এক্স-সিটু সংরক্ষণ কাকে বলে ?এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ

এক্স-সিটু সংরক্ষণ কাকে বলে ? | What is Ex-Situ Conservation | এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ | এক্স-সিটু সংরক্ষণ কোথায় দেখা যায় ?

প্রশ্নঃ এক্স -সিটু (Ex-Situ Conservation) সংরক্ষণ কাকে বলে ? 

উত্তরঃ কোনো জীবকে সংরক্ষণের জন্য বিশেষ সুরক্ষা দেওয়ার প্রয়োজন হয় যা তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সম্ভব নয় , তখন সেই জীবকে তার প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে নিয়ে আসা হয় । এই ধরনের সংরক্ষণকে এক্স-সিটু সংরক্ষণ বলে । যেমন – বোটানিক্যাল গার্ডেন -এ উদ্ভিদ সংরক্ষণ ।

প্রশ্নঃ এক্স সিটু সংরক্ষণের উদাহরণ  

উত্তরঃ চিড়িয়াখানা , অ্যাকোরিয়াম , বোটানিক্যাল গার্ডেন ,

জিন ব্যাংক (যে বিশেষ স্থানে জীব বৈচিত্রের সমস্ত প্রকারকে বীজ , চারা, রেণু , কলা পালন , ফ্রোজেন জার্ম প্লাজম , এবং জিন লাইব্রেরি রূপে সংরক্ষণের ব্যবস্থা করা হয় , তাকে জিন ব্যাংক বলে ।) ,

বীজ ব্যাংক (বিভিন্ন জীব বৈচিত্রের অঞ্চল থেকে বীজ এনে সিড ব্যাঙ্কে সংরক্ষোণ করা হয় ।নির্দিষ্ট সময় পর বীজগুলি মাটিতে পুঁতে দিয়ে ফসল উৎপন্ন হওয়ায় পর পুনরায় বীজ সংগ্রহ করে সিড ব্যাঙ্কে সংরক্ষণ করা হয় ) ,

কলা পালন, ক্রায়ো সংরক্ষণ ইত্যাদি ।  

প্রশ্নঃ এক্স-সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধা

এক্স সিটু সংরক্ষণের সুবিধাঃ

১. কোনো প্রজাতি বিভিন্ন হলে তার সুচিকিৎসা ,সংরক্ষণ ও প্রজনন এক্স সিটু সংরক্ষণ দ্বারা সম্ভব হয় । 

২. কোনো প্রজাতি বিলুপ্ত হলেও তার জনন উপাদান (জনন কোশ বা রেণু ) ক্রায়োসংরক্ষণ দ্বারা সংরক্ষিত করে ভবিষ্যতে জীব তৈরি সম্ভব হয় । 

এক্সসিটু সংরক্ষণের অসুবিধাঃ

১. এক্স সিটু সংরক্