রাশিবিজ্ঞান অধ্যায়ের সমস্ত নিজে করি অঙ্ক একত্রে||WBBSE Class 10 Chapter 26 All Nije Kori Maths

WBBSE Class 10 Chapter 26 All Nije Kori Maths || গণিত প্রকাশ দশম শ্রেণী রাশিবিজ্ঞান অধ্যায়ের সমস্ত নিজে করি অঙ্ক একত্রে -এখানে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের রাশিবিজ্ঞান অধ্যায়ের (অধ্যায়-26) সমস্ত ‘নিজে করি’ অঙ্কের সমাধান খুব সহজ পদ্ধতিতে করে দেওয়া হল । প্রয়োগ-2 , প্রয়োগ-7 ,প্রয়োগ-8 ,প্রয়োগ-12 , প্রয়োগ-16 , প্রয়োগ-19, প্রয়োগ-21, প্রয়োগ-24 , প্রয়োগ-28 , প্রয়োগ -30 এবং প্রয়োগ-33 এর অঙ্কগুলো তোমাদের সমাধান করতে সমস্যা হলে এখান থেকে সাহায্য নিতে পারো । আর মাধ্যমিকের জন্য এই অঙ্কগুলিকে এখনই প্র্যাকটিস করে নাও ।

WBBSE Class 10 Chapter 26 All Nije Kori Maths || গণিত প্রকাশ দশম শ্রেণী রাশিবিজ্ঞান অধ্যায়ের সমস্ত নিজে করি অঙ্ক একত্রে

প্রয়োগ-2

বিশালের শ্রেণীর 30 জন ছাত্রের ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বর হল , 61 ,78, 80, 77, 80, 69, 73, 61, 82, 78, 79, 72, 78, 62, 80, 71, 82, 73, 66, 73, 62, 80, 74, 78, 62,80, 66 ,70 , 79 , 75 । ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো ।

সমাধানঃ

 প্রাপ্ত নম্বর (xi) শিক্ষার্থীর সংখ্যা (fi) xifi
61261×2= 122
62362×3 = 186
66266×2=132
69169×1=69
70170×1=70
71171×1=71
72172×1=72
73373×3=219
74174×1=74
75175×1=75
77177×1=77
78478×4=312
79279×2=158
80580×5=400
82282×2=164
মোট= 30= 2201

∴ নম্বরের গড় = $\frac{2201}{30}$ = 73.36 (উত্তর)

প্রয়োগ-7

যেকোনো পদ্ধতির সাহায্যে নীচের তথ্যের যৌগিক গড় নির্ণয় করি ।

 শ্রেণী0-1010-2020-3030-4040-5050-60
 পরিসংখ্যা7561282

সমাধানঃ

 শ্রেণী (xi) পরিসংখ্যা      (fi) শ্রেণী মধ্যক (xi) xifi
0-107535
10-2051575
20-30625150
30-401235420
40-50845360
50-60255110
মোট 40 1150

∴ যৌগিক গড় = $\frac{1150}{40}$ = 28.75 (উত্তর)

প্রয়োগ-8

যদি নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 25 হয় , তবে k –এর মান নির্ণয় করি।

শ্রেণি0-1010-2020-3030-4040-50
পরিসংখ্যা5k15166

সমাধানঃ

শ্রেণী (xi) পরিসংখ্যা      (fi) শ্রেণী মধ্যক (xi) xifi
0-105525
10-20k1515k
20-301525375
30-401635560
40-50645270
মোট42+k 1230+15K

∴ যৌগিক গড় = $\frac{1230 + 15k}{42 + k}$

∴ $\frac{1230 + 15k}{42 + k} = 25$

$\Rightarrow 1230 + 15k = 1050 + 25k$

$\Rightarrow 1230 – 1050 = 25k – 15k$

$\Rightarrow 180 = 10k$

$\Rightarrow k = \frac{180}{10}$

$\Rightarrow k = 18$

উত্তরঃ k = 18

প্রয়োগ-12

নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় নির্ণয় করি ।

শ্রেণি সীমা25-2930-3435-3940-4445-4950-54
পরিসংখ্যা101215535

সমাধানঃ প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণিগুলি শ্রেণি –অন্তর্ভুক্ত । তাই প্রথমে পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণি অন্তর্ভুক্ত শ্রেণিগুলি শ্রেণি বহির্ভুত আকারে লিখে যৌগিক গড় নির্ণয় করি ।

শ্রেণি -সীমাশ্রেণি –সীমানাপরিসংখ্যা (fi)শ্রেণি –মধ্যক (xi)$u_i = \frac{x_i – a}{h}$  
$u_i = \frac{x_i – 44.5}{10}$
fiui
25-2924.5-29.51027-2-20
30-3429.5-34.51232-1-12
35-3934.5-39.5153700
40-4439.5-44.554215
45-4944.5-49.534726
50-5449.5-54.5552315
মোট  50  -6

