[বংশগতি ও বিভেদের মূলনীতি] WB HS Biology Chapter 4 MCQ for Semester 3 Class 12|| বংশগতি ও বিভেদের মূলনীতি অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন -উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর (WBCHSE Class 12) ছাত্রছাত্রীদের জন্য আমাদের তরফ থেকে নিয়ে আসা হল বংশগতি ও বিভেদের মূলনীতি-এর MCQ প্রশ্ন উত্তর। নতুন পাঠ্যক্রম অনুসারে এই অধ্যায়টি বায়োলজির তৃতীয় সেমিস্টার (3rd Semester)-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি এই প্রসঙ্গটি বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক জীববিদ্যার লাস্ট মিনিট সাজেশন (Suggestion) এবং এখান থেকে কমন আসার চান্স 99% ।
আমাদের এই প্রশ্ন উত্তর গুলো তোমাদের ভালো লাগলে শেয়ার করতে ভুলোনা । একটি প্রশ্নের মান 1 ধরে সবাই দেখে নাও মক টেস্টে (Mock Test) কে কত পেলে এবং কমেন্টের মাধ্যমে জানাও ।
[বংশগতি ও বিভেদের মূলনীতি] WB HS Biology Chapter 4 MCQ for Semester 3 Class 12||উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন
1. মেন্ডেলীয় একসংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হল –
a) 2:1
b) 3:1
c) 9:3:3:1
d) 1:2:1
b) 3:1
2. মেন্ডেলীয় দ্বিসংকর জননে টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত হল –
a) 9:3:3:1
b) 1:1:1:1
c) 1:1
d) 3:11
b) 3:1
3. মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বা বিচ্যুতি হল –
a) অসম্পূর্ণ প্রকটতা
b) লিংকেজ
c) সহপ্রকটতা
d) সবকটি
d) সবকটি
4. একই প্রজাতিভুক্ত বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি বিশদ্ধ জীবের মিলনে উৎপন্ন অপত্যের দেহে বিপরীত বৈশিষ্ট্য দুটির মধ্যবর্তী কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হলে, তাকে বলা হয় –
a) সহপ্রকটতা
b) প্লিওট্রপি
c) অসম্পূর্ণ প্রকটতা
d) a ও c উভয়েই
c) অসম্পূর্ণ প্রকটতা
5. পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হল –
a) মানুষের গাত্রবর্ণ
b) সিকল সেল অ্যানিমিয়া
c) ABO গ্রুপ
d) সিস্টিক ফাইব্রোসিস
a) মানুষের গাত্রবর্ণ
[বংশগতি ও বিভেদের মূলনীতি] WB HS Biology Chapter 4 MCQ for Semester 3 Class 12||উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
6.কোনো একটি বৈশিষ্ট্য যদি একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে বলে –
a) পলিজেনিক বা মাল্টিজেনিক উত্তরাধিকার
b) মাল্টিপল অ্যালিল
c) প্লিওট্রপি
d) a ও b উভয়েই
a) পলিজেনিক বা মাল্টিজেনিক উত্তরাধিকার
7. বংশগতিতে কোনো প্রজাতির কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশের জন্য একটি জিনের দুই-এর অধিক সংখ্যক অ্যালিল অবস্থান করলে, তাকে বলে –
a) প্লিওট্রপি
b) মাল্টিপল অ্যালিল
c) পলিজেনিক ইনহেরিটেন্স
d) লিংকেজ
b) মাল্টিপল অ্যালিল
8. ABO রক্তশ্রেণির উত্তরাধিকার (Inheritance) প্রদত্ত কোনটির উদাহরণ? –
