[PDF]Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর – Anushilan.Com -এর পক্ষ থেকে মাধ্যমিক (ক্লাস-10 ) এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল Madhyamik 2024 Geography Question Paper Solved। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যারা বসতে চলেছ তাদের জন্য এই উত্তরপত্রটি অনেক কার্যকর হবে । পরীক্ষার্থীরা এখান থেকে ইতিহাস পরীক্ষায় নম্বর বিভাজন , প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা পাবে । তাই আর দেরী না করে প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও । এখানে ‘ক’ ,’খ’ এবং ‘গ’ বিভাগের উত্তরগুলো দেওয়া আছে । প্রশ্নপত্রটি তোমরা PDF হিসাবে Download করতে চাইলে আর্টিকেলের শেষে প্রদত্ত বাটনে ক্লিক করে ডাউনলোড করে নাও ।
Madhyamik 2024 Geography Question Paper Solved
Geography (ভূগোল)
Full Marks – 90 | Time – 3 Hours 15 Minutesh
বিভাগ ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ১৪ = ১৪
১.১ একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো–
(ক) ভূমিকম্প
(খ) অগ্নুৎপাত
(গ) পাত সঞ্চালন
(ঘ) আবহবিকার
উত্তর: (ঘ) আবহবিকার
১.২ পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে –
(ক) বার্গসুন্ড
(খ) ক্রেভাস
(গ) অ্যারেট
(ঘ) সার্ক
উত্তর: (ক) বার্গসুন্ড
১.৩ বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো –
(ক) স্ট্র্যাটোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার
(ঘ) আয়নোস্ফিয়ার
উত্তর: (গ) ট্রপোস্ফিয়ার
১.৪ বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন –
(ক) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
(খ) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
(গ) উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উয়তা অপরিবর্তিত থাকে
(ঘ) অক্ষাংশের মান বৃদ্ধিতে উয়তা বৃদ্ধি পায়
উত্তর: (ক) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
১.৫ ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো – –
(ক) ৬ ঘন্টা
(খ) ৬ ঘন্টা ১৩ মিনিট
(গ) ৬ ঘন্টা ৩০ মিনিট
(ঘ) ৬ ঘন্টা ৪৫ মিনিট
উত্তর: (খ) ৬ ঘন্টা ১৩ মিনিট
১.৬. সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে –
(ক) হিমানী সম্প্রপাত
(খ) হিমশৈল
(গ) হিমপ্রাচীর
(ঘ) হিমগুল্ম
উত্তর: (গ) হিমপ্রাচীর
১.৭ বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো –
(ক) ধানের খোসা
(খ) ফ্লাই অ্যাশ
(গ) পলিথিন
(ঘ) ক্যাডমিয়াম
উত্তর: (ক) ধানের খোসা
১.৮ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো–
(ক) ডাল হ্রদ
(খ) নৈনিতাল
(গ) উলার হ্রদ
(ঘ) প্যাংগং হ্রদ
উত্তর: (ঘ) প্যাংগং হ্রদ
১.৯ ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো—
(ক) শিলং মালভূমি
(খ) হিমালয়ের পাদদেশ অঞ্চল
(গ) পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
(ঘ) ছোটোনাগপুর মালভূমি
উত্তর: (ক) শিলং মালভূমি
১.১০ ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো–
(ক) লোহিত মৃত্তিকা
(খ) পলি মৃত্তিকা
(গ) কৃষ্ণ মৃত্তিকা
(ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা
উত্তর: (গ) কৃষ্ণ মৃত্তিকা
১.১১ ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত –
(ক) লক্ষ্ণৌ
(খ) নাগপুর
(গ) কটক
(ঘ) মুম্বই
উত্তর: (খ) নাগপুর
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
১.১২ বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো –
(ক) কাগজ শিল্প
(খ) লৌহ-ইস্পাত শিল্প
(গ) দোহন শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প
উত্তর: (ক) কাগজ শিল্প
১.১৩ ‘ভারতের ডেট্রয়েট’ বলে পরিচিত –
(ক) জামশেদপুর
(খ) আহমেদাবাদ
(গ) পুনে
(ঘ) চেন্নাই
উত্তর: (ঘ) চেন্নাই
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
১.১৪ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং–এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো –
(ক) সবুজ
(খ) লাল
(গ) গাঢ় নীল
(ঘ) হলুদ
উত্তর: (ক) সবুজ
বিভাগ ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো : (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১ × ৬ = ৬
২.১.১ নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়।
উত্তর: শু
২.১.২ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।
উত্তর: অ
২.১.৩ সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় ।
উত্তর: শু
২.১.৪ হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা ।
উত্তর: অ
২.১.৫ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত।
উত্তর: অ
২.১.৬ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ ।
উত্তর: শু
২.১.৭ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো।
উত্তর: অ
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
২. ২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১ × ৬ = ৬
২.২.১ প্রপাতকূপ (প্রাগুপুল) সৃষ্টি হয় _______এর পাদদেশে।
উত্তর: জলপ্রপাত
২.২.২ বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় _______ শক্তির প্রভাবে।
উত্তর: কোরিওলিস
২.২.৩ নিরক্ষীয় অঞ্চলে_______ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।
উত্তর: পরিচলন
২.২.৪ শীতল_______ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ৷
উত্তর: ল্যাব্রাডর
২.২.৫ ব্যবহৃত ইম্প্লেকশন সিরিঞ্জ একটি _______বর্জ্য ।
উত্তর: সংক্রামক
২.২.৬ ন্যাপথা _______শিল্পের প্রধান কাঁচামাল ।
উত্তর: পেট্রোকেমিক্যাল
২.২.৭ ২০১১ খ্রিষ্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল_______I
উত্তর: সিকিম
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১ × ৬ = ৬
২.৩.১ চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধা দেখা যায় ?
উত্তর: দ্রবণ
২.৩.২ বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় ?
উত্তর: থার্মোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার
২.৩.৩ কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয় ?
উত্তর: ভারত মহাসাগর
২.৩.৪ কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম
উত্তর: মালনাদ
২.৩.৫ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে ?
উত্তর: আমফান
২.৩.৬ শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিে একটি বৈশিষ্ট্য ?
উত্তর: লবণাম্বু / ম্যানগ্রোভ
২.৩.৭ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী ? জানা
উত্তর: নলপথ / পাইপ লাইন
২.৩.৮ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো ।
উত্তর: সমোন্নতি রেখা
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
২.৪. বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১ × ৪ = ৪
| বামদিক | ডানদিক |
| ২.৪.১ কাশ্মীর উপত্যকা | ১। আল্পীয় উদ্ভিদ |
| ২.৪.২ লুনি নদী | ২। সংকর ইস্পাত কেন্দ্র |
| ২.৪.৩ রডোডেনড্রন | ৩। জাফরান |
| ২.৪.৪ সালেম | ৪। রাজস্থান |
উত্তরঃ
| বামদিক | ডানদিক |
| ২.৪.১ কাশ্মীর উপত্যকা | ৩। জাফরান |
| ২.৪.২ লুনি নদী | ৪। রাজস্থান |
| ২.৪.৩ রডোডেনড্রন | ১। আল্পীয় উদ্ভিদ |
| ২.৪.৪ সালেম | ২। সংকর ইস্পাত কেন্দ্র |
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ২ x ৬ = ১২
৩.১ নগ্নীভবনের সংজ্ঞা দাও ।
উত্তর: আবহবিকারের মাধ্যমে সৃষ্ট চূর্ণবিচূর্ণ শিলাসমূহ অভিকর্ষের টানে পুঞ্জিত স্খলনরূপে (Mass wasting) নীচে নামে এবং শেষে ক্ষয়ীভবনের মাধ্যমে সেখান থেকে দূরে অপসারিত হয়। সুতরাং আবহবিকার, পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবন—এই তিনটি প্রাকৃতিক প্রক্রিয়ার সম্মিলিত কার্যে ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত বা নগ্ন হয়ে যায়। অর্থাৎ আবহবিকার, পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে নগ্নীভবন বলে।
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
অথবা, কার্যকারী সৌর বিকিরণ’ বলতে কী বোঝো ?
