আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর সেমিস্টার-3| Adorini Golper MCQ Question Answer for 3rd Semester Class 12 – উচ্চমাধ্যমিক বাংলার তৃতীয় সেমিস্টাির-এর জন্য আদরণী গল্পের MCQ প্রশ্ন উত্তর এখানে দেওয়া হল । এই প্রশ্ন-উত্তর গুলি প্র্যাকটিস করার আগে প্রভাত মুখোপাধ্যায়ের আদরিণী গল্পটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে । তাহলে এখান থেকে Semster-3 তে আসা সকল MCQ প্রশ্নের উত্তর করতে পারবে। প্রত্যেক প্রশ্নের মান 1 ধরে কে কটি প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে কমেণ্টের মাধ্যমে জানাও ।
WBCHSE Class 12 Bengali MCQ Question Answer এইভাবে প্র্যাকটিস করতে তোমাদের কেমন লাগছে , নীচে কমেন্টের মাধ্যমে জানাও এবং শেয়ার করো ।
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর সেমিস্টার-3| Adorini Golper MCQ Question Answer for 3rd Semester Class 12 |WBCHSE Class 12 Bengali MCQ Question Answer
১। যে দুজন ব্যক্তি জয় রাম বাবু কে নিমন্ত্রণের খবর দিতে গিয়েছিলেন, তাদের একজন নগেন ডাক্তার, অন্যজন-
(ক) কুঞ্জবিহারী বাবু
(খ) বনবিহারী বাবু
(গ) নিকুঞ্জ বিহারী বাবু
(ঘ) বিপিনবিহারী বাবু
(ক) কুঞ্জবিহারী বাবু
২। আদরিণী গল্পের নামকরণটি-
(ক) ঘটনা প্রধান
(খ) চরিত্র প্রধান
(গ) স্থানপ্রধান
(ঘ) ব্যঞ্জনা প্রধান
(খ) চরিত্র প্রধান
৩। মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল-
(ক) কলকাতা থেকে
(খ) লখনৌ থেকে
(গ) দিল্লি থেকে
(ঘ) বেনারস থেকে
(ঘ) বেনারস থেকে
৪। “……… পথ নেই।” – যার পথ নেই-
(ক) গরুর গাড়ি চলার
(খ) ঘোড়ার গাড়ি চলার
(গ) পালকি চলার
(ঘ) পায়ে চলার
(খ) ঘোড়ার গাড়ি চলার
৫। জয়রাম মুখোপাধ্যায় যেখানে চিঠি পাঠাবেন বলেছিলেন-
(ক) নিমন্ত্রণ বাড়িতে
(খ) রাজবাড়ীতে
(গ) নায়েব বাড়িতে
(ঘ) সম্বন্ধ বাড়িতে
(খ)রাজবাড়ীতে
৬। “, আর তোমরা বসে শুনবে….” – যে গান শোনার কথা এখানে বলা হয়েছে –
(ক) পেয়ালা মুজে ভর দে
(খ) জো ভেজি থি দুয়া
(গ) রাসকে ভোরে তোরে নাই।
(ঘ) তেরে খেয়াল কি
(ক) পেয়ালা মুজে ভর দে
৭। জয় রাম মুখোপাধ্যায়ের বয়স-
(ক) ৫০ ছুঁই ছুঁই
(খ) ৫০ অতিক্রান্ত
(গ) ৬০
(ঘ) ৭০ এর আশেপাশে
(খ) ৫০ অতিক্রান্ত
৮। প্রথম মোক্তারি করতে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটা ক্যাম্বিসের ব্যাগ , আর একটি –
(ক) পিতলের ঘটি
(খ) কাঁসার ঘটি
(গ) পিতলের থালা
(ঘ) মহাভারত
(ক)পিতলের ঘটি
৯। জয়রাম মুখোপাধ্যায় যেদিন আহ্নিক ঘটা করে করতেন –
