[সপুস্পক উদ্ভিদের যৌন জনন ] WB HS Class 12 Biology MCQ for Semester 3

[সপুস্পক উদ্ভিদের যৌন জনন ] WB HS Class 12 Biology MCQ for Semester 3|| WB HS Class 12 Semester 3 Biology Suggestion || জীববিদ্যা ক্লাস 12 সপুস্পক উদ্ভিদের যৌন জনন অধ্যায়ের সাজেশন – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর (WBCHSE Class 12) ছাত্রছাত্রীদের জন্য আমাদের তরফ থেকে নিয়ে আসা হল জীববিদ্যাসপুস্পক উদ্ভিদের যৌন জনন -এর MCQ প্রশ্ন উত্তর। নতুন পাঠ্যক্রম অনুসারে এই অধ্যায়টি বায়োলজির তৃতীয় সেমিস্টার (3rd Semester)-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি এই প্রসঙ্গটি বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে ।

আমাদের এই প্রশ্ন উত্তর গুলো তোমাদের ভালো লাগলে শেয়ার করতে ভুলোনা । একটি প্রশ্নের মান 1 ধরে সবাই দেখে নাও মক টেস্টে (Mock Test) কে কত পেলে এবং কমেন্টের মাধ্যমে জানাও ।

[সপুস্পক উদ্ভিদের যৌন জনন ] WB HS Class 12 Biology MCQ for Semester 3

১। পরাগরেণুর বহিঃস্তর বা এক্সাইন গঠনকারী কঠিন রাসায়নিক পদার্থ হল _______________ ।

ক) পোলেন কিট

খ) স্পোরানজিয়েট

গ) স্পোরোপোলেনি

ঘ) সাইনারজিডস্

গ) স্পোরোপোলেনি

২. ডিম্বকের ভ্রূণপোষক (Nucellus )টি হল –

ক) হ্যাপ্লয়েড

খ) ডিপ্লয়েড

গ) ট্রিপ্লয়েড

ঘ) পলিপ্লয়েড

খ) ডিপ্লয়েড

৩. গর্ভযন্ত্র (Egg Apparatus) গঠিত হয় –  

ক) ডিম্বক এবং প্রতিপাদ কোশ নিয়ে

খ) মেরু নিউক্লিয়াই নিয়ে

গ) ডিম্বাণু এবং সহকারী কোশ (Synergids) নিয়ে

ঘ) ডিম্বক নিয়ে

গ) ডিম্বাণু এবং সহকারী কোশ (Synergids) নিয়ে

৩. জেনোগ্যামি হল –

ক) ভিন্ন প্রজাতির দুটি উদ্ভিদের মধ্যে পরাগযোগ

খ) একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগযোগ

গ) একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ

 ঘ) উভলিঙ্গ ফুলে ঘটা পরাগযোগ

খ) একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগযোগ

৪. একই গাছের দুটি ভিন্ন ফুলে ঘটা পরাগযোগকে বলা হয় –

ক) জেনোগ্যামি

খ) অটোগ্যামি

গ) গেইটোনোগ্যামি

ঘ) পোরোগ্যামি

গ) গেইটোনোগ্যামি

৫. প্রদত্ত কোটি স্বপরাগযোগের সুবিধা হিসেবে বিবেচিত হয় ? –

ক) এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়

খ) এই প্রক্রিয়ায় কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না

গ) এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না

ঘ) উক্ত সবকটি

ঘ) উক্ত সবকটি

৬. প্রদত্ত কোটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? –

ক) প্রোট্যানড্রি

খ) প্রোটোগাইনি

গ) হার্কোগ্যামি,

ঘ) ক্লিস্টোগ্যামি

ঘ) ক্লিস্টোগ্যামি

7. প্রদত্ত কোটি ইতর পরাগযোগের সুবিধা ? –

ক) নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি, যা মাতৃ উদ্ভিদের তুলনায় অধিক জীবনীশক্তি ও অভিযোজন ক্ষমতাযুক্ত হয়,

খ) অধিক রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন উন্নত প্রজাতির উদ্ভিদ সৃষ্টি হয়,

গ) বীজের অঙ্কুরোদ্‌গম-এর হার বেশি হওয়ায় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে,

 ঘ) সবকটি

 ঘ) সবকটি

৮. একটি আদর্শ ফুলে পুংস্তবক, স্ত্রীস্তবকের আগে পরিণত হলে, তাকে বলা হয় –

ক) প্রোটোগাইনি,

খ) ক্লিস্টোগ্যামি,  

গ) প্রোট্যানড্রি,

ঘ) ডাইক্লিন

গ) প্রোট্যানড্রি,

৯. উভলিঙ্গ ফুলে জনন স্তবক দুটি একই সঙ্গে পরিণত হলেও গঠনগত প্রতিবন্ধকতার জন্য স্বপরাগযোগ বাধা পায় ও ইতর পরাগযোগ ঘটে একে বলা হয় –

ক) ক্লিস্টোগ্যামি,

খ) অ্যাপোগ্যামি,

গ) হাৰ্কোগ্যামি,

ঘ) ডাইকোগ্যামি

গ) হাৰ্কোগ্যামি

১০. প্রদত্ত কোটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? –

ক) ফুল বড়ো, উজ্জ্বল বর্ণযুক্ত, গন্ধযুক্ত হয়,

খ) পরাগরেণু হালকা, ক্ষুদ্ৰ, মসৃণ, শুষ্ক প্রকৃতির হয়,

গ) গর্ভমুণ্ড রোমশ, আঠালো হয়,

ঘ) বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে

ক) ফুল বড়ো, উজ্জ্বল বর্ণযুক্ত, গন্ধযুক্ত হয়

১১. প্রদত্ত কোনটি পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য ?

