[ জননগত স্বাস্থ্য ] WB HS Class 12 Biology Chapter 3 MCQ Mock Test || জননগত স্বাস্থ্য অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন -উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর (WBCHSE Class 12) ছাত্রছাত্রীদের জন্য আমাদের তরফ থেকে নিয়ে আসা হল জননগত স্বাস্থ্য -এর MCQ প্রশ্ন উত্তর। নতুন পাঠ্যক্রম অনুসারে এই অধ্যায়টি বায়োলজির তৃতীয় সেমিস্টার (3rd Semester)-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি এই প্রসঙ্গটি বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক জীববিদ্যার লাস্ট মিনিট সাজেশন (Suggestion) এবং এখান থেকে কমন আসার চান্স 99% ।
আমাদের এই প্রশ্ন উত্তর গুলো তোমাদের ভালো লাগলে শেয়ার করতে ভুলোনা । একটি প্রশ্নের মান 1 ধরে সবাই দেখে নাও মক টেস্টে (Mock Test) কে কত পেলে এবং কমেন্টের মাধ্যমে জানাও ।
[ জননগত স্বাস্থ্য ] WB HS Class 12 Biology Chapter 3 MCQ Mock Test || জননগত স্বাস্থ্য অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন
1. জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে কোনো রাজ্য কী কী সমস্যার সম্মুখীন হয় ?
a) দৈনন্দিনের প্রয়োজনায় দ্রব্যসমূহ (যেমন-খাদ্য,বাসস্থান ও বস্ত্র)-এর অভাব দেখা যায়
b) অধিক কাজ করতে সক্ষম মানুষ থাকলে অধিক আয় হয়
c) বেশি সংখ্যক সন্তান থাকলে মানুষের জীবনযাত্রা অধিক সুগম হয়
d) উপরের সবগুলিই
a) দৈনন্দিনের প্রয়োজনায় দ্রব্যসমূহ (যেমন-খাদ্য,বাসস্থান ও বস্ত্র)-এর অভাব দেখা যায়
2. গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হল –
a) Neisseria gonorrhoeae
b) Treponema pallidum
c) Human papilloma virus
d) Candida albicans
a) Neisseria gonorrhoeae
3. সিফিলিস রোগ সৃষ্টিকারী,প্যাথোজেনটির নাম হল –
a) Treponema pallidum
b) Neisseria gonorrhoeae
c) Trichomonas vaginalis
d) Chlamydia trachomatis
a) Treponema pallidum
4. AIDS-এর পুরো কথাটি হল –
a) Acquired Immune Deficiency Syndrome
b) Acute Invasive Deficiency Syndrome
c) Acess Immuno Deficiency Syndrome
d) Acquired Immuno Deficiency System
a) Acquired Immune Deficiency Syndrome
5. AIDS ভাইরাসের জেনেটিক উপাদানটি হল –
a) একতন্ত্রী DNA
b) দ্বিতন্ত্রী DNA
c) একতন্ত্রী RNA
d) দিতন্ত্রী RNA
c) একতন্ত্রী RNA
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
6. গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হল –
a) থাইরক্সিন
b) অক্সিটোসিন
c) প্রোজেস্টেরন
d) টেস্টোস্টেরন
c) প্রোজেস্টেরন
7. প্রদত্তগুলির কোটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি? –
a) শুক্রাণুনাশক জেলি
b) IUCD
c) ডায়াফ্রাম
d) গর্ভনিরোধক বড়ি
c) ডায়াফ্রাম
8. প্রদত্ত কোটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? –
a) ভাসেকটোমি
b) কনডোম
c) IUD
d) ডায়াফ্রাম
c) IUD
9. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো –
স্তম্ভ-I | স্তম্ভ-II |
(i) AIDS | (a) Herpes Simplex Virus |
