সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths – প্রয়োগ-2 , প্রয়োগ-4 , প্রয়োগ-5 , প্রয়োগ-10, প্রয়োগ-13 , প্রয়োগ-16, প্রয়োগ-19 ,প্রয়োগ-23, প্রয়োগ-26, প্রয়োগ-30, প্রয়োগ-32, প্রয়োগ-34 এই সমস্ত প্রয়োগ গুলি গণিত প্রকাশ দশম শ্রেণী (WBBSE Class-10) বইয়ের দ্বিতীয় অধ্যায় (2ns Chapter) সরল সুদকষার সমস্ত ‘নিজে করি’ অঙ্ক । এই নিজে করি অঙ্ক থেকেও মাধ্যমিকে অনেক প্রশ্ন আসছে , সেই কারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই অঙ্ক গুলো সমাধান করে দেওয়া হল । ভালো লাগলে এবং উপকৃত হলে শেয়ার করবে অবশ্যই ।
সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths
প্রয়োগ-2:
আসল | সময় | বার্ষিক সরল সুদের হার | মোট সুদ |
600 টাকা | 1 বছর | 5% | 30 টাকা (উত্তর) |
1800 টাকা | 1 বছর | $4\frac{1}{2}$% | 81 টাকা (উত্তর) |
সমাধানঃ
(i) আসল (P) = 600 টাকা , সময় (t) = 1 এবং বার্ষিক সুদের হার (r) = 5%
∴ মোট সুদ
= $\frac{P \times t \times r}{100}$ টাকা
= $\frac{600 \times 1 \times 5}{100}$ টাকা
= 30 টাকা
মোট সুদ =30 টাকা ।
(ii) আসল (P) =1800 টাকা , সময় (t) = 1 এবং বার্ষিক সুদের হার (r) = $4\frac{1}{2}$%
∴ মোট সুদ
= $\frac{P \times t \times r}{100}$ টাকা
= $\frac{1800 \times 1 \times 4\frac{1}{2}}{100}$ টাকা
= $\frac{1800 \times 9}{100 \times 2}$ টাকা
= 81 টাকা
∴ মোট সুদ =81 টাকা ।
প্রয়োগ-4: ওই ব্যাঙ্কে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত , তবে কত টাকা জমা রাখত হিসাব করে লিখি ।
সমাধানঃ ধরি শ্রাবণীকে x টাকা জমা রাখতে হল ।
সুতরাং , আসল (P)=x টাকা , সময় (t) = 1 বছর এবং সরল সুদের হার (r) = 5% এবং সুদ (I) = 60 টাকা
যেহেতু,
${\mathrm{I}} = \frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$
∴ 60 = $\frac{{\mathrm{x}} \times 1 \times 5}{100}$
$\Rightarrow 5{\mathrm{x}} = 6000$
$\Rightarrow {\mathrm{x}} = \frac{6000}{5}$
$\Rightarrow {\mathrm{x}}= 1200 $
∴ শ্রাবণীকে 1200 টাকা জমা রাখতে হতো ।
প্রয়োগ-5:
আসল | সময় | বার্ষিক সরল সুদের হার | মোট সুদ |
1500 টাকা (উত্তর) | 1 বছর | 6% | 90 টাকা |
1700 টাকা (উত্তর) | 1 বছর | 3.5% | 59.50 টাকা |
(i) সময় (t) = 1 বছর
বার্ষিক সরল সুদের হার (r) = 6%
মোট সুদ (I) = 90 টাকা
ধরি, আসল = P টাকা
যেহেতু,
${\mathrm{I}} = \frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$
∴ $90 = \frac{{\mathrm{P}} \times 1 \times 6}{100}$
$\Rightarrow 6{\mathrm{P}} = 9000$
