অন্ধকার লেখাগুচ্ছ কবিতার MCQ প্রশ্ন উত্তর ||WBCHSE Class 12 Bengali Semester 3 MCQ||উচ্চমাধ্যমিক বাংলা সেমিস্টার 3 প্রশ্ন উত্তর -দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের তরফ থেকে নিয়ে আসা হল শ্রীজাত বন্ধ্যোপাধ্যায়ের লেখা কবিতা ‘অন্ধকার লেখাগুচ্ছ’ -এর MCQ প্রশ্ন উত্তর । নতুন পাঠ্যক্রম অনুসারে এই কবিতাটি তৃতীয় সেমিস্টার-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি কবিতার সারসংক্ষেপ , তাৎপর্য , কবি পরিচিত ইত্যাদি প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে ।
আমাদের এই প্রশ্ন উত্তর গুলো তোমাদের ভালো লাগলে শেয়ার করতে ভুলোনা । একটি প্রশ্নের মান 1 ধরে সবাই দেখে নাও কে কত পেলে এবং কমেন্টের মাধ্যমে জানাও ।
অন্ধকার লেখাগুচ্ছ কবিতার MCQ প্রশ্ন উত্তর ||WBCHSE Class 12 Bengali Semester 3 MCQ||উচ্চমাধ্যমিক বাংলা সেমিস্টার 3 প্রশ্ন উত্তর
১. শ্রীজাত বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন যে কাব্যগ্রন্থের জন্য
ক. উড়ন্ত সব জোকার
খ. কফির নামটি আইরিশ
গ. কম্বিনেশিয়া
ঘ. কর্কটক্রান্তির দেশ
ঘ. কর্কটক্রান্তির দেশ
২. অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল
ক. ২০০২ খ্রিস্টাব্দ
খ. 2008 খ্রিস্টাব্দ
গ. ২০১০ খ্রিস্টাব্দ
ঘ. ২০১৫ খ্রিস্টাব্দ
ঘ. ২০১৫ খ্রিস্টাব্দ
৩. আইনস্টাইন যে তত্ত্বের জন্য বিখ্যাত আছেন
ক. কোয়ান্টাম তত্ত্ব
খ. আপেক্ষিকতাবাদ
গ. আণবিক তত্ত্ব
ঘ. থার্মোডিনামিক্স
খ. আপেক্ষিকতাবাদ
৪. ভ্যান ভগের চিত্রশিল্প যে আদর্শকে অনুসরণ করতো ।
ক. সমাজবাদ
খ. আঙ্গিকবাদ
গ. প্রকাশবাদ
ঘ. উত্তর প্রতিচ্ছায়বাদ
ঘ. উত্তর প্রতিচ্ছায়বাদ
৫. কবি শ্রীজাতর প্রথম বই
ক. শেষ চিঠি
খ. অকাল বৈশাখী
গ. উড়ন্ত সব জোকার
ঘ. বর্ষামঙ্গল
ক. শেষ চিঠি
৬. শ্রীজাতর ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা
ক. ২৫ টি
খ. ৩০ টি
গ. ৫০ টি
ঘ. ৫২টি
গ. ৫০ টি
৭. যার ধর্ম ছিল নতুন পতাকা-
ক. লেলিন
খ. আইনস্টাইন
গ. কবীর
ঘ. নানক
ক. লেলিন
৮. কবীর যে ধর্ম আন্দোলনের অংশ ছিলেন
ক. আর্যসমাজ
খ. ব্রাহ্মধর্ম
গ. ভক্তি ধর্ম
ঘ. কৃষ্ণ ধর্ম
গ. ভক্তি ধর্ম