উত্তর: পৃথিবীতে আগত সৌর বিকিরণের প্রায় 34 শতাংশ (ভিন্ন মতে 35 শতাংশ) ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। বাকি 66 শতাংশের (ভিন্ন মতে 65 শতাংশ) মধ্যে 15 শতাংশ বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, যেমন জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি প্রত্যক্ষভাবে শোষণ করে নেয় এবং 51 শতাংশ ভূপৃষ্ঠে এসে পৌঁছোয় ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। সুতরাং, পৃথিবীতে আগত সৌর বিকিরণের শতকরা মাত্র (15+51) 66 ভাগের মাধ্যমে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয় । তাই এই 66 শতাংশই হল কার্যকরী সৌর বিকিরণ।
৩.২ ‘আপেক্ষিক আর্দ্রতার’ সংজ্ঞা দাও ।
উত্তর: কোনো নির্দিষ্ট উন্নতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই একই উষ্ণতায় ওই একই আয়তনের বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা— এই দুয়ের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক বা সাপেক্ষ আর্দ্রতা। দ
অথবা, ‘অ্যাপোজি জোয়ার’ বলতে কী বোঝো ?
উত্তর: চাঁদ এক উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এইভাবে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক (4 লক্ষ 7 হাজার কিমি) হয়, তাকে চাঁদের অ্যাপোজি বা অপসূর অবস্থান (অপভূ) বলে (এই সময় চাঁদকে একটু ছোটো ও কম উজ্জ্বল দেখায়)। এই সময় যে জোয়ার হয়, তাকে অ্যাপোজি বা অপভূ জোয়ার বলে।
৩.৩ কঠিন বর্জ্য” পদার্থের সংজ্ঞা দাও ।
উত্তর: দৈনন্দিন কাজকর্মের ফলে উৎপন্ন আপাতভাবে অপ্রয়োজনীয় ও ব্যবহারের অযোগ্য কঠিন পদার্থসমূহকে বলা হয় কঠিন বর্জ্য।
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
অথবা, বর্জ্যের পৃথকীকরণ কী ?
উত্তর: বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হল বর্জ্য পৃথিকীকরণ । বর্জ্য পদার্থকে দুই ভাগে ভাগ করা হয় – (i) জৈব ভঙ্গুর বর্জ্য (ii) জৈব অভঙ্গুর পদার্থ । এই বর্জ্য পদার্থকে দুই ভাগে ভাগ করার পদ্ধতিকে বলা হয় বর্জ্যের পৃথকীকরণ । এই বর্জ্য পৃথকীকরণ করা হলে পরবর্তী পর্যায়ে সেগুলির শোধন , পুনর্ব্যবহার বা পুনরাবর্তন করা অনেক সহজ হয়ে যায় ।
৩.৪ ‘কয়াল’ বলতে কী বোঝো ?
উত্তর: ভূ-আন্দোলনজনিত কারণে মালাবার উপকূলে বারবার উত্থান ও নিমজ্জন ঘটেছে। এই উত্থান ও নিমজ্জনের ফলে সমুদ্রের
নোনাজল প্রবেশ করে উপকূলে অনেক উপহ্রদ বা ব্যাকওয়াটারস সৃষ্টি হয়েছে, যা স্থানীয় ভাষায় কয়াল নামে পরিচিত। কয়ালগুলি যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অথবা, কোন দুইটি নদী মিলিত হয়ে গঙ্গানদীর সৃষ্টি করেছে?
