[বংশগতির আণবিক ভিত্তি] Biology Chapter-5 MCQ Mock Test for Class 12 Semester 3

[বংশগতির আণবিক ভিত্তি] Biology Chapter-5 MCQ Mock Test for Class 12 Semester 3 || উচ্চমাধ্যমিক ক্লাস 12 জীববিদ্যা মক টেস্ট || বংশগতির আণবিক ভিত্তি MCQ প্রশ্ন উত্তর –উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর (WBCHSE Class 12) ছাত্রছাত্রীদের জন্য আমাদের তরফ থেকে নিয়ে আসা হল বংশগতির আণবিক ভিত্তি-এর MCQ প্রশ্ন উত্তর। নতুন পাঠ্যক্রম অনুসারে এই অধ্যায়টি বায়োলজির তৃতীয় সেমিস্টার (3rd Semester)-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি এই প্রসঙ্গটি বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক জীববিদ্যার লাস্ট মিনিট সাজেশন (Suggestion) এবং এখান থেকে কমন আসার চান্স 99% ।

আমাদের এই প্রশ্ন উত্তর গুলো তোমাদের ভালো লাগলে শেয়ার করতে ভুলোনা । একটি প্রশ্নের মান 1 ধরে সবাই দেখে নাও মক টেস্টে (Mock Test) কে কত পেলে এবং কমেন্টের মাধ্যমে জানাও ।

[বংশগতির আণবিক ভিত্তি] Biology Chapter-5 MCQ Mock Test for Class 12 Semester 3 (WB HS)

1. প্রদত্ত কোনটি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড নয় ? 

a) dAMP

b) dGMP

c) dCMP

d) UMP

d) UMP

2. চারগাফের সূত্রানুযায়ী প্রদত্তগুলির কোনটি সঠিক ?

a) G= T

b) A = C

c) A+ G = T + C

d) A + T / G + C = 1

c) A+ G = T + C

3. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো

স্তম্ভ-Iস্তম্ভ-II
(a) mRNA  (i) প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলিকে রাইবোজোমে বহন করে নিয়ে আসা ।
(b) rRNA  (ii) প্রোটিন সংশ্লেষের জন্য DNA প্রদত্ত জেনেটিক বার্তা কোডনরূপে বহন করা।
(c) tRNA(iii) রাইবোজোম গঠনে সাহায্য করা এবং প্রোটিন সংশ্লেষের সময় mRNA ও tRNA-কে রাইবোজোমের সঙ্গে যুক্ত করা।

a) a-iii, b-ii, c-i

b) a- ii, b-iii, c-i

c) a-ii, b-i, c-iii

d) a-i, b-ii, c-iii

b) a- ii, b-iii, c-i

4. tRNA-তে অবস্থিত তিনটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত অঞ্চল, যা mRNA-এর সঙ্গে H2 বন্ড দ্বারা যুক্ত হয়, বলে—

a) অ্যাকসেপটর বাহু

b) পরিবর্তনশীল বাহু

c) NODOC সাইট

d) DDHU বাহু

c) NODOC সাইট

5. DNA প্রতিলিপিকরণে পৃথকীকৃত দুটি DNA’ শৃঙ্খলের একতন্ত্রী গঠনের সময় স্থায়িত্ব প্রদান করে –

a) রো প্রোটিন

b) হিস্টোন প্রোটিন

c) SSB প্রোটিন

d) রিপ্রেসর প্রোটিন

c) SSB প্রোটিন

6. প্রদত্তগুলির কোনটিকে কর্নবার্গের উৎসেচক (Kornberg’s Enzyme) বলা হয় ? –

a) DNA পলিমারেজ-III

b) DNA লাইগেজ

c) RNA পলিমারেজ

d) DNA পলিমারেজ-II

d) DNA পলিমারেজ-II

7. প্রদত্ত কোনটি DNA পলিমারেজ।-এর কাজ? –

a) DNA -এর প্রুফ রিডিং-এ সাহায্য করা

b) রেপ্লিকেশন শেষে RNA প্রাইমারগুলিকে ধবংস করে নতুন DNA সংশ্লেষ করা

c) RNA প্রাইমার সংশ্লেষ করা

d) a ও b উভয়ই

d) a ও b উভয়ই

8. DNA রেপ্লিকেশনে হেলিকেজ উৎসেচকের কাজ হল –

a) ওকাজাকি খণ্ডকগুলিকে যুক্ত করে অবিচ্ছিন্ন DNA তন্ত্রী গঠন

b) DNA মেরামতিতে অংশগ্রহণ করা

c) DNA অণুর তন্ত্রী দুটির মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনী ভেঙে DNA অণুর প্যাচ খোলা

d) প্রুফ রিডিং-এ সাহায্য করা

c) DNA অণুর তন্ত্রী দুটির মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনী ভেঙে DNA অণুর প্যাচ খোলা