৯.আব্দুল করিম খান ধর্ম ছিল-
ক. সুফি
খ. ইসলাম
গ. গান
ঘ. মানবতা
গ. গান
১০. “এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে .” – এই পঙক্তির ভাবার্থ হল-
ক. পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে
খ. ধর্ম আলাদা হলেও সহাবস্থান সম্ভব
গ. ধর্মবিভক্ত হলে সংঘর্ষ হয়
ঘ. একমাত্র একটি ধর্মই সত্য
খ. ধর্ম আলাদা হলেও সহাবস্থান সম্ভব
১১. “যে তোমাকে শিখিয়েছে দখলের কথা -জেনো সে ধর্মই নয়”-, এই পংক্তিতে বোঝায় –
ক. ধর্মের নামে দখলদারিত্ব ভুল
খ. ধর্ম যুদ্ধের মূল কারণ
গ. ধর্ম সবসময় শক্তিশালী
ঘ. দখলদারিত্বই প্রকৃত ধর্ম
ক. ধর্মের নামে দখলদারিত্ব ভুল
১২. ভ্যানগগের ধর্ম ছিল –
ক. সংগীত
খ. সাহিত্য
গ. উন্মাদনা ও আঁকা
ঘ.পদার্থবিদ্যা
গ. উন্মাদনা ও আঁকা
১৩. “তোমার ধর্মের পথে কেন অপব্যায়?” – এই প্রশ্নের তাৎপর্য হলো
ক. ধর্মীয় কুসংস্কারের সমালোচনা
খ. ধর্মের জন্য অতিরিক্ত ব্যয়বহুল আচরণ
গ.বিভেদমূলক ধর্ম নিয়ে প্রশ্ন
ঘ. ধর্মচর্চার নিয়ম নীতি
গ.বিভেদমূলক ধর্ম নিয়ে প্রশ্ন
১৪. ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতার মূল প্রতিপাদ্য হলো –
ক. ধর্মের সবস্থান
খ. ধর্মীয় বিভাজনের বিরোধিতা
গ. ব্যাক্তির স্বাধীনতা
ঘ. দখলদারিত্বের প্রতিবাদ
খ. ধর্মীয় বিভাজনের বিরোধিতা
১৫. লোরকা যে দেশের কবি ছিলেন –
ক. ইতালি
খ. ফ্রান্স
গ.আর্জেন্টিনা
ঘ. স্পেন
ঘ. স্পেন
১৬. “লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা ।”- এই পঙ্কতির দ্বারা বোঝানো হয়েছে –
ক. লেলিনের ধর্ম পরিবর্তনশীলতাকে
খ. লেলিনের ধর্ম বিপ্লবকে
গ.লেলিনের ধর্ম শান্তি কে
ঘ. লেনিনের ধর্ম দখলদারিত্বকে
খ. লেলিনের ধর্ম বিপ্লবকে
১৭. “এ-ওকে, সে তাকে আরো জায়গা করে দেয় .” -এই পঙক্তির মূল বার্তা হল –
ক. সহবস্থান ও সহনশীলতা
খ. আধিপত্য বিস্তার
গ.ধর্মীয় প্রতিযোগিতা
ঘ. নিরপেক্ষতা
ক. সহবস্থান ও সহনশীলতা
১৮. কবি আব্দুল করিম খাঁ , আইনস্টাইন , লেলিন প্রমুখ ব্যক্তির ধর্ম উল্লেখ করেছেন –
ক. ব্যক্তিগত ধর্ম বিশ্বাস বোঝাতে
খ. সৃষ্টিশীলতার গুরুত্ব বোঝাতে
গ. রাজনৈতিক মতাদর্শ প্রচারের জন্য
ঘ. ধর্মীয় ঐতিহ্য রক্ষার জন্য ।
