WBBSE Class 10 Chapter 26 All Nije Kori Maths || গণিত প্রকাশ দশম শ্রেণী রাশিবিজ্ঞান অধ্যায়ের সমস্ত নিজে করি অঙ্ক একত্রে -এখানে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের রাশিবিজ্ঞান অধ্যায়ের (অধ্যায়-26) সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান খুব সহজ পদ্ধতিতে করে দেওয়া হল । প্রয়োগ-2 , প্রয়োগ-7 ,প্রয়োগ-8 ,প্রয়োগ-12 , প্রয়োগ-16 , প্রয়োগ-19, প্রয়োগ-21, প্রয়োগ-24 , প্রয়োগ-28 , প্রয়োগ -30 এবং প্রয়োগ-33 এর অঙ্কগুলো তোমাদের সমাধান করতে সমস্যা হলে এখান থেকে সাহায্য নিতে পারো । আর মাধ্যমিকের জন্য এই অঙ্কগুলিকে এখনই প্র্যাকটিস করে নাও ।
WBBSE Class 10 Chapter 26 All Nije Kori Maths || গণিত প্রকাশ দশম শ্রেণী রাশিবিজ্ঞান অধ্যায়ের সমস্ত নিজে করি অঙ্ক একত্রে
Table of Contents
প্রয়োগ-2
বিশালের শ্রেণীর 30 জন ছাত্রের ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বর হল , 61 ,78, 80, 77, 80, 69, 73, 61, 82, 78, 79, 72, 78, 62, 80, 71, 82, 73, 66, 73, 62, 80, 74, 78, 62,80, 66 ,70 , 79 , 75 । ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো ।
সমাধানঃ
প্রাপ্ত নম্বর (xi) | শিক্ষার্থীর সংখ্যা (fi) | xifi |
61 | 2 | 61×2= 122 |
62 | 3 | 62×3 = 186 |
66 | 2 | 66×2=132 |
69 | 1 | 69×1=69 |
70 | 1 | 70×1=70 |
71 | 1 | 71×1=71 |
72 | 1 | 72×1=72 |
73 | 3 | 73×3=219 |
74 | 1 | 74×1=74 |
75 | 1 | 75×1=75 |
77 | 1 | 77×1=77 |
78 | 4 | 78×4=312 |
79 | 2 | 79×2=158 |
80 | 5 | 80×5=400 |
82 | 2 | 82×2=164 |
মোট | = 30 | = 2201 |
∴ নম্বরের গড় = $\frac{2201}{30}$ = 73.36 (উত্তর)
প্রয়োগ-7
যেকোনো পদ্ধতির সাহায্যে নীচের তথ্যের যৌগিক গড় নির্ণয় করি ।
শ্রেণী | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 |
পরিসংখ্যা | 7 | 5 | 6 | 12 | 8 | 2 |
সমাধানঃ
শ্রেণী (xi) | পরিসংখ্যা (fi) | শ্রেণী মধ্যক (xi) | xifi |
0-10 | 7 | 5 | 35 |
10-20 | 5 | 15 | 75 |
20-30 | 6 | 25 | 150 |
30-40 | 12 | 35 | 420 |
40-50 | 8 | 45 | 360 |
50-60 | 2 | 55 | 110 |
মোট | 40 | 1150 |
∴ যৌগিক গড় = $\frac{1150}{40}$ = 28.75 (উত্তর)
প্রয়োগ-8
যদি নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 25 হয় , তবে k –এর মান নির্ণয় করি।
শ্রেণি | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
পরিসংখ্যা | 5 | k | 15 | 16 | 6 |
সমাধানঃ
শ্রেণী (xi) | পরিসংখ্যা (fi) | শ্রেণী মধ্যক (xi) | xifi |
0-10 | 5 | 5 | 25 |
10-20 | k | 15 | 15k |
20-30 | 15 | 25 | 375 |
30-40 | 16 | 35 | 560 |
40-50 | 6 | 45 | 270 |
মোট | 42+k | 1230+15K |
∴ যৌগিক গড় = $\frac{1230 + 15k}{42 + k}$
∴ $\frac{1230 + 15k}{42 + k} = 25$
$\Rightarrow 1230 + 15k = 1050 + 25k$
$\Rightarrow 1230 – 1050 = 25k – 15k$
$\Rightarrow 180 = 10k$
$\Rightarrow k = \frac{180}{10}$
$\Rightarrow k = 18$
উত্তরঃ k = 18
প্রয়োগ-12
নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় নির্ণয় করি ।
শ্রেণি সীমা | 25-29 | 30-34 | 35-39 | 40-44 | 45-49 | 50-54 |
পরিসংখ্যা | 10 | 12 | 15 | 5 | 3 | 5 |
সমাধানঃ প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণিগুলি শ্রেণি –অন্তর্ভুক্ত । তাই প্রথমে পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণি অন্তর্ভুক্ত শ্রেণিগুলি শ্রেণি বহির্ভুত আকারে লিখে যৌগিক গড় নির্ণয় করি ।
শ্রেণি -সীমা | শ্রেণি –সীমানা | পরিসংখ্যা (fi) | শ্রেণি –মধ্যক (xi) | $u_i = \frac{x_i – a}{h}$ $u_i = \frac{x_i – 44.5}{10}$ | fiui |
25-29 | 24.5-29.5 | 10 | 27 | -2 | -20 |
30-34 | 29.5-34.5 | 12 | 32 | -1 | -12 |
35-39 | 34.5-39.5 | 15 | 37 | 0 | 0 |
40-44 | 39.5-44.5 | 5 | 42 | 1 | 5 |
45-49 | 44.5-49.5 | 3 | 47 | 2 | 6 |
50-54 | 49.5-54.5 | 5 | 52 | 3 | 15 |
মোট | 50 | -6 |
কল্পিত গড় 37 ধরি । এখানে শ্রেণি দৈর্ঘ্য (h) = 5
∴ নির্ণেয় যৌগিক গড়
= 37+$h \times \frac{\sum_{}f_iu_i}{\sum_{}f_i}$
= $ 37 + \left(5 \times \frac{ – 6}{50}\right)$
= 37 – 0.6
= 36.4 (উত্তর)
প্রয়োগ-16
দুটি কবাডি দলের বিভিন্ন ম্যাচে প্রাপ্ত পয়েন্ট নীচে দেওয়া হল । এদের মধ্যমা নির্ণয় করো ।
(i) 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11, 12 ,13 , 14 , 15
(ii) 6 , 7 , 8 , 8 , 9 , 10, 15 , 15 , 16 , 17 , 19 , 25
সমাধানঃ (i) এখানে n = 11 (অযুগ্ম)
∴ পয়েন্টের মধ্যমা = $\left(\frac{n + 1}{2}\right)$ তম মান = $\left(\frac{11 + 1}{2}\right)$ তম মান = 6 তম মান = 10
(ii) এখানে n = 12 (যুগ্ম)
∴ নির্ণেয় মধ্যমা =$\frac{1}{2}\left\{\left(\frac{12}{2}\right)th + \left(\frac{12}{2} + 1\right)th\right\}$
=$ \frac{1}{2}\left(6 th + 7 th\right)$
= $\frac{1}{2}\left(10 + 15\right)$
= $\frac{25}{2}$
= 12.5
প্রয়োগ-19
আমি নীচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করিঃ
চল (xi) | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
পরিসংখ্যা (fi) | 8 | 12 | 16 | 19 | 21 | 24 |
চল (xi) | পরিসংখ্যা (fi) | ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) |
1 | 8 | 8 |
2 | 12 | 20 |
3 | 16 | 36 |
4 | 19 | 55 |
5 | 21 | 76 |
6 | 24 | 100 |
এখানে , n =100 (যুগ্ম সংখ্যা)
∴ মধ্যমা
= $\frac{1}{2}\left\{\left(\frac{100}{2}\right)th + \left(\frac{100}{2} + 1\right)th\right\}$
= $\frac{1}{2}\left(50th + 51th\right)$
= $\frac{1}{2}\left(4 + 4\right) $
= 4
প্রয়োগ-21
নীচের পরিসংখ্যা বিভাজন ছক দেখি এবং মধ্যমা নির্ণয় করিঃ
শ্রেণি অন্তর | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 |
পরিসংখ্যা | 8 | 10 | 24 | 16 | 15 | 7 |
সমাধানঃ
শ্রেণি (xi) | পরিসংখ্যা (fi) | ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) |
0-10 | 8 | 8 |
10-20 | 10 | 18 |
20-30 | 24 | 42 |
30-40 | 16 | 58 |
40-50 | 15 | 73 |
50-60 | 7 | 80 = n |
N=70 , ∴ $\frac{80}{2}$ = 40