9. DNA রেপ্লিকেশনের সময় কোন উৎসেচক টেমপ্লেট DNA তত্ত্বীর ওপর নতুন DNA তন্ত্রী সংশ্লেষে অংশগ্রহণ করে ? –

a) DNA Pol III

b) DNA Pol I

c) DNA Pol II

d) সবকটি

a) DNA Pol III

10. DNA রেপ্লিকেশনে প্রাইমেজ উৎসেচকের ভূমিকা হল –

a) টেমপ্লেট DNA-এর উপর RNA প্রাইমার সংশ্লেষ করা

b) DNAখন্ডকগুলিকে জুড়তে সাহায্য করা

c) DNA মেরামতিতে সাহায্য করা

d) প্রুফ রিডিং-এ সাহায্য করা

a) টেমপ্লেট DNA-এর উপর RNA প্রাইমার সংশ্লেষ করা

11. প্রদত্ত কোনটি RNA প্রাইমারের কাজ? –

a) সদ্য উৎপন্ন RNA থেকে ইনট্রন অংশ অপসারিত করা

b) ওকাজাকি গড়কগুলিকে জুড়ে দেওয়া

c) টেমপ্লেট DNA-এর পরিপুরক N2 বেসযুক্ত নিউক্লিওটাইডগুলিকে যুক্ত করে নতুন DNA সংশ্লেষ করা

d) পলিরাইবোজোম গঠন করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা

c) টেমপ্লেট DNA-এর পরিপুরক N2 বেসযুক্ত নিউক্লিওটাইডগুলিকে যুক্ত করে নতুন DNA সংশ্লেষ করা

12. DNA রেপ্লিকেশনের সময় ল্যাগিং তন্ত্রীতে যে-সকল DNA খণ্ডকগুলি বিচ্ছিন্নভাবে সংশ্লেষিত হয়, তাকে বলা হয় –

a) RNA প্রাইমার

b) ওকাজাকি খণ্ডক

c) ক্লেনো খণ্ডক

d) কোডন

b) ওকাজাকি খণ্ডক

13. ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার কোন্ দশায় Rho protein-এর ভূমিকা আছে? –

a) প্রারম্ভিক দশা

b) সম্প্রসারণ দশা

c) সমাপ্তি দশা

d) এদের কোনোটিই নয়

c) সমাপ্তি দশা

14. ইউক্যারিওটিক জিনে উপস্থিত যে নিষ্ক্রিয় নন-কোডিং অংশ mRNA তৈরিতে অংশগ্রহণ করে না, তাকে _____i____বলে অংশ পরস্পর জুড়ে DNA-এর বার্তা mRNA-তে স্থানান্তরিত করে, তাকে বলে ______ii_______ ।

a) Ai – এক্সন, ii – ইনট্রন

b) i – ইনট্রন, ii – এক্সন

c) i – রেকন, ii – রেপ্লিকন

d) i – সিস্টন, ii – রেপ্লিকন

b) i – ইনট্রন, ii – এক্সন

15. প্রদত্ত কোন্‌গুলি ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য? (I) এটি সর্বদা 3′ → 5′ অভিমুখে হয়, (II) কোনো প্রাইমার-এর প্রয়োজন হয় না, (III) এই প্রক্রিয়ার প্রধান উৎসেচক RNA পলিমারেজ, যা RNA সংশ্লেষে সহায়তা করে, (IV) সংশ্লেষিত mRNA-এর N2 বেসের সজ্জাক্রম নন কোডিং তন্ত্রীর অনুরূপ হয়।

a) I ও IV ভুল, II ও III সঠিক

b) I, II, III ঠিক, IV ভুল

c) II, III, IV ঠিক I ভুল

d) I, II, III, IV সবকটিই ঠিক

a) I ও IV ভুল, II ও III সঠিক

16. প্রোক্যারিওটিক কোশে DNA-এর টেমপ্লেট তন্ত্রীর ওপর অবস্থিত প্রোমোটার অঞ্চলের আপস্ট্রিমে 10 বেসপেয়ার অংশে 5′-TATAAT-3′ সজ্জাযুক্ত অঞ্চলকে বলে –