$\Rightarrow {\mathrm{P}} = \frac{9000}{6}$
$\Rightarrow {\mathrm{P}} = 1500$
∴ আসল 1500 টাকা ।
(ii) সময় (t) = 1 বছর
বার্ষিক সরল সুদের হার (r) = 3.5%
মোট সুদ (I) = 59.50 টাকা
ধরি, আসল = P টাকা
যেহেতু,
${\mathrm{I}} = \frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$
$\therefore 59.50 = \frac{P \times 1 \times 3.5}{100}$
$\Rightarrow 59.50 \times 100 = 3.5P$
$\Rightarrow 5950 = 3.5P$
$\Rightarrow P = \frac{5950}{3.5}$
$\Rightarrow P = \frac{59500}{35}$
$\Rightarrow P = 1700$
∴ আসলের পরিমাণ 1700 টাকা ।
প্রয়োগ-10:
আসল (P) | সময় (t) | বার্ষিক সরল সুদের হার (r) | মোট সুদ (I) | সুদ-আসল (A=P+I) |
500 টাকা | 3 বছর | $6\frac{1}{4}$% | 93.75 টাকা (উত্তর) | 593.75 টাকা (উত্তর) |
146 টাকা | 1 দিন | $2\frac{1}{2}$% | 0.01 টাকা (উত্তর) | 146.01 টাকা (উত্তর) |
4565 টাকা | 2 বছর 6 মাস | 4% | 456.5 টাকা (উত্তর) | 5021.5 টাকা (উত্তর) |
সমাধানঃ
(i) আসল (P) = 500 টাকা , সময় (t) = 3 বছর , এবং বার্ষিক সরল সুদের হার (r) = $6\frac{1}{4}$%
∴ মোট সুদ (I)
= $\frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$ টাকা
= $\frac{500 \times 3 \times 6\frac{1}{4}}{100}$ টাকা
= $\frac{500 \times 3 \times 25}{100 \times 4}$ টাকা
= $\frac{5 \times 3 \times 25}{4} $ টাকা
= $\frac{375}{4}$ টাকা
= 93.75 টাকা
∴ সুদ-আসল= (500+93.75) টাকা = 593.75 টাকা ।
(ii) আসল (P) = 146 টাকা , সময় (t) = 1 দিন = $\frac{1}{365}$ বছর , এবং বার্ষিক সরল সুদের হার (r) = $2\frac{1}{2}$%
∴ মোট সুদ (I)
= $\frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$ টাকা
= $\frac{146 \times 1 \times 2\frac{1}{2}}{365 \times 100}$ টাকা
= $\frac{146 \times 5}{365 \times 100 \times 2}$ টাকা
= 0.01 টাকা
∴ সুদ-আসল= (146+0.01) টাকা = 146.01 টাকা
(iii) আসল (P) = 4565 টাকা , সময় (t) = 2 বছর 6 মাস =$2\frac{6}{12}$ বছর = 2\frac{1}{2} $ বছর , এবং বার্ষিক সরল সুদের হার (r) = 4 %
∴ মোট সুদ (I)
= $\frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$ টাকা
=$\frac{4565 \times 2\frac{1}{2} \times 4}{100}$ টাকা
= $\frac{4565 \times 5 \times 4}{100 \times 2}$ টাকা
= 456.5 টাকা
∴ সুদ-আসল= (4565+456.5) টাকা = 5021.5 টাকা
সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths
প্রয়োগ-13:
আসল | সময় | বার্ষিক সরল সুদের হার | মোট সুদ |
400 টাকা | 4 বছর | $4\frac{1}{2}$ % | 72 টাকা |
7300 টাকা | 1 দিন | 5% | 1 টাকা |