(ii) জেনিটাল হারপিস | (b) Trichomonas Vaginalis |
(iii) ক্ল্যামাইডিয়েসিস | (c) HIV Human Immunodeficiency Virus |
(iv) ট্রাইকোমোনিয়েসিস | (d) Chlamydia trachomatis. |
a) i – c, ii – a, iii – d, iv – b
b) i – b, ii – d, iii – a, iv – c
c) i – d, ii – c, iii – b, iv – a
d) i-a, ii – b, iii – c, iv – d
a) i – c, ii – a, iii – d, iv – b
10. পুরুষদেহে __P__ ও স্ত্রীদেহে ___Q___ নামক সারজিক্যাল পদ্ধতির সাহায্যে চিরস্থায়ী গর্ভনিরোধ করা সম্ভবপর হয়।-
a) P – ভাসেকটোমি, Q – টিউবেকটোমি
b) P – টিউবেকটোমি, Q – ভাসেকটোমি
c) P – IVF, Q – অ্যামনিওসেন্টেসিস
d) P-GIFT, Q- ZIFT
a) P – ভাসেকটোমি, Q – টিউবেকটোমি
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
11. যে পদ্ধতিতে গর্ভাবস্থার 24 সপ্তাহের মধ্যে ভ্রূণ পূর্ণ গঠিত হওয়ার আগেই অবাঞ্ছিত গর্ভসঞ্চার রোধ বা ত্রুটিযুক্ত ভ্রূণের অপসারণের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থার সমাপ্তি ঘটানো হয়, তাকে ___________ বলে ।
a) MTP
b) GIFT
c) ZIFT
d) IUD
a) MTP
12. গর্ভসঞ্চারের পর কত সপ্তাহের মধ্যে চিকিৎসাগত গর্ভপাত (MTP) করা সুরক্ষিত? –
a) 6 সপ্তাহ
b) ৪ সপ্তাহ
c) 12 সপ্তাহ
d) 18 সপ্তাহ
c) 12 সপ্তাহ
13. একজন মহিলার দুটি ফ্যালোপিয়ান নালিতেই প্রতিবন্ধকতা থাকলে, প্রদত্ত কোন্ কৃত্রিম জননগত প্রযুক্তির সহায়তায় মহিলা সন্তান ধারণে সক্ষম হয়? –
a) SUZI
b) IVF
c) ZIFT
d) GIFT
b) IVF
14. যে আধুনিক প্রযুক্তির সাহায্যে স্ত্রীদেহের বাইরে কৃত্রিম মাধ্যমে ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক ঘটানো হয় এবং নিষেকের ফলে উৎপন্ন জাইগোটকে মাতৃদেহের ফ্যালোপিয়ান নালিতে স্থানান্তরিত করে গর্ভসঞ্চার করা হয়, তাকে বলে _______________।
a) GIFT
b) ZIFT
c) AI
d) ICSI
b) ZIFT
15. ZIFT-এর পুরো নাম হল –
a) Zygote Intra Fallopian Transfer
b) Zygote Inter Follicular Transfer
c) Zygote Intra Follicular Transfer
d) Zygote Inter Follopian Transfer
a) Zygote Intra Fallopian Transfer
16. IVF প্রযুক্তিতে জাইগোট বা প্রাথমিক ভ্রূণকে স্থানান্তরিত করা হয় –
a) সারভাইক্যাল ক্যানালে
b) জরায়ুতে
c) ফ্যালোপিয়ান নালিতে
d) যোনিতে
c) ফ্যালোপিয়ান নালিতে
17. অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিটি ব্যবহৃত হয় –
a) কালচার মিডিয়ামে কোশের বৃদ্ধি ঘটাতে
b) মস্তিষ্কের রোগ নির্ণয়ের জন্য
c) মিউটেশনের শনাক্তকরণের জন্য
d) ভ্রূণের রোগ শনাক্তকরণের জন্য
d) ভ্রূণের রোগ শনাক্তকরণের জন্য
18. STD -এর পুরো কথাটি হল _________________।
a) Sexually Transfered Diseases
b) Sexually Transmitted Diseases
c) Surface Transferred Diseases
d) Skin Transmitted Diseases
b) Sexually Transmitted Diseases
19. প্রদত্ত কোন্ STD গুলি রক্ত সঞ্চারণের মাধ্যমে সংক্রামিত হয় ? –
a) HIV, হেপাটাইটিস-B
b) HIV, হেপাটাইটিস-B ও জেনিটাল ওয়ার্টস
c) HIV, হেপাটাইটিস-B ও জেনিটাল হারপিস
d) সবগুলিই
a) HIV, হেপাটাইটিস-B