খ. সৃষ্টিশীলতার গুরুত্ব বোঝাতে
১৯. “তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে ?” – এই প্রশ্নটিই কবিতায় বোঝায়-
ক. ধর্মীয় কট্টরতার প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন
খ.অন্য ধর্মের গ্রহণযোগ্যতা
গ. আত্মজিজ্ঞাসার আহ্বান
ঘ. বিজ্ঞান ও ধর্মের সম্পর্ক
ক. ধর্মীয় কট্টরতার প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন
২০. “আগুনের ধর্ম আজও ভস্মের চরিত .”- এই পঙ্কতির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন –
ক. আগুন ধ্বংসের প্রতীক
খ. আগুন পরিবর্তনের প্রতীক
গ. আগুন শান্তির প্রতীক
ঘ. আগুন জীবনধারার অংশ
ক. আগুন ধ্বংসের প্রতীক
অন্ধকার লেখাগুচ্ছ কবিতার MCQ প্রশ্ন উত্তর ||WBCHSE Class 12 Bengali Semester 3 MCQ||উচ্চমাধ্যমিক বাংলা সেমিস্টার 3 প্রশ্ন উত্তর
২১. অন্ধকার লেখা গুচ্ছ কবিতার সার্বিক বার্তা হল-
ক. ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করা
খ. এক ধরনের প্রভাব বিস্তার
গ. ধর্মীয় অনুশাসন মেনে চলা
ঘ. ধর্মের মাধ্যমে রাজনীতি করা
ক. ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করা
২২. শ্রীজাতর অন্ধকার লেখা গুচ্ছ কবিতা যে ধারার কবিতার অন্তর্ভুক্ত ?
ক. আধুনিক কবিতা
খ. স্তোত্র কবিতা
গ. ধর্মীয় কবিতা
ঘ. আলংকারিক কবিতা
ক. আধুনিক কবিতা
২৩. ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতায় ব্যবহৃত প্রতিক গুলির মূল উদ্দেশ্য-
ক. ধর্মের প্রকৃত রূপ বোঝানো
খ. ধর্মের অধিপত্য স্থাপন
গ. ধর্মীয় কুসংস্কারের প্রচার
ঘ. রাজনৈতিক মতবাদ প্রকাশ
ক. ধর্মের প্রকৃত রূপ বোঝানো
২৪. যেন সে ধর্মই নয়, অন্ধকার লেখা গুচ্ছ কবিতার শেষে এই পঙক্তির অর্থ হলো
ক. ধর্মকে ব্যবহার করে দখলদারিত্ব ঠিক নয়
খ. ধর্মের একমাত্র লক্ষ্য শান্তি অর্জন
গ.ধর্ম শুধু আচার বিধির ব্যাপার
ঘ. ধর্মের সাথে রাষ্ট্রনীতি সম্পর্কিত
ক. ধর্মকে ব্যবহার করে দখলদারিত্ব ঠিক নয়
২৫. পদার্থবিজ্ঞানে আইনস্টাইন নোবেল পুরস্কার পান
ক. 1920 সালে
খ. ১৯২১ সালে
গ. ১৯২৩ সালে
ঘ. ১৯২৫ সালে
খ. ১৯২১ সালে
২৬. আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন ?
