোগ্যতমের উদ্‌বর্তন

(গ) অস্তিত্বের জন্য সংগ্রাম

(ঘ) অত্যধিক হারে বংশবৃদ্ধি

উত্তরঃ (ক) প্রকরণের উদ্ভব

1.6   নীচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য নয় তা শনাক্ত করো –

(ক) উচ্চতা প্রায় 60 ইঞি

(খ) অগ্র ও পশ্চাৎপদ একটিমাত্র আঙুলযুক্ত

(গ) উভয় পদেই তিনটি করে আঙুল বর্তমান

(ঘ) পেষক ও পুরঃপেষক দাঁত সিমেন্টযুক্ত

উত্তরঃ (গ) উভয় পদেই তিনটি করে আঙুল বর্তমান

1.7  লোহিত রক্তকণিকার কোন্ অভিযোজনগত বৈশিষ্ট্য উটকে অতিরিক্ত জলসয়ে সহায়তা করে তা স্থির করো –

(ক) RBC ছোটো ও গোলাকার

(খ) RBC বড়ো ও লম্বাটে

(গ) RBC ছোটো ও ডিম্বাকার

(ঘ) RBC বড়ো ও ডিম্বাকার

উত্তরঃ (গ) RBC ছোটো ও ডিম্বাকার

1.8 নীচের কোনটি পৃথিবীতে জীববৈচিত্র্যের প্রধান কারণ তা নির্ণয় করো –

(ক) অভিযোজন

(খ) প্রকরণ

(গ) অভিব্যক্তি

(ঘ) পরিব্যক্তি

উত্তরঃ (গ) অভিব্যক্তি

1.9 নীচের কোনটি পরস্পরের সমসংস্থ অঙ্গের উদাহরণ তা স্থির করো –

(ক) আরশোলার ডানা-পায়রার ডানা

(খ) পাখির ডানা—ঘোড়ার অগ্রপদ

(গ) প্রজাপতির ডানা-পাখির ডানা

(ঘ) মশার ডানা—মানুষের হাত

উত্তরঃ (খ) পাখির ডানা—ঘোড়ার অগ্রপদ

1.10 মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত ছিল –

(ক) 2:2:1

(খ) 2:1:2

(গ) 1:2:2

(ঘ) 2:2:21

উত্তরঃ (ক) 2:2:1

1.11  পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল—

(ক) হাইড্রোজেন

(খ) অক্সিজেন

(গ) মিথেন

(ঘ) অ্যামোনিয়া

উত্তরঃ (খ) অক্সিজেন

1.12  বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক্ পরিবেশটি ছিল যেমন –

(ক) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ

(খ) সমুদ্রের জলে ঠাণ্ডা ঘন সুপ

(গ) নদীর জলে ঠান্ডা ঘন সুপ

(ঘ) মাটির তলার জলে তপ্ত ঘন সুপ

উত্তরঃ (ক) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ

1.13  ‘বায়োজেনেটিক সূত্র’ আবিষ্কার করেন –

(ক) ল্যামার্ক

(খ) ডারউইন

(গ) দ্য গ্রিস

(ঘ) হেকেল

উত্তরঃ (ঘ) হেকেল

1.14  প্রদত্ত কোটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। –

(ক) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম

(খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম

(গ) একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম

(ঘ) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম

উত্তরঃ (খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম

1.15 প্রদত্ত কোটি একটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম? –

(ক) শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম

(খ) ইগল ও চিলের মধ্যে সংগ্রাম

(গ) পুকুরের রুইমাছেদের মধ্যে সংগ্রাম

(ঘ) বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম

উত্তরঃ (গ) পুকুরের রুইমাছেদের মধ্যে সংগ্রাম

1.16 নীচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও।

বক্তব্য ১ : জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়।

বক্তব্য ২: জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত।

(ক) বক্তব্য ১ সঠিক এবং বক্তব্য ২ ভূল

(খ) বক্তব্য ২. সঠিক এবং বক্তব্য ১ ভুল

(গ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য-১-এর সঠিক ব্যাখ্যা নয়

(ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা

উত্তরঃ (ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা

1.17 আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো –

(ক) অন্তঃপ্রজাতি সংগ্রাম

(খ) আন্তঃপ্রজাতি সংগ্রাম

(গ) পরিবেশের সঙ্গে সংগ্রাম

(ঘ) নতুন প্রজাতির উৎপত্তি

উত্তরঃ (খ) আন্তঃপ্রজাতি সংগ্রাম

1.18  ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম –

(ক) ইকুয়াস

(খ) মেসোহিপ্পাস

(গ) ইওহিপ্পাস

(ঘ) মেরিচিল্লাস

উত্তরঃ (গ) ইওহিপ্পাস

1.19  আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম হল –

(ক) মেরিচিপ্পাস

(খ) ইওহিপ্পাস

(গ) প্লায়োহিপ্পাস

(ঘ) ইকুয়াস

উত্তরঃ (ঘ) ইকুয়াস

1.20  প্রদত্ত কোন্ পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি?

