সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths

সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths – প্রয়োগ-2 , প্রয়োগ-4 , প্রয়োগ-5 , প্রয়োগ-10, প্রয়োগ-13 , প্রয়োগ-16, প্রয়োগ-19 ,প্রয়োগ-23, প্রয়োগ-26, প্রয়োগ-30, প্রয়োগ-32, প্রয়োগ-34 এই সমস্ত প্রয়োগ গুলি গণিত প্রকাশ দশম শ্রেণী (WBBSE Class-10) বইয়ের দ্বিতীয় অধ্যায় (2ns Chapter) সরল সুদকষার সমস্ত ‘নিজে করি’ অঙ্ক । এই নিজে করি অঙ্ক থেকেও মাধ্যমিকে অনেক প্রশ্ন আসছে , সেই কারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই অঙ্ক গুলো সমাধান করে দেওয়া হল । ভালো লাগলে এবং উপকৃত হলে শেয়ার করবে অবশ্যই ।

সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths

প্রয়োগ-2:

আসলসময়বার্ষিক সরল সুদের হার মোট সুদ
600 টাকা 1 বছর 5% 30 টাকা (উত্তর)
1800 টাকা 1 বছর $4\frac{1}{2}$%81 টাকা (উত্তর)

সমাধানঃ

(i) আসল (P) = 600 টাকা , সময় (t) = 1 এবং বার্ষিক সুদের হার (r) = 5%

∴ মোট সুদ

= $\frac{P \times t \times r}{100}$ টাকা

= $\frac{600 \times 1 \times 5}{100}$ টাকা

= 30 টাকা

মোট সুদ =30 টাকা ।

(ii) আসল (P) =1800 টাকা , সময় (t) = 1 এবং বার্ষিক সুদের হার (r) = $4\frac{1}{2}$%

∴ মোট সুদ

= $\frac{P \times t \times r}{100}$ টাকা

= $\frac{1800 \times 1 \times 4\frac{1}{2}}{100}$ টাকা

= $\frac{1800 \times 9}{100 \times 2}$ টাকা

= 81 টাকা

∴ মোট সুদ =81 টাকা ।

প্রয়োগ-4: ওই ব্যাঙ্কে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত , তবে কত টাকা জমা রাখত হিসাব করে লিখি ।

সমাধানঃ ধরি শ্রাবণীকে x টাকা জমা রাখতে হল ।

সুতরাং , আসল (P)=x টাকা , সময় (t) = 1 বছর এবং সরল সুদের হার (r) = 5% এবং সুদ (I) = 60 টাকা

যেহেতু,

${\mathrm{I}} = \frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$

∴ 60 = $\frac{{\mathrm{x}} \times 1 \times 5}{100}$

$\Rightarrow 5{\mathrm{x}} = 6000$

$\Rightarrow {\mathrm{x}} = \frac{6000}{5}$

$\Rightarrow {\mathrm{x}}= 1200 $

∴ শ্রাবণীকে 1200 টাকা জমা রাখতে হতো ।

প্রয়োগ-5:

আসলসময়বার্ষিক সরল সুদের হারমোট সুদ
1500 টাকা (উত্তর)1 বছর6%90 টাকা
1700 টাকা (উত্তর)1 বছর 3.5%59.50 টাকা