40 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা (20-30) শ্রেণির মধ্যে আছে । সুতরাং , মধ্যমা শ্রেণিটি হল (20-30)
∴ নির্ণেয় মধ্যমা
= $l + \left[\frac{\frac{n}{2} – cf}{f}\right] \times h$
[এখানে , l=20 , n=80 , cf=18, f=24 এবং h = 10 ]
= $20 + \left[\frac{\frac{80}{2} – 18}{24}\right] \times 10$
= $20 + \frac{22}{24} \times 10$
= $20 + \frac{110}{12}$
= 20 + 9.17
= 29.17 (প্রায়)
প্রয়োগ-24
যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয় , এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয় , তাহলে x ও y এর মান নির্ণয় করি ।
শ্রেণি অন্তর | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 |
পরিসংখ্যা | 5 | x | 20 | 15 | y | 5 |
সমাধানঃ
প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) বিভাজন তালিকা তৈরি করি –
শ্রেণি অন্তর | পরিসংখ্যা (fi) | ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) |
0-10 | 5 | 5 |
10-20 | x | 5+x |
20-30 | 20 | 25+x |
30-40 | 15 | 40+x |
40-50 | y | 40+x+y |
50-60 | 5 | 45+x+y = n |
যেহেতু , n = 60,
সুতরাং 45 +x+y = 60
∴ x+y= 60-45
বা, x+y= 15
আবার মধ্যমা 28.5
এখানে মধ্যমা শ্রেণিটি হল – 20-30
∴ 28.5 = $l + \left[\frac{\frac{n}{2} – cf}{f}\right] \times h$
[ এখানে , l=20 , n= 60 , cf= 5+x , f=20, h= 10]
বা, 28.5 = $l + \left[\frac{\frac{n}{2} – cf}{f}\right] \times h$
বা, 28.5 = $20 + \left[\frac{\frac{60}{2} – (5 + x)}{20}\right] \times 10$
বা, 28.5 = $20 + \left(\frac{30 – 5 – x}{20}\right) \times 10$
বা, 28.5 =$ 20 + \frac{25 – x}{2}$
বা, 28.5 = $\frac{40 + 25 – x}{2}$
বা, 28.5 = $\frac{65 – x}{2}$
বা, 65-x=57
বা, x= 65-57
বা, x = 8
আবার , x+y = 15
বা, y = 15-x
বা, y = 15-8
বা, y = 7
∴ x = 8 , y = 7 (উত্তর)
প্রয়োগ-28
নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার বৃহত্তর সূচক ও ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করি ও মধ্যমা নির্ণয় করি ।
শ্রেণি | 50-55 | 55-60 | 60-65 | 65-70 | 70-75 | 75-80 | 80-85 |
পরিসংখ্যা | 2 | 8 | 12 | 24 | 34 | 16 | 4 |
সমাধানঃ
শ্রেণি | পরিসংখ্যা |
50-55 | 2 |
55-60 | 8 |
60-65 | 12 |
65-70 | 24 |
70-75 | 34 |
75-80 | 16 |
80-85 | 4 |
শ্রেণি | বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা |
50 এর থেকে বেশি | 100 |
55 এর থেকে বেশি | 98 |
60 এর থেকে বেশি | 90 |
65 এর থেকে বেশি | 78 |
70 এর থেকে বেশি | 54 |
75 এর থেকে বেশি | 20 |
80 এর থেকে বেশি | 4 |
85 এর থেকে বেশি | 0 |
শ্রেণি | ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা |
50 এর কম | 0 |
55 এর কম | 2 |
60 এর কম | 10 |
65 এর কম | 22 |
70 এর কম | 46 |
75 এর কম | 96 |
80 এর কম | 100 |

x অক্ষ বরাবর 2 সেমি. = 50 একক এবং y অক্ষ বরাবর 2 সেমি. = 10 একক ধরে বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করালাম ।