a) মাল্টিপল অ্যালিল
b) আংশিক প্রকটতা,
c) এপিস্ট্যাসিস
d) প্রকটতা
a) মাল্টিপল অ্যালিল
9. বংশগতির যে ঘটনায় সংকর জীবে উপস্থিত কোনো জিনের দুটি বিপরীতধর্মী অ্যালিল একই সঙ্গে তাদের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়,তাকে বলে –
a) সহপ্রকটতা
b) অসম্পূর্ণ প্রকটতা
c) মাল্টিপল অ্যালিল
d) পলিজেনিক উত্তরাধিকার
a) সহপ্রকটতা
10. যখন একাধিক ফিনোটাইপিক’ বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই ঘটনাকে বলে –
a) মাল্টিপল অ্যালিল
b) এপিস্ট্যাসিস
c) প্লিওট্রপি
d) অসম্পূর্ণ প্রকটতা
c) প্লিওট্রপি
11. সিকল সেল অ্যানিমিয়া ও ফিনাইলকিটোনিউরিয়া প্রদত্ত কোটির উদাহরণ? –
a) এপিস্ট্যাসিস
b) অসম্পূর্ণ প্রকটতা
c) পলিজেনিক উত্তরাধিকার
d) প্লিওট্রপি
d) প্লিওট্রপি
12. মানুষের AB অথবা MN রক্তশ্রেণি প্রদত্ত কোনটির উদাহরণ ?–
a) প্লিওট্রপি
b) এপিস্ট্যাসিস
c) মেন্ডেলীয় উত্তরাধিকার
d) সহপ্রকটতা
d) সহপ্রকটতা
13. যে ধর্মের প্রভাবে দুটি নন অ্যালিলিক জিনের একটি জিন অপর জিনের প্রকাশে বাধা দেয়, তাকে বলে –
a) প্লিওট্রপি
b) মেন্ডেলের প্রকটতার সূত্র
b) পলিজিন
d) এপিস্ট্যাসিস
d) এপিস্ট্যাসিস
14. কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য, ওই জীবের সঙ্গে একই প্রজাতির হোমোলোগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের সংকরায়ণকে বলা হয় –
a) ব্যাক ক্রস
b) একসংকর জনন
c) টেস্ট ক্রস
d) দ্বিসংকর জনন
c) টেস্ট ক্রস
15. প্রদত্ত কোনটি ব্যাক ক্রস ? –
a) F1 × প্রকট
b) F1 × প্রচ্ছন্ন
c) F1 x F1
d) F1 × যে-কোনো জনিতৃ জনুর জীব
d) F1 × যে-কোনো জনিতৃ জনুর জীব
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
16. ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমিয়ার অঞ্চলে প্রোটিন নির্মিত যে পাতলা চাকতির মতো গঠন দেখা যায়, তাকে বলে –
a) স্যাটেলাইট
b) টেলোমিয়ার
c) কাইনেটোকোর
d) গৌণ খাঁজ
c) কাইনেটোকোর
17. বংশগতিতে কোনো ক্রোমোজোমে উপস্থিত জিনগুলি বংশপরম্পরায় জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারণের সময় একই ক্রোমোজোমে একসঙ্গে অবস্থান করার যে প্রবণতা দেখায়, তাকে বলা হয় –
a) ক্রসিংওভার
b) প্লিওট্রপি
c) এপিস্ট্যাসিস
d) লিংকেজ
d) লিংকেজ
18. লিংকড্ জিন হল –
a) একই ক্রোমোজোমে অবস্থিত জিন যারা একসঙ্গে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়
b) যে-সকল জিন উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে
c) যে-সকল জিনের উপস্থিতির জন্য অন্য জিনের বহিঃপ্রকাশ বাধা পায়
d) কোনোটিই নয়
a) একই ক্রোমোজোমে অবস্থিত জিন যারা একসঙ্গে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়
19. স্তন্যপায়ী স্ত্রীদেহের কোশের নিউক্লিয়াসের পরিধি বরাবর যে অতি ঘনীভূত হেটারোক্রোমাটিন নির্মিত নিষ্ক্রিয় ‘X’ ক্রোমোজোম দেখা যায়, তাকে বলে –
a) বারবডি