a) TATA বক্স

b) Kozak সিকোয়েন্স

c) প্রিবনো বক্স

d) স্পাইসিওজোম

c) প্রিবনো বক্স

17. mRNA -তে অবস্থিত তিনটি নিউক্লিওটাইড দ্বারা গঠিত যে ট্রিপলেট সংগঠন একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের সংকেত প্রদান করে, তাকে বলে –

a) অ্যান্টিকোডন

b) জেনেটিক কোড

c) ওপেরন

d) টেমপ্লেট

b) জেনেটিক কোড

18. প্রদত্ত কোন্‌গুলি জেনেটিক কোডের বৈশিষ্ট্য? –

a) জেনেটিক কোডন ট্রিপলেট

b) জেনেটিক কোড সর্বজনীন

c) কোডনগুলি অবক্ষয়ধর্মী বা ডিজেনারেটিভ

d) উপরের সবগুলিই

d) উপরের সবগুলিই

19. প্রদত্তগুলির মধ্যে কোন্ অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড ‘AUG’? –

a) মিথিওনিন

b) টাইরোসিন

c) ভ্যালিন

d) সেরিন

a) মিথিওনিন

20. প্রদত্ত কোন্ তিনটি কোড প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণ সিগন্যাল হিসেবে কাজ করে ? –

a) UAA, UGA, UAG

b) UUU, UAU, UCC

c) UUG, UCG, UCA

d) UUC, UUA, UAC

a) UAA, UGA, UAG

21. সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রমটি হল –

a) DNA→ RNA → প্রোটিন

b) RNA→প্রোটিন → DNA

c) DNA → প্রোটিন →RNA

d) প্রোটিন→ RNA→ DNA

a) DNA→ RNA → প্রোটিন

22. ল্যাক ওপেরনে ______i____  জিন প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে, ______ii____সাংগঠনিক জিনের কাজ বা বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করে এবং ___iii___  ইনডিউসারের অনুপস্থিতিতে অপারেটর অঞ্চলে আবদ্ধ হয়ে সাংগঠনিক জিনের বহিঃপ্রকাশে বাধা দেয়। –

a) i-সাংগঠনিক, ii- অপারেটর, iii –রিপ্রেসর

b) i – প্রোমোটার, ii-রেগুলেটর, iii – রিপ্রেসর

c) i – সাংগঠনিক, ii – রেগুলেটর, iii- অপারেটর

d) i – অপারেটর, ii – প্রোমোটার, iii – রিপ্রেসর

a) i-সাংগঠনিক, ii- অপারেটর, iii –রিপ্রেসর

23. হিউম্যান জিনোম প্রোজেক্ট সম্পর্কিত কোন্ কোন্ বক্তব্যগুলি সঠিক? – (I) মানব জিনোম গঠনকারী সকল ক্রোনোজোমে উপস্থিত DNA তে বর্তমান জিন-এর সংখ্যা, অবস্থান, সজ্জা ও কাজের তালিকা প্রস্তুতির জন্য গৃহীত আন্তর্জাতিক প্রকল্প, (II) বহু বংশগত রোগ নির্ণয় করা সহজ হয়ে পড়েছে, (III) কোনো ব্যক্তির জিনগত তথ্যে নিরাময়যোগ্য নয় এমন কোনো জিনের উপস্থিতি প্রমাণিত হলে স্বাস্থ্য বিমা ও জীবনবিমা পেতে অসুবিধা হতে পারে, (IV) জৈব অস্ত্র প্রস্তুত করা সম্ভব, (V) HGP থেকে জিনের বিবর্তন সংক্রান্ত কোনে