20. AIDS রোগ নির্ণয়ের জন্য প্রদত্ত কোন্ পরীক্ষাটি করা হয়? –
a) ওয়েস্টার্ন ব্লট টেস্ট
b) সাদার্ন ব্লট টেস্ট
c) নর্দান ব্লট টেস্ট
d) কোনোটিই নয়
a) ওয়েস্টার্ন ব্লট টেস্ট
[ জননগত স্বাস্থ্য ] WB HS Class 12 Biology Chapter 3 MCQ Mock Test || জননগত স্বাস্থ্য অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
21. IUD (Intra Uterine Device) হল –
a) ধাতু বা প্লাস্টিক নির্মিত ডিভাইস যা গর্ভসঞ্চার রোধ করার জন্য স্ত্রীদেহের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়
b) রাসায়নিক পদার্থ যা শুক্রাণুকে ধ্বংস করে
c) গর্ভাবস্থার 10 থেকে 12 সপ্তাহের মধ্যে ভ্রূণের জিনগত ত্রুটি নির্ধারণের জন্য অত্যাধুনিক পদ্ধতি
d) স্ত্রীদেহে জরায়ুতে ভ্রূণের স্থানান্তরের পদ্ধতি
a) ধাতু বা প্লাস্টিক নির্মিত ডিভাইস যা গর্ভসঞ্চার রোধ করার জন্য স্ত্রীদেহের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়
22. কপার-T-এর কাজ হল –
a) ডিম্বাণু নিঃসরণে বাধা দান
b) ডিম্বাণুর পরিণতি প্রাপ্তিতে বাধা দান
c) নিষিক্ত ডিম্বাণুর রোপণে বাধা দান
d) শুক্রাণুর সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণুর নিষিক্তকরণের ক্ষমতা হ্রাস
d) শুক্রাণুর সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণুর নিষিক্তকরণের ক্ষমতা হ্রাস
23. হরমোন ক্ষরণকারী IUD হল –
a) Lippes loop
b) Multiload 375
c) কপার – T
d) LNG-20
d) LNG-20
24. কপার-T প্রতিস্থাপন করা হয় –
a) জরায়ুতে
b) ফ্যালোপিয়ান নালিতে
c) যোনিতে
d) শুক্রাশয়ে
a) জরায়ুতে
25. একটি মৌখিক গর্ভনিরোধকের নাম হল –
a) সহেলী
b) স্পার্মিসাইড
c) ডায়াফ্রাম
d) ইমপ্ল্যানন
a) সহেলী
26. গর্ভাবস্থার ___________ ট্রাইমেস্টার পর্যন্ত MTP-এর ব্যবহার অপেক্ষাকৃত সুরক্ষিত –
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) কোনোটিই নয়
a) প্রথম
27. মহিলাদের মুখে গ্রহণীয় গর্ভনিরোধক পদার্থ হিসেবে ওরাল গর্ভনিরোধক বড়ি বহুল পরিচিত । এই ধরনের বড়ি সাধারণত ইস্ট্রোজেন অথবা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সহযোগে প্রস্তুত করা হয় । এই ধরনের ট্যাবলেট সাধারণত রজঃচক্রের পঞ্চম দিন থেকে পঞ্চবিংশতি দিন পর্যন্ত সেবন করা হয়ে থাকে অর্থাৎ এই কনট্রাসেপটিভ পিলগুলি সেবনের কোর্স 21 দিনের হয় । গর্ভনিরোধক বড়ির গর্ভরোধ করার সঠিক পদ্ধতিটি প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্বাচন করো –
a) মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করে, যৌন হরমোন ক্ষরণে বাধা সৃষ্টি করে, ফলে ওভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণ বাধা পায়
b) জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের পরিবর্তন ঘটিয়ে ব্লাস্টোসিস্ট রোপণে বাধা সৃষ্টি করে থাকে
c) সারভাইক্যাল মিউকাসের পরিবর্তন ঘটিয়ে শুক্রাণু প্রবেশকে বাধা প্রদান করে
d) উপরের সবগুলিই সঠিক
d) উপরের সবগুলিই সঠিক
28. অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে প্রদত্ত কোন্ রোগটি শনাক্ত করা যায় ?