(ক) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি

(খ) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি

(গ) পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি

(ঘ) সমগ্র দেহের আকার বৃদ্ধি

উত্তরঃ (খ) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি

1.21 ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন্ সজ্জাক্রমটি সঠিক? –

(ক) ইওহিপ্পাস→মেরিচিপ্পাস→ইকুয়াস→প্লায়োহিয়াস→মেসোহিপ্পাস

(খ) ইকুয়াস→প্লায়োহিয়াস→মেরিচিপ্পাস→মেসোহিপ্পাস→ইওহিপ্পাস

(গ) মেরিচিপ্পাস→মেসোহিপ্পাস→ইওহিপ্পাস→ইকুয়াস→প্লায়োহিপ্পাস

(ঘ) ইওহিপ্পাস→মেসোহিপ্পাস→মেরিচিপ্পাস→প্লায়োহিপ্পাস→ইকুয়াস

উত্তরঃ (ঘ) ইওহিপ্পাস→মেসোহিপ্পাস→মেরিচিপ্পাস→প্লায়োহিপ্পাস→ইকুয়াস

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশনঃঅভিব্যাক্তি ও অভিযোজন(চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর)||Madhyamik Life Science Suggestion Chapter 4

1.22  তিমির ফ্লিপার ও পাখির ডানা হল –

(ক) সমসংস্থ অঙ্গ

(খ) সমবৃত্তীয় অঙ্গ

(গ) নিষ্ক্রিয় অঙ্গ

(ঘ) প্রতিস্থাপিত অঙ্গ

উত্তরঃ (ক) সমসংস্থ অঙ্গ

1.23  বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হল –

(ক) নিষ্ক্রিয় অঙ্গ

(খ) সমসংস্থ অঙ্গ

(গ) সমবৃত্তীয় অঙ্গ

(ঘ) সদৃশ অঙ্গ

উত্তরঃ (খ) সমসংস্থ অঙ্গ

1.24 পাখির ডানা ও প্রজাপতির ডানা হল –

(ক) সমবৃত্তীয় অঙ্গ

(খ) নিষ্ক্রিয় অঙ্গ

(গ) সমসংস্থ অঙ্গ

(ঘ) প্রতিস্থাপিত অঙ্গ

উত্তরঃ (ক) সমবৃত্তীয় অঙ্গ

1.25 প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য?

(ক) উৎপত্তিগতভাবে ভিন্ন

(খ) গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা

(গ) কাজ আলদা কিন্তু উৎপত্তিগতভাবে এক

(ঘ) অভিসারী বিবর্তনকে নির্দেশ করে

উত্তরঃ (গ) কাজ আলদা কিন্তু উৎপত্তিগতভাবে এক

1.26 সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল –

(ক) উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন

(খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই

(গ) অপসারী বিবর্তনকে নির্দেশ করে

(ঘ) উৎপত্তিগত ও গঠনগতভাবে এক

উত্তরঃ (খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই

1.27 অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়?

(ক) সমসংস্থ অঙ্গ অপসারী অভিব্যক্তির সাক্ষ্য বহন করে

(খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হল সমসংস্থ অঙ্গের উদাহরণ

(গ) মানুষের বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ

(ঘ) সমবৃত্তীয় অশ অভিসারী অভিব্যক্তির সাক্ষ্য বহন করে

উত্তরঃ (খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হল সমসংস্থ অঙ্গের উদাহরণ

1.28 কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন-

(ক) ডারউইন

(খ) মিলার ও উরে

(গ) ওপারিন

(ঘ) ফক্স

উত্তরঃ (গ) ওপারিন

1.29 অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন –

(ক) হ্যালডেন

(খ) সিডনি ফক্স

(গ) ওপারিন

(ঘ) মিলার ও উরে

উত্তরঃ (ঘ) মিলার ও উরে

1.30 মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলির মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো –

(ক) ল্যাকটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড

(খ) ইউরিয়া, অ্যাডেনিন

(গ) গ্লাইসিন, অ্যালানিন

(ঘ) ফরমিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড।

উত্তরঃ (গ) গ্লাইসিন, অ্যালানিন

1.31 যোগ্যতমের উদ্‌বর্তন-এর ব্যাখ্যা দেন-

(ক) ল্যামার্ক

(খ) ডারউইন

(গ) দ্য ভ্রিস

(ঘ) হ্যালডেন

উত্তরঃ (খ) ডারউইন

1.32 ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ মতবাদটি –

(ক) ডারউইনের

(খ) ল্যামার্কের

(গ) দ্য প্রিসের

(ঘ) জেনোফেনের

উত্তরঃ (ক) ডারউইনের

1.33 প্রদত্ত কোন্ বক্তব্যটি ডারউইনের নয়? –

(ক) অর্জিত গুণের বংশানুসরণ

(খ) যোগ্যতমের উদ্‌বর্তন

(গ) জীবের জ্যামিতিক ও গাণিতির হারে বংশবৃদ্ধি

(ঘ) অস্তিত্বের জন্য সংগ্রাম

উত্তরঃ (ক) অর্জিত গুণের বংশানুসরণ

1.34  কোনটি ডারউইনবাদের সঠিক পর্যায়ক্রম -(1) জীবের অত্যধিক সংখ্যা বৃদ্ধি, (2) ভেদ বা প্রকরণ সৃষ্টি, (3) জীবনসংগ্রাম, (4) প্রাকৃতিক নির্বাচন, (5) প্রজাতির সৃষ্টি (6) যোগ্যতমের উদ্বর্তন ?