তথ্য জানা যায় না ।

a) (I), (II) ও (V) সঠিক

b) (I), (III), (IV) ও (V) সঠিক

c) (II), (III) ও (IV) সঠিক

d) সবকটি সঠিক

c) (II), (III) ও (IV) সঠিক

24. প্রদত্ত কোটি DNA ফিংগারপ্রিন্টিং-এর সঠিক তাৎপর্য, তা নির্বাচন করে লেখো –

a) অপরাধী শনাক্তকরণ

b) পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়

c) বংশগত রোগ নির্ধারণ

d) সবকটি

d) সবকটি

25. VNTR-এর পুরো নাম হল –

a) Variable Number of Tandem Repeats

b) Variety Number of Tandem Repeats

c) Variable Number of Transcriptional Repeats

d) Variable Number of Translational Repeats

a) Variable Number of Tandem Repeats

26. গ্রিফিথের রূপান্তরভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম হল –

a) Haemophilus influenza

b) Yersinia pestis,

c) Streptococcus pneumonia

d) Corynebacterium diphtheriae

c) Streptococcus pneumonia

27. কোন্ এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খন্ডিত হয়? –

a) নিউক্লিয়েজ

b) প্রোটিয়েজ

c) লাইগেজ

d) পলিমারেজ

c) লাইগেজ

28. ওকাজাকি খণ্ডকগুলিকে জুড়তে সাহায্যকারী এনজাইমটি হল –

a) হেলিকেজ

b) প্রাইমেজ

c) লাইগেজ

d) DNA পলিমারেজ-III

c) লাইগেজ

29. DNA রেপ্লিকেশনে 3 ́ → 5 এক্সোনিউক্লিয়েজ সক্রিয়তা কোন্ কাজে ব্যবহৃত হয়? –

a) প্রুফ রিডিং ও DNA মেরামতে

b) লিডিং স্ট্যান্ড গঠনে

c) শৃঙ্খল গঠনে

d) DNA রেপ্লিকেশনের সমাপ্তিকরণে

a) প্রুফ রিডিং ও DNA মেরামতে

30. DNA অণুর যে নির্দিষ্ট একক অংশে প্রতিলিপিকরণ সম্পন্ন হয়, তাকে বলে ___________ ।

a) সিস্ট্রন

b) মিউটন

c) রেকন

d) রেপ্লিকন

d) রেপ্লিকন

31. পরিপূরক DNA তন্ত্রী __________ তন্ত্রীর পরিপূরকরূপে সৃষ্টি হয় এবং________ দিকে এটি তৈরি হতে থাকে।

a) মাতৃ DNA, 5’ – 3’

b) মাতৃ DNA, 3’ – 5’

c) অপত্য DNA, 5’- 3’

d) অপত্য DNA, 3’ – 5’

a) মাতৃ DNA, 5’ – 3’

32. ট্রান্সক্রিপশনে অংশগ্রহণকারী DNA-এর কোডিং তন্ত্রীতে নাইট্রোজেন বেস-এর সজ্জাক্রমটি হল 5′-ATGAATG-3’। এক্ষেত্রে ট্রান্সক্রিপশনের পর সৃষ্ট RNA-তে নাইট্রোজেন বেস-এর সজ্জাক্রমটি হবে –

a) 5′ – AUGAAUG-3′

b) 5′-UACUUAC-3’

c) 5′-CAUUCAU-3’

d) 5′-GUAAGUA-3′

a) 5′ – AUGAAUG-3′

33. যে পদ্ধতি দ্বারা সদ্য প্রস্তুত RNA-এর ইনট্রনগুলিকে বাদ দিয়ে লাইগেজ উৎসেচকের সাহায্যে এক্সনগুলিকে পরস্পর যুক্ত করে পরিণত mRNA গঠিত হয়, তাকে বলে –

a) পলিঅ্যাডিনাইলেশন

b) ক্যাপিং

c) ট্রান্সফরমেশন

d) প্লাইসিং

d) প্লাইসিং

34. ট্রান্সক্রিপশনের সময় কোন্ উৎসেচক DNA তন্তুর প্যাঁচ খুলতে সাহায্য করে ?

a) DNA পলিমারেজ

b) RNA পলিমারেজ

c) DNA লাইগেজ

d) DNA হেলিকে

b) RNA পলিমারেজ

35. ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় RNA টি হল –

a) mRNA,

b) tRNA,

c) rRNA

d) এদের সবকটি

d) এদের সবকটি

36. tRNA -এর চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন্ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ? –

a) DNA রেপ্লিকেশন

b) ট্রান্সক্রিপশন

c) ট্রান্সলেশন

d) ল্যাক ওপেরন

c) ট্রান্সলেশন

37. ল্যাক ওপেরনের যে অংশে RNA পলিমারেজ যুক্ত হয়, তাকে বলা হয় –

a) প্রোমোটার

b) অপারেটর

c) গঠনগত জিন lacZ

d) গঠনগত জিন lacY

a) প্রোমোটার

38. E. coli ব্যাকটেরিয়াতে ল্যাক ওপেরন সক্রিয় হয়, যখন –

a) মাধ্যমে ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসরের সঙ্গে আবদ্ধ হয়

b) রিপ্রেসর অপারেটরের সঙ্গে যুক্ত হয়

c) RNA পালমারেজ অপারেটরের সঙ্গে যুক্ত হয়

d) মাধ্যমে ল্যাকটোজ উপস্থিত থাকে এবং RNA পলিমারেজ-এর সঙ্গে যুক্ত হয়

a) মাধ্যমে ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসরের সঙ্গে আবদ্ধ হয়