ক. কলকাতা
খ. দিল্লী
গ. উত্তরপ্রদেশ
ঘ. হরিয়ানা
গ. উত্তরপ্রদেশ
২৭. কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন
ক. প্রতিষ্ঠান বিরোধিতা
খ. প্রতিষ্ঠান নিরপেক্ষতা
গ. প্রতিষ্ঠান সহমর্মিতা
ঘ. প্রতিষ্ঠান আনুগত্য
ঘ. প্রতিষ্ঠান আনুগত্য
২৮. ভারতবর্ষের ভক্তি ধর্ম আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হলেন
ক. আইনস্টাইন
খ. আব্দুল আব্দুল করিম খাঁ
গ. কবীর
ঘ. লেলিন
গ. কবীর
২৯. আগুনের ধর্ম আজও ________ চরিত ।
ক. বিষন্নতার
খ. ভস্মের
গ.দহনের
ঘ. নিঃসঙ্গতার
খ. ভস্মের
৩০. গার্সিয়া লোরকার ধর্ম ছিল –
ক. রাজনীতি
খ. কবিতার জিত
গ. নাট্যচর্চা
ঘ. দর্শন
খ. কবিতার জিত
৩১. আইন্সটাইনের ধর্ম ছিলো ______ পেরোনো ।
ক. চৌকাঠ
খ. দিগন্ত
গ. অন্ধকার
ঘ. অধর্ম
খ. দিগন্ত
৩২. ____________ ধর্ম ছিলো সত্যের বয়ান ।
ক. কবীরের
খ. নানকের
গ. লেলিনের
ঘ. লোরকার
ক. কবীরের
৩৩. স্তম্ভ মেলাওঃ
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
A বাতাস | I অপব্যায় |
B লেলিন | II ভস্মের চরিত |
C আগুন | III নতুন পতাকা |
D তোমার ধর্ম | IV না-থামা |
ক. A-II , B-IV , C-III ,D-I
খ. A-I , B-IV ,C-II , D-III
গ. A-IV , B-III ,C-II , D-I
ঘ. A-III , B-IV , C-I , D-II
গ. A-IV , B-III ,C-II , D-I
৩৪. ভ্যান গগের ধর্ম ছিলো উন্মাদনা ___________ ।
ক. জ্ঞান
খ. আঁকা
গ. কবিতা
ঘ. না থামা
খ. আঁকা
৩৫. ‘কবিতার জিত’ ধর্ম ছিল __________ ।
ক. নেরুদার
খ. কবীরের
গ. লোরকার
ঘ. ফয়েজের
গ. লোরকার
অন্ধকার লেখাগুচ্ছ কবিতার MCQ প্রশ্ন উত্তর ||WBCHSE Class 12 Bengali Semester 3 MCQ||উচ্চমাধ্যমিক বাংলা সেমিস্টার 3 প্রশ্ন উত্তর
৩৬. তোমার ধর্মের পথে কেন ____________ ।
ক. অনাচার
খ. অবিচার
গ. অপব্যায়
ঘ. অন্য স্বর
গ. অপব্যায়
৩৭. স্তম্ভ মেলাওঃ
স্তম্ভ -১ | স্তম্ভ-২ |
অজস্র ধর্ম | I অন্য পথ |
তোমাদের ভাবায় | II অপব্যায় |
তোমার ধর্ম | III প্রতিশঠানিকতা |
দখলদারি ধর্ম | IV উদারতা |
ক. A-II , B-I, C-III, D-IV
খ. A-IV , B-I, C-II ,D-III
গ. A-IV , B-III ,C-II , D-I
ঘ. A-III , B-I ,C-II ,D-IV
খ. A-IV , B-I, C-II ,D-III
৩৮. “ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা ও আঁকা ।” -এই বক্তব্যের মাধ্যমে বোঝানো হয়েছে –
ক. ভ্যানগগ ছিলেন একজন উন্মাদ ব্যাক্তি
খ. ভ্যানগগ তার শিল্পসৃষ্টির প্রতি উন্মাদ সম্পন্ন ছিলেন
গ. ভ্যানগগ শুধু নিজের মনের আনন্দের জন্য আঁকতেন
ঘ. ভ্যান গঘের ধর্মচিন্তা তার শিল্পকর্মের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে ।
খ. ভ্যানগগ তার শিল্পসৃষ্টির প্রতি উন্মাদ সম্পন্ন ছিলেন
৩৯. “তবে কেন অন্যপথ ভাবায় তোমাকে ? তোমার ধর্মের পথে কেন এত অপব্যায় ?” -এই পংতিতে কবি কি বোঝাতে চেয়েছেন ?