কল্পিত গড় 37 ধরি । এখানে শ্রেণি দৈর্ঘ্য (h) = 5

∴ নির্ণেয় যৌগিক গড়

= 37+$h \times \frac{\sum_{}f_iu_i}{\sum_{}f_i}$

= $ 37 + \left(5 \times \frac{ – 6}{50}\right)$

= 37 – 0.6

= 36.4 (উত্তর)

প্রয়োগ-16

দুটি কবাডি দলের বিভিন্ন ম্যাচে প্রাপ্ত পয়েন্ট নীচে দেওয়া হল । এদের মধ্যমা নির্ণয় করো ।

(i) 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11, 12 ,13 , 14 , 15

(ii) 6 , 7 , 8 , 8 , 9 , 10, 15 , 15 , 16 , 17 , 19 , 25

সমাধানঃ (i) এখানে n = 11 (অযুগ্ম)

∴ পয়েন্টের মধ্যমা = $\left(\frac{n + 1}{2}\right)$ তম মান =  $\left(\frac{11 + 1}{2}\right)$ তম মান = 6 তম মান = 10

(ii) এখানে n  = 12 (যুগ্ম)

∴ নির্ণেয় মধ্যমা =$\frac{1}{2}\left\{\left(\frac{12}{2}\right)th + \left(\frac{12}{2} + 1\right)th\right\}$

 =$ \frac{1}{2}\left(6 th + 7 th\right)$

 = $\frac{1}{2}\left(10 + 15\right)$

 = $\frac{25}{2}$

 = 12.5

প্রয়োগ-19

আমি নীচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করিঃ

 চল (xi) 123456
 পরিসংখ্যা (fi)81216192124
 চল (xi)পরিসংখ্যা (fi)ক্রমযৌগিক পরিসংখ্যা  (ক্ষুদ্রতর সূচক)
188
21220
31636
41955
52176
624100

এখানে , n =100 (যুগ্ম সংখ্যা)

∴ মধ্যমা

= $\frac{1}{2}\left\{\left(\frac{100}{2}\right)th + \left(\frac{100}{2} + 1\right)th\right\}$

 = $\frac{1}{2}\left(50th + 51th\right)$

 = $\frac{1}{2}\left(4 + 4\right) $

= 4

প্রয়োগ-21

নীচের পরিসংখ্যা বিভাজন ছক দেখি এবং মধ্যমা নির্ণয় করিঃ

শ্রেণি অন্তর0-1010-2020-3030-4040-5050-60
 পরিসংখ্যা8102416157

সমাধানঃ

 শ্রেণি (xi) পরিসংখ্যা (fi) ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক)
 0-10 88
10-201018
20-302442
30-401658
40-501573
50-60780 = n

 N=70 , ∴ $\frac{80}{2}$ = 40

40 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা (20-30) শ্রেণির মধ্যে আছে । সুতরাং , মধ্যমা শ্রেণিটি হল (20-30)

∴ নির্ণেয় মধ্যমা

= $l + \left[\frac{\frac{n}{2} – cf}{f}\right] \times h$

[এখানে , l=20 , n=80 , cf=18, f=24 এবং h = 10 ]

 = $20 + \left[\frac{\frac{80}{2} – 18}{24}\right] \times 10$

 = $20 + \frac{22}{24} \times 10$

 = $20 + \frac{110}{12}$

 = 20 + 9.17

 = 29.17 (প্রায়)

প্রয়োগ-24

  যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয় , এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয় , তাহলে x ও y এর মান নির্ণয় করি ।

শ্রেণি অন্তর0-1010-2020-3030-4040-5050-60
 পরিসংখ্যা5x2015y5

সমাধানঃ

প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) বিভাজন তালিকা তৈরি করি –

 শ্রেণি অন্তর পরিসংখ্যা (fi) ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক)
 0-10 55
10-20x5+x
20-30 2025+x
30-401540+x
40-50y40+x+y
50-60545+x+y = n

যেহেতু , n = 60,

সুতরাং 45 +x+y = 60

∴ x+y= 60-45

বা, x+y= 15

আবার মধ্যমা 28.5

এখানে মধ্যমা শ্রেণিটি হল – 20-30

∴ 28.5 = $l + \left[\frac{\frac{n}{2} – cf}{f}\right] \times h$

[ এখানে , l=20 , n= 60 , cf= 5+x , f=20, h= 10]

বা, 28.5 = $l + \left[\frac{\frac{n}{2} – cf}{f}\right] \times h$

বা, 28.5 = $20 + \left[\frac{\frac{60}{2} – (5 + x)}{20}\right] \times 10$

বা, 28.5 = $20 + \left(\frac{30 – 5 – x}{20}\right) \times 10$

বা, 28.5 =$ 20 + \frac{25 – x}{2}$

বা, 28.5 = $\frac{40 + 25 – x}{2}$

বা, 28.5 = $\frac{65 – x}{2}$

বা, 65-x=57

বা, x= 65-57

বা, x = 8

আবার , x+y = 15

বা, y = 15-x

বা, y = 15-8

বা, y = 7

∴ x = 8 , y = 7 (উত্তর)