39. জেল ইলেকট্রোফোরেসিসের পর, DNA ব্যান্ডগুলিকে দেখার জন্য কোন্ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ? –

a) অ্যাগারোজ জেল

b) পলিঅ্যাক্রিলামাইড জেল

c) ইথিডিয়াম ব্রোমাইড

d) কোনোটিই নয়

c) ইথিডিয়াম ব্রোমাইড

40. হারসে ও চেজ-এর পরীক্ষায় S35 দ্বারা ________ ও P32 দ্বারা _________ -কে চিহ্নিত করা হয় ।

a) ব্যাকটেরিয়া, DNA

b) DNA, প্রোটিন

c) প্রোটিন, DNA

d) DNA, mRNA

c) প্রোটিন, DNA

41. একটি পেন্টোজ শর্করা, একটি ফসফেট গ্রুপ ও একটি N2 বেস দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিডের (DNA ও RNA) গঠনগত ও কার্যগত একককে বলে –

a) নিউক্লিওসাইড

b) নিউক্লিওজো

c) নিউক্লিওটাইড

d) সোলেনয়েড

c) নিউক্লিওটাইড

42. প্রদত্ত কোটি টোপোআইসোমারেজ-এর কাজ? –

a) অতিকুণ্ডলীকৃত DNA অণুর অকুণ্ডলীকরণে সাহায্য করা

b) DNA মেরামতিতে সাহায্য করা

c) প্রাইমার সংশ্লেষ করা

d) প্রুফ রিডিং-এ সাহায্য করা

a) অতিকুণ্ডলীকৃত DNA অণুর অকুণ্ডলীকরণে সাহায্য করা

43. মেসেলসন এবং স্টালের পরীক্ষায়, DNA রেপ্লিকেশন অর্ধরক্ষণশীল, সেটি কোন্ আইসোটোপ দ্বারা প্রমাণ করা যায়? –

a) 14N, 14C

b) 14C, 31P

c) 14N, 15N

d) 14N, 31P

c) 14N, 15N

44. ওকাজাকি খণ্ডকগুলি গঠন করে –

a) সেন্স তন্তু

b) লিডিং তন্তু

c) মাস্টার তন্তু

d) ল্যাগিং তন্তু

d) ল্যাগিং তন্তু

45. DNA টেমপ্লেটের মুক্ত 3′ প্রান্তে পরিপূরক N2 বেসের সমন্বয়ে গঠিত 5 – 15টি নিউক্লিওটাইডযুক্ত যে RNA গণ্ডক সংশ্লেষিত হয়, তাকে ___________বলে ।

a) প্রাইমেডা

b) RNA প্রাইমার

c) SSB প্রোটিন

d) ওকাজাকি খণ্ডক

b) RNA প্রাইমার

46. জিনের কার্যকরী অংশ যা একটি পলিপেপটাইড সংশ্লেষে সক্ষম, তাকে বলে –

a) কোডন

b) সিস্ট্রন

c) রেকন

d) মিউটন

b) সিস্ট্রন

47. ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, RNA পলিমারেজ দ্বারা DNA-এর প্রোমোটার অঞ্চলকে শনাক্তকরণে সাহায্য করে –

a) আলফা সাবইউনিট

b) বিটা সাবইউনিট

c) ওমেগা সাবইউনিট

d) সিগমা ফ্যাক্টর

d) সিগমা ফ্যাক্টর

48. রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায় –

a) E. coli-তে

b) অ্যামিবাতে

c) মানুষে

d) HIV-তে

d) HIV-তে

49. প্রিবনো বক্সের নিউক্লিওটাইডের সজ্জাক্রমটি হল –

a) 5’TATAAT – 3′

b) 3′ – TATAAT – 5′

c) 5′ – CCA/GCCAUGG-3’