(ক) 1→2→4→3→5→6

(খ) 1→3→2→6→4→5

(গ) 1→3→6→2→4→5

(গ) 1→2→3→4→5→6

উত্তরঃ (খ) 1→3→2→6→4→5

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

1.35  ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় যে শ্রেণির প্রাণীদের দেহে তা হল-

(ক) মৎস্য

(খ) সরীসৃপ

(গ) পক্ষী

(ঘ) স্তন্যপায়ী

উত্তরঃ (ক) মৎস্য

1.36 উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল –

(ক) এদের লোহিত রক্তকণিকা লম্বাটে

(খ) এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে

(গ) এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে

(ঘ) এদের কুঁজে জল সজ্জিত থাকে

উত্তরঃ (খ) এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে

1.37 শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহণকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণী হল-

(ক) ব্যাং

(খ) মাছ

(গ) সাপ

(ঘ) কুমির

উত্তরঃ (খ) মাছ

1.38 পিস্টিলোড যে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ তা হল –

(ক) কালকাসুন্দা

(খ) শতমূলী

(গ) আম

(ঘ) জবা

উত্তরঃ (খ) শতমূলী

1.39 মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? –

(ক) সিকাম

(খ) প্লিকাসেমিলুনারিস

(গ) কান

(ঘ) কক্সিস

উত্তরঃ (গ) কান

1.40 কালকাসুন্দা উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গটি হল –

(ক) পুংকেশর

(খ) স্ট্যামিনোড

(গ) পাতা

(ঘ) গর্ভকেশর

উত্তরঃ (খ) স্ট্যামিনোড

1.41 একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল –

(ক) স্ফেনোডন

(খ) আর্কিওপটেরিক্স

(গ) ফণীমনসা

(ঘ) ইওহিপ্পাস

উত্তরঃ (ক) স্ফেনোডন

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

1.42 পক্ষী ও সরীসৃপের মধ্যবর্তী প্রাণী হল –

(ক) সেম্যুরিয়া

(খ) নিটাম

(গ) মনোট্রিমাটা

(ঘ) আর্কিওপটেরিক্স

উত্তরঃ (ঘ) আর্কিওপটেরিক্স

1.43 জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তার নাম –

(ক) ওয়াইসম্যান

(খ) ল্যামার্ক

(গ) ডারউইন

(ঘ) স্পেনসার

উত্তরঃ (ক) ওয়াইসম্যান

1.44 DNA-এর গঠনে বদল ঘটাকে বলা হয় –

(ক) অভিব্যক্তি

(খ) অভিযোজন

(গ) পরিব্যক্তি

(ঘ) বংশগতি

উত্তরঃ (গ) পরিব্যক্তি

1.45 মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন –

(ক) দ্য ভ্রিস

(খ) কুভিয়ের

(গ) ডারউইন

(ঘ) ল্যামার্ক

উত্তরঃ (ক) দ্য ভ্রিস

1.46 একটি জেরোফাইট উদ্ভিদ হল –

(ক) বট

(খ) পদ্ম

(গ) ক্যাকটাস

(ঘ) সুন্দরী

উত্তরঃ (গ) ক্যাকটাস

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

1.47  ফাইলোক্ল্যাড দেখা যায় –

(ক) অর্কিডে

(খ) পদ্মে

(গ) সুন্দরী গাছে

(ঘ) ক্যাকটাসে

উত্তরঃ (ঘ) ক্যাকটাসে

1.48 ক্যাকটাসের কাঁটা কোন্ অঙ্গের রূপান্তর? –

(ক) মূল

(খ) কাণ্ড

(গ) পাতা

(ঘ) ফুল

উত্তরঃ (গ) পাতা

1.49 উটের দেহ থেকে জল বাষ্পীভবন রোধের একটি উপায় হল –

(ক) মূত্র ত্যাগ না করা

(খ) চামড়ায় ঘর্মগ্রন্থির সংখ্যা কম

(গ) চোখের পল্লবরোম বড়ো হওয়া

(ঘ) পদতলে চ্যাপটা প্যাড থাকা

উত্তরঃ (খ) চামড়ায় ঘর্মগ্রন্থির সংখ্যা কম

1.50  নীচের কোন্ প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদানপ্রদান করে শনাক্ত করো। –

(ক) শিম্পাঞ্জি

(খ) আরশোলা

(গ) ময়ূর

(ঘ) মৌমাছি

উত্তরঃ (ঘ) মৌমাছি

1.51 নীচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করো –

(ক) প্রজনন সঙ্গী খোঁজা

(খ) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো

(গ) নতুন মৌচাকের স্থান নির্বাচন করা

(ঘ) সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো

উত্তরঃ (খ) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

1.52  রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় সেটি হল –

(ক) পটকা

(খ) বায়ুথলি

(গ) ফুসফুস

(ঘ) ফুলকা

উত্তরঃ (ক) পটকা

1.53  নীচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো –

(ক) অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণীমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে

(খ) রুইমাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে

(গ) পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত নয়টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে

(ঘ) উটের RBC ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে

উত্তরঃ (খ) রুইমাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে

1.54  পর্ণকাণ্ড হল একটি –

(ক) পরিবর্তিত পাতা

(খ) রূপান্তরিত কান্ড

(গ) পাতা বা কাণ্ড কোনোটিই নয়

(ঘ) পরিবর্তিত বৃত্ত

উত্তরঃ (খ) রূপান্তরিত কান্ড

1.55 যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না, তা হল –

(ক) শ্বাসমূল

(খ) বীজযুক্ত ফল

(গ) পুরু কিউটিকলযুক্ত পাতা

(ঘ) জরায়ুজ অঙ্কুরোদ্‌গম

উত্তরঃ (ঘ) জরায়ুজ অঙ্কুরোদ্‌গম

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

1.56  গ্যাস উৎপন্নকারী রেডগ্রস্থি অবস্থিত –

(ক) শ্রমিক মৌমাছির দেহে

(খ) মাছের পটকায়

(গ) পায়রার বায়ুথলিতে

(ঘ) উটের দেহে

উত্তরঃ (খ) মাছের পটকায়

1.57  নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় ?—

(ক) রেডগ্রন্থি

(খ) অগ্র প্রকোষ্ঠ

(গ) গ্যাসট্রিক গ্রন্থি

(ঘ) রেটিয়া মিরাবিলিয়া

উত্তরঃ (ঘ) রেটিয়া মিরাবিলিয়া

1.58  বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হল –

(ক) বাম ডিম্বাশয়

(খ) পিত্তথলি

(গ) ফুসফুস

(ঘ) ডান বৃক্ক

উত্তরঃ (খ) পিত্তথলি

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

1.59 পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হল –

(ক) 9টি

(খ) 12টি

(গ) 23টি

(ঘ) 7টি

উত্তরঃ (ক) 9টি

1.60 উটের লোহিত রক্তকণিকা –

(ক) ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন

(খ) ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত

(গ) গোলাকার নিউক্লিয়াসবিহীন

(ঘ) গোলাকার নিউক্লিয়াসযুক্ত

উত্তরঃ (ক) ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন

1.61 পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে –

(ক) মৌমাছির

(খ) শিম্পাজির

(গ) উটের

(ঘ) পায়রার

উত্তরঃ (গ) উটের

বিভাগ-খ

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের VSA

2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :  (প্রতিটি প্রশ্নের মান -১)

A একটি বাক্যে উত্তর দাও :

2.1  প্রোটোসেল কী ?

উত্তরঃ কোয়াসারভেট গুলি পরবর্তীকালে খাদ্যসংগ্রহের জন্য নিউক্লিক অ্যাসিড , প্রোটিন ইত্যাদি শোষন করে আকারে আয়তনে বড় হইয়ে বৃহৎ কোশের মত সৃষ্টি করে , যা প্রোটোসেল নামে পরিচিত । 

2.2 মিলার ও উরের পরীক্ষায় ‘U’ আকৃতির নলে সংশ্লেষিত দুটি জৈব অ্যাসিডের নাম লেখো ।

উত্তরঃ গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসপারটিক অ্যাসিড

2.3  ‘হট ডাইলুট সুপ’ কথাটি প্রথম কে বলেন ?

উত্তরঃ  হ্যালডেন

2.4  পৃথিবীতে কোন্ নিউক্লিক অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছিল ?

উত্তরঃ RNA

2.5 জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন্ গ্রন্থে লিপিবদ্ধ করেন ?

উত্তরঃ ফিলোজফিক জুলজিক

2.6 অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’ – মতবাদটি কার ?

উত্তরঃ ল্যামার্ক

2.7  প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে ?

উত্তরঃ চার্লস ডারউইন

2.8  মানুষের অ্যাপেনডিক্স কোন্ অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা ?

উত্তরঃ সিকাম

2.9  সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগরক্ষাকারী বা কোনটি ?

উত্তরঃ প্ল্যাটিপাস 

2.10  ঘোড়ার কোন পূর্বপুরুষের অগ্রপদ চারটি এবং পশ্চাদ পদে তিনটি আঙুল ছিল?

উত্তরঃ ইওহিপ্পাস

2.11 একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও।

উত্তরঃ আরকিওপটেরিক্স

2.12 উদ্ভিদজগতের দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।

উত্তরঃ গিংগো বাইলোবা এবং সাইকাস

2.13 উদ্ভিদের মিসিং লিংক-এর একটি উদাহরণ দাও।

উত্তরঃ রাইনিয়া

2.14  ক্যাকটাসের পর্ণকান্ডের উপর স্থল কিউটিকল থাকে কেন ।

উত্তরঃ বাস্পমোচনের হার  কমানোর জন্য

2.15 বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো ।

উত্তরঃ বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে ।

2.16  কোন উদ্ভিদের পাতায় নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় ?

উত্তরঃ ক্যাকটাস

2.17 কোন উদ্ভিদে শ্বাসমূল বা নিউম্যাটোফোর দেখা যায় ?

উত্তরঃ লবণাম্বু উদ্ভিদে

2.18  রুইমাছের পটকায় গ্যাস উৎপাদনকারী গ্রন্থিটির নাম কী ?

উত্তরঃ রেড গ্রন্থি

2.19 মাছের প্রবতা রক্ষাকারী উদ্‌স্থৈতিক অঙ্গের নাম কী ?

উত্তরঃ পটকা

2.20  উটের কুঁজের ভিতর কী থাকে যা বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে ।

 উত্তরঃ ফ্যাট

2.21 পায়রার ডানা কোন্ অঙ্গের রূপান্তর ?