প্রয়োগ-28

নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার বৃহত্তর সূচক ও ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করি ও মধ্যমা নির্ণয় করি ।

শ্রেণি50-5555-6060-6565-7070-7575-8080-85
পরিসংখ্যা28122434164

সমাধানঃ

 শ্রেণি পরিসংখ্যা
50-552
55-608
60-6512
65-7024
70-7534
75-8016
80-854
 শ্রেণি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা
50 এর থেকে বেশি100
55 এর থেকে বেশি98
60 এর থেকে বেশি90
65 এর থেকে বেশি78
70 এর থেকে বেশি54
75 এর থেকে বেশি20
80 এর থেকে বেশি4
85 এর থেকে বেশি 0
 শ্রেণিক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা
50 এর কম0
55 এর কম2
60 এর কম10
65 এর কম22
70 এর কম46
75 এর কম96
80 এর কম100
WBBSE Class 10 Chapter 26 All Nije Kori Maths 
 গণিত প্রকাশ দশম শ্রেণী রাশিবিজ্ঞান অধ্যায়ের সমস্ত নিজে করি অঙ্ক একত্রে

x অক্ষ বরাবর 2 সেমি. = 50 একক এবং y অক্ষ বরাবর 2 সেমি. = 10 একক ধরে বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করালাম ।

বৃহত্তর সূচক ওজাইভ অঙ্কনের জন্য (50 ,100) , (55,98) , (60 ,90) ,(65, 78) , (70 , 54) , (75 , 20 ) , (80, 4 ) , (85,0) বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করা হল ।

ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কনের জন্য  (50 , 0) , (55,2) , (60 , 10) , (65 , 22) , (70 , 46) , (75 , 96) এবং (80 , 100) বিন্দুগুলি স্থাপন করা হল ।

ক্ষুদ্রতর সূচক ওজাইভ এবং বৃহত্তর সূচক ওজাইভ পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে এবং এই P বিন্দু থেকে x অক্ষের ওপর লম্ব টানলে তা x অক্ষকে M বিন্দুতে ছেদ করে । M বিন্দুর স্থানাঙ্ক (71,0)

∴ নির্ণেয় মধ্যমা = 71

প্রয়োগ-30

(ii) 11 , 27 , 18 , 26 , 13 , 12 , 9 ,15 , 4 , 9

সমাধানঃ প্রদত্ত সংখ্যাগুলিকে উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,

4 , 9 , 9 , 11 , 12 , 13 , 15 , 18 , 26 , 27

দেখছি 9 সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে ।

∴ তথ্যটির সংখ্যাগুরু মান 9 ।

প্রয়োগ-30 (iii): 102 , 104 , 117 , 102 , 118 , 104 , 120 , 104 , 122 , 102

সমাধানঃ প্রদত্ত সংখ্যাগুলিকে উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,

102 , 102 , 102, 104 , 104 ,104, 117 , 118 , 120 , 122

দেখছি 102 এবং 104 সংখ্যাগুলি প্রত্যেকে 3 বার করে আছে ।  সুতরাং প্রদত্ত সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 102 এবং 104 ।

প্রয়োগ-30 (iv): 5 , 9 , 18 , 27 , 15 , 5 , 8 , 10 , 16, 5, 7 , 5

সমাধানঃ প্রদত্ত সংখ্যাগুলিকে উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,

5 , 5 , 5 , 5 , 7 , 8 , 9 , 10 , 15 , 16 , 18 , 27

দেখছি এখনে 5 সবচেয়ে বেশিবার আছে ।

সুতরাং প্রদত্ত সংখ্যাগুলির সংখ্যাগুরু মান হল 5 ।

প্রয়োগ-33

নীচের শ্রেণি –বিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুমান নির্ণয় করিঃ

শ্রেণি3-66-99-1212-1515-1818-2121-24
পরিসংখ্যা26122421123

সমাধানঃ প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 24।

∴ সংখ্যাগুরু সংবলিত শ্রেণি (12-15)

∴ তথ্যটির সংখ্যাগুরু মান

= $l + \left(\frac{f_1 – f_0}{2f_1 – f_0 – f_2}\right) \times h$

[এখানে, l= সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর নিম্ন সীমানা = 12

h= সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর শ্রেণি দৈর্ঘ্য = 3

f1= সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর পরিসংখ্যা = 24

f0= সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা = 12

f2 = সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা = 21

= $12 + \left(\frac{24 – 12}{2 \times 24 – 12 – 21}\right) \times 3$

 = $12 + \left(\frac{12}{48 – 33}\right) \times 3$

 = $12 + \frac{12}{15} \times 3$

 = $12 + \frac{12}{5}$

= $\frac{60 + 12}{5}$

= $\frac{72}{5}$

= 14.4 (উত্তর)

Madhyamik Previous Year Solution

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!