d) 3’– CCA/GCCAUGG-5′

a) 5’TATAAT – 3′

50. একটি পলিপেপটাইড শৃঙ্খলে 50 টি বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড উপস্থিত। এর সংশ্লিষ্ট mRNA-তে কতগুলি বেস পেয়ার উপস্থিত ছিল? –

a) 150

b) 25

c) 50

d) 250

a) 150

51. RNA-এর কোন্ স্থানে অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয় ? –

a) 5’ -প্রান্তে

b) 3’-প্রান্তে

c) অ্যান্টিকোডন সাইটে

d) DHU লুপে

b) 3’-প্রান্তে

52. কোন্ কোন্ অ্যামাইনো অ্যাসিড কেবলমাত্র একটি কোডন দ্বারা সূচিত হয়? –

a) মিথিওনিন ট্রিপটোফ্যান

b) আর্জিনিন ও লাইসিন

c) ফিনাইল অ্যালানিন ও সেরিন

d) কোনোটিই নয়

a) মিথিওনিন ও ট্রিপটোফ্যান

53. জিনগত উপাদানের নিয়ন্ত্রক এককটিকে বলে –

a) ওপেরন

b) নিয়ন্ত্রক জিন

c) পরিচালনকারী জিন

d) ওকাজাকি খণ্ডক

a) ওপেরন

54. জিন প্রকাশের নিয়ন্ত্রণসমূহ প্রয়োগ করা যায় –

(I) ট্রান্সক্রিপশনের সময়, (II) প্রসেসিং-এর সময়, (III) নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে mRNA-এর স্থানান্তরের সময়, (IV) ট্রান্সলেশনের সময় । প্রদত্ত উক্তিগুলি বিবেচনা করে তার থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো –

a) (I) ও (III)

b) (II) ও (III)

c) (III) ও (IV)

d) সবগুলিই

d) সবগুলিই

55. হিউম্যান জিনোম প্রোজেক্ট অনুসারে, বেস পেয়ারের সংখ্যা হল –

a) 3×109 bp

b) 9×103 bp

c) 3×106 bp

d) 6×103 bp

a) 3×109 bp

56. সর্বশেষ কোন্ মানব ক্রোমোজোমের সিকোয়েন্স নির্ণয় করা হয়েছে ?

a) ক্রোমোজোম 1

b) ক্রোমোজোম 11

c) ক্রোমোজোম 21

d) ক্রোমোজোম X

a) ক্রোমোজোম 1

57. প্রদত্ত কোনটি হিউম্যান জিনোম প্রোজেক্টের সঠিক বৈশিষ্ট্য নয় ? –

a) হিউম্যান জিনোম 3614.7 মিলিয়ন নিউক্লিওটাইড বেস দ্বারা গঠিত

b) 2% -এরও কম জিনোম প্রোটিনকে নির্দেশ করে

c) 50%-এরও বেশি জিন আবিষ্কার করা হলেও তাদের কাজ বিষয়ক গবেষণা করা হয়নি

d) Y ক্রোমোজোমে সবথেকে কম সংখ্যক জিন উপস্থিত থাকে

a) হিউম্যান জিনোম 3614.7 মিলিয়ন নিউক্লিওটাইড বেস দ্বারা গঠিত

58. আধুনিক বায়োটেকনোলজিতে জিন মধ্যস্থ কিছু নির্দিষ্ট সিকোয়েন্স ব্যবহার করা হয়, যাকে 3’→ 5’ ও 5’ → 3’  উভয় অভিমুখে পাঠ করলে উভয় তন্ত্রীতে একই থাক । এই ধরনের সিকোয়েন্সকে বলা হয় –

a) মিনি স্যাটেলাইট

b) মাইক্রস্যাটেলাইট

c) জিন মধ্যস্থ প্যালিনড্রোমিক সাইট

d) জিন বহির্ভূত প্যালিনড্রোমিক সাইট

c) জিন মধ্যস্থ প্যালিনড্রোমিক সাইট

59. DNA ও হিস্টোন প্রোটিনের আধানের প্রকৃতি হল –

a) উভয়ই ধনাত্মক

b) উভয়ই ঋণাত্মক

c) যথাক্রমে ঋণাত্মক ধনাত্মক

d) শূন্য

c) যথাক্রমে ঋণাত্মক ও ধনাত্মক

60. প্রদত্ত কোনটি যথাক্রমে শুধুমাত্র DNA-তে এবং শুধুমাত্র RNA-তে দেখা যায় ?