সমাধানঃ
(i) ধরি, আসল = P টাকা
∴ $\frac{P \times 4 \times 4\frac{1}{2}}{100} = 72$
$\Rightarrow \frac{P \times 4 \times 9}{2} = 7200$
$\Rightarrow 36P = 2 \times 7200$
$\Rightarrow P = \frac{2 \times 7200}{36}$
$\Rightarrow P = 400$
∴ আসল 400 টাকা ।
(ii) ধরি, আসল = P টাকা
$\therefore \frac{P \times 1 \times 5}{100 \times 365} = 1$
$\Rightarrow \frac{5P}{100 \times 365} = 1$
$\Rightarrow 5P = 100 \times 365$
$\Rightarrow P = \frac{100 \times 365}{5}$
$\Rightarrow P = 100 \times 73$
$\Rightarrow P = 7300$
∴ আসল 7300 টাকা ।
প্রয়োগ-16:
আসল | সময় | বার্ষিক সরল সুদের হার | সুদ-আসল |
840 টাকা (উত্তর) | 5 বছর | 3 % | 966 টাকা |
10,000 টাকা (উত্তর) | 6 বছর | 6 % | 13600 টাকা |
সমাধানঃ
(i) ধরি , আসল = P টাকা
$\therefore P + \frac{P \times 5 \times 3}{100} = 966$
$\Rightarrow P + \frac{3P}{20} = 966$
$\Rightarrow P\left(1 + \frac{3}{20}\right) = 966$
$\Rightarrow P \times \frac{23}{20} = 966$
$\Rightarrow P = \frac{966 \times 20}{23}$
$\Rightarrow P = 840$
∴ আসল = 840 টাকা
(ii) ধরি, আসল =P টাকা
$\therefore P + \frac{P \times 6 \times 6}{100} = 13600$
$\Rightarrow P + \frac{36P}{100} = 13600$
$\Rightarrow \frac{100P + 36P}{100} = 13600$
$\Rightarrow \frac{136P}{100} = 13600$
$\Rightarrow P = \frac{13600 \times 100}{136}$
$\Rightarrow P = 10000$
∴ আসল = 10,000 টাকা ।
প্রয়োগ-19:
আসল | সময় | বার্ষিক সরল সুদের হার | মোট সুদ |
6400 টাকা | 3.5 বছর বা 3 বছর 6 মাস (উত্তর) | $4\frac{1}{2}\%$ | 1008 টাকা |
500 টাকা | 2 বছর (উত্তর) | 5% | 50 টাকা |
সমাধানঃ
(i) ধরি , সময় =t বছর
∴ $\frac{6400 \times {\mathrm{t}} \times 4\frac{1}{2}}{100} = 1008$
$\Rightarrow \frac{6400 \times {\mathrm{t}} \times 9}{100 \times 2} = 1008$
$\Rightarrow 288{\mathrm{t}} = 1008$
$\Rightarrow {\mathrm{t}} = \frac{1008}{288}$
$\Rightarrow {\mathrm{t}} = 3.5$
∴ সময় = 3.5 বছর বা 3 বছর 6 মাস ।
(ii) ধরি , সময় =t বছর
$\therefore \frac{500 \times {\mathrm{t}} \times 5}{100} = 50$
$\Rightarrow 25{\mathrm{t}} = 50$
$\Rightarrow {\mathrm{t}} = \frac{50}{25}$
$\Rightarrow {\mathrm{t}} = 2$
∴ সময় = 2 বছর ।
প্রয়োগ-23: (i) বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ হবে 100 টাকা ?
(ii) বার্ষিক শতকরা কত হার সরল সুদে 910 টাকার 2 বছর 6 মাসে সুদে আসলে 955.50 টাকা হবে হিসাব করে লিখি ?
