ইন-সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধা

ইন-সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধা | Advantages and Disadvantages of In-Situ Conservation

উত্তরঃ 

 ইন সিটু সংরক্ষণের সুবিধাঃ 


১. প্রাকৃতিক পরিবেশে কম খরচে সংরক্ষণ করা যায় । 

২. জীবের মুক্ত প্রজনন হয় বলে জীববৈচিত্র সৃষ্টি হয় । 

৩. পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বহুসংখ্যক জীব প্রজাতি এখনও আবিস্কৃত হয়নি এবং কোনো জীববৈচিত্রের তালিকা তৈরি হয়নি । সেই সকল দেশের ক্ষেত্রে এই পদ্ধতি একান্তই দরকার ।  

৪. প্রাকৃতিক পরিবেশে জীবের প্রজনন ক্রিয়া স্বাভাবিক ভাবে ঘটে । ফলে , জীবের বংশবিস্তারের সম্ভবনা বেশি থাকে । 


ইন সিটু সংরক্ষণের অসুবিধাঃ 

১. বৃহৎ আয়তন স্থানের প্রয়োজন হয় । 

২. অসুস্থ জীবের চিকিৎসার সম্ভব হয় না । 

৩. ইনসিটু সংরক্ষণ স্থান  অনেক বৃহৎ আয়তন জুড়ে হওয়ায় চোড়া শিকারিদের হাত থেকে জীবকে সম্পূর্ণ ভাবে  রক্ষা করা সম্ভব হয় না । 

৪. এই পদ্ধতিতে সংরক্ষণ করা অত্যন্ত ব্যয়বহূল ।  


৫. দক্ষ বনকর্মীর ও পরিকাঠামোর অভাব থাকলে এই প্রক্রিয়া সফল হয় না । 

Leave a Comment

error: Content is protected !!