a) ইউরাসিল, থাইমিন

b) থাইমিন, সাইটোসিন

c) সাইটোসিন, থাইমিন

d) থাইমিন, ইউরাসিল

d) থাইমিন, ইউরাসিল

61. প্রদত্ত কোন্‌গুলি ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট-এর কাজ, তা নির্বাচন করো ।  (I) সাবস্ট্রেট রূপে কাজ করা, (II) উৎসেচকরূপে কাজ করা, (III) পলিমারাইজেশনের জন্য শক্তি সরবরাহ করা, (IV) বিক্রিয়ার হারকে হ্রাস করা –

a) (I) ও (II)

b) (II) ও (III)

c) (III) ও (IV)

d) (I) ও (III)

d) (I) ও (III)

62. ইউক্যারিওটিক ক্রোমোজোম গঠনকালে 6-7 টি নিউক্লিওজোম পরস্পর মিলিত হয়ে 30 nm ব্যাসযুক্ত যে ঘনীভুত গঠন তৈরি করে, তাকে বলে ।

a) নিউক্লিওসাইড

b) নিউক্লিওটাইড

c) সোলেনয়েড মডেল

d) ক্রোমাটিন তন্তু

c) সোলেনয়েড মডেল

63. ইউক্যারিওটিক কোশে DNA প্যাকেজিং পদ্ধতির সঠিক ক্রমটি নির্বাচন করো — 1. সোলেনয়েড গঠন, 2. সুপার সোলেনয়েড গঠন, 3. মেটাফেজ ক্রোমোজোম গঠন, 4. নিউক্লিওজোম গঠন, 5. ক্রোমাটিড গঠন ।

a) 5→4→3→2→1

b) 1→2→3→4→5

c) 4→1→2→5→3

d) 5→2→4→3→1

c) 4→1→2→5→3

64. কেন্দ্রীয় হিস্টোন অক্টামারকে নিউক্লিওজোমাল DNA ____ পাকে বেষ্টন করে থাকে ।

a) 1 1/2

b) 2 1/2

c) 2

d) 1 3/4

d) 1 3/4

65. দুটি নিউক্লিওজোমের মধ্যে সংযোগরক্ষাকারী 8–114 bp যুক্ত DNA খণ্ডককে বলে –

a) নিউক্লিওজোমাল DNA

b) লিংকার DNA

c) কোর DNA

d) B-DNA

b) লিংকার DNA

66. DNA অণুর যে ন্যূনতম দৈর্ঘ্যের মধ্যে ক্রসিংওভার ঘটা সম্ভব, তাকে বলে –

a) রেকন

b) সিস্টন

c) মিউটন

d) ওপেরন

a) রেকন

67. হিস্টোন প্রোটিনে কোন্ অ্যামাইনো অ্যাসিড সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? –

a) মিথিওনিন, আর্জিনিন

b) লাইসিন, আর্জিনিন

c) লাইসিন, প্রোলিন

d) মিথিওনিন, লাইসিন

b) লাইসিন, আর্জিনিন

68. 15N সমন্বিত DNA যুক্ত E. coli ব্যাকটেরিয়া সাধারণ নাইট্রোজেনযুক্ত কর্যণ মাধ্যমে বৃদ্ধি করানো হলে, দ্বিতীয় অপত্য জনুর

ব্যাকটেরিয়াগুলির ক্ষেত্রে প্রদত্ত কোটি সঠিক হবে? –

a) অর্ধেক ব্যাকটেরিয়ার DNA-তে 15N থাকবে

b) সব ব্যাকটেরিয়ার DNA তে 15N থাকবে

c) কোনো ব্যাকটেরিয়ার DNA তে 15N থাকবে না

d) 75% ব্যাকটেরিয়ার DNA তে 15N থাকবে

a) অর্ধেক ব্যাকটেরিয়ার DNA-তে 15N থাকবে

69. mRNA -এর কোন্ সিকোয়েন্সের সাহায্যে প্রোটিন তৈরি হয় ? –

a) এক্সন

b) ইনট্রন

c) কোডন

d) অ্যান্টিকোডন

a) এক্সন

70. DNA মেরামতিতে অংশ নেয় কোন্ উৎসেচক ? –

a) DNA পলিমারেজ-I

b) DNA পলিমারেজ-II

c) DNA পলিমারেজ-III

d) RNA পলিমারেজ – III

b) DNA পলিমারেজ-II

71. কোন্ পদ্ধতির সঙ্গে ‘rho’ ফ্যাক্টরটি সম্পর্কযুক্ত ?