(ক) শনিবার
(খ) মঙ্গলবার
(গ) বৃহস্পতিবার
(ঘ) রবিবার
(ঘ)রবিবার
১০। মহারাজের নাম ছিল –
(ক) নরেশচন্দ্র রায়চৌধুরী
(খ) তপেশচন্দ্র রায় চৌধুরী
(গ) নরেন্দ্র রায় চৌধুরী
(ঘ) তপেন্দ্র রায় চৌধুরী
(ক) নরেশচন্দ্র রায়চৌধুরী
১১। আদরিণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
(ক) ভারতী
(খ) সাধনা
(গ) সবুজপত্র
(ঘ) সাহিত্য
(ঘ)সাহিত্য
১২। “ মূলধনে হাত পড়িতে লাগিল।” – তার কারণ-
(ক) সুদের টাকায় সংসার চলছিল না।
(খ) নতুন ব্যবসা শুরু করেছিলেন
(গ) মাইনের টাকায় সংসার চলছিল না।
(ঘ) ছেলেদের চাহিদা মাত্রা ছাড়া হয়ে পড়ছিল।
(ক)সুদের টাকায় সংসার চলছিল না।
১৩। হাতি ভাড়া থেকে জয়রাম মুখোপাধ্যায় আয় হতো-
(ক) সর্বাধিক 15 থেকে কুড়ি টাকা
(খ) সর্বাধিক কুড়ি থেকে ২৫ টাকা
(গ) সর্বাধিক ১০ থেকে ১৫ টাকা
(ঘ) সর্বাধিক ৩০ থেকে ৪০ টাকা
(ক)সর্বাধিক 15 থেকে কুড়ি টাকা
১৪। জয়রাম মুখোপাধ্যায়ের শেষ মুকাদ্দামাটি ছিল একটি-
(ক) চুরির
(খ) প্রতারণার
(গ) সম্পত্তি বিবাদের
(ঘ) খুনের
(ঘ) খুনের
১৫। ছোকরা মুক্তাররা মাথায় দেয়-
(ক) পাগড়ি
(খ) টুপি
(গ) কালো কাপড়
(ঘ) শামলা
(ঘ) শামলা
১৬। “জেল কোর্ট ভরিয়া গিয়াছে ।”-
(ক) অপরাধীতে
(খ) লোকসমাগমে
(গ) শিক্ষিত মোক্তারে
(ঘ) হাস্য পরিহাসে
(গ)শিক্ষিত মোক্তারে
১৭। “তাহা হইলে তো কিঞ্চিত অর্থগাম হইতে পারে ।” – যেভাবে অর্থাগম হতে পারে –
(ক) মোক্তারি করে
(খ) আইনি পরামর্শ করে
(গ) পতিত জমিতে চাষ করে
(ঘ) আদরিণীকে ভাড়া দিয়ে
(ঘ) আদরিণীকে ভাড়া দিয়ে
১৮। “….. সে মনুষ্যপদ বাচ্যই নয় ।” – যার কথা বলা হয়েছে –
(ক) যার বিবেক নেই
(খ) যে ইংরাজি জানে না
(গ) যে স্বভাবে কৃপণ
(ঘ) যার নিজস্ব হস্তী নেই
উত্তরঃ (খ) যে ইংরাজি জানে না
(খ) যে ইংরাজি জানে না
১৯। “… সব মাটি ।” – বলেছিলেন-
(ক) নগেন্দ্রবাবু
(খ) কুঞ্জবিহারীবাবু
(গ) জয়রাম বাবু
(ঘ) নরেশ চন্দ্র
(ক) নগেন্দ্রবাবু
২০। আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জড়িমানা হয়েছিল –
(ক) পাঁচ টাকা
(খ) সাত টাকা
(গ) নয় টাকা
(ঘ) দশ টাকা
(ক) পাঁচ টাকা
২১। জয়রাম মুখোপাধ্যায় বাসভাড়া দিয়েছিলেন মাসিক –
(ক) পাঁচ সিকায়
(খ) দশ সিকায়
(গ) তেরো সিকায়
(ঘ) পোনেরো সিকায়
(গ) তেরো সিকায়
২২। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস পাশার আসর বসত
(ক) রবিবার
(খ) শনিবার
(গ) মঙ্গলবার
(ঘ) শুক্রবার
(ক) রবিবার
২৩। এঁড়ে বাছুর প্রসব করেছিল যে গোরুটা তার নাম-
(ক) মানু
(খ) টেমি
(গ) মঙ্গলা
(ঘ) সুভদ্রা
(গ) মঙ্গলা