b) বাইভ্যালেন্ট
c) টেট্রাড
c) অ্যালিল
a) বারবডি
20. একটি অটোজোমীয় (প্রচ্ছন্ন) বংশগত রোগের উদাহরণ হল –
a) বর্ণান্ধতা
b) হিমোফিলিয়া
c) থ্যালাসেমিয়া
d) সবকটি
c) থ্যালাসেমিয়া
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
21. যৌন সংযোজিত বংশানুক্রমিক রোগের একটি উদাহরণ হল –
a) সিকল সেল অ্যানিমিয়া
b) হিমোফিলিয়া
c) অ্যালবিনিজম
d) ফিনাইলকিটোনিউরিয়া
b) হিমোফিলিয়া
22. প্রদত্তগুলির মধ্যে কোটি ক্রিস-ক্রস উত্তরাধিকারের উদাহরণ ? –
a) হিমোফিলিয়া
b) থ্যালাসেমিয়া
c) বর্ণান্ধতা
d) a ও c উভয়েই
d) a ও c উভয়েই
23.মা বর্ণান্ধতার বাহক (xc+xc) ও বাবা স্বাভাবিক (xc+y) হলে –
a) সকল মেয়ে বাহক হবে
b) সকল মেয়ে স্বাভাবিক হবে
c) অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে
d) b ও c উভয়েই
d) b ও c উভয়েই
24. প্রদত্ত কোটি ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ? –
a) পুরুষদেহে 47, XY + 21 স্ত্রীদেহে – 47, XX + 21
b) পুরুষদেহে – 47, XX + 21, স্ত্রীদেহে 47, XY + 21
c) পুরুষদেহে – 47, XY + 23, স্ত্রীদেহে – 47, XX + 23
d) পুরুষদেহে – 46, XY + 22, স্ত্রীদেহে – 46,XX + 22
a) পুরুষদেহে 47, XY + 21 স্ত্রীদেহে – 47, XX + 21
25. প্রদত্ত কোনটি ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য বা লক্ষণ? –
a) খৰ্ব দেহ, ছোটো আকারের মস্তিষ্ক জড়বুদ্ধি সম্পন্ন
b) হাতের তালুতে সিমিয়ান ভাঁজ দেখা যায়
c) মুখ সবসময় হাঁ হয়ে থাকে, জিভ বাইরে বেরিয়ে থাকে, লালা নিঃসরণ হয়
d) সবকটি
d) সবকটি
26. ডাউন সিনড্রোমের কারণ হল –
a) 21 নং ক্রোমোজোমের ট্রাইসোমি
b) সেক্স ক্রোমোজোমের মনোসোমি
c) 18 নং ক্রোমোজোমের ট্রাইসোমি
d) 13 নং ক্রোমোজোমের ট্রাইসোমি
a) 21 নং ক্রোমোজোমের ট্রাইসোমি
27. প্রদত্ত কোটি টার্নার সিনড্রোমের কারণ? –
a) অটোজোমাল মনোজোমি (2n – 1)
b) সেক্স ক্রোমোজোমাল মনোজোমি ( 2n – 1)
c) সেক্স ক্রোমোজোমাল ট্রাইসোমি (2n + 1)
d) অটোজোমাল ট্রাইজোমি (2n + 1)
b) সেক্স ক্রোমোজোমাল মনোজোমি ( 2n – 1)
2৪. প্রদত্ত কোটি টার্নার সিনড্রোমের লক্ষণ? –
a) বৃদ্ধির হার কম, স্ত্রীদেহ আকারে ছোটোখাটো, হাত ও পায়ের আঙুলও ছোটো আকারের
b) বুদ্ধির বিকাশ দেরিতে হয়
c) বন্ধ্যা প্রকৃতির হয়, ডিম্বাশয় সুগঠিত নয়, স্তনগ্রন্থি বিকশিত হয় না এবং স্তনবৃত্ত দুটির দূরত্ব অনেক বেশি থাকে
d) সবকটি
d) সবকটি
29. টার্নার সিনড্রোমে কোন্ যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখা যায়? –
a) XYY
b) XXX
c) XY
d) XO
d) XO
30. ক্লাইনফেল্টার সিনড্রোমের কারণ হল –
a) সেক্স ক্রোমোজোমাল ট্রাইসোমি (2n + 1)
b) সেক্স ক্রোমোজোমাল মনোসোমি
c) 21 নং ক্রোমোজোমের ট্রাইসোমি
d) কোনোটিই নয়
a) সেক্স ক্রোমোজোমাল ট্রাইসোমি (2n + 1)
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
31. ক্লাইনফেল্টার সিনড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ হল –