উত্তরঃ অগ্রপদ

2.22 মৌমাছিরা কখন ‘ওয়াগেল’ নৃত্য প্রদর্শন করে ।

উত্তরঃ ৫০ -৭৫ মিটারের অধিক দূরত্বের খাদ্যের উৎস শণাক্ত করার জন্য মৌমাছিরা ওয়াগল্‌ নৃত্য পরিবেশন করে ।

2.23  মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কে ?

উত্তরঃ কার্ল ভ্রন ফ্রিশ ।

2.24 ডারউইন রচিত গ্রন্থের নাম লেখো ।

উত্তরঃ ‘ অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিন্‌স অফ ন্যাচারাল সিলেকশন’

2.25 জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কী

আখ্যা দিয়েছেন?

উত্তরঃ অস্তিত্বের জন্য সংগ্রাম

2.26 ‘অঙ্গের ব্যবহার ও অব্যবহার’ সূত্রের প্রবক্তা কে ?

উত্তরঃ ল্যামার্ক

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

2.27  ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো ।

উত্তরঃ পায়ের আঙ্গুলের ক্ষুরে রূপান্তর ।

2.28 সমবৃত্তীয় অঙ্গগুলি কী ধরনের বিবর্তনকে সমর্থন করে ?

উত্তরঃ অভিসারী বিবর্তন

2.29 ঝুমকোলতার আকর্ষ ও বেলের শাখাকণ্টক — কী ধরনের অঙ্গের উদাহরণ ?

উত্তরঃ সমসংস্থ অঙ্গ

2.30  পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গের নাম লেখো ।

উত্তরঃ ঘোড়ার অগ্রপদ

2.31  একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত ।

উত্তরঃ টিকটিকি

2.32 সম্পূর্ণ বিভেদিত চার প্রকোষ্ঠযুক্ত হূৎপিণ্ড দেখা যায় কোন সরীসৃপের?

উত্তরঃ কুমীর

2.33  সুন্দরী উদ্ভিদ কোন মৃত্তিকায় দেখা যায় ?

উত্তরঃ শারীরবৃত্তীয় শুস্ক মৃত্তিকা

2.34 শিম্পান্ধিরা কীভাবে শক্ত খোলা ভেঙ্গে বাদাম খায় ?

উত্তরঃ শিম্পান্ধিরা  কাঠের টুকরোকে হাতুড়ি এবং পাথরের পাটাতনকে নেহাই হিসেবে ব্যাবহার করে বাদামের  শক্ত খোলা ভেঙে খায় ।

শূন্যস্থান পূরণঃ

B. নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো :

2.35  ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল _________________।

উত্তরঃ ইয়োহিপ্পাস

2.36 ______________ একটি কোলয়েড জাতীয় পদার্থ যাকে প্রথম জীবকোশ বলা হয়।

উত্তরঃ কোয়াসারভেট

2.37 ডারউইনের মতে, জীব ________________  হারে বংশবিস্তার করে অপত্য উৎপাদন করে।

উত্তরঃ জ্যামিতিক

2.38_________________ গাছের পাতায় লবণ গ্রহণের জন্য লবণগ্রন্থি দেখা যায়।

উত্তরঃ সুন্দরী

2.39 রুইমাছের পটকার অগ্রপ্রকোষ্ঠের রক্তজালকযুক্ত রেডগ্রন্থি _______________ উৎপাদনে সক্ষম।

উত্তরঃ গ্যাস

2.40 মিলার ও উরের পরীক্ষায় সংশ্লেষিত একটি জৈব অ্যাসিড হল______________অ্যাসিড।

উত্তরঃ ফর্মিক / সাকসিনিক

2.41 উটের ________________RBC অধিক অভিস্রবণ চাপ সহ্য করতে পারে।

উত্তরঃ ডিম্বাকার

2.42 জীবন উৎপত্তির আদি পর্যায়ে __________ছিল কিছু বৃহৎকোলয়েড অণুর সমন্বয় ।

উত্তরঃ কোয়াসারভেট

2.43 ওপারিনের মতে_____________থেকেই আদিকোশ সৃষ্টি হয়েছিল ।

উত্তরঃ কোয়াসারভেট

2.44 মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা _______________।  

উত্তরঃ সিডনি ফক্স

2.45  প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে ।

উত্তরঃ ক্রসিং ওভার

2.46  জীবের পপুলেশনে __________ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে ।

উত্তরঃ প্রকরণ

2.47  তিমি মাছের ফ্লিপার হল মানুষের ___________সমসংস্থ অঙ্গ ।

উত্তরঃ হাত

2.48 ________________বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে ।

উত্তরঃ অপসারী

2.49 আধুনিক ঘোড়ার ক্ষুর হল তাদের পূর্বপুরুষের ________________ নং আঙুলের রূপান্তর ।

উত্তরঃ ৩ নং আঙ্গুল

2.50 মানুষের কর্ণছত্রের পেশি হল_______________অঙ্গ ।

উত্তরঃ নিস্ক্রিয় অঙ্গ

2.51 অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের সংযোগরক্ষাকারী প্রাণীটি  হল __________________।

উত্তরঃ পেরিপেটাস

2.52 ওড়ার জন্য পায়রার ___________________ ডানায় রূপান্তরিত হয়েছে ।

উত্তরঃ অগ্রপদ

2.53  _____________ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় ।

উত্তরঃ বাস্পমোচন

2.54 পায়রার চোখে __________________ -এর উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয় ।