২৪। কল্যানীর বিবাহের দিন স্থির করা হয়েছিল –
(ক) ৬ জৈষ্ঠ্য
(খ) ৮ জৈষ্ঠ্য
(গ) ১০ জৈষ্ঠ্য
(ঘ) ১২ জৈষ্ঠ্য
(গ) ১০ জৈষ্ঠ্য
২৫। “…. একটা বড়ো মেলা হয়।”-যেখানে মেলাটি হয় –
(ক) ফকিরহাটে
(খ) বামুনহাটে
(গ) বামনঘাটায়
(ঘ) গোঘাটে
(খ) বামুনহাটে
২৬। “মায়া পরিত্যাগ করুন।” – যে মায়ার কথা বলা হয়েছে –
(ক) সংসারের
(খ) হাতির
(গ) অর্থের
(ঘ) পার্থিব বিষয়ের
(খ) হাতির
২৭। “…. চক্ষুস্থির হইয়া যায় ।” – যে কারণে এই অবস্থা হয় –
(ক) আদরিণীকে দেখে
(খ) সন্তানদের অপদার্থতা দেখে
(গ) পাত্রপক্ষের দাবী শুনে
(ঘ) পাত্রের দুরাবস্থা দেখে
(গ) পাত্রপক্ষের দাবী শুনে
২৮। কথায় বলে ব্রমহবাক্য –
(ক) বেদবাক্য
(খ) নীতিবাক্য
(গ) জ্ঞানবাক্য
(ঘ) উপদেশবাক্য
(ক) বেদবাক্য
২৯। বামুনহাটের মেলায় অবিক্রীত থাকার পরে আদরিনীকে যে মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল , তা হল-
(ক) রসুলগঞ্জের
(খ) বিবিরহাটের
(গ) মঙ্গলার হাটের
(ঘ) বসিরহাটের
(ক) রসুলগঞ্জের
৩০। আদরিণীর মৃত্যর পরে জয়রাম মুখোপাধ্যায় জীবিত ছিলেন-
(ক) মাত্র দুই মাস
(খ) মাত্র চার মাস
(গ) মাত্র ছয় মাস
(ঘ) মাত্র এক বছর
(ক) মাত্র দুই মাস
৩১। আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল বাড়ী থেকে –
(ক) দু ক্রোশ দূরে
(খ) পাঁচ ক্রোশ দূরে
(গ) সাত ক্রোশ দূরে
(ঘ) দশ ক্রোশ দূরে
(গ) সাত ক্রোশ দূরে
৩২। জয়রাম মুখোপাধ্যায়ের জেষ্ঠ্য পৌত্রীর জন্য নির্বাচিত পাত্রটি এল-এ পড়েছিল –
(ক) ঢাকা কলেজে
(খ) রিপন কলেজে
(গ) সিটি কলেজে
(ঘ) রাজ শাহি কলেজে
(ঘ) রাজ শাহি কলেজে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর সেমিস্টার-3| Adorini Golper MCQ Question Answer for 3rd Semester|WBCHSE Class 12 Bengali MCQ Question Answer
৩৩। বড়ো বৌ যখন আদরিণীর ‘ললাট রঞ্জিত’ করে দিচ্ছিল তখন ঘন ঘন যা হচ্ছিল –
(ক) পুস্পবৃষ্টি
(খ) উলুধ্বনি
(গ) জয়ধ্বনি
(ঘ) শঙ্খধ্বনি
(ঘ) শঙ্খধ্বনি
৩৪। “নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন -”
(ক) নরেশচন্দ্রর সহিত
(খ) পরেশচন্দ্রর সহিত
(গ) মহেশচন্দ্রর সহিত
(ঘ) ভবেশচন্দ্রর সহিত
(ক) নরেশচন্দ্রর সহিত
৩৫। উমাচরণ লাহিড়ী তার হাতির দাম চেয়েছিলেন –
(ক) দু হাজার টাকা
(খ) পাঁচশো টাকা
(গ) তিন হাজার টাকা
(ঘ) পাঁচ হাজার টাকা
(ক) দু হাজার টাকা
৩৬। “…. ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন।” –
(ক) মক্কেলরা
(খ) মুখুজ্যেমশাই
(গ) সমাবেত ভদ্রলোকগণ
(ঘ) কর্মচারী বৃন্দ
(গ) সমাবেত ভদ্রলোকগণ
