অপসারী ,অভিসারী ও সমান্তরাল অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে ? উদাহরণ দাও
অপসারী অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে ? উদাহরণ দাও ।
উত্তরঃ বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য উৎপত্তি ও গঠনগত ভাবে একই অঙ্গের কার্যকারিতা ও আকার বিভিন্ন হয় । এইপ্রকার অভিযোজনকে অপসারী অভিযোজন বলে । এর ফলে জীবদেহে বিভিন্ন অঙ্গের যে বিবর্তন ঘটে , তাকে অপসারী বিবর্তন বা অভিব্যক্তি বলে । উদাহরণ- ঘোড়ার অগ্রপদ , মানুষের হাত , তিমির ফ্লিপার উৎপত্তি ও অন্তর্গঠনের দিক থেকে এক হলেও বহিরাকৃতি ও কার্যগত দিক থেকে আলাদা ।
অভিসারী অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে ? উদাহরণ দাও ।
উত্তরঃ একই প্রকার প্রাকৃতিক পরিবেশে বসবাস করার জন্য আলাদা আলাদা গোষ্ঠীভূক্ত জীবের অনেক সময় একই ধরনের অভিযোজন ঘটে । এই ধরনের অভিযোজনকে অভিসারী বা কনভারজেন্ট অভিযোজন বলে । এই প্রকার অভিযোজনের মাধ্যমে জীবদেহে যে অভিব্যক্তি ঘটে ,সেই অভিব্যক্তিকে অভিসারী অভিব্যক্তি বলে ।
উদাহরণঃ তিমি (স্তন্যপায়ী প্রাণী) , রুইমাছ (মৎস্য শ্রেণি) , পেঙ্গুইন (অ্যাভিস শ্রেণি) ভিন্ন ভিন্ন শ্রেণিভুক্ত হলেও জলজ পরিবেশে বসবাসের জন্য এদের সাঁতার কাঁটার জন্য অঙ্গ সৃষ্টি হয়েছে । তিমি ফ্লিপারের সাহায্যে , রুইমাছ পাখনার সাহায্যে , পেঙ্গুইন অগ্রপদের সাহায্যে সাঁতার কাটে । এই প্রকার অঙ্গকে সমবৃত্তীয় অঙ্গ বলে । সুতরাং অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হয়েছে ।
সমান্তরাল অভিব্যক্তি কাকে বলে ? উদাহরণ দাও ।
উত্তরঃ একই উদবংশীয় জীব থেকে উৎপন্ন দুটি ঘনিষ্ট সম্পর্ক যুক্ত প্রাণীগোষ্ঠী একই পরিবেশে অভিযোজিত হওয়ার কারণে সদৃশ বৈশিষ্ট্য অর্জন করলে এই ধরনের অভিব্যক্তিজনিত অভিযোজনকে সমান্তরাল অভিযোজন বলে । উদাহরণ- অ্যান্টিলোপ ও হরিণদের দ্রুত দৌড়ানোর জন্য দ্বিখন্ডিত ক্ষুরের উদ্ভব ।