ক) ফুলগুলি বড়ো, উজ্জ্বল বর্ণযুক্ত, গন্ধযুক্ত এবং আকর্ষণীয়,

খ) পরাগরেণু কণ্টকযুক্ত, আঠালো, ভারী,

গ) ফুলে মকর উপস্থিত,

 ঘ) সবকটি

 ঘ) সবকটি

১২. পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণুর এক্সাইন স্তর যে হলুদ রঙের সান্দ্র, আঠালো ও তৈলাক্ত আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে বলে –

ক) স্পোরোপোলেনিন,

খ) পালেন কিট,

গ) ট্যাপেটাম,

ঘ) নিউসেলাস

খ) পালেন কিট

১৩. গুপ্তবীজী উদ্ভিদের নিষেকের সময় পরাগনালি ডিম্বক মূলের মধ্য দিয়ে ভ্রুণথলিতে প্রবেশ করলে, তাকে বলে –

ক) মেসোগ্যামি,

খ) পোরোগ্যামি,

গ) চ্যালাজোগ্যামি,

ঘ) আইসোগ্যামি

গ) চ্যালাজোগ্যামি

১৪. পরাগনালির অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলির মধ্যে প্রবেশ করলে, তাকে বলা হয় –

ক) চ্যালাজোগ্যামি,

খ) পোরোগ্যামি

গ) মেসোগ্যামি,

ঘ) অটোগ্যামি

খ) পোরোগ্যামি

১৫. একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা 38। এই উদ্ভিদের সস্য কোশের ক্রোমোজোম সংখ্যা কত? –

ক) 38,

খ) 19,

গ) 57,

ঘ) 76

গ) 57

১৬. কোনো গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা 24 হলে, তার সস্য কোশের ক্রোমোজোম সংখ্যা কত হবে? –

ক) 24,

খ) 12,

গ) 18,

ঘ) 36

ঘ) 36

১৭. মিয়োসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে –

ক) অ্যাপোগ্যামি

খ) অ্যাপোস্পোরি

গ) পার্থেনোকার্পি

ঘ) পার্থেনোজেনেসিস

খ) অ্যাপোস্পোরি

১৮. যে পদ্ধতিতে একটি বীজে একাধিক ভ্রূণ গঠিত হয়, তাকে বলে –

ক) পার্থেনোকার্পি

খ) বহুভ্রূণতা

গ) অ্যাপোমিক্সি

ঘ) পার্থেনোজেনেসিস

খ) বহুভ্রূণতা

১৯. বহুভূণতা দেখা যায় –

ক) আনারসে

খ) খেজুরে

গ) নারিকেলে

ঘ) লেবুজাতীয় ফলে

ঘ) লেবুজাতীয় ফলে

২০. গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয়ের অনিষিক্ত ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হয় –

ক) বহুভ্রূণতা

খ) অ্যাপোমিক্সিস

গ) অ্যাম্ফিমিক্সিস

ঘ) পার্থেনোকার্পি

ঘ) পার্থেনোকার্পি

২১. প্রদত্ত কোটি বীজ গঠনের তাৎপর্য ? –

ক) বংশবিস্তার ও প্রকরণের সহায়ক

খ) উদ্ভিদ বিস্তার

গ) খাদ্য সঞ্চিত রাখে

ঘ) সবকটি

ঘ) সবকটি

২২. সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত পরাগরেণুর অবিচ্ছিন্ন, পাতলা স্তরকে বলা হয় –  

ক) ইনটাইন

 খ) এক্সাইন

গ) রেণুরন্ধ্র ( Germ Pore)

ঘ) কোনোটিই নয়

ক) ইনটাইন

২৩. মেগাস্পোরাঞ্জিয়ামের অন্তত্বকে অবস্থিত সঞ্চিত খাদ্যসমৃদ্ধ কোশ সমষ্টিকে বলা হয় –

ক) ডিম্বক (Ovule)

খ) ভ্রুনপোষক কলা (Nucellus)

গ) স্পোরোজেনাস কোশ,

ঘ) কোনোটিই নয়

খ) ভ্রুনপোষক কলা (Nucellus)

২৪. সুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ গঠনের সঠিক ক্রম কোনটি ? –

ক) ভ্রূণপোষক – স্ত্রীরেনু টেট্রাড – স্ত্রীলিঙ্গাধর মাতৃকোশ – স্ত্রীরেনু- উদ্ভিদ,-স্ত্রীলিঙ্গাধর উদ্ভিদ,

খ) স্ত্রীরেনু টেট্রাড – ভ্রূণপোষক – মাতৃরেণুকোশ – স্ত্রীরেনু – স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ,