উত্তরঃ (i) ধরি, বার্ষিক সরল সুদের হার r % ।
$\therefore \frac{500 \times 4 \times {\mathrm{r}}}{100} = 100$
$\Rightarrow 20{\mathrm{r}} = 100$
$\Rightarrow {\mathrm{r}} = \frac{100}{20}$
$\Rightarrow {\mathrm{r}} = 5$
∴ বার্ষিক সরল সুদের হার 5 % ।
(ii) ধরি, বার্ষিক সরল সুদের হার r % ।
সময় (t) = 2 বছর 6 মাস =$2\frac{6}{12}$ বছর = $2\frac{1}{2}$ বছর
আসল (P) = 910 টাকা ।
∴ সুদ
=$\frac{910 \times 2\frac{1}{2} \times {\mathrm{r}}}{100}$
= $\frac{910 \times 5 \times {\mathrm{r}}}{2 \times 100}$
= $\frac{91{\mathrm{r}}}{4}$
সুদ-আসল= 910+$\frac{91{\mathrm{r}}}{4}$
$\therefore 910 + \frac{91{\mathrm{r}}}{4} = 955.50$
$\Rightarrow \frac{91{\mathrm{r}}}{4} = 955.50 – 910$
$\Rightarrow \frac{91{\mathrm{r}}}{4} = 45.50$
$\Rightarrow {\mathrm{r}} = \frac{45.50 \times 4}{91}$
$\Rightarrow {\mathrm{r}} = \frac{4}{2}$
$\Rightarrow {\mathrm{r}} = 2$
∴ বার্ষিক সরল সুদের হার 2% ।
সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths
প্রয়োগ-26: কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধিমূলে (সুদে -আসলে) 496 টাকা এবং 5 বছরে সবৃদ্ধিমূলে 560 টাকা হলে , ওই টাকার পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত ?
সমাধানঃ ধরি , টাকার পরিমাণ অর্থাৎ আসল P টাকা এবং বার্ষিক সরল সুদের হার r% ।
∴ 3 বছরের সুদ আসল = P + $\frac{{\mathrm{P}} \times 3 \times {\mathrm{r}}}{100}$
এবং 5 বছরের সুদ -আসল = P+$\frac{{\mathrm{P}} \times 5 \times {\mathrm{r}}}{100}$
শর্তানুসারে ,
P + $\frac{{\mathrm{P}} \times 3 \times {\mathrm{r}}}{100}$= 496
$\therefore {\mathrm{P}}\left(1 + \frac{3{\mathrm{r}}}{100}\right) = 496$ —(i)
P+$\frac{{\mathrm{P}} \times 5 \times {\mathrm{r}}}{100}$ =560
$\therefore {\mathrm{P}}\left(1 + \frac{5{\mathrm{r}}}{100}\right) = 560$ —(ii)
(ii)নং সমীকরণকে (i) নং দ্বারা ভাগ করে পাই,
$\frac{{\mathrm{P}}\left(1 + \frac{5{\mathrm{r}}}{100}\right)}{{\mathrm{P}}\left(1 + \frac{3{\mathrm{r}}}{100}\right)} = \frac{560}{496}$
$\Rightarrow \frac{1 + \frac{5{\mathrm{r}}}{100}}{1 + \frac{3{\mathrm{r}}}{100}} = \frac{35}{31}$
$\Rightarrow \frac{\frac{100 + 5{\mathrm{r}}}{100}}{\frac{100 + 3{\mathrm{r}}}{100}} = \frac{35}{31}$
$\Rightarrow \frac{100 + 5{\mathrm{r}}}{100} \div \frac{100 + 3{\mathrm{r}}}{100} = \frac{35}{31}$
$\Rightarrow \frac{100 + 5{\mathrm{r}}}{100} \times \frac{100}{100 + 3{\mathrm{r}}} = \frac{35}{31}$
$\Rightarrow \frac{100 + 5{\mathrm{r}}}{100 + 3{\mathrm{r}}} = \frac{35}{31}$
$\Rightarrow 3100 + 155{\mathrm{r}} = 3500 + 105{\mathrm{r}}$