a) ম্যালেরিয়া
b) যক্ষ্মা
c) ডাউন সিনড্রোম
d) স্কার্ভি
c) ডাউন সিনড্রোম
29. Gamete Intra Fallopian Transfer (GIFT) প্রযুক্তিটি সেই সকল মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা –
a) ডিম্বাণু উৎপাদনে অক্ষম
b) জরায়ুতে ফিটাসকে ধরে রাখতে অক্ষম
c) নিষেকের জন্য উপযুক্ত পরিবেশ প্রদানে অক্ষম
d) সবকটিই
a) ডিম্বাণু উৎপাদনে অক্ষম
[ জননগত স্বাস্থ্য ] WB HS Class 12 Biology Chapter 3 MCQ Mock Test || জননগত স্বাস্থ্য অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
30. IVF-এর পুরো কথাটি হল –
a) In Vitro Fertilization
b) In Vivo Fertilization
c) Intra Ventral Function
d) Inter Ventricular Function
a) In Vitro Fertilization
31. মানুষের কোন্ সহযোগী জননগত প্রযুক্তিতে ( Assisted Reproductive Technology) 4-8 কোশবিশিষ্ট ভ্রূণকে জরায়ুতে প্রতিস্থাপন করা হয়? –
a) IVF
b) GIFT
c) ZIFT
d) ভাসেকটোমি
c) ZIFT
32. X একপ্রকার যৌন সংসর্গে সংক্রামিত রোগ । সাধারণত মহিলারাই এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন । সাধারণত পায়ুর চারপাশে এবং জননাঙ্গের উপর ক্ষতের সৃষ্টি হয়ে থাকে । সংক্রমণ মারাত্মক হলে যোনি এবং মূত্রনালির মধ্য দিয়ে রস নির্গত হয়ে থাকে । এছাড়াও মাথাব্যাথা, চুলকানি এবং তীব্র জ্বর আসে । উপরোক্ত উপসর্গগুলির ভিত্তিতে ‘X’-কে শনাক্ত করো –
a) সিফিলিস
b) গনোরিয়া
c) জেনিটাল হারপিস
d) ক্ল্যামাইডিয়েসিস
c) জেনিটাল হারপিস
33. প্রদত্ত কোন্ STD আক্রান্ত মাতৃদেহের প্লাসেন্টা থেকে ভ্রূণের দেহে সংক্রামিত হয়? –
a) সিফিলিস
b) AIDS
c) হেপাটাইটিস
d) সবকটি
d) সবকটি
34. মহিলাদের মৌখিক জন্মনিরোধক দেওয়া হয় কোটি নিয়ন্ত্রণের জন্য ? –
a) নিষেক
b) যোনিপথে শুক্রাণুর প্রবেশ
c) রোপণ
d) ডিম্বাণু উৎপাদন (ঊজেনেসিস)
c) রোপণ
35. ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া সর্বোচ্চ _________ মাস পর্যন্ত সক্রিয় থাকে ।
a) দুই
b) চার
c) ছয়
d) আট
c) ছয়
36. লিপ্পেস লুপ হল একপ্রকার –
a) নেফ্রনের সঙ্গে যুক্ত গঠন
b) পুংজননতন্ত্রের সঙ্গে সংযুক্ত গঠন
c) অস্থিবন্ধনীর সঙ্গে সংযুক্ত গঠন
d) নন-মেডিকেটেড IUD
d) নন-মেডিকেটেড IUD
37. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(a) ভাসেকটোমি | (i) মৌখিক পদ্ধতি |
(b) কয়টাস ইন্টারাপটাস | (ii) বাধাদায়ক পদ্ধতি |
(c) সারভাইক্যাল ক্যাপ | (iii) শল্যচিকিৎসাজাত পদ্ধতি |
(d) সহেলী | (iv) প্রাকৃতিক পদ্ধতি |
a) a-iii, b – i, c – iv, d – ii
b) a – iii, b-iv, c – ii, d – i
c) a – ii, b – iii, c – i, d – iv
d) a – iv, b – ii, c – i, d – iii
b) a – iii, b-iv, c – ii, d – i
38. GIFT -তে ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক যেখানে ঘটে –
a) জরায়ু
b) কালচার মিডিয়াম
c) সারভাইক্যাল নালিকা
d) ফ্যালোপিয়ান নালিকা
d) ফ্যালোপিয়ান নালিকা
39. যদি কোনো পুরুষের অলিগোস্পার্মিয়া বা অ্যাজুস্পার্মিয়া থাকে, সেক্ষেত্রে ডোনারের স্পার্ম ব্যবহার করে ওই ব্যক্তি সন্তান ধারণ করতে সক্ষম হলেন, এই পদ্ধতিটিকে বলে –