উত্তরঃ পেকটিন

2.55 পটকার অগ্র প্রকোষ্ঠে_________________ গ্রন্থি থাকে।

উত্তরঃ রেড গ্রন্থি

2.56  উটের RBC________________ হওয়ায় অভিস্রবণ চাপের তারতম্য সহ্য করতে পারে । 

উত্তরঃ

2.57 মৌমাছির ‘৪’ অক্ষরের ন্যায় নৃত্যকে ___________________ নৃত্য বলে ।

উত্তরঃ ওয়াগ্‌ল নৃত্য

সত্য-মিথ্যা

C. নীচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :

2.58  আদিকোশের অপর নাম কোয়াসারভেট।

উত্তরঃ সত্য

2.59 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।

উত্তরঃ সত্য

2.60 ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।

অথবা, অর্জিত গুণের বংশানুসরণ তত্ত্বের প্রস্তাবনা করেন ল্যামার্ক।

উত্তরঃ সত্য

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

2.61  প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য।

উত্তরঃ সত্য

2.62  মাইক্রোস্ফিয়ার হল দ্বিস্তর আবরণযুক্ত কোয়াসারভেট।

উত্তরঃ মিথ্যা

2.63  মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল 2 : 2 : 1।

উত্তরঃ মিথ্যা

2.64  ব্যাং ও সাপ একই কীটপতঙ্গ ভক্ষণের চেষ্টা করে—এটি  একপ্রকার অন্তঃপ্রজাতি সংগ্রাম।

উত্তরঃ মিথ্যা

2.65  ডারউইনের মতে ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই প্রজাতি সৃষ্টি করে ।

উত্তরঃ সত্য

2.66  অভিযোজনের জন্য জীবের আচরণগত পরিবর্তন দেখা যায় ।

উত্তরঃ  সত্য

2.67 সুন্দরী গাছের মূলের এপিব্লেমা ও হাইপোডারমিসের প্রাচীর অত্যন্ত পুরু হওয়ায় মূলের কোশে অতিরিক্ত লবণের প্রবেশে বাধা পায়।

উত্তরঃ সত্য

2.68 রুইমাছের পটকার অগ্র প্রকোষ্ঠের রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণ করে।

উত্তরঃ মিথ্যা

2.69 উটের ডিম্বাকৃতি RBC অপেক্ষাকৃত সরু হওয়ায় রক্ত থেকে জল বেরিয়ে রক্ত ঘন হয়ে গেলেও এরা সহজে সংকীর্ণ রক্তবাহ দিয়ে চলাচল করতে পারে।

উত্তরঃ সত্য

2.70  জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল।

উত্তরঃ সত্য

2.71 বর্তমান ঘোড়ার নাম ইকুয়াস ।

উত্তরঃ সত্য

2.72 ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম হল মেসোহিপ্পাস ।

উত্তরঃ মিথ্যা

2.73 ভ্রুণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে ।

উত্তরঃ মিথ্যা

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

2.74 মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হল কক্সিস ।

উত্তরঃ মিথ্যা

2.75 অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হল অভিযোজন ।

উত্তরঃ সত্য

2.76 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে ।

উত্তরঃ সত্য

2.77 জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেজ থাকে ।

উত্তরঃ সত্য

2.78 উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন ।

উত্তরঃ সত্য

2.79 উটের কুঁজে জল সঞ্চিত থাকে ।

উত্তরঃ মিথ্যা

2.80 মৌমাছির ওয়াগটেল নৃত্যের মহড়া দেখতে ইংরেজি ‘৪’ অক্ষরের মতো ।

উত্তরঃ সত্য

2.81  মৌচাকের ডানদিকে 120° কোণে নৃত্য হলে বুঝতে হবে মৌচাকের ডানদিকে 120° কোণে খাদ্য অবস্থিত ।  

উত্তরঃ সত্য            

বিভাগ-গ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের SAQ

3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (প্রতিটি প্রশ্নের মান 2 )

3.1  পটকার রেড গ্রন্থির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো ।

3.2  জীবনের উৎপত্তিতে নিম্নলিখিত গঠনরুটির তাৎপর্য ব্যাখ্যা করো: • কোয়াসারভেট • মাইক্রোস্ফিয়ার।

3.3  সমসংস্থ অঙ্গ কীভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো।

3.4  জীবাশ্ম অধ্যয়ন করলে কীভাবে অভিব্যক্তির ধারণায় পৌঁছোনো যায় তা মূল্যায়ন করো।

3.5  জীবজগতে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও ।

3.6 মানবদেহের কোন্ নিষ্ক্রিয় অঙ্গ কার রূপ তা ছকের সাহায্যে দেখাও।

3.7 ভ্রূণের বৈশিষ্ট্য কীভাবে অভিব্যক্তির ধারণাকে প্রমাণ করে তা বিচার করো।

3.8 জীবনসংগ্রাম কীভাবে একটি প্রজাতির অস্তিত্বের সহায়ক হতে পারে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

3.9 মৌমাছির ওয়াগল নৃত্য কীভাবে সংযোগরক্ষায় সাহায্য করে তা ব্যাখ্যা করো।

3.10 ভেদ বা প্রকরণ বলতে কী বোঝো?