a) 47, XXY
b) 45, X
c) 47, + 21
d) 46, XY
a) 47, XXY
32. প্রদত্ত কোন্ ক্ষেত্রে গাইন্যাকোম্যাসটিয়া দেখা যায়? –
a) ডাউন সিনড্রোম
b) ক্লাইনফেল্টার সিনড্রোম
c) টার্নার সিনড্রোম
d) সবকটি
d) সবকটি
33. ক্লাইনফেল্টার সিনড্রোমের লক্ষণটি শনাক্ত করো –
a) শুক্রাশয় অবিকশিত, ক্ষুদ্র, শুক্রাণু উৎপাদনে বা জননে অক্ষম
b) স্তনগ্রন্থি বিকশিত হয়, জড়বুদ্ধি সম্পন্ন হয়
c) দৃষ্টিশক্তি দুর্বল ও দেরিতে কথা বলতে শেখে
d) সবকটি
d) সবকটি
34. এক সংকর জননের পরীক্ষায় F2 জনুতে 1 : 2 : 1 ফিনোটাইপিক অনুপাত নীচের কোটির উপস্থিতি প্রমাণ করে? –
a) অসম্পূর্ণ প্রকটতা
b) বহু অ্যালিল
c) প্লিওট্রপি
d) এগুলোর কোনোটিই নয়
a) অসম্পূর্ণ প্রকটতা
35. প্রদত্ত কোন্ ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই হয় ? –
a) সম্পূর্ণ প্রকটতা
b) অসম্পূর্ণ প্রকটতা
c) অতিরিক্ত প্রকটতা
d) এপিস্ট্যাসিস
b) অসম্পূর্ণ প্রকটতা
36. কোনো জীবের ফিনোটাইপে প্রচ্ছন্ন অ্যালিলের প্রকাশ ঘটে –
a) কেবলমাত্র হেটারোজাইগাস অবস্থায়
b) কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায়
c) F3 জনুতে
d) হেটারোজাইগাস ও হোমোজাইগাস উভয় অবস্থাতেই
b) কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায়
37. সেন্ট্রোমিয়ারের কাজ হল –
a) নিউক্লিওলাস পুনর্গঠন
b) দুটি ক্রোমোজোমকে প্রান্তীয়ভাবে জুড়ে যেতে বাধাপ্রদান
c) কোশ বিভাজনের সময় ক্রোমাটিডকে বেমতত্তুর সঙ্গে যুক্ত করা
d) অপত্য ক্রোমোজোম সৃষ্টি
c) কোশ বিভাজনের সময় ক্রোমাটিডকে বেমতত্তুর সঙ্গে যুক্ত করা
38. মিয়োসিস কোশ বিভাজন পদ্ধতিতে দুটি সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে বলা হয় –
a) লিংকেজ
b) ক্রসিংওভার
c) রিকম্বিনেশন
d) ক্রোমোজোম ম্যাপিং
b) ক্রসিংওভার
39. পুরুষ মৌমাছি হল –
a) হ্যাপ্লয়েড
b) ডিপ্লয়েড
c) ট্রিপ্লয়েড
d) টেট্রাপ্লয়েড
a) হ্যাপ্লয়েড
40. এক দম্পতির 3টি সন্তান মেয়ে হলে, চতুর্থ সন্তানটি পুরুষ হবার সম্ভাবনা কত? —
a) 25%
b) 50%
c) 75%
d) 100%
b) 50%
41. কোনো দম্পতির দুজনেই থ্যালসেমিয়ার বাহক। থ্যালাসেমিয়া একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। এদের সন্তানদের মধ্যে কত শতাংশ আক্রান্ত হবে? –
a) 25%
b) 100%
c) সকলেই সুস্থ হবে
d) 50%
a) 25%
42. মা হিমোফিলিয়া রোগের বাহক (xh+xh) ও বাবা স্বাভাবিক (xh+y) হলে –
a) সকল মেয়ে বাহক হবে
b) সকল মেয়ে স্বাভাবিক হবে,
c) অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে হিমোফিলিয়া আক্রান্ত হবে
d) b ও c উভয়েই
d) b ও c উভয়েই
43. যদি একজন বর্ণান্ধ পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করেন, তবে তাদের সন্তানদের শতকরা কতজন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে? –
a) 0%
b) 25%
c) 50%
d) 100%
a) 0%
44. হিমোফিলিয়ার জন্য দায়ী জিন –