a) GIFT
b) ZIFT
c) ICSI
d) IVF
c) ICSI
[ জননগত স্বাস্থ্য ] WB HS Class 12 Biology Chapter 3 MCQ Mock Test || জননগত স্বাস্থ্য অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন
40. নীচের কোন্ রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তারলাভ করতে পারে ? –
a) COVID-19
b) টাইফয়েড
c) হেপাটাইটিস-B
d) কলেরা
c) হেপাটাইটিস-B
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
41. বন্ধ্যাত্বের কারণ হল –
a) এন্ডোমেট্রিয়েসিস
b) ক্রিপটরকিডিজম
c) অলিগোস্পার্মিয়া
d) সবগুলি
d) সবগুলি
42. প্রদত্ত কোনটি যৌন সংসর্গের ফলে সৃষ্ট রোগ নয়? –
a) গনোরিয়া
b) সিফিলিস
c) অ্যামিবায়েসিস
d) ক্ল্যামাইডিয়েসিস
c) অ্যামিবায়েসিস
43. CDRI, লক্ষ্ণৌ স্ত্রীদের জন্য প্রদত্ত কোন্ গর্ভনিরোধকটি তৈরি করে? —
a) Sakhi
b) Saheli
c) Saloni
d) Smiti
b) Saheli
44. কপার T সংক্রান্ত কোন্ বক্তব্যটি সঠিক নয়? –
a) জরায়ুগাত্রে সারাদিনে 100 mg কপার আয়নিত হয়
b) এটি শুক্রাণুর চলনে বাধা দেয়
c) এটি ভ্রূণের রোপণে বাধা দেয়
d) এটি জরায়ুর সংক্রমণ ঘটায়
c) এটি ভ্রূণের রোপণে বাধা দেয়
45. প্রদত্ত কোনটি গর্ভনিরোধনের একটি অস্থায়ী উপায়? –
a) হিস্টেরেকটোমি
b) ভাসেকটোমি
c) কপার-T
d) টিউবেকটোমি
c) কপার-T
46. গর্ভনিরোধক পদ্ধতি ও তাদের ক্রিয়ার সাপেক্ষে বামস্তম্ভ-এর সঙ্গে ডানস্তম্ভ মেলাও –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(a) ডায়াফ্রাম | (i) ওভিউলেশন ও রোপণ-এ বাধা দেয় |
(b) গর্ভনিরোধক বড়ি | (ii) জরায়ুতে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস বৃদ্ধি করে |
(c) ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস | (iii) প্রসবের পর রজঃচক্র ও ওভিউলেশন-এর অনুপস্থিতি |
(d) ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া | (iv) সারভিক্স-কে আবৃত করে রেখে শুক্রাণুর প্রবেশে বাধা দেয় |
a) a-ii, b-iv, c-i, d-iii,
b) a-iii, b-ii, c-i, d-iv,
c) a-iv, b-i, c-iii, d-ii
d) a-iv, b-i, c-ii, d- iii
d) a-iv, b-i, c-ii, d- iii
47. বিবৃতি (A) : সহযোগী জননগত প্রযুক্তি (ART) -এর সাহায্যে নিজেস্তান কোনো মাতা-পিতা নন বা লাভে সমর্থ হয় ।
কারণ (R) : নিয়মিত ও স্বাভাবিক যৌন জীবনথাপনের পরেও জনন গঠনগত তিল কেন বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো –
a) A ও R দুটোই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা হয়
b) A ও R দুটোই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা দেয় না
c) A সঠিক কিন্তু R ভুল
d) A ভুল কিন্তু R সঠিক
a) A ও R দুটোই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা হয়
48. _______________সালে ভারত সরকার MTP-এর ব্যবহারের অনুমতি প্রদান করে ।
a) 1970
b) 1971
c) 1972
d) 1973
b) 1971
49. প্রদত্ত কোন্ বিবৃতিটি টেস্টটিউব বেবি সংক্রান্ত সঠিক ? –
a) ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে টেস্টটিউবে মিশিয়ে জাইগোট সৃষ্টি করা হয়
b) যে টেস্টটিউবে শুক্রাণু ও ডিম্বাণুকে সেন্টিফিউজ করে জাইগোট সৃষ্টি করা হয়
c) নিয়ন্ত্রিত অবস্থায় জাইগোট গঠনের জন্য শুক্রাণু ও ডিম্বাণুকে প্রণোদিত করা হয়
d) নিয়ন্ত্রিত অবস্থায় টেস্টটিউবের মধ্যে এমব্রায়োজেনেসিস সম্পন্ন করা হয়
c) নিয়ন্ত্রিত অবস্থায় জাইগোট গঠনের জন্য শুক্রাণু ও ডিম্বাণুকে প্রণোদিত করা হয়
50. 1UI-এর পুরো নাম হল –
a) Intra Uterine Insemination
b) Inter Uterine Invertion
c) Intra Uterine Injection
d) Intra Uterine Insertion
a) Intra Uterine Insemination
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
51. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। –
ডানস্তম্ভ | বামস্তম্ভ |
(a) GIFT | (i) দাতা মহিলার দেহ থেকে ডিম্বাণু সংগ্রহ করে অপর মহিলার ক্যালোপিয়ান টিউবে স্থানান্তরি করা |
(b) ICSI | (ii) দাতা পুরুষের দেহ থেকে শুক্রাণু সংগ্রহ করে মহিলার যোনিতে স্থানান্তরিত করা |
(c) ZIFT | (iii) ইনজেকশনের মাধ্যমে শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুতে অনুপ্রবেশ ঘটানো |
(d) LUI | (iv) ফ্যালোপিয়ান টিউবে ভ্রূণের স্থানাত্তর ঘটানো |
a) a-i, b-iii, c-iv, d-iv
b) a-i, b-ii, c-iii, d- iv
c) a-iv, b-i, c-ii, d-iii
d) a-i, b-iii, c-iv, d-ii
d) a-i, b-iii, c-iv, d-ii
52. টেস্টটিউব বেবি তৈরির সময় –
a) দেহের বাইরে নিষেক ও দেহের অভ্যন্তরে ভ্রূণ স্থানান্তর করা
b) দেহের অভ্যন্তরে নিবেক ও দেহের বাইরে ভ্রূণ গঠন সংঘটিত হয়
c) নিবেক ও ভ্রূণ গঠন দেহের অভ্যন্তরে সংঘটিত হয়
d) নিষেক ও ভূণ গঠন উত্তরই দেহের বাইরে সংঘটিত হয়
a) দেহের বাইরে নিষেক ও দেহের অভ্যন্তরে ভ্রূণ স্থানান্তর করা
53. টেস্টটিউব বেবি উৎপাদনে সংগৃহীত শুক্রাণুগুলি কত তাপমাত্রায় ইনকিউবেটরে রাখা হয় ? –
a) 20°C
b) 25°C
c) 30°C
d) 37°C
d) 37°C
54. প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোন্ বক্তব্যটি সঠিক নয়? –
a) বন্ধ্যাত্ব দূরীকরণে সহায়ক প্রযুক্তি (ART) গুলির মধ্যে ZIFT-এর সাফল্য সবচেয়ে বেশি
b) ELISA টেস্ট-এর মাধ্যমে AIDS ও হেপাটাইটিস রোগ দুটিকে নির্ণয় করা সম্ভব
c) সহেলি হল স্টেরয়েডযুক্ত গর্ভনিরোধক বড়ি, যা জরায়ুতে ডিম্বাণু রোপণে বাধা দেয়
d) ভাসেকটোমি এবং টিউবেকটোমি হল দুটি গর্ভনিরোধক ব্যবস্থা, যেখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই
c) সহেলি হল স্টেরয়েডযুক্ত গর্ভনিরোধক বড়ি, যা জরায়ুতে ডিম্বাণু রোপণে বাধা দেয়
55.IVF সংক্রান্ত পদ্ধতিগুলিকে ক্রমানুসারে সাজাও – (i) ভ্রুণের স্থানান্তকরণ (ii) শুক্রাণু প্রস্তুতিকরণ (iii) ইন- ভিট্রো গর্ভাধান (iv) ডিম্বাশয়কে উদ্দীপিতকরণ
(a) (iv)- (ii) -(iii) -(i)
(b) (i) – (ii) -(iii) – (iv)
(c ) (ii) – (i) -(iv) -(iii)
(d) (iv) – (iii) -(ii) -(i)
(a) (iv)- (ii) -(iii) -(i)
Important Links
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।