গ) ভ্রূণপোষক – স্ত্রীরেনুমাতৃকোশ- স্ত্রীরেনু টেট্রাড- স্ত্রীরেণু – স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ

ঘ) স্ত্রীরেণু মাতৃকোশ- স্ত্রীরেণুটেট্রাড- ভ্রূণপোষক- স্ত্রীলিঙ্গাধর উদ্ভিদ

গ) ভ্রূণপোষক – স্ত্রীরেনুমাতৃকোশ- স্ত্রীরেনু টেট্রাড- স্ত্রীরেণু – স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ

২৫. অটোগ্যামি বলতে বোঝায় –

 ক) এক ফুল থেকে পরাগরেণু অপর ফুলে স্থানা,

খ) একই ফুলের পরাগরেণু এই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর

গ) ক ও খ উভয়ই,

ঘ) কোনোটিই নয়

খ) একই ফুলের পরাগরেণু এই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর

২৬. নীচের পার্থক্যগুলি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো –

অ্যালোগ্যামিজেনোগ্যামি
(i) পরাগরেণু একই গাছের ভিন্ন ফুলে বা ভিন্ন গাছের ভিন্ন ফুলে স্থানান্তরিত হয় ।ভিন্ন গাছের ভিন্ন ফুলে পরাগরেনু স্থানান্তরিত হয় ।
(ii) অ্যালোগ্যামি দ্বারা জেনোগ্যামি (ইতর পরাগযোগ) এবং | গেইটোনোগ্যামি (স্বপরাগযোগ) উভয়ই নির্দেশিত হয় ৷জেনোগ্যামি বলতে কেবলমাত্র ইতর পরাগযোগকেই বোঝায়
(iii) উদাহরণ কুমড়োউদাহরণ – আম

ক) সবকটি সঠিক

খ) i ও ii সঠিক,

গ) ii ও iii সঠিক,

ঘ) শুধুমাত্র i সঠিক

ক) সবকটি সঠিক

২৭. প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোটি ভুল ? –

 ক) ইতর পরাগযোগের তুলনায় স্বপরাগযোগের সফলতা অনেক বেশি,

খ) স্বপরাগযোগ  বাহক নির্ভরশীল প্রক্রিয়া নয়,

গ) ইতর পরাগযোগে বংশধরদের বিশুদ্ধতা বজায় থাকে না,  

ঘ) ইতর পরাগযোগের তুলনায় স্বপরাগযোগে বংশধরদের অভিযোজন ক্ষমতা বেশি

ঘ) ইতর পরাগযোগের তুলনায় স্বপরাগযোগে বংশধরদের অভিযোজন ক্ষমতা বেশি

২৮. উভলিঙ্গ ফুলে স্ত্রীস্তবক পুংস্তবকের আগে পরিণত হলে, তাকে বলে –

ক) প্রোটোগাইনি

খ) প্রোট্যানড্রি,

গ) ডাইক্লিনি,

ঘ) হার্কোগ্যামি

ক) প্রোটোগাইনি

২৯. ম্যালাকোফিলি হল –

ক) শামুক দ্বারা পরাগসংযোগ

খ) বাদুড় দ্বারা পরাগসংযোগ,

গ) পিঁপড়ে দ্বারা পরাগসংযোগ,

ঘ) মৌমাছি দ্বারা পরাগসংযোগ

ক) শামুক দ্বারা পরাগসংযোগ

৩০. প্রদত্ত কোন্‌টি পক্ষীপরাগী ফুলের বৈশিষ্ট্য ? –

 ক) ফুলগুলি আকারে বড়ো, উজ্জ্বল-বর্ণযুক্ত, গন্ধহীন,

খ) মকরন্দ উপস্থিত,

(ঘ )ফুলের স্তবক দৃঢ় ও চামড়ার মতো পুরু হয়,

গ) সবকটি

গ) সবকটি

৩১. গুপ্তবীজী উদ্ভিদে হ্যাপ্লয়েড (n) পুংগ্যামেট ও ডিপ্লয়েড (2n) নির্ণীত নিউক্লিয়াসের মিলনকে বলে –

ক) অঙ্গজ নিষেক (Triple Fusion)

খ) এমব্রায়োজেনেসিস,  

গ) পলিস্পোরি,

ঘ) চ্যাসমোগ্যামি

ক) অঙ্গজ নিষেক (Triple Fusion)

৩২. যে-সকল ফল ফুলের ডিম্বাশয় ও অন্যান্য আনুষঙ্গিক অংশ (যেমন- বৃতি, দলমণ্ডল, পুষ্পাক্ষ প্রভৃতি) থেকে উৎপত্তিলাভ করে, আনে

বলে –

 ক) প্রকৃত ফল

খ) অপ্রকৃত ফল,

গ) সরল ফল,

ঘ) গুচ্ছিত ফল

 ক) প্রকৃত ফল

৩৩. যে-সকল ফল শুধুমাত্র ফুলের ডিম্বাশয় থেকে উৎপত্তিলাভ করে এবং উদ্ভিদের অন্য কোনো স্তবক ফল গঠনে অংশ নেয় না তাকে বলে –