3.11 জৈব অভিব্যক্তি বা অভিব্যক্তি কাকে বলে?

3.12 হট ডাইলুট সুপ বলতে কী বোঝো ?

3.13 মিলার ও উরের পরীক্ষার মাধ্যমে কী সিদ্ধান্ত পাওয়া যায়?

3.14 কোয়াসারডেট কী?

3.15 মাইক্রোস্ফিয়ার কী?

3.16 কোয়াসারভেটকে ‘কোশের অগ্রদূত’ বলা হয় কেন ?

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

3.17 জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো।

3.18 বায়োজেনেটিক সূত্রটি লেখো।

3.19 ল্যামার্কের ‘ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যাখ্যা করো।

3.20 ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো।

3.21 ল্যামার্কের মতবাদের সপক্ষে দুটি উদাহরণ দাও।

3.22 ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও।

3.23 ‘যোগ্যতমের উদ্‌বর্তন’—বলতে কী বোঝো?

3.24 বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ প্রচুর হরিণ আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হল। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা লেখো।

3.25 প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে, এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হল। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের যে যে ধরনের জীবনসংগ্রাম  করতে হবে তা ভেবে লেখো।

3.26 মিসিং লিংক বা হৃতযোজক কাকে বলে? উদাহরণ দাও।

3.27 জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও।

3.28 ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো।

3.29 ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে।

3.30 মাছ, ব্যাং ও গিরগিটির হৃৎপিণ্ডের গঠনে কী ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ করা যায়?  

3.31 উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন বিবর্তনকে কীভাবে সমর্থন করে?

3.32 আর্কিওপটেরিক্সের দুটি সরীসৃপ শ্রেণির বৈশিষ্ট্য লেখো।

3.33 আর্কিওপটেরিক্সের দুটি পক্ষী শ্রেণির বৈশিষ্ট্য লেখো।

3.34 সমবৃত্তীয় অঙ্গের উদাহরণসহ (উদ্ভিদ ও প্রাণী) সংজ্ঞা দাও।

3.35 অভিসারী ও অপসারী অভিব্যক্তির পার্থক্য লেখো।

3.36 যে দুটি অন্তগঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘তিমির ফ্লিপার ও পাখির ডানা’-কে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো।

3.37 মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালিতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। অনুরূপ প্রশ্ন : মানবদেহের দুটি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অন্যের নাম লেখো।

3.38 প্রাণীদেহে লুপ্তপ্রায় অঙ্গোর উপস্থিতির তাৎপর্য ব্যাখ্যা করো।

অনুরূপ প্রশ্ন : বিবর্তনে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা লেখো।

3.39 অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রুণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতির নিরিখে তুমি কীভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে?

3.40 ক্যাকটাসের মূলের আভযোজনগত বৈশিষ্ট্য লেখো।

3.41 শ্বাসমূল কী?

3.42 সুন্দরী গাছের শ্বাসমূল থাকায় কী সুবিধা হয়?

অথবা, সুন্দরীর শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো।

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

3.43 সুন্দরী গাছের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো।

3.44 সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে?

3.45 রুইমাছের দেহাকৃতির অভিযোজনগত গুরুত্ব লেখো।

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

3.46 মাছের আঁশের অভিযোজনগত গুরুত্ব লেখো।

3.47 পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো।

3.48 পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কী কী?

3.50 পায়রার উড্ডয়ন অভিযোজনে পালকের ভূমিকা লেখো।

3.51 শিম্পাঞ্জিরা খাবারের জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো।

3.52 উটের ডিম্বাকার RBC-এর সুবিধা কী?
3.53  মৌমাছির ওয়াগেল নৃত্য সংক্ষেপে লেখো।

বিভাগ-ঘ’

বড় প্রশ্ন 4 নম্বরের LA

4. রচনাধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান -৫)

4.1 যে-দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘তিমির ফ্লিপার’ আর ‘পাখির ডানা’-কে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায় ?

4.2 মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কীভাবে সমসংস্থ অঙ্গ সৃষ্টি হয়েছে তার উদাহরণ দাও। মানুষে একাধিক নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কী তাৎপর্য বহন করে তা ব্যাখ্যা করো।

4.3  সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্যগুলি তালিকাবদ্ধ করো। একটি বনে বাঘের যোগ্যতমরূপে কীভাবে উদ্‌বর্তন

ঘটে তা বিশ্লেষণ করো।

4.4 কোয়াসারভেট ও হট ডাইলিউট স্যুপ কী? যোগ্যতমের উদবর্তনের তিনটি উদাহরণ দাও।

4.5  দুটি জীবের মধ্যে ভিন্নতাই হল প্রকরণ—–এর তিনটি উদাহরণ দাও। একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রামের দুটি ঘটনা ব্যাখ্যা করো।

4.6  আচরণ নিয়ন্ত্রণকারী পরিবেশের ইঙ্গিতগুলি হল বর্ণ, গন্ধ, শব্দ, দৃষ্টিনির্ভর কোনো সংকেত। এর সপক্ষে উপযুক্ত উদাহরণ দাও। তুলনামূলক ভ্রূণতত্ত্বের তিনটি উদাহরণ দাও

4.7  অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও।

4.8 প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলি তিরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও।

4.9  প্রকরণ সৃষ্টির উল্লেখ করো।

4.10 অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও।

4.11 প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলি তীরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও।

4.12 জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো।

4.13 জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো।

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

4.14 ডারউইনের মতবাদ অনুসারে কীভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

4.15 ডারউইনের মতবাদ অনুসারে কী কী কারণে প্রকৃতিতে জীবের অস্তিত্বের জন্য সংগ্রাম ঘটে ? ডারউইনের দুটি ত্রুটি উল্লেখ করো।

4.16  প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ ব্যাখ্যা করো। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে?