৩৭। হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের-
(ক) স্ত্রী
(খ) জেষ্ঠ্য কন্যা
(গ) জেষ্ঠ্য পুত্রবধূ
(ঘ) কনিষ্ঠ পূত্রবধূ
(গ) জেষ্ঠ্য পুত্রবধূ
৩৮। সন্ধ্যার পরে গৃহে ফিরিয়া , __________ বসিয়া , সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন ।
(ক) বাগানে
(খ) বৈঠক খানায়
(গ) শয়ন কক্ষে
(ঘ) আরাম কেদারায়
(খ) বৈঠক খানায়
৩৯। “নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে ____________ ভরিয়া গিয়াছে ।”
(ক) কাছারি
(খ) বিচার ব্যবস্থা
(গ) জেলকোর্ট
(ঘ) আদালত
(গ) জেলকোর্ট
৪০। “ সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠক খানায় বসিয়া __________ দেখিতেছিলেন।”
(ক) পাশাখেলা
(খ) লাঠিখেলা
(গ) পুতুল নাচ
(ঘ) কাগজ পত্র
(ক) পাশাখেলা
৪১। “পরদিন বেলা সাতটার সময় __________ আসিল ।”
(ক) খবর
(খ)ভৃত্য
(গ) হস্তিনী
(ঘ) উত্তর
(গ) হস্তিনী
৪২। “_______________ ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল ।”
(ক) মাহুতের
(খ) জয়রামের
(গ) মালিকের
(ঘ) মহারাজের
(ক) মাহুতের
৪৩। “যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় ___________ করিলেন”-
(ক) পুজোপাঠ
(খ) গাত্রোত্থান
(গ) আচমন
(ঘ) শরীরচর্চা
(খ) গাত্রোত্থান
৪৪। “স্নানান্তে আহারে বসিলেন বটে কিন্তু পাতের ____________ অধিকাংশই অভুক্ত পড়িয়া
রইল ।”
(ক) অন্নব্যাঞ্জন
(খ) খাবার
(গ) দ্রব্যসামগ্রী
(ঘ) আহার্য
(ক) অন্নব্যাঞ্জন
৪৫। “সে নেশাভাং করিয়া তাশপাশা খেলিয়া __________ বাজাইয়া বেড়াইতেছে ।”
(ক) ফুলুট
(খ) ব্যাঞ্জো
(গ) তবলা
(ঘ) বেহালা
(ক) ফুলুট
৪৬। “মেলাটি চৈত্রসংক্রান্তির প্রায় ___________ দিন পূর্বে আরম্ভ হয় ।”
(ক) সাত
(খ) দশ
(গ) পনেরো
(ঘ) কুড়ি
(গ) পনেরো
৪৭। “______ পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন…. ।”
(ক) আকাশের
(খ) দূরের
(গ) মাটির
(ঘ) কল্যানীর
(গ) মাটির
৪৮। জর্জসাহেব __________ জিজ্ঞাসা করিলেন……”
(ক) মোক্তারকে
(খ) সহকারীকে
(গ) পেশকারককে
(ঘ) খাজাঞ্চিকে
(গ) পেশকারককে
৪৯। “তিন দিন যাবৎ _________ চলিল ।”
(ক) বিচার
(খ) মোকর্দমা
(গ) শুনানি
(ঘ) তর্কবিতর্ক
(খ) মোকর্দমা
৫০। “ ইহাদের যেন বিশ্বাস, যে ইংরাজি জানে না , সে ______ নহে ।”
(ক) শিক্ষিত
(খ) মনুষ্যপদবাচ্যই
(গ) মোক্তারই
(ঘ) উপযুক্তই
(খ) মনুষ্যপদবাচ্যই
৫১। “এই সময় _________ একটি খুনি মোকর্দমা উপস্থিত হইল ।”
(ক) আদালত
(খ) এজলাস
(গ) দায়রায়
(ঘ) কোর্টে
(গ) দায়রায়
৫২। “ ________ এর প্রতি মুখোপাধ্যায়ের আর সেই অনুরাগ নেই ।”