$\Rightarrow 155{\mathrm{r}} – 105{\mathrm{r}} = 3500 – 3100$
$\Rightarrow 50{\mathrm{r}} = 400$
$\Rightarrow {\mathrm{r}} = \frac{400}{50}$
$\Rightarrow {\mathrm{r}} = 8$
এখন r এর প্রাপ্ত মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
${\mathrm{P}}\left(1 + \frac{3{\mathrm{r}}}{100}\right) = 496$
$\Rightarrow {\mathrm{P}}\left(1 + \frac{3 \times 8}{100}\right) = 496[\because {\mathrm{r}} = 8]$
$\Rightarrow {\mathrm{P}} \times \frac{124}{100} = 496$
$\Rightarrow {\mathrm{P}} = \frac{100 \times 496}{124}$
$\Rightarrow {\mathrm{P}} = 400$
∴ বার্ষিক সুদের হার 8% এবং আসলের পরিমাণ 400 টাকা ।
প্রয়োগ-30 : বিমল কাকু তার 12 বছরের ছেলে ও 14 বছরের মেয়ের জন্যে 187500 টাকা ব্যাঙ্কে বার্ষিক 5% সরল সুদের হারে এমন ভাবে জমা রাখলেন যাতে , উভয়ের বয়স যখন 18 বছর হবে তখন তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে । তিনি তার ছেলে ও মেয়ের জন্যে ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
সমাধানঃ
ধরি , বিমলকাকু তার ছেলের জন্য ব্যাঙ্কে রেখেছিলেন x টাকা ।
ছেলের জন্য টাকাটি রাখেন (18 -12 ) বছর =6 বছর ।
∴ তিনি তার মেয়ের জন্যে রাখেন = (1,87,500-x) টাকা ।
আবার মেয়ের জন্য টাকাটি রাখেন (18-14) বছর = 4 বছর ।
বার্ষিক সরল সুদের হার 5% ।
এখন বিমলকাকুর ছেলে সুদে আসলে পাবে
= ${\mathrm{x}} + \frac{{\mathrm{x}} \times 6 \times 5}{100}$ টাকা
= ${\mathrm{x}} + \frac{3{\mathrm{x}}}{10}$ টাকা
= $\frac{13{\mathrm{x}}}{10}$ টাকা
বিমলকাকুর মেয়ে সুদে আসলে পাবে
= $(187500 – {\mathrm{x}}) + \frac{(187500 – {\mathrm{x}}) \times 4 \times 5}{100}$ টাকা
= $187500 – {\mathrm{x}} + \frac{187500 – {\mathrm{x}}}{5}$ টাকা
= $(187500 – {\mathrm{x}})\left(1 + \frac{1}{5}\right)$ টাকা
=$ (187500 – {\mathrm{x}}) \times \frac{6}{5}$ টাকা
= $\frac{1125000 – 6{\mathrm{x}}}{5}$ টাকা
শর্তানুসারে ,
$\frac{13{\mathrm{x}}}{10} = \frac{1125000 – 6{\mathrm{x}}}{5}$
$\Rightarrow 13{\mathrm{x}} = 2250000 – 12{\mathrm{x}}$
$\Rightarrow 25{\mathrm{x}} = 2250000$
$\Rightarrow {\mathrm{x}} = \frac{2250000}{25}$
$\Rightarrow {\mathrm{x}} = 90000$
সুতরাং বিমল বাবু তার ছেলের জন্য ব্যাঙ্কে 90000 টাকা জমা রেখেছিলেন ।
∴ বিমল বাবু তার মেয়ের জন্য ব্যাঙ্কে জমা রেখেছিলেন = (187500-90000)টাকা = 97500 টাকা ।
সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths
প্রয়োগ-32: জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা রাখে । ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 5% হলে , জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করে লিখি ।