ক)প্রকৃত ফল

খ) অপ্রকৃত ফল,

গ) যৌগিক ফল,

ঘ) গুচ্ছিত ফল

ক)প্রকৃত ফল

৩৪. নিষেক পদ্ধতি ছাড়াই অঙ্গজ বা অযৌন পদ্ধতিতে রেণুধর বা লিঙ্গধর কোশ থেকে উৎপন্ন বীজকে বলা হয় –  

ক) পেরিস্পার্মিক বীজ

খ) অ্যাপোমিকটিক বীজ

গ) অ্যালবুমিনাস বীজ,

ঘ) একবীজপত্রী বীজে

খ) অ্যাপোমিকটিক বীজ

৩৫. চিত্র 1-এ a ও b দ্বারা চিহ্নিত অংশগুলির নাম হল –

[সপুস্পক উদ্ভিদের যৌন জনন ]
 WB HS Class 12 Biology MCQ for Semester 3

ক) a – পুংদণ্ড, b – পুষ্পাক্ষ

খ) a – গর্ভমুণ্ড, b – গর্ভাশয়

গ) a – গর্ভমুণ্ড, b – বৃতি

ঘ) a- গর্ভমুণ্ড, b – পুষ্পাক্ষ

ঘ) a- গর্ভমুণ্ড, b – পুষ্পাক্ষ

৩৬. প্রদত্ত সেটগুলির কোটি গর্ভকেশর চক্রের অন্তর্গত, তা নির্বাচন কর ।  

ক) গর্ভমুণ্ড (Stigma ), ডিম্বক (Ovule) ভ্রুণস্থলি, অমরা (Placenta)

খ) থ্যালামাস, গর্ভকেশর (Pistil),  গর্ভদণ্ড (Style)

গ) ডিম্বক, গর্ভাশয় (Ovary), ভূণস্থলি, ট্যাপেটাম

ঘ) ডিম্বক, পুংকেশর (Stamen), গর্ভাশয়, ভূণস্থলি

ক) গর্ভমুণ্ড (Stigma ), ডিম্বক (Ovule) ভ্রুণস্থলি, অমরা (Placenta)

৩৭. প্রদত্ত কোটি একটি আদর্শ পরাগথলিকে সুরক্ষা প্রদান করে ? –

i) এপিডারমিস

ii) এন্ডোথেসিয়াম

iii) ট্যাপেটাম

iv) মধ্যত্বক

ক) (i) ও (ii),

খ) (i) ও (iii),

গ) (i) ও (iv),

ঘ) (i), (ii) ও (iv)

ঘ) (i), (ii) ও (iv)

৩৮. চিত্র 2-এ a, b ও c দ্বারা চিহ্নিত অংশগুলির নাম হল –

ক) a- পরাগনালি, b – প্রতিপাদ কোশ, – সহকারী কোশ

খ) a – পরাগনালি, b – সহকারী কোশ, c – প্রতিপাদ কোশ,

গ) a – পরাগনালি, b – নির্ণীত নিউক্লিয়াস, c – ডিম্বাণু,

ঘ) a – পরাগনালি, b – ডিম্বাণু, c–নির্ণীত নিউক্লিয়াস

ক) a- পরাগনালি, b – প্রতিপাদ কোশ, – সহকারী কোশ

৩৯. প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক?

ক) রেণুধর কলা (Sporogenous tissue) হ্যাপ্লয়েড প্রকৃতির হয়,

খ) পরাগরেণুর বাইরের দৃঢ় বা শক্ত আবরণী স্তরটি হল ইনটাইন (Intine),

গ) ট্যাপেটাম বৃদ্ধিপ্রাপ্ত পরাগরেণুকে পুষ্টি সরবরাহ করে

ঘ) এন্ডোথেসিয়াম থেকে মাইক্রোস্পোর উৎপত্তিলাভ করে ।

গ) ট্যাপেটাম বৃদ্ধিপ্রাপ্ত পরাগরেণুকে পুষ্টি সরবরাহ করে

৪০. পরাগনালিকার শেষ প্রান্তে অবস্থিত নিউক্লিয়াস দুটি হল –

ক) একটি নালিকা নিউক্লিয়াস (Tube nucleus) ও একটি জনন নিউক্লিয়াস (Generative nucleus)

খ) শুক্রাণু ও ডিম্বাণু,  

গ) জনন নিউক্লিয়াস ও গর্ভমুণ্ড (Stigma),

ঘ) নালিকা নিউক্লিয়াস ও শুক্রাণু ।

ক) একটি নালিকা নিউক্লিয়াস (Tube nucleus) ও একটি জনন নিউক্লিয়াস (Generative nucleus)

৪১. সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর-এর প্রতি পরাগরেণু থেকে উৎপন্ন গ্যামেটের সংখ্যা –

ক) ৪টি,

খ) ১টি,

গ) ৩টি,

৪) ২টি

৪) ২টি

৪২. প্রদত্ত কোটি পরাগনালিকে সাইনারজিডস্-এ প্রবেশে সাহায্য করে? –

ক) প্রতিপাদ কোশ,

খ) ফিলিফর্ম অ্যাপারেটাস

গ) অবটুরেটর,

ঘ) মাইক্রোপাইল

খ) ফিলিফর্ম অ্যাপারেটাস

৪৩. ভ্রূণস্থলির ডিম্বকরন্দ্রের দিকে থাকা ডিম্বাণুর পাশের নিউক্লিয়াস দুটিকে বলে –