ক. মানুষ তার নিজ ধর্মের পথ থেকে সরে গিয়ে অন্য ধর্মেরে কথা ভাবলে তা অপব্যায়
খ. নিজ ধর্ম নিয়ে অন্ধভাবে পড়ে থাকা এবং অন্যপথ না ভাবা উচিত ।
গ. অন্য ধর্ম ও মতাদর্শকে জায়গা না দেওয়া সংকীর্ণতার পরিচায়ক ।
ঘ. নিজ ধর্মকে ছেড়ে অন্য ধর্মকে গ্রহণ করা ভুল সিদ্ধান্ত ।
গ. অন্য ধর্ম ও মতাদর্শকে জায়গা না দেওয়া সংকীর্ণতার পরিচায়ক ।
৪০. “আগুনের ধর্ম আজও ভস্মের চরিত ।” – এই পংতির মূল ভাব কী ?
ক. আগুন ধ্বংসাত্মক তাই এটি সবসময় জ্বালিয়ে পুড়িয়ে দেয় ।
খ. আগুনের প্রকৃতি হল পুরোনোকে ভস্ম করে নতুনের প্রতিষ্ঠার পটভূমি তৈরি করা ।
গ. আগুন নতুন কিছু তৈরি করতে পারে না , শুধু ধ্বংস করে ।
ঘ. আগুন কখনও শান্ত হয় না , এটি চিরকাল ধ্বংসের প্রতীক ।
খ. আগুনের প্রকৃতি হল পুরোনোকে ভস্ম করে নতুনের প্রতিষ্ঠার পটভূমি তৈরি করা ।
৪১. “আইন্সটাইনের ধর্ম দিগন্ত পেরোনো।” -কবির এই বক্তব্য দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন –
ক. আইন্সটাইন ধর্মীয় চিন্তায় বিশ্বাসী ছিলেন ।
খ. আইন্সটাইন বিজ্ঞানের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছেন ।
গ. আইন্সটাইন ধর্ম ও বিজ্ঞানের সংমিশ্রণে চিন্তা করতেন ।
ঘ. আইন্সটাইন ভ্রমণপিপাসু ছিলেন এবং নতুন দেশ দেখতে ভালোবাসতেন ।
খ. আইন্সটাইন বিজ্ঞানের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছেন ।
৪২. বিবৃতি(A): প্রথাগত ধর্ম আসলে প্রাতিষ্ঠানিকতা ।
কারন(R): প্রথাগত ধর্ম শেখায় দখলদারি
ক. A ও R উভয়েই ভুল
খ. A ও R উভয়েই ঠিক এবং R , A-এর সঠিক কারণ
গ. A ভুল R ঠিক
ঘ. A ঠিক , R ভুল
খ. A ও R উভয়েই ঠিক এবং R , A-এর সঠিক কারণ
৪৩. বিবৃতি(A) : মানুষের ধর্ম অসংখ্য কিন্তু তারা একই গ্রহে থাকে ।
কারণ(R): প্রতিটা ধর্ম একে অপরকে জায়গা করে দেয় ।
ক. A ভুল , R ঠিক
খ. A ঠিক , R ভুল
গ. A এবং R উভয়েই ঠিক এবং R ,A এর সঠিক কারণ
ঘ. A এবং R উভয়েই ভুল ।
গ. A এবং R উভয়েই ঠিক এবং R ,A এর সঠিক কারণ
৪৪. পংতির ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল –
(i) গার্সিয়া লোরকার ধর্ম ছিলো কবিতার জিত
(ii) ভ্যান ঘঘের ধর্ম ছিলো উন্মাদনা
(iii) আগুনের ধর্ম ভস্মের চরিত
(iv) লেলিনের ধর্ম নতুন পতাকা
ক. (ii) , (i) ,(iii) , (iv)
খ. (i) , (iii) , (ii) , (iv)
গ. (iii) , (i) , (iv) , (ii)
ঘ. (ii) , (i) , (iv) , (iii)
ঘ. (ii) , (i) , (iv) , (iii)