a) Y ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির
b) X ক্রোমোজোম বাহিত প্রকট প্রকৃতির
c) Y ক্রোমোজোম বাহিত প্রকট প্রকৃতির
d) X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির
d) X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির
45. মহিলারা হিমোফিলিয়ায় কম আক্রান্ত হয়, কারণ –
a) এটি প্রচ্ছন্ন জিনঘটিত রোগ
b) মহিলাদের দেহে হোমোজাইগাস অবস্থায় এই রোগ সৃষ্টি হয়
c) এদের দেহে একটিমাত্র X ক্রোমোজোম উপস্থিত
d) এরা এই রোগের ক্ষেত্রে অধিক প্রচ্ছন্ন
b) মহিলাদের দেহে হোমোজাইগাস অবস্থায় এই রোগ সৃষ্টি হয়
46. ডাউন সিনড্রোমযুক্ত ব্যক্তির প্রত্যেক দেহকোশে ক্রোমোজোম সংখ্যা কত? —
a) 45
b) 47
c) 48
d) 44
b) 47
47. টেস্ট ব্রুসের গুরুত্ব হল ব্যবহৃত হয় –
a) জীবের জিনোটাইপ নির্ণয় করা যায়
b) জীবের চারিত্রিক বিশুদ্ধতা জানা যায়
c) জীবের লিংকেজ নির্ধারণে
d) সবকটি
d) সবকটি
48. মাল্টিপল জিন হল এমন একটি জিন, যা –
a) একটি চরিত্র নির্ধারণ করে
b) একাধিক চরিত্র নির্ধারণ করে
c) অপর কোনো জিনের প্রভাবকে অবদমিত করে
d) প্রকাশ পাওয়ার জন্য একটি জিনের ওপর নির্ভর করে
a) একটি চরিত্র নির্ধারণ করে
49. দুটি হেটেরোজাইগাস জীবের মধ্যে ক্রস করলে কতগুলি হোমোজাইগাস জীব উৎপন্ন হয়? –
a) 2
b) 4
c) 6
d) 8
a) 2
50. দ্বিসংকর জননের ক্ষেত্রে, 9:3 : 3 : 1 অনুপাতটি বোঝায় –
a) দুটি জিনের অ্যালিলগুলি পরস্পরের সঙ্গে সমন্বয়সাধন করে
b) এটি হল একপ্রকার মাল্টিজেনিক বা পলিজেনিক উত্তরাধিকার
c) এটি একটি মাল্টিপল অ্যালিলিজমের ঘটনা
d) দুটি জিনের অ্যালিলগুলি স্বাধীনভাবে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়
d) দুটি জিনের অ্যালিলগুলি স্বাধীনভাবে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়
51. IAIB জিনোটাইপযুক্ত এক ব্যক্তির রক্তশ্রেণি হল AB এর কারণ হল –
a) প্লিওট্রপি
b) সহপ্রকটতা
c) বিচ্ছিন্নতা (Segregation)
d) অসম্পূর্ণ প্রকটতা
b) সহপ্রকটতা
52. নীচের পার্থক্যটি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো –
ইউক্রোমাটিন | হেটারোক্রোমাটিন |
(i) ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের সূত্রাকার,অকুন্ডলীকৃত হালকা রং-এ রঞ্জিত অংশ | ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের ঘনীভূত, গাঢ় রং-এ রঞ্জিত |
(ii) কোশ বিভাজন দশায় ক্রোমোজোমের অতিকুণ্ডলীকৃত, প্যাচানো, স্থূল ও ঘনীভূত হালকা রং-এ রঞ্জিত অংশ | কোশ বিভাজন দশায় তুলনামূলকভাবে কম প্যাচানো গাঢ় রং-এ রঞ্জিত অংশ |
(iii) নিষ্ক্রিয় জিন ধারণ করে, ক্রসিংওভার ঘটে না, ক্রোমোজোমের ৪০% অংশ গঠন করে | সক্রিয় জিন ধারণ করে, ক্রসিংওভার ঘটে, ক্রোমোজোমের 20% অংশ গঠন করে |
a) i, ii সঠিক
b) শুধুমাত্র (i) সঠিক
c) শুধুমাত্র (ii) সঠিক
d) সবকটি সঠিক
b) শুধুমাত্র (i) সঠিক
53. SRY জিন _________ উৎপন্ন করে যা ভ্রূণের দেহে গোনাডকে শুক্রাশয়ে পারণত করে এবং পুংলিঙ্গ নির্ধারণ করে –