(ক) মোক্তারির
(খ) ওকালতির
(গ) উপার্জনের
(ঘ) ব্যবসায়ের
(ঘ) ব্যবসায়ের
৫৩। “প্রথম দুইটি মূর্খ, ____________ ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে ।”
(ক) বংশবৃদ্ধি
(খ) ঘুমানো
(গ) অকাজ
(ঘ) আড্ডা
(ক) বংশবৃদ্ধি
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর সেমিস্টার-3| Adorini Golper MCQ Question Answer for 3rd Semester|WBCHSE Class 12 Bengali MCQ Question Answer
৫৪। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন- “না । গোরুর গাড়িতে চড়ে আমি যাবো না । যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাবো , নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না ।” – উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায় –
(ক) আভিজাত্যের গৌরব
(খ) ইর্ষাপরায়ণতা
(গ) দাম্ভিকতা
(ঘ) উগ্রতা
(ক) আভিজাত্যের গৌরব
৫৫। স্তম্ভ মেলাওঃ
স্তম্ভ -১ | স্তম্ভ-২ |
বাসভাড়া | (i) সতেরোশো টাকা |
জরিমানা | (ii) তেরো সিকা |
জরিমানা মুকুব | (iii) দু-হাজার টাকা |
হাতির দাম | (iv) পাঁচ টাকা |
(ক) a -(i) , b – (iv) , c – (ii) , d- (iii)
(খ) a -(ii) , b – (iii) , c -(i) , d – (iv)
(গ) a -(ii) , b- (iv) , c- (i) , d- (iii)
(ঘ) a -(iv) , b – (iii) , c- (i) , d- (ii)
(গ) a -(ii) , b- (iv) , c- (i) , d- (iii)
৫৬। ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল –
(i) জান , আমি আজ বিশ বচ্ছর ধরে তাদের এস্টেটের বাধা মোক্তার
(ii) আপনি নিমন্ত্রণ পেয়েছেন কী ?
(iii) আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে…. ?
(iv) এই সোমবার দিন মেজোবাবুর মেয়ের বিয়ে ।
বিকল্পগুলিঃ
(ক) ii , i, iii, iv
(খ) iv, ii, i , iii
(গ) iii , ii , iv, i
(ঘ) i , iv, iii, ii
(খ) iv, ii, i , iii
৫৭। স্তম্ভ মেলাওঃ
স্তম্ভ ১ | স্তম্ভ-২ |
জ্যেষ্ঠা পৌত্রী | (i) হাতি বিক্রি |
কনিষ্ঠ পুত্র | (ii) পরীক্ষায় ফেল |
বন্ধুগণ | (iii) নেশা ভাং |
জ্যেষ্ঠ পুত্র | (iv) বিবাহ |
(ক) a – (ii) , b-(iv) , c-(i) , d-(iii)
(খ) a-(i) , b-(iv) , c -(ii) , c-(iii)
(গ) a-(iii) ,b -(ii) , c-(iv) , d-(i)
(ঘ) a-(iv) , b-(ii) , c-(i) , d-(iii)
(ঘ) a-(iv) , b-(ii) , c-(i) , d-(iii)
৫৮। ঘটনার ক্রম অনুযায়ী সঠিক ক্রমটি হল –
(i) পরদিন সকালে জয়রাম গন্তব্যস্থানে পৌঁছালেন
(ii) আদরিণীর শবদেহের কাছে জয়রাম লুটিয়ে পড়লেন
(iii) ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করতে বাড়ির লোকেরা ছুটলো