বৃহত্তর সূচক ওজাইভ অঙ্কনের জন্য (50 ,100) , (55,98) , (60 ,90) ,(65, 78) , (70 , 54) , (75 , 20 ) , (80, 4 ) , (85,0) বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করা হল ।
ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কনের জন্য (50 , 0) , (55,2) , (60 , 10) , (65 , 22) , (70 , 46) , (75 , 96) এবং (80 , 100) বিন্দুগুলি স্থাপন করা হল ।
ক্ষুদ্রতর সূচক ওজাইভ এবং বৃহত্তর সূচক ওজাইভ পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে এবং এই P বিন্দু থেকে x অক্ষের ওপর লম্ব টানলে তা x অক্ষকে M বিন্দুতে ছেদ করে । M বিন্দুর স্থানাঙ্ক (71,0)
∴ নির্ণেয় মধ্যমা = 71
প্রয়োগ-30
(ii) 11 , 27 , 18 , 26 , 13 , 12 , 9 ,15 , 4 , 9
সমাধানঃ প্রদত্ত সংখ্যাগুলিকে উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
4 , 9 , 9 , 11 , 12 , 13 , 15 , 18 , 26 , 27
দেখছি 9 সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে ।
∴ তথ্যটির সংখ্যাগুরু মান 9 ।
প্রয়োগ-30 (iii): 102 , 104 , 117 , 102 , 118 , 104 , 120 , 104 , 122 , 102
সমাধানঃ প্রদত্ত সংখ্যাগুলিকে উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
102 , 102 , 102, 104 , 104 ,104, 117 , 118 , 120 , 122
দেখছি 102 এবং 104 সংখ্যাগুলি প্রত্যেকে 3 বার করে আছে । সুতরাং প্রদত্ত সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 102 এবং 104 ।
প্রয়োগ-30 (iv): 5 , 9 , 18 , 27 , 15 , 5 , 8 , 10 , 16, 5, 7 , 5
সমাধানঃ প্রদত্ত সংখ্যাগুলিকে উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
5 , 5 , 5 , 5 , 7 , 8 , 9 , 10 , 15 , 16 , 18 , 27
দেখছি এখনে 5 সবচেয়ে বেশিবার আছে ।
সুতরাং প্রদত্ত সংখ্যাগুলির সংখ্যাগুরু মান হল 5 ।
প্রয়োগ-33
নীচের শ্রেণি –বিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুমান নির্ণয় করিঃ
শ্রেণি | 3-6 | 6-9 | 9-12 | 12-15 | 15-18 | 18-21 | 21-24 |
পরিসংখ্যা | 2 | 6 | 12 | 24 | 21 | 12 | 3 |
সমাধানঃ প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 24।
∴ সংখ্যাগুরু সংবলিত শ্রেণি (12-15)
∴ তথ্যটির সংখ্যাগুরু মান
= $l + \left(\frac{f_1 – f_0}{2f_1 – f_0 – f_2}\right) \times h$
[এখানে, l= সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর নিম্ন সীমানা = 12
h= সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর শ্রেণি দৈর্ঘ্য = 3
f1= সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর পরিসংখ্যা = 24
f0= সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা = 12
f2 = সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা = 21
= $12 + \left(\frac{24 – 12}{2 \times 24 – 12 – 21}\right) \times 3$
= $12 + \left(\frac{12}{48 – 33}\right) \times 3$
= $12 + \frac{12}{15} \times 3$
= $12 + \frac{12}{5}$
= $\frac{60 + 12}{5}$
= $\frac{72}{5}$
= 14.4 (উত্তর)
Important Links
Madhyamik Previous Year Solution
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।