a) TDF (Testis Determining Factor)
b) AMH (Anti Mullerian Hormone)
c) DSS জিন
d) MPG (Male Pathway Gene)
a) TDF (Testis Determining Factor)
54. স্বাভাবিক স্ত্রী দেহে (XX) বারবডির সংখ্যা কত? –
a) 1
b) 2
c) 0
d) 3
a) 1
55. মেন্ডেল তত্ত্বে লিংকেজ দেখা যায়নি, তার কারণ হল –
a) মিউটেশন
b) স্বাধীন সঞ্চারণ
c) সাইন্যাপসিস
d) রুলিংওভার
b) স্বাধীন সঞ্চারণ
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
56. বিবৃতি-1 : যে প্রকার লিংকেজে ক্রোমোজোমে উপস্থিত জিন বংশপরম্পরায় কখনই পৃথক হয় না, সবসময় একত্রে অবস্থান করে, তাকে সম্পূর্ণ লিংকেজ বলে ।
বিবৃতি-II : যে প্রকার লিংকেজে ক্রোমোজোমে উপস্থিত জিন বংশপরম্পরায় কখনো কখনো পরস্পর থেকে পৃথক হয়ে যাওয়ার প্রবণতা দেখায়, তাকে অসম্পূর্ণ লিংকেজ বলে ।
a) বিবৃতি-1 ও বিবৃতি-II উভয়ই ভুল
b) বিবৃতি-I সঠিক কিন্তু বিবৃতি-II ভুল
c) বিবৃতি- ভুল কিন্তু বিবৃতি-II সঠিক
d) বিবৃতি -I ও বিবৃতি-II উভয়ই সঠিক
d) বিবৃতি -I ও বিবৃতি-II উভয়ই সঠিক
57. প্রদত্ত কোনটি অপত্যদের মধ্যে প্রকরণ সৃষ্টি করে না ? –
a) জিনের স্বাধীন সঞ্চারণ
b) ক্রসিংওভার
c) লিংকেজ
d) মিউটেশন
c) লিংকেজ
58. ক্রোমোজোমের ওপর জিনের Map Distance নির্ণয় করতে গেলে যে বিষয়টি জানতে হবে, সেটি হল –
a) মিউট্যান্ট জিনের সংখ্যা
b) ক্রসিংওভারের শতাংশ
c) প্রতিটি জিনের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি
d) b ও c উভয়ই
d) b ও c উভয়ই
59. প্রদত্ত কোন্ অটোজোমাল (3 নং) প্রচ্ছন্ন জিনঘটিত রোগে টাইরোসিন ও ফিনাইল অ্যালানিন নামক অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় ত্রুটির জন্য অ্যালক্যাপটোন নামক বিষ মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়? –
a) অ্যালক্যাপটোনিউরিয়া
b) ডাউন সিনড্রোম
c) ফিনাইল কিটোনিউরিয়া
d) b ও c উভয়েই
a) অ্যালক্যাপটোনিউরিয়া
60. প্রদত্ত কোন্ জিনগত রোগে মিউটেশনের ফলে ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড থেকে টাইরোসিন উৎপন্ন হয় না এবং রক্তে ফিনাইল অ্যালানিন সঞ্জিত হয়ে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে?-
a) সিকল সেল অ্যানিমিয়া
b) কুলির অ্যানিমিয়া
c) থ্যালাসেমিয়া
d) ফিনাইলকিটোনিউরিয়া
d) ফিনাইলকিটোনিউরিয়া
61. একজন বর্ণান্ধ পুরুষ একজন বর্ণান্ধতার বাহক মহিলাকে বিবাহ করলে, তাদের পুত্রসন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা? –
a) 50%
b) 100%
c) 25%
d) 75%
a) 50%
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
62. যদি কোনো জিনগত রোগ কোনো বাহ্যিকভাবে স্বাভাবিক কিন্তু বাহক মহিলার থেকে পরবর্তী জনুর শুধুমাত্র কিছু পুত্রসন্তানের দেহে স্থানান্তরিত হয়, তবে রোগটি হতে পারে –
a) অটোজোমাল প্রকটধর্মী
b) অটোজোমাল প্রচ্ছন্নধর্মী
c) লিঙ্গ সংযোজিত প্রকটধর্মী
d) লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্নধর্মী
d) লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্নধর্মী
[বংশগতি ও বিভেদের মূলনীতি] WB HS Biology Chapter 4 MCQ for Semester 3 Class 12||উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন ||বংশগতি ও বিভেদের মূলনীতি অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
63. স্বাভাবিক পিতা-মাতার বর্ণান্ধ সন্তানটি হবে –
a) পুত্র
b) কন্যা
c) পুত্র অথবা কন্যা
d) অনুমান করা সম্ভব নয়
a) পুত্র
64. নীচের কোন্ তথ্যটি সঠিক নয়? –
a) মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে ফিনোটাইপগত অনুপাত 9 : 3 : 3 : 1
b) অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপগত অনুপাত 1 : 2 : 1
c) মেন্ডেলের একসংকর জননে F2 জনুতে ফিনোটাইপগত অনুপাত 1 : 2 : 1
d) মেন্ডেলের একসংকর জননে F2 জনুতে জিনোটাইপগত অনুপাত 1 : 2 : 1
c) মেন্ডেলের একসংকর জননে F2 জনুতে ফিনোটাইপগত অনুপাত 1 : 2 : 1
65. AaBB × aaBB এই ক্রসটিতে এই ক্রসটিতে F1 জনুতে প্রাপ্য অপত্যদের জিনোটাইপিক অনুপাত কত হবে? –
a) 1 AaBB : 1 aaBB
b) 1 AaBB : 3 aaBB
c) 3 AaBB : 1 aaBB
d) 3 AaBB : 2 aaBB
a) 1 AaBB : 1 aaBB
66. একটি লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরায়ণে যদি অপত্য জনুতে 50% লম্বা ও 50% বেঁটে মটর গাছ জন্মগ্রহণ করে, তবে জনিতৃ জনুর লম্বা গাছটির জিনোটাইপ কী ছিল ? –
a) Tt
b) TT
c) Tt অথবা TT
d) কোনোটিই নয়
a) Tt
67. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(a) মেন্ডেলীয় দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন উভয় জিনেই হোমোজাইগাস প্রকট অপত্য সংখ্যা | (i) 4/16 |
(b) মেন্ডেলীয় দ্বিসংকর জননে F, জনুতে উৎপন্ন যে-কোনো একটি বৈশিষ্ট্যের জন্য হোমোজাইগাস প্রচ্ছন্ন অপত্য সংখ্যা | (ii) 1/16 |
(c) মেন্ডেলীয় দ্বিসংকর জননে F, জনুতে উৎপন্ন বিশুদ্ধ হোমোজাইগাস অপত্য সংখ্যা | (iii) 6/16 |
(d) মেন্ডেলীয় দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন উভয় লোকাসেই হেটেরোজাইগাস অপত্য সংখ্যা | (iv) 2/16 |
a) a- ii, b – iii, c – iv, d-i
b) a-i, b – ii, c – iii, d- iv
c) a – iv, b – iii, c – ii, d-i
d) a-ii, b – iii, c – 1, d-iv
a) a- ii, b – iii, c – iv, d-i
68. বিবৃতি (A) : টেস্ট ব্রুসের সাহায্যে কোনো জীবের ফিনোটাইপ নির্ধারণ করা হয় ।
কারণ (R) : একসংকর জননের টেস্ট ক্রসের ক্ষেত্রে F2 জনুতে একটি অজ্ঞাত জীবের জিনোটাইপের থেকে একটি বা দুটি ফিনোটাইপের উৎপত্তি হয়
a) A ও R দুটোই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা দেয়
b) A ও R দুটোই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা দেয় না
d) A সঠিক কিন্তু R ভুল,
d) A ও R উভয়ই মিথ্যা
d) A ও R উভয়ই মিথ্যা
69. মানুষের কোন্ রক্তের গ্রুপে ফিনোটাইপ ও জিনোটাইপ একই হয় ?