(iv) মধ্যমপুর জয়রামকে চিঠি লিখলো ।
বিকল্পগুলি হল-
(ক) iv , iii , i,ii
(খ) i,ii , iv, iii
(গ) iii , i , ii, iv
(ঘ) ii , iii, iv , i
(ক) iv , iii , i,ii
৫৯। পীড়িত আদরিণী রাস্তার পাশে একটা _______ শুয়ে পড়েছিল ।
(ক) মাঠে
(খ) আমবাগানে
(গ) বাঁশবনে
(ঘ) শালবনে
(খ) আমবাগানে
৬০। “ _____ যাও মেলা দেখে এসো ।”
(ক) আদর
(খ) আদরিণী
(গ) আদুরে
(ঘ) দর
(ক) আদর
৬১। জয়রাম মুখোপাধ্যায়ের পৌত্রীর বিবাহের দিন স্থির হয়েছিল ____________ জ্যৈষ্ঠ ।
(ক) দশ
(খ) বারো
(গ) চোদ্দো
(ঘ) সতেরো
(ক) দশ
৬২। কল্যানীর আশির্বাদের দিন স্থির হয়েছিল ________ মাসে ।
(ক) ফাল্গুন
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) আশ্বিন
উত্তরঃ
(খ) বৈশাখ
৬৩। সত্য-মিথ্যা নির্ধারণ করো-
(i) শনিবার সকালে মুখুজ্যেমশাই ঘটা করে আহ্নিক পূজা করতেন ।
(ii) মহারাজ নরেশচন্দ্রকে জয়রাম সম্বোদন করেছিলেন ‘জনপ্রতিপালকেষু’ বলে ।
(iii) জয়রাম ম্যুখুজ্যের আদিবাস ফরিদপুর জেলায়
(iv) পূর্ববঙ্গ থেকে আসার সময় জয়রামের সঙ্গে ছিল শুধু একটা ক্যাম্বিসের ব্যাগ আর একটা পিতলের ঘটি ।
(ক) i -সত্য , ii -সত্য , iii-মিথ্যা , iv-মিথ্যা
(খ) i -মিথ্যা , ii-সত্য , iii-মিথ্যা , iv -সত্য
(গ) i -মিথ্যা , ii-মিথ্যা , iii-সত্য , iv-সত্য
(ঘ) i -সত্য , ii-মিথ্যা , iii-মিথ্যা , iv – সত্য
(ক) i -সত্য , ii -সত্য , iii-মিথ্যা , iv-মিথ্যা
৬৪। সত্য-মিথ্যা নির্ধারণ করো-
(i) জেলকোর্ট ভরে গিয়েছিল পাস করা মোক্তারে ।
(ii) জয়রাম মুখোপাধ্যায়ের একটিমাত্র পুত্র ছিল
(iii) শিক্ষিত মোক্তাররা আসায় জয়রামেরও পেশার প্রতি অনুরাগ বেড়ে গিয়েছিল
(iv) নতুন যুগের মোক্তাররা মাথায় শামলা পড়ত
(ক) i -সত্য , ii -মিথ্যা , iii -সত্য , iv-মিথ্যা
(খ) i-মিথ্যা , ii-সত্য , iii-সত্য , iv – মিথ্যা
(গ) i-মিথ্যা , ii-সত্য , iii-মিথ্যা , iv-সত্য
(ঘ) i-সত্য , ii-মিথ্যা , iii-মিথ্যা , iv-সত্য
(ঘ) i-সত্য , ii-মিথ্যা , iii-মিথ্যা , iv-সত্য
৬৫। বিবৃতি-A: “কোম্পানীর কাজের সংখ্যা কমিতে লাগিল ।”
বিবৃতি-B: শোভাযাত্রা , দূরদুরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য হস্তিনী ভাড়া দেওয়ার বিজ্ঞাপন ।
(ক) B এর কারণ A
(খ) A হল B এর কারণ
(গ) A ও B দুটিই ভুল
(ঘ) A ও B দুটিই ঠিক কিন্তু তারা সম্পর্কহীন
(খ) A হল B এর কারণ
Important Links
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,Whatsapp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।