ক) সাইনারজিডস্ বা সহকারী কোশ

 খ) প্রতিপাদ কোশ,

গ) মেরু নিউক্লিয়াস,

ঘ) নির্ণীত নিউক্লিয়াস

ক) সাইনারজিডস্ বা সহকারী কোশ

৪৪. মাইক্রোপাইলের তাৎপর্য হল –

ক) এই ছিদ্র দ্বারা উদ্ভিদ ভ্ৰণস্থলিতে পুষ্টি প্রদান করে,  

খ) এই ছিদ্র দ্বারা বীজ জন ও অক্সিজেন গ্রহণ করে

গ) ভ্রূণের বৃদ্ধি পর্যবেক্ষণ করে,

ঘ) পরাগনালি এই ছিদ্র দ্বারা ডিম্বকে প্রবেশ করে ।

খ) এই ছিদ্র দ্বারা বীজ জন ও অক্সিজেন গ্রহণ করে

৪৫. একটি গর্ভপত্রে উপস্থিত 10 টি ডিম্বককে নিষিক্ত করতে কমপক্ষে কতগুলি পরাগরেণুর প্রয়োজন হয় ?

ক) ৫,

খ) ১০

গ) ১৫,

 ঘ) ২০

খ) ১০

৪৬. একটি ভিন্নবাসী উদ্ভিদ (Dioecious Plant) যে দুটিতে বাধা দেয়, তা হল –

ক) অটোগ্যামি ও জেনোগ্যামি,

খ) অটোগ্যামি ও গেইটোনোগ্যামি

গ) গেইটোনোগ্যামি ও জেনোগ্যামি,

ঘ) ক্লিস্টোগ্যামি ও জেনোগ্যামি ।

খ) অটোগ্যামি ও গেইটোনোগ্যামি

৪৭. উদ্ভিদের কোন্ অংশে নিষেক ঘটে? –  

ক) ভূণস্থলিতে

খ) পরাগধানীতে,

গ) ডিম্বকবৃত্তে,

ঘ) ট্যাপেটামে

ক) ভূণস্থলিতে

৪৮. নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস কীসে পরিণত হয়? –  

ক) বীজ,

খ) ফল,

গ) বীজপত্র,

ঘ) সস্য

ঘ) সস্য

৪৯. ভ্রুণথলির ডিম্বাণু ছাড়া অন্য কোনো কোশ থেকে সরাসরি ভ্রুণ প্রস্তুত হওয়াকে বলে—

ক) অ্যাপোস্পোরি,

খ)ডিপ্লোস্পোরি,

গ) অ্যাপোগ্যামি

ঘ) পার্থেনোজেনেসিস

গ) অ্যাপোগ্যামি

৫০. প্রদত্ত কোটি অ্যাপোমিক্সিসের গুরুত্ব নয় ?

ক) মাতৃ উদ্ভিদের সমবৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি,

খ) বংশানুক্রমে প্রজাতি বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে

গ) সে অপত্য উদ্ভিদের ফল বীজবিহীন হয়, যা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ

ঘ) সংকরায়ণের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি সুবিধাজনক

গ) সে অপত্য উদ্ভিদের ফল বীজবিহীন হয়, যা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ

৫১. বিবৃতি (A) : আপেল হল একটি অপ্রকৃত ফল ৷

কারণ (R) : আপেলের ক্ষেত্রে ডিম্বাশয়সহ সমগ্র পুষ্পাক্ষটি রূপান্তরিত হয়ে সমগ্র ফল গঠন করে

ক) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা দেয়

খ) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখা দেয় না,

গ) বিবৃতিটি সত্য কিন্তু কারণটি মিথ্যা,

ঘ) বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা

ক) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা দেয়

৫২. বিবৃতি (A) : প্রাণী দ্বারা বাহিত বীজের ফলত্বক সাধারণত কাঁটাযুক্ত হয়, যেমন চোরকাঁটার বীজ

কারণ (R) : পশুদের গায়ের লোমে ফলত্বকের কাঁটা সহজে আটকে যায় ও বীজের বিস্তারে সাহায্য করে

বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো

ক) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা দেয়

খ) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা দেয় না,

গ) A সঠিক কিন্তু R ভুল,

ঘ) A ভুল কিন্তু R সঠিক

ক) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা দেয়

৫৩. সঠিক জোড়টি নির্বাচন করো  –

ক) অ্যানিমোকোরি – বাতাসের মাধ্যমে বীজের বিচ্ছুরণ

খ) হাইড্রোকোরি – শামুকের মাধ্যমে বীজের বিচ্ছুরণ,

গ) জুকোরি – জলের মাধ্যমে বীজের বিচ্ছুরণ,

ঘ) অটোকোরি – পামির মাধ্যমে বীজের বিচ্ছুরণ ।

ক) অ্যানিমোকোরি – বাতাসের মাধ্যমে বীজের বিচ্ছুরণ

৫৪. প্রদত্ত কোটি Corn Cob-এর tassels? –

ক) গর্ভমুণ্ড ও গর্ভদণ্ড,

খ) রোম ও ট্রাইকোম,

গ) বাস্টতত্ত্ব ও জাইলেম তত্ত্ব,

ঘ) স্ক্লেরাইড তন্তু ও ফ্লোয়েম তন্তু

ঘ) স্ক্লেরাইড তন্তু ও ফ্লোয়েম তন্তু

৫৫. গুপ্তবীজী উদ্ভিদে পুংগ্যামেট গঠিত হয় –

 ক) দেহজ কোশের মাইটোটিক বিভাজন দ্বারা,

খ) রেণু মাতৃকোশের মিয়োটিক বিভাজন দ্বারা,

গ) দেহজ কোশের মিয়োটিক বিভাজন দ্বারা,

ঘ) জনন কোশের মাইটোটিক বিভাজন দ্বারা

ঘ) জনন কোশের মাইটোটিক বিভাজন দ্বারা

৫৬. ফুলের যে অংশ নিষেকের পরে পেরিকার্প গঠন করে, সেটি হল –

ক) বীজ বহিঃত্বক,

 খ) বীজ অন্তস্ত্বক

গ) ভ্ৰূণপোষক কলা,

ঘ) ডিম্বাশয় প্রাচীর

 খ) বীজ অন্তস্ত্বক

৫৭. মাইক্রোস্পোরাঞ্জিয়ামের সবচেয়ে বাইরের ও সবচেয়ে ভেতরের প্রাচীর হল যথাক্রমে –

ক) এন্ডোথেসিয়াম ও ট্যাপেটাম,

খ) এপিডারমিস ও এন্ডোডারমিসা

গ) এপিডারমিস ও ট্যাপেটাম

ঘ) এপিডারমিস ও মধাস্তের

গ) এপিডারমিস ও ট্যাপেটাম

৫৮. কোনো ফুলে, যদি একটি স্ত্রীরেণু মাতৃকোশ মিয়োসিস ছাড়াই ধীরেণ বা মেগাস্পোর গঠন করে এবং কোনো স্ত্রীরেণু ভ্রুনস্থলীতে পরিণত হয়, তার এর নিউক্লিয়াস হবে –  

ক) হ্যাপয়েড,

খ) ডিপ্লয়েড  

গ) কিছু আরয়েড ও কিছু ডিপ্লয়েড,

ঘ) বিভিন্ন প্রকার প্লয়েডিযুক্ত

খ) ডিপ্লয়েড  

৫৯. রেণুরন্ধ্র (Germ Pore) পরাগরেণুর কোন্ স্তরে দেখা যায় ? –  

ক) ইনটাইন,

খ)এক্সাইন

গ) ট্যাপেটাম,

ঘ) এন্ডোথেসিয়ান

খ)এক্সাইন

৬০. সপুস্পক উদ্ভিদের ক্ষেত্রে 100 টি মাইক্রোস্পোর উৎপন্ন করতে কতগুলি মিয়োসিস বিভাজন প্রয়োজন? –

ক) ১২৫,

খ) ১০০,

গ) ৫০,

 ঘ) ২৫

 ঘ) ২৫

৬১. গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরটি হল –

ক) মেগাস্পোরাড্ডিয়াম,

খ) মেগাস্পোর,

গ) ভূণস্থলি বা এমব্রায়ো স্যাক

ঘ) নিউক্লিয়াস

গ) ভূণস্থলি বা এমব্রায়ো স্যাক

৬২. ডিম্বকদেহে যে প্যারেনকাইমা কলাকোশ দ্বারা নির্মিত গঠন উপস্থিত থাকে, তাকে বলা হয় –

ক) ডিম্বকত্বক  (Integument),

খ) ভ্ৰূণপোষক কলা (Nucellus )

গ) ডিম্বকনাভি (Hilum),

ঘ) ডিম্বকবৃত্ত (Funiculus)

খ) ভ্ৰূণপোষক কলা (Nucellus )

৬৩. প্রদত্ত চিত্র-5 দেখে সঠিক বক্তব্যটি নির্বাচন করো –

ক) ক্যাকটাসে এই ধরনের ডিম্বকের উপস্থিতি দেখা যায়

খ) ডিম্বকের এক পার্শ্বীয় বৃদ্ধির ফলে ডিম্বকরন্ধ্র ডিম্বকনাভির নিকটে অবস্থান করে,

গ) Chenopodiaceae গোত্রের উদ্ভিদের দেহে এই ধরনের ডিম্বকের উপস্থিতি দেখা যায়,

ঘ) এটি অর্ধ উল্টানো প্রকৃতির ডিম্বাণু

ক) ক্যাকটাসে এই ধরনের ডিম্বকের উপস্থিতি দেখা যায়

৬৪. প্রদত্ত চিত্র-6-এ I, II, III ও IV দ্বারা চিহ্নিত অংশগুলিকে শনাক্ত করে সঠিক উত্তরটি নির্বাচন করো –

ক) I – ডিম্বকমূল (Chalaza), II – ভ্ৰূণস্থলি (Embryo sac), III – ডিম্বকরন্ধ্র, IV – স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ (Female Gametophyte),