a) রেপ্লিকেশন

b) ট্রান্সক্রিপশন

c) ট্রান্সলেশন

d) ল্যাক ওপেরন

b) ট্রান্সক্রিপশন

72. হেয়ারপিন লুপ কখন গঠিত হয় ?

a) DNA সংশ্লেষের শেষে

b) RNA সংশ্লেষের শেষে

c) প্রোটিন সংশ্লেষের শেষে

d) RNAসংশ্লেষের মাঝে

b) RNA সংশ্লেষের শেষে

73. ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার কোন্ ধাপটি RNA পলিমারেজ দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

a) প্রারম্ভিক দশা (Initiation)

b) শৃঙ্খল সম্প্রসারণ দশা (Elongation)

c) সমাপ্তিকরণ দশা (Termination)

d) সবগুলিই

d) সবগুলিই

74. জেনেটিক কোডের ডিজেনারেশন দেখা যায় –

a) সব কোর্ডনে

b) কোডনের তৃতীয় ক্ষারকে

c) কোডনের দ্বিতীয় ক্ষারকে

d) কোডনের প্রথম ক্ষারকে

b) কোডনের তৃতীয় ক্ষারকে

75. ল্যাকটোজ মাধ্যমে Escherechia coli প্রদত্ত কোনটি উৎপন্ন করতে পারে না? –

a) ট্রান্স অ্যাসিটাইলেজ

b) ল্যাকটোজ ডিহাইড্রোজিনেজ

c) ল্যাকটোজ পারমিয়েজ

d) β- গ্যালাকটোসাইডেজ

b) ল্যাকটোজ ডিহাইড্রোজিনেজ

76. প্রদত্ত চিত্রে বামদিকের মেরুতে যে স্থানে RNA পলিমারেজ যুক্ত হয় এবং যে কারণে যুক্ত হয়, তা হল –

a) 5′ প্রান্তে এবং রিপ্রেসর জিন নিষ্ক্রিয় থাকার জন্য

b) A 5′ প্রান্তে এবং রিপ্রেসর প্রোটিন নিষ্ক্রিয় থাকার জন্য

c) 3′ প্রান্তে এবং রিপ্রেসর জিন নিষ্ক্রিয় থাকার জন্য

d) 3′ প্রান্তে এবং রিপ্রেসর প্রোটিন নিষ্ক্রিয় থাকার জন্য

d) 3′ প্রান্তে এবং রিপ্রেসর প্রোটিন নিষ্ক্রিয় থাকার জন্য

77. DNA ফিংগারপ্রিন্টিং আবিষ্কার করেন –

a) মেসেলসন

b) গ্রিফিথ

c) Alec Jeffreysm

d) কর্নবার্গ

c) Alec Jeffreysm

78. নন সেন্স বা অর্থহীন কোডন হল –

a) যে কোডন অ্যামাইনো অ্যাসিডের জন্য কোনো অর্থবহ সংকেত ব্যবহার করে না ।

b) জিনে উপস্থিত নিস্ক্রিয় নন কোডিং অঞ্চল

c) জিনে উপস্থিত অঞ্চল বা কার্যকরী mRNA সৃষ্টিতে সক্ষম

d) tRNA তে উপস্থিত mRNA -এর তিনটি N2 বেসের পরিপূরক নাইট্রোজেন বেস ।

a) যে কোডন অ্যামাইনো অ্যাসিডের জন্য কোনো অর্থবহ সংকেত ব্যবহার করে না ।

79. 1 অণু পেন্টোজ শর্করা + 1 টি N2 বেস (পিউরিন বা পিরিমিডিন) = ____________________ ।

a) নিউক্লিওটাইড

b) DNA

c) নিউক্লিওসাইড

d) RNA

c) নিউক্লিওসাইড

80. DNA -এর বহুরূপতার ওপর ভিত্তি করে কোনটি করা হয় ?

a) জেনেটিক ম্যাপিং ও DNA ফিঙ্গারপ্রিন্টিং

b) ট্রান্সলেশন

c) জেনেটিক ম্যাপিং

d) DNA ফিঙ্গারপ্রিন্টিং

a) জেনেটিক ম্যাপিং ও DNA ফিঙ্গারপ্রিন্টিং

Important Links

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!