4.17  প্রকরণ কাকে বলে ? বংশগত প্রকরণগুলি প্রাকৃতিক নির্বাচন দ্বারা কীভাবে নির্বাচিত হয়?

4.18 নতুন প্রজাতির জীব সৃষ্টিতে ‘যোগ্যতমের উদ্‌বর্তন’ ও ‘প্রাকৃতিক নির্বাচনবাদের’ ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পার্থক্য লেখো : সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ।

4.19 একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুইমাছের জলজ  অভিযোজনে পটকার ভূমিকা কী কী?

4.20 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের উল্লিখিত তিনটি বিষয় আলোচনা করো — (ক) অত্যধিক হারে বংশবৃদ্ধি, (খ) প্রকরণের উদ্ভব, (গ) প্রাকৃতিক নির্বাচন। ‘জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচনা পর পরিবর্তনই হল অভিযোজন’ – যে-কোনো দুটি উদাহরণসহ – বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।

4.21  জিরাফের লম্বা গলার উৎপত্তি সম্পর্কে ল্যামার্ক ও ডারউইনের তত্ত্ব ব্যাখ্যা করো।

4.22 আধুনিক ঘোড়ার তিনটি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো। জীবন্ত জীবাশ্ম কাকে বলে? উদাহরণ দাও।

4.23 ঘোড়ার বিবর্তনঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য  লেখো ।

4.24 (ক) গঠন ও কাজ, (খ) বিবর্তনের ধরন নির্দেশক – উল্লিখিত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ প্রতিষ্ঠা করো। উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্কের নাম লেখো।

4.25  অভিব্যক্তির সাপেক্ষে জীবাশ্মের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো।

4.26 হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে।

4.27  আর্কিওপটেরিক্সের জীবাশ্ম কীভাবে জৈব বিবর্তনকে সমর্থন করে? নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে?

4.28 সংক্ষেপে মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রুণতত্ত্বগত প্রমাণটি যে বিবর্তনে সহায়তা করে তা উল্লেখ করো।

4.29  ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য লেখো।

4.30 সমসংস্থ অঙ্গ বলতে কী বোঝো? বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর অগ্রপদের অন্তর্গঠনের বৈশিষ্ট্য কীভাবে বিবর্তনের ধারণাকে সমর্থন করে ?

4.31 অভিযোজন কাকে বলে? সমস্যা সমাধানে শিম্পাঞ্জীদের আচরণগত অভিযোজন উল্লেখ করো।

4.32  পর্ণকাণ্ডের অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো।  অভিযোজন হল বেঁচে থাকার কৌশল— ব্যাখ্যা করো।

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন-উত্তর( অভিব্যক্তি ও অভিযোজন )|Madhyamik Life Science Chapter 4 Question Answer

4.33  ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো। আচরণ, অভিযোজন ও বিবর্তনের মধ্যে সম্পর্ক কী?

4.34 ক্যাকটাসের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণসহ লেখো।  অথবা বাষ্পমোচনের হার কমাবার জন্য ক্যাকটাসের দেহের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো । শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো ? 

4.35  সুন্দরী উদ্ভিদের লবণ সহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পায়রার দেহে ওজন কমানোর জন্য কোন্ কোন্  অঙ্গ অনুপস্থিত?

4.36 সুন্দরী গাছের বৈশিষ্ট্য বর্ণনা করো।

অথবা, সুন্দরবনের লবণাক্ত মাটিতে জন্মানোর জন্য সুন্দরী গাছের কী কী বৈশিষ্ট্য দেখা যায়? প্রকরণ সৃষ্টির কারণগুলি

 উল্লেখ করো।

4.37 অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো। পায়রার অস্থির অভিযোজনগত গুরুত্ব লেখো।

4.38  উড্ডয়নের জন্য পায়রার তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো।

4.39  মরুভূমির পরিবেশে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য উটের দেহের পরিবর্তনগুলি আলোচনা করো।

অথবা, “মরুভূমির পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য জীবদেহে নানা পরিবর্তন ঘটে” –উটের উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।

অনুরূপ প্রশ্ন : উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।

4.40 উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার (RBC) বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত? খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও।

4.41 উটের লোহিত রক্তকণিকার অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। শিম্পাঞ্জিদের খাদ্য সন্ধানের কৌশল বর্ণনা করো।

4.42 একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্যের উৎসের সন্ধান ও অবস্থান জানায় ? অঙ্কুরোদ্‌গম কাকে বলে? উদাহরণ দাও।

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিদিন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । এই সাজেশন থেকে আপনারা উপকৃত হলে পেজটিকে শেয়ার করুন।ধন্যবাদ।

                                                                 

Leave a Comment

error: Content is protected !!