খ) I – ডিম্বকমূল, II – ভ্রূণপোষক কলা, III – ভূণথলি, IV – ডিম্বকরন্দ্র,

গ) 1 – ডিম্বকরন্ধ্র, II – ডিম্বাণু, III – ভ্ৰূণস্থলি, IV – ডিম্বকমূল

ঘ) I- ডিম্বকরন্দ্র, II – ভ্রূণপোষক কলা, III – ভূণথলি, IV – ডিম্বকমূল

ঘ) I- ডিম্বকরন্দ্র, II – ভ্রূণপোষক কলা, III – ভূণথলি, IV – ডিম্বকমূল

৬৫. একটি নিষিক্ত ভ্রূণস্থলিতে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড ও ট্রিপ্লয়েড গঠন হল যথাক্রমে –

ক) সাইনারজিডস্, ভ্রূণ বা জাইগোট, মুখ্য সস্য নিউক্লিয়াস

খ) সাইনারজিডস্, প্রতিপাদ কোশ ও মেরু নিউক্লিয়াস,

গ) প্রতিপাদ · কোশ, সাইনারজিডস্ ও মুখ্য সস্য নিউক্লিয়াস,  

ঘ) সাইনারজিডস্, মেরু নিউক্লিয়াস ও জাইগোট

ক) সাইনারজিডস্, ভ্রূণ বা জাইগোট, মুখ্য সস্য নিউক্লিয়াস

৬৬. প্রদত্ত কোনটির ক্রোমোজোম সংখ্যা সর্বদা হ্যাপ্লয়েড (n) ? –

ক) বীজ,

খ) গ্যামেট

গ) ভ্রুণ,

ঘ) জাইগোট

খ) গ্যামেট

৬৭. যদি কোনো উদ্ভিদের এন্ডোস্পার্মে 36 টি ক্রোমোজোম থাকে, তবে তারা পুং ও স্ত্রী গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত ?

ক) 18, 18,  

খ) 17, 18,

গ) 20,20,

ঘ) 12, 12

ঘ) 12, 12

৬৮. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো

স্তম্ভ-1স্তম্ভ-2
(1) বায়ুপরাগী বা অ্যানিমোফিলি(a) কচু, মানকচু
(ii) পতঙ্গ পরাগী বা এন্টোমোফিলি(b) পাতাবাঝি, পাতাশ্যাওলা
(iii) পক্ষীপরাগী বা অরনিথোফিলি(c) | কদম
(iv) বাদুড় পরাগী বা কাইরোপটেরোফিলি(d) শিমুল, পলাশ
(v) জলপরাগী বা হাইড্রোফিলি(e) কচুরিপানা
(vi)  শামুক পরাগী বা ম্যালাকোফিলি(f) ভুট্টা, ধান

ক) i-a, ii-b, iii-c, iv-d, v-e, vi-f,

খ) i-f, ii-e, iii-d, iv-c, v-b, vi-a

গ) i-e, ii-d, iii-a, iv-c, v-b, vi-f,

ঘ) i-f, ii-r, iii-d, iv-c, v-b, vi-a

খ) i-f, ii-e, iii-d, iv-c, v-b, vi-a

৬৯. পোলেন কিটের কাজ হল –

ক) পরাগরেণুর বর্ণ ও গন্ধ গঠন করা,

খ) পরাগরেণুর সুরক্ষা,

গ) পরাগরেণুকে আবদ্ধ রেখে পরাগযোগ সুনিশ্চিত করা,

ঘ) সবকটি

ঘ) সবকটি

৭০. ক্রমান্বয় স্বপরাগযোগ-এর ফলে ঘটে –

ক) জেনেটিক ড্রিফট,

খ) হেটেরোসিস,

গ) অন্তঃপ্রজনন অবনমন

ঘ) বহুভূণবীজতা

গ) অন্তঃপ্রজনন অবনমন

৭১. পরাগ-গর্ভকেশর আন্তঃক্রিয়ার সময় রাসায়নিক পদার্থগুলি নির্গত হয় –  

ক) শুধুমাত্র পরাগরেণু থেকে,

 খ) শুধুমাত্র গর্ভকেশর থেকে

গ) ক ও খ উভয়ের থেকে

 ঘ) ডিম্বাশয় থেকে

গ) ক ও খ উভয়ের থেকে

৭২. প্রদত্ত কোন্ ক্ষেত্রে দ্বিনিষেক প্রদর্শিত হয়? –

ক) ব্যক্তবীজী উদ্ভিদে,

খ) শৈবালে,

গ) ছত্রাকে,  

ঘ) গুপ্তবীজী উদ্ভিদে

ঘ) গুপ্তবীজী উদ্ভিদে

৭৩. উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণের সময় বেসাল কোশ বারংবার বিভাজিত হয়ে কোন কোশ গঠন করে, যা মাতৃ উদ্ভিদ থেকে পুষ্টি পদার্থ ভ্রুণে প্রেরণ করে? –

 ক) ভেসিকুলার কোশ,

খ) ভ্রুণ কোশ,

গ) প্রতিপাদ কোশন,

ঘ) সাসপেনসর কোশ

ঘ) সাসপেনসর কোশ

৭৪. প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে সপুষ্পক উদ্ভিদের নিষেক পরবর্তী বৃদ্ধি (Post – Fertilization development) বিষয়ক কোনটি ভুল ? –