অন্ধকার লেখাগুচ্ছ কবিতার MCQ প্রশ্ন উত্তর ||WBCHSE Class 12 Bengali Semester 3 MCQ||উচ্চমাধ্যমিক বাংলা সেমিস্টার 3 প্রশ্ন উত্তর
৪৫. পংতি ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল –
(i) প্রাতিষ্ঠানিক ধর্ম মানে অপব্যায়
(ii) প্রকৃত ধর্ম পরস্পরকে জায়গা করে দেয়
(iii) মানুষ সব জেনেও প্রাতিষ্ঠানিক ধর্মের কাছে আত্মসমর্পণ করে ।
(iv) মানুষের সমস্ত যাপণ ধর্ম একত্রে থাকে ।
ক. (ii) , (iii) , (iv) ,(i)
খ. (i) , (iii) , (iv) , (ii)
গ. (iv), (ii) , (iii) , (i)
ঘ. (i) , (iv) , (ii) , (iii)
গ. (iv), (ii) , (iii) , (i)
৪৬. (i) এটি অন্ধকার লেখাগুচ্ছের 12 সংখ্যক কবিতা
(ii) এটি সনেট জাতীয় রচনা
(iii) কবি সৃষ্টি ধর্মকে শ্রেষ্ঠ মনে করেছেন ।
(iv) প্রাতিষ্ঠানিক ধর্ম দখলাদারির কথা বলে ।
ক. (i)-মিথ্যা , (ii)-সত্য , (iii) -মিথ্যা , (iv) -সত্য
খ. (i)-মিথ্যা , (ii)-মিথ্যা , (iii)-সত্য , (iv)-সত্য
গ. (i)-মিথ্যা , (ii)-সত্য , (iii)-সত্য , (iv) -সত্য
ঘ. (i)-সত্য , (ii)-মিথ্যা , (iii)-সত্য , (iv) -মিথ্যা
গ. (i)-মিথ্যা , (ii)-সত্য , (iii)-সত্য , (iv) -সত্য
৪৭. “তোমার ধর্মের পথে কেন অপব্যায়?” -এই প্রশ্ন যেদিকে ইঙ্গিত করে –
ক. ধর্মাচরণ ব্যায়বহুল
খ. ধর্ম মানবিক বিনষ্টি ঘটায়
গ. ধর্মকে অনাবশ্যক ব্যবহার করা হয়
ঘ. ধর্ম ব্যবসা বুদ্ধির বাহক
খ. ধর্ম মানবিক বিনষ্টি ঘটায়
৪৮. “বাতাসের ধর্ম শুধু না -থামা কখনও ।” -কবি এখানে কী বোঝাতে চেয়েছেন ?
ক. বাতাস কখনও থামে না এটি অবিরাম প্রবাহিত হয় ।
খ. বাতাসের প্রকৃত স্বভাব হল চলমান থাকা , যা প্রতীকী অর্থ বহন করে ।
গ. মানুষের চিন্তাভাবনা ও মতামত বাতাসের মতো চলমান হওয়া উচিত
ঘ. বাতাস সবসময় প্রবাহিত হলেও মাঝেমধ্যে থেমে যায় ।
খ. বাতাসের প্রকৃত স্বভাব হল চলমান থাকা , যা প্রতীকী অর্থ বহন করে ।
৪৯. কবিতার মূল সুর হিসেবে যে উপাদানটি কাজ করেছে –
ক. মানবিকতা ও সহনশীলতা
খ. রাজনৈতিক দন্দ্ব
গ. ঐতিহাসিক গৌরব
ঘ. রাষ্ট্রীয় আইন
ক. মানবিকতা ও সহনশীলতা
৫০. শ্রীজাতর একটি কাব্যগ্রন্থ হল-
ক. উড়ন্ত সব জোকার
খ. বর্ষামঙ্গল
গ. অকাল বৈশাখী
ঘ. বান্ধবী গাছ
ক. উড়ন্ত সব জোকার
৫১. পাঠিত কবিতাটি যে কাব্যরীতিতে রচিত –
ক. লিমেরিক
খ. সনেট
গ. এলিজি
ঘ. ব্যালাড
খ. সনেট
Important Links
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,Whatsapp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।