সমাধানঃ জয়ন্ত প্রথম , দ্বিতীয় , তৃতীয় , চতুর্থ , পঞ্চম এবং ষষ্ঠ মাসের টাকা যথাক্রমে 6 মাস , 5 মাস , 4 মাস , 3 মাস , 2 মাস এবং 1 মাসের জন্য জমা করেন ।
সুতরাং 6 মাসের মোট সুদ =
$\left(\frac{1000 \times \frac{6}{12} \times 5}{100} + \frac{1000 \times \frac{5}{12} \times 5}{100}+\ldotp \ldotp \ldotp+\frac{1000 \times \frac{1}{12} \times 5}{100}\right)$ টাকা
= $\frac{1000 \times 5}{1200}\left(6 + 5 + 4 + 3 + 2 + 1\right)$ টাকা
= $\frac{50}{12} \times \frac{6(6 + 1)}{2}$ টাকা [যেহেতু ,n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল $\frac{{\mathrm{n}}({\mathrm{n}} + 1)}{2}$]
= $\frac{50}{12} \times \frac{42}{2}$ টাকা
=$ \frac{25 \times 7}{2}$ টাকা
= 87.5 টাকা
∴ সুদ-আসল= (1000×6+87.5) টাকা = 6087.50 টাকা
প্রয়োগ-34: সোমাপিসি 620000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে তিনটি ব্যাঙ্কে যথাক্রমে 2 বছর ,3 বছর ও 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে তিনটি ব্যাঙ্কের মোট সুদের পরিমাণ সমান হয় । সোমাপিসি কোন ব্যাঙ্কে কত টাকা জমা করে ছিলেন ।
সমাধানঃ ধরি, সোমাপিসি প্রথম ব্যাঙ্কে X টাকা , দ্বিতীয় ব্যাঙ্কে Y টাকা এবং তৃতীয় ব্যাঙ্কে Z টাকা জমা রেখেছিলেন ।
প্রথম ব্যাঙ্ক থেকে X টাকার ওপরে 5% সরল সুদের হারে 2 বছরের সুদ
= $\frac{{\mathrm{X}} \times 2 \times 5}{100}$ টাকা
= $\frac{{\mathrm{X}}}{10}$ টাকা
দ্বিতীয় ব্যাঙ্ক থেকে Y টাকার ওপরে 5% সরল সুদের হারে 3 বছরের সুদ
= $\frac{{\mathrm{Y}} \times 3 \times 5}{100}$ টাকা
= $\frac{3{\mathrm{Y}}}{20}$ টাকা
এবং Z টাকার ওপরে 5% সরল সুদের হারে 5 বছরের সুদ
= $\frac{{\mathrm{Z}} \times 5 \times 5}{100}$ টাকা
=$ \frac{{\mathrm{Z}}}{4}$ টাকা
শর্তানুসারে ,
X+Y+Z=620000 —-(i)
এবং $\frac{{\mathrm{X}}}{10}$ = $\frac{3{\mathrm{Y}}}{20}$=$\frac{{\mathrm{Z}}}{4}$
ধরি, $\frac{{\mathrm{X}}}{10}$ = $\frac{3{\mathrm{Y}}}{20}$=$\frac{{\mathrm{Z}}}{4}$ =K
∴ X=10K, Y=$\frac{20{\mathrm{K}}}{3}$ এবং Z=4K
∴ (i) নং সমীকরণ থেকে পাই,
$10{\mathrm{K}} + \frac{20{\mathrm{K}}}{3} + 4{\mathrm{K}} = 162000$
$\Rightarrow \frac{30{\mathrm{K}} + 20{\mathrm{K}} + 12{\mathrm{K}}}{3} = 620000$
$\Rightarrow 62{\mathrm{K}} = 1860000$
$\Rightarrow {\mathrm{K}} = \frac{1860000}{62}$
$\Rightarrow {\mathrm{K}} = 30000$
∴ X=10K=10 ×30000=300000,
Y= $\frac{20{\mathrm{K}}}{3}$ = $\frac{20 \times 30000}{3}$ = 200000
এবং Z = 4K =4×30000=120000
∴ সোমাপিসি প্রথম ব্যাঙ্কে 3,00,000 টাকা , দ্বিতীয় ব্যাঙ্কে 2,00,000 টাকা এবং তৃতীয় ব্যাঙ্কে 1,20,000 টাকা জমা রেখেছিলেন ।
Important Links
গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,Whatsapp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।