(i) সময় (t) = 1 বছর

বার্ষিক সরল সুদের হার (r) = 6%

মোট সুদ (I) = 90 টাকা

ধরি, আসল = P টাকা

যেহেতু,

${\mathrm{I}} = \frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$

∴ $90 = \frac{{\mathrm{P}} \times 1 \times 6}{100}$

$\Rightarrow 6{\mathrm{P}} = 9000$

$\Rightarrow {\mathrm{P}} = \frac{9000}{6}$

$\Rightarrow {\mathrm{P}} = 1500$

∴ আসল 1500 টাকা ।

(ii) সময় (t) = 1 বছর

বার্ষিক সরল সুদের হার (r) = 3.5%

মোট সুদ (I) = 59.50 টাকা

ধরি, আসল = P টাকা

যেহেতু,

${\mathrm{I}} = \frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$

$\therefore 59.50 = \frac{P \times 1 \times 3.5}{100}$

$\Rightarrow 59.50 \times 100 = 3.5P$

$\Rightarrow 5950 = 3.5P$

$\Rightarrow P = \frac{5950}{3.5}$

$\Rightarrow P = \frac{59500}{35}$

$\Rightarrow P = 1700$

∴ আসলের পরিমাণ 1700 টাকা ।

প্রয়োগ-10:

আসল (P)সময় (t)বার্ষিক সরল সুদের হার (r)মোট সুদ (I)সুদ-আসল (A=P+I)
500 টাকা 3 বছর $6\frac{1}{4}$%93.75 টাকা (উত্তর)593.75 টাকা (উত্তর)
146 টাকা 1 দিন $2\frac{1}{2}$%0.01 টাকা (উত্তর)146.01 টাকা (উত্তর)
4565 টাকা 2 বছর 6 মাস 4% 456.5 টাকা (উত্তর)5021.5 টাকা (উত্তর)

সমাধানঃ

(i) আসল (P) = 500 টাকা , সময় (t) = 3 বছর , এবং বার্ষিক সরল সুদের হার (r) = $6\frac{1}{4}$%

∴ মোট সুদ (I)

= $\frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$ টাকা

= $\frac{500 \times 3 \times 6\frac{1}{4}}{100}$ টাকা

= $\frac{500 \times 3 \times 25}{100 \times 4}$ টাকা

= $\frac{5 \times 3 \times 25}{4} $ টাকা

= $\frac{375}{4}$ টাকা

= 93.75 টাকা

∴ সুদ-আসল= (500+93.75) টাকা = 593.75 টাকা ।

(ii) আসল (P) = 146 টাকা , সময় (t) = 1 দিন = $\frac{1}{365}$ বছর , এবং বার্ষিক সরল সুদের হার (r) = $2\frac{1}{2}$%

∴ মোট সুদ (I)

= $\frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$ টাকা

= $\frac{146 \times 1 \times 2\frac{1}{2}}{365 \times 100}$ টাকা

= $\frac{146 \times 5}{365 \times 100 \times 2}$ টাকা

= 0.01 টাকা

∴ সুদ-আসল= (146+0.01) টাকা = 146.01 টাকা

(iii) আসল (P) = 4565 টাকা , সময় (t) = 2 বছর 6 মাস =$2\frac{6}{12}$ বছর = 2\frac{1}{2} $ বছর , এবং বার্ষিক সরল সুদের হার (r) = 4 %

∴ মোট সুদ (I)

= $\frac{{\mathrm{P}} \times {\mathrm{t}} \times {\mathrm{r}}}{100}$ টাকা

=$\frac{4565 \times 2\frac{1}{2} \times 4}{100}$ টাকা

= $\frac{4565 \times 5 \times 4}{100 \times 2}$ টাকা

= 456.5 টাকা

∴ সুদ-আসল= (4565+456.5) টাকা = 5021.5 টাকা

সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths

প্রয়োগ-13:

আসল সময় বার্ষিক সরল সুদের হার মোট সুদ
400 টাকা 4 বছর $4\frac{1}{2}$ %72 টাকা
7300 টাকা 1 দিন 5%1 টাকা

সমাধানঃ

(i) ধরি, আসল = P টাকা

∴ $\frac{P \times 4 \times 4\frac{1}{2}}{100} = 72$

$\Rightarrow \frac{P \times 4 \times 9}{2} = 7200$

$\Rightarrow 36P = 2 \times 7200$

$\Rightarrow P = \frac{2 \times 7200}{36}$

$\Rightarrow P = 400$

∴ আসল 400 টাকা ।

(ii) ধরি, আসল = P টাকা

$\therefore \frac{P \times 1 \times 5}{100 \times 365} = 1$

$\Rightarrow \frac{5P}{100 \times 365} = 1$

$\Rightarrow 5P = 100 \times 365$

$\Rightarrow P = \frac{100 \times 365}{5}$

$\Rightarrow P = 100 \times 73$

$\Rightarrow P = 7300$

∴ আসল 7300 টাকা ।

প্রয়োগ-16:

আসলসময় বার্ষিক সরল সুদের হার সুদ-আসল
840 টাকা (উত্তর)5 বছর 3 %966 টাকা
10,000 টাকা (উত্তর)6 বছর 6 % 13600 টাকা

সমাধানঃ

(i) ধরি , আসল = P টাকা

$\therefore P + \frac{P \times 5 \times 3}{100} = 966$

$\Rightarrow P + \frac{3P}{20} = 966$

$\Rightarrow P\left(1 + \frac{3}{20}\right) = 966$

$\Rightarrow P \times \frac{23}{20} = 966$

$\Rightarrow P = \frac{966 \times 20}{23}$

$\Rightarrow P = 840$

∴ আসল = 840 টাকা

(ii) ধরি, আসল =P টাকা

$\therefore P + \frac{P \times 6 \times 6}{100} = 13600$

$\Rightarrow P + \frac{36P}{100} = 13600$

$\Rightarrow \frac{100P + 36P}{100} = 13600$

$\Rightarrow \frac{136P}{100} = 13600$

$\Rightarrow P = \frac{13600 \times 100}{136}$

$\Rightarrow P = 10000$

∴ আসল = 10,000 টাকা ।

প্রয়োগ-19:

আসলসময়বার্ষিক সরল সুদের হার মোট সুদ
6400 টাকা 3.5 বছর বা 3 বছর 6 মাস (উত্তর) $4\frac{1}{2}\%$ 1008 টাকা
500 টাকা 2 বছর (উত্তর)5% 50 টাকা

সমাধানঃ

(i) ধরি , সময় =t বছর

∴ $\frac{6400 \times {\mathrm{t}} \times 4\frac{1}{2}}{100} = 1008$

$\Rightarrow \frac{6400 \times {\mathrm{t}} \times 9}{100 \times 2} = 1008$

$\Rightarrow 288{\mathrm{t}} = 1008$

$\Rightarrow {\mathrm{t}} = \frac{1008}{288}$

$\Rightarrow {\mathrm{t}} = 3.5$

∴ সময় = 3.5 বছর বা 3 বছর 6 মাস ।

(ii) ধরি , সময় =t বছর

$\therefore \frac{500 \times {\mathrm{t}} \times 5}{100} = 50$

$\Rightarrow 25{\mathrm{t}} = 50$

$\Rightarrow {\mathrm{t}} = \frac{50}{25}$

$\Rightarrow {\mathrm{t}} = 2$

∴ সময় = 2 বছর ।

প্রয়োগ-23: (i) বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ হবে 100 টাকা ?

(ii) বার্ষিক শতকরা কত হার সরল সুদে 910 টাকার 2 বছর 6 মাসে সুদে আসলে 955.50 টাকা হবে হিসাব করে লিখি ?

উত্তরঃ (i) ধরি, বার্ষিক সরল সুদের হার r % ।

$\therefore \frac{500 \times 4 \times {\mathrm{r}}}{100} = 100$

$\Rightarrow 20{\mathrm{r}} = 100$

$\Rightarrow {\mathrm{r}} = \frac{100}{20}$

$\Rightarrow {\mathrm{r}} = 5$

∴ বার্ষিক সরল সুদের হার 5 % ।

(ii) ধরি, বার্ষিক সরল সুদের হার r % ।

সময় (t) = 2 বছর 6 মাস =$2\frac{6}{12}$ বছর = $2\frac{1}{2}$ বছর

আসল (P) = 910 টাকা ।

∴ সুদ

=$\frac{910 \times 2\frac{1}{2} \times {\mathrm{r}}}{100}$

= $\frac{910 \times 5 \times {\mathrm{r}}}{2 \times 100}$

= $\frac{91{\mathrm{r}}}{4}$

সুদ-আসল= 910+$\frac{91{\mathrm{r}}}{4}$

$\therefore 910 + \frac{91{\mathrm{r}}}{4} = 955.50$

$\Rightarrow \frac{91{\mathrm{r}}}{4} = 955.50 – 910$

$\Rightarrow \frac{91{\mathrm{r}}}{4} = 45.50$

$\Rightarrow {\mathrm{r}} = \frac{45.50 \times 4}{91}$

$\Rightarrow {\mathrm{r}} = \frac{4}{2}$

$\Rightarrow {\mathrm{r}} = 2$

∴ বার্ষিক সরল সুদের হার 2% ।

সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths

প্রয়োগ-26: কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধিমূলে (সুদে -আসলে) 496 টাকা এবং 5 বছরে সবৃদ্ধিমূলে 560 টাকা হলে , ওই টাকার পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত ?

সমাধানঃ ধরি , টাকার পরিমাণ অর্থাৎ আসল P টাকা এবং বার্ষিক সরল সুদের হার r% ।

∴ 3 বছরের সুদ আসল = P + $\frac{{\mathrm{P}} \times 3 \times {\mathrm{r}}}{100}$

এবং 5 বছরের সুদ -আসল = P+$\frac{{\mathrm{P}} \times 5 \times {\mathrm{r}}}{100}$

শর্তানুসারে ,

P + $\frac{{\mathrm{P}} \times 3 \times {\mathrm{r}}}{100}$= 496

$\therefore {\mathrm{P}}\left(1 + \frac{3{\mathrm{r}}}{100}\right) = 496$ —(i)

P+$\frac{{\mathrm{P}} \times 5 \times {\mathrm{r}}}{100}$ =560

$\therefore {\mathrm{P}}\left(1 + \frac{5{\mathrm{r}}}{100}\right) = 560$ —(ii)

(ii)নং সমীকরণকে (i) নং দ্বারা ভাগ করে পাই,

$\frac{{\mathrm{P}}\left(1 + \frac{5{\mathrm{r}}}{100}\right)}{{\mathrm{P}}\left(1 + \frac{3{\mathrm{r}}}{100}\right)} = \frac{560}{496}$

$\Rightarrow \frac{1 + \frac{5{\mathrm{r}}}{100}}{1 + \frac{3{\mathrm{r}}}{100}} = \frac{35}{31}$

$\Rightarrow \frac{\frac{100 + 5{\mathrm{r}}}{100}}{\frac{100 + 3{\mathrm{r}}}{100}} = \frac{35}{31}$

$\Rightarrow \frac{100 + 5{\mathrm{r}}}{100} \div \frac{100 + 3{\mathrm{r}}}{100} = \frac{35}{31}$

$\Rightarrow \frac{100 + 5{\mathrm{r}}}{100} \times \frac{100}{100 + 3{\mathrm{r}}} = \frac{35}{31}$

$\Rightarrow \frac{100 + 5{\mathrm{r}}}{100 + 3{\mathrm{r}}} = \frac{35}{31}$

$\Rightarrow 3100 + 155{\mathrm{r}} = 3500 + 105{\mathrm{r}}$

$\Rightarrow 155{\mathrm{r}} – 105{\mathrm{r}} = 3500 – 3100$

$\Rightarrow 50{\mathrm{r}} = 400$

$\Rightarrow {\mathrm{r}} = \frac{400}{50}$

$\Rightarrow {\mathrm{r}} = 8$

এখন r এর প্রাপ্ত মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,

${\mathrm{P}}\left(1 + \frac{3{\mathrm{r}}}{100}\right) = 496$

$\Rightarrow {\mathrm{P}}\left(1 + \frac{3 \times 8}{100}\right) = 496[\because {\mathrm{r}} = 8]$

$\Rightarrow {\mathrm{P}} \times \frac{124}{100} = 496$

$\Rightarrow {\mathrm{P}} = \frac{100 \times 496}{124}$

$\Rightarrow {\mathrm{P}} = 400$

∴ বার্ষিক সুদের হার 8% এবং আসলের পরিমাণ 400 টাকা ।

প্রয়োগ-30 : বিমল কাকু তার 12 বছরের ছেলে ও 14 বছরের মেয়ের জন্যে 187500 টাকা ব্যাঙ্কে বার্ষিক 5% সরল সুদের হারে এমন ভাবে জমা রাখলেন যাতে , উভয়ের বয়স যখন 18 বছর হবে তখন তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে । তিনি তার ছেলে ও মেয়ের জন্যে ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।

সমাধানঃ

ধরি , বিমলকাকু তার ছেলের জন্য ব্যাঙ্কে রেখেছিলেন x টাকা ।

ছেলের জন্য টাকাটি রাখেন (18 -12 ) বছর =6 বছর ।

∴ তিনি তার মেয়ের জন্যে রাখেন = (1,87,500-x) টাকা ।

আবার মেয়ের জন্য টাকাটি রাখেন (18-14) বছর = 4 বছর ।

বার্ষিক সরল সুদের হার 5% ।

এখন বিমলকাকুর ছেলে সুদে আসলে পাবে

= ${\mathrm{x}} + \frac{{\mathrm{x}} \times 6 \times 5}{100}$ টাকা

= ${\mathrm{x}} + \frac{3{\mathrm{x}}}{10}$ টাকা

= $\frac{13{\mathrm{x}}}{10}$ টাকা

বিমলকাকুর মেয়ে সুদে আসলে পাবে

= $(187500 – {\mathrm{x}}) + \frac{(187500 – {\mathrm{x}}) \times 4 \times 5}{100}$ টাকা

= $187500 – {\mathrm{x}} + \frac{187500 – {\mathrm{x}}}{5}$ টাকা

= $(187500 – {\mathrm{x}})\left(1 + \frac{1}{5}\right)$ টাকা

=$ (187500 – {\mathrm{x}}) \times \frac{6}{5}$ টাকা

= $\frac{1125000 – 6{\mathrm{x}}}{5}$ টাকা

শর্তানুসারে ,

$\frac{13{\mathrm{x}}}{10} = \frac{1125000 – 6{\mathrm{x}}}{5}$

$\Rightarrow 13{\mathrm{x}} = 2250000 – 12{\mathrm{x}}$

$\Rightarrow 25{\mathrm{x}} = 2250000$

$\Rightarrow {\mathrm{x}} = \frac{2250000}{25}$

$\Rightarrow {\mathrm{x}} = 90000$

সুতরাং বিমল বাবু তার ছেলের জন্য ব্যাঙ্কে 90000 টাকা জমা রেখেছিলেন ।

∴ বিমল বাবু তার মেয়ের জন্য ব্যাঙ্কে জমা রেখেছিলেন = (187500-90000)টাকা = 97500 টাকা ।

সরল সুদকষা অধ্যায়ের সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান গণিত প্রকাশ দশম শ্রেণী ||Simple Interest Chapter’s All ‘Nije Kori’ Maths

প্রয়োগ-32: জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা রাখে । ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 5% হলে , জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করে লিখি ।

সমাধানঃ জয়ন্ত প্রথম , দ্বিতীয় , তৃতীয় , চতুর্থ , পঞ্চম এবং ষষ্ঠ মাসের টাকা যথাক্রমে 6 মাস , 5 মাস , 4 মাস , 3 মাস , 2 মাস এবং 1 মাসের জন্য জমা করেন ।

সুতরাং 6 মাসের মোট সুদ =

$\left(\frac{1000 \times \frac{6}{12} \times 5}{100} + \frac{1000 \times \frac{5}{12} \times 5}{100}+\ldotp \ldotp \ldotp+\frac{1000 \times \frac{1}{12} \times 5}{100}\right)$ টাকা

= $\frac{1000 \times 5}{1200}\left(6 + 5 + 4 + 3 + 2 + 1\right)$ টাকা

= $\frac{50}{12} \times \frac{6(6 + 1)}{2}$ টাকা [যেহেতু ,n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল $\frac{{\mathrm{n}}({\mathrm{n}} + 1)}{2}$]

= $\frac{50}{12} \times \frac{42}{2}$ টাকা

=$ \frac{25 \times 7}{2}$ টাকা

= 87.5 টাকা

∴ সুদ-আসল= (1000×6+87.5) টাকা = 6087.50 টাকা

প্রয়োগ-34: সোমাপিসি 620000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে তিনটি ব্যাঙ্কে যথাক্রমে 2 বছর ,3 বছর ও 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে তিনটি ব্যাঙ্কের মোট সুদের পরিমাণ সমান হয় । সোমাপিসি কোন ব্যাঙ্কে কত টাকা জমা করে ছিলেন ।

সমাধানঃ ধরি, সোমাপিসি প্রথম ব্যাঙ্কে X টাকা , দ্বিতীয় ব্যাঙ্কে Y টাকা এবং তৃতীয় ব্যাঙ্কে Z টাকা জমা রেখেছিলেন ।

প্রথম ব্যাঙ্ক থেকে X টাকার ওপরে 5% সরল সুদের হারে 2 বছরের সুদ

= $\frac{{\mathrm{X}} \times 2 \times 5}{100}$ টাকা

= $\frac{{\mathrm{X}}}{10}$ টাকা

দ্বিতীয় ব্যাঙ্ক থেকে Y টাকার ওপরে 5% সরল সুদের হারে 3 বছরের সুদ

= $\frac{{\mathrm{Y}} \times 3 \times 5}{100}$ টাকা

= $\frac{3{\mathrm{Y}}}{20}$ টাকা

এবং Z টাকার ওপরে 5% সরল সুদের হারে 5 বছরের সুদ

= $\frac{{\mathrm{Z}} \times 5 \times 5}{100}$ টাকা

=$ \frac{{\mathrm{Z}}}{4}$ টাকা

শর্তানুসারে ,

X+Y+Z=620000 —-(i)

এবং $\frac{{\mathrm{X}}}{10}$ = $\frac{3{\mathrm{Y}}}{20}$=$\frac{{\mathrm{Z}}}{4}$

ধরি, $\frac{{\mathrm{X}}}{10}$ = $\frac{3{\mathrm{Y}}}{20}$=$\frac{{\mathrm{Z}}}{4}$ =K

∴ X=10K, Y=$\frac{20{\mathrm{K}}}{3}$ এবং Z=4K

∴ (i) নং সমীকরণ থেকে পাই,

$10{\mathrm{K}} + \frac{20{\mathrm{K}}}{3} + 4{\mathrm{K}} = 162000$

$\Rightarrow \frac{30{\mathrm{K}} + 20{\mathrm{K}} + 12{\mathrm{K}}}{3} = 620000$

$\Rightarrow 62{\mathrm{K}} = 1860000$

$\Rightarrow {\mathrm{K}} = \frac{1860000}{62}$

$\Rightarrow {\mathrm{K}} = 30000$

∴ X=10K=10 ×30000=300000,

Y= $\frac{20{\mathrm{K}}}{3}$ = $\frac{20 \times 30000}{3}$ = 200000

এবং Z = 4K =4×30000=120000

∴ সোমাপিসি প্রথম ব্যাঙ্কে 3,00,000 টাকা , দ্বিতীয় ব্যাঙ্কে 2,00,000 টাকা এবং তৃতীয় ব্যাঙ্কে 1,20,000 টাকা জমা রেখেছিলেন ।

গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান Madhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test Series ANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDF SN Dey Solution Class 11
WBBSE Official Site

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,Whatsapp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

error: Content is protected !!