ক) ডিম্বাশয় ফলে পরিণত হয়,

খ) জাইগোট ভ্রূণে পরিণত হয়,  

গ) সেন্ট্রাল কোশ সস্যে পরিণত হয়,

ঘ) ডিম্বক ভ্রুণথলিতে পরিণত হয়

ঘ) ডিম্বক ভ্রুণথলিতে পরিণত হয়

৭৫. ভ্রুনের বিকাশের শেষ পর্যায়ে প্রদত্ত কোন ক্ষেত্রে পরিণত বীজে সস্য অবশিষ্ট থাকবে না ? –

ক) নারিকেল,

খ) রেড়ি,

গ) মটর

ঘ) ভুট্টা

গ) মটর

৭৬. বীজপত্র (Cotyledon)-এর ওপরে উপস্থিত ভ্রূণাক্ষকে বলা হয় –

ক) র‍্যাফি,

খ) বীজপত্রাবকাণ্ড (Hypocotyl),  

গ) ফিউনিকল,

গ)  বীজপত্রাধিকাণ্ড (Epicotyl)

গ)  বীজপত্রাধিকাণ্ড (Epicotyl)

৭৭. একটি আদর্শ দ্বিবীজপত্রী ভ্রূণে, বীজপত্রের ওপরের দিকে ভ্রুণাক্ষের অংশকে বলে –

ক) ভ্রূণমুকুল,

খ) কোলিও পটাইল,

গ) ব্রীজপত্রাধিকাণ্ড

ঘ) বীজপত্রাবকাণ্ড

গ) ব্রীজপত্রাধিকাণ্ড

৭৮. মেকি বহুভূণতা দেখা যায় এমন উদ্ভিদ হল –

ক) কমলালেবু,

খ) আম,

গ) পেঁয়াজ,

ঘ) সবকটি

ঘ) সবকটি

৭৯. প্রদত্ত কোটি একটি অসস্যল বীজের উদাহরণ? –  

ক) ভুট্টা,

খ) রেড়ি,

গ) গম,

ঘ) মটর

ঘ) মটর

৮০. প্রদত্ত কোটি পার্থেনোকাপিক ফলের জন্য সত্য? –

ক) বীজবিহীন,

খ) এই প্রকার ফলের উদাহরণ হল কলা,

গ) বৃদ্ধি হরমোন দ্বারা

উদ্দীপিত হয়,

ঘ) সবকটি

ঘ) সবকটি

৮১. কোন্ উদ্ভিদটি বীজের বিস্তারের জন্য প্যাপাস প্রদর্শন করে? –

ক) মটর,

খ) সূর্যমুখী

গ) সরষে,

ঘ) আকন্দ

খ) সূর্যমুখী

৮২. প্রদত্ত কোন উদ্ভিদে বাহক ছাড়াই বীজের বিস্তার ঘটে ?

ক) টেপারি,  

খ) নারকেল,

গ) দোপাটি

ঘ) বাঘনখ

গ) দোপাটি

৮৩. বিবৃতি (I) : বাহকের সাহায্যে বিস্তারলাভের জন্য বীজ ও ফলের অঙ্গসংস্থানজনিত কিছু কিছু পরিবর্তন দেখা যায় ।  

বিবৃতি (II) : ফলের সুমিষ্ট স্বাদ বীজের বিস্তারের জন্যই হয়

ক) বিবৃতি I ও II উভয়ই সত্য,

খ) বিবৃতি I ও II উভয়ই মিথ্যা,

গ) বিবৃতি I সত্য ও বিবৃতি II মিথ্যা,

ঘ) বিবৃতি I মিথ্যা ও বিবৃতি সত্য

ঘ) বিবৃতি I মিথ্যা ও বিবৃতি সত্য

৮৪. অ্যাপোমিক্সিস হল –

ক) নিষেক ছাড়াই অঙ্গজ বা অযৌন পদ্ধতিতে উদ্ভিদ সৃষ্টি

খ) নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে বীজবিহিন ফল উৎপাদন পদ্ধতি

গ) ডিম্বাণু ব্যতিত ভ্রুণস্থলীর কোনো হ্যাপ্লয়েড কোশ থেকে ভ্রুণ সৃষ্টি

ঘ) একটি বীজ থেকে একাধিক ভ্রুণ সৃষ্টির পদ্ধতি

ক) নিষেক ছাড়াই অঙ্গজ বা অযৌন পদ্ধতিতে উদ্ভিদ সৃষ্টি

৮৫. বীজের বিস্তারণের প্রয়োজনীয়তা সম্পর্কিত সঠিক বক্তব্যগুলি হল –

i) জনিতৃ উদ্ভিদের নীচে অপত্য উদ্ভিদ জন্মালে তাদের বৃদ্ধি ব্যহত হয় ।

ii) ভিন্ন স্থানের মাটিতে খনিজ লবণের ঘাটতি ঘটে না ।

iii) জলজ উদ্ভিদের বীজ স্থলভূমিতে বিস্তারলাভ করে ।

iv) একই স্থানে অনেক উদ্ভিদের উপস্থিতি সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে অবদমিত করে ।

ক) (i) , (ii) ,(iii) সঠিক

খ) (i) , (ii) , (iv) সঠিক

(গ) (ii) , (iii) , (iv) সঠিক

(ঘ) সবকটি সঠিক

খ) (i) , (ii) , (iv) সঠিক

Important Links

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!