উত্তর: ভাগীরথী এবং অলকানন্দা—এই দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে।
৩.৫ বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও ।
উত্তর: যে পরিকল্পনার মাধ্যমে পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে নদীর ওপর আড়াআড়ি বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহণ, মাছ চাষ, পানীয় জল সরবরাহ, ভূমিক্ষয় নিবারণ প্রভৃতি বহুবিধ উদ্দেশ্য সিদ্ধ হয় এবং নদী উপত্যকা অঞ্চলের সার্বিক কল্যাণ সাধিত হয়, তাকে বহুমখী নদী উপত্যকা পরিকল্পনা বলে।
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
অথবা, ‘শিকড় আলগা শিল্প’ বলতে কি বোঝো ?
উত্তর: শিল্পে দুই ধরনের কাঁচামাল ব্যবহৃত হয়—বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল। এর মধ্যে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পগুলির অবস্থানের ক্ষেত্রে কাঁচামাল সংগ্রহের জন্য পরিবহণ
ব্যয়ের গুরুত্ব কম হওয়ায় শিল্পগুলি কাঁচামাল উৎসের কাছে বা বাজারের কাছে বা অন্য যে-কোনো স্থানে গড়ে উঠতে পারে। তাই বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পকে অস্থানু শিল্প বা শিকড় আলগা শিল্প বা Foot Loose শিল্প বলে।
৩.৬ দূর সংবেদনের সংজ্ঞা দাও ।
উত্তর: দূর সংবেদন হল ভূপৃষ্ঠের কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া।
অথবা, ‘জিও স্টেশনারি উপগ্রহ’ বলতে কী বোঝো ?
উত্তর: যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আবর্তন গতির সমান সময়ে (24 ঘণ্টা) পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাদের জিওস্টেশনারি উপগ্রহ বলে।
বিভাগ ‘ঘ’
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩ × ৪ = ১২
৪.১ হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন ?
অথবা
ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো ।
৪.২ জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যোর পার্থক্য লেখো।
অথবা
পরিবেশের উপর বর্জ্যোর তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো ।
৪.৩ মৃত্তিকা সংরক্ষণের যে কোন তিনটি পদ্ধতি উল্লেখ করো ।
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
অথবা
ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো ।
৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো ।
অথবা
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো ।
বিভাগ ‘ঙ’
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্র আবশ্যিক নয়)
৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৫.১.১ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো ।
৫.১.২ পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো ।
৫.১.৩ ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো ।
৫.১.৪ পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রস্রোতের প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো।
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫ x ২ = ১০
৫.২.১ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো ।
৫.২.৩ ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪ ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো ।
বিভাগ ‘চ’
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১ x ১০ = ১০
৬.১ মেঘালয় মালভূমি
৬.২ মালাবার উপকূল
৬.৩ নর্মদা নদী
৬.৪ শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
৬.৫ একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল
৬.৬ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র
৬.৭ পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল
৬.৮ উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ী নির্মাণ শিল্প
৬.৯ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দ
৬.১০ বেঙ্গালুরু
Madhyamik 2024 Geography Question Paper Solved || মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন এবং উত্তর
অথবা
(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )
৬. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : ১ x ১০ = ১০
৬.১ ভারতের নবীনতম রাজ্য কোনটি ?
৬.২ মালাবার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম লেখো।
৬.৩ সিন্ধু নদের একটি উপনদীর নাম উল্লেখ করো ।
৬.৪ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম স্থানের অধিকারী ?
৬.৫ পাগ্রাবের শীতকালীন বৃষ্টিপাতের উৎস কী ?
৬.৬ ডেকানট্র্যাপ অঞ্চলে কোন ধরণের মৃত্তিকা দেখা যায় ?
৬.৭ ভারতের প্রধান কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
এই আর্টিকেল টি PDF হিসেবে ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন
Important Links
মাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (ক্লিক করুন)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।