a) A,O
b) B
c) AB, O
d) AB, A, B
a) A,O
70. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, কোন্ অনুপাতটি মেন্ডেলের একসংকর জননের থেকে পৃথক হয় না ? –
a) জিনোটাইপিক অনুপাত
b) ফিনোটাইপিক অনুপাত
c) A ও B উভয়ই
d) A অথবা B
a) জিনোটাইপিক অনুপাত
71. এক ব্যক্তি একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে । তার রক্তের শ্রেণি জানা নেই এবং তা পরীক্ষা করার সময়ও নেই । চিকিৎসা দ্রুত করতে প্রদত্ত কোন্ রক্ত তাকে দেওয়া সম্ভব? –
a) O Rh+
b) O Rh–
c) AB Rh+
d) AB Rh–
b) O Rh–
[বংশগতি ও বিভেদের মূলনীতি] WB HS Biology Chapter 4 MCQ for Semester 3 Class 12||উচ্চমাধ্যমিক জীববিদ্যা সেমিস্টার-3 সাজেশন ||বংশগতি ও বিভেদের মূলনীতি অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
72. বলবিয়ানি রিং কোথায় দেখা যায়? –
a) পলিটিন ক্রোমোজোমে
b) ল্যাম্পরাশ ক্রোমোজোমে
c) মানব অটোজোমে
d) মানব অ্যালোজোমে
a) পলিটিন ক্রোমোজোমে
73. বিবৃতি-I: জিন হল DNA-এর কার্যকরী অংশ
বিবৃতি-II : জিনের প্রধান কাজ হল জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ ও বংশপরম্পরায় তা সঞ্চারণ এবং নির্দিষ্ট পলিপেপটাইড সংশ্লেষ
বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো –
a) বিবৃতি – I ও বিবৃতি-II উভয়ই ভুল,
b) বিবৃতি – I সঠিক কিন্তু বিবৃতি-II ভুল
c) বিবৃতি-I ভুল কিন্তু বিবৃতি-II সঠিক
d) বিবৃতি-I ও বিবৃতি- II উভয়ই সঠিক
d) বিবৃতি-I ও বিবৃতি- II উভয়ই সঠিক
74. ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান নির্ণয় পদ্ধতিকে বলা হয় –
a) লিংকেজ
b) জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিং
c) রিকম্বিনেশন
d) লিংকড্ জিন
b) জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিং
75. সিকল সেল অ্যানিমিয়া সংক্রান্ত প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক? (I) এটি একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, যাতে হিমোগ্লোবিনের গঠন ত্রুটিযুক্ত হয় এবং লোহিত রক্তকণিকা লম্বাটে কাস্তে আকৃতির হয়, (II) হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনের গঠন নির্দেশকারী জিনের একটি নিউক্লিওটাইডে মিউটেশনের ফলে এই রোগ হয়, (III) RBC বেশি পরিমাণে রক্ত পরিবহণ করে এবং ম্যালেরিয়া রোগ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় –
a) I ও III সঠিক
b) I ও II সঠিক
c) II ও III সঠিক
d) III সঠিক
b) I ও II সঠিক
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
76. একজন স্বাভাবিক মহিলা যার পিতা বর্ণান্ধ ছিলেন, একজন বর্ণান্ধ ব্যক্তিকে বিবাহ করেন । তাদের কন্যাসন্তানদের বর্ণান্ধ হবার সম্ভাবনা কীরূপ? –
a) 0/1
b) 1/2
c) 1/4
d) সকল কন্যাসন্তান বর্ণান্ধ হবে
b) 1/2
77. একজন সুস্থ (হোমোজাইগাস) মহিলার সঙ্গে একজন হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষের বিবাহ হলে, কত শতাংশ সন্তান উক্ত রোগ সম্পন্ন হবে ? –
a) 0%
b) 25%
c) 100%
d) 50%
a) 0%
78. হিমোফিলিয়া – B রোগে, যার অপর নাম ______a______ X ক্রোমোজোমের মিউটেশনের ফলে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় ফ্যাক্টর ____b___ তৈরি হয় না ।
a) a – কুলির অ্যানিমিয়া b – VIII
b) a- খ্রিস্টমাস ডিজিজ, b – IX
c) a – ক্ল্যাসিকাল হিমোফিলিয়া, b – VIII
d) a – রয়্যাল ডিজিজ, b – VII
b) a- খ্রিস্টমাস ডিজিজ, b – IX
79. যে ব্যক্তি পেডিগ্রি চার্ট প্রস্তুত করেন, তিনি হলেন –
a) সাইকোলজিস্ট
b) জেনেটিক কাউন্সেলর
c) প্যাথোলজিস্ট
d) নিউরোলজিস্ট
b) জেনেটিক কাউন্সেলর
80. পেডিগ্রি বিশ্লেষণের ক্ষেত্রে, যে ব্যক্তির দেহে প্রথম কোনো জিনগত রোগের বিষয়ে জানা যায়, তাকে বলা হয় –
a) প্রাপোজিটাস বা প্রোব্যান্ড
b) প্রোজেনি
c) প্রচ্ছন্ন
d) প্রকট
a) প্রাপোজিটাস বা প্রোব্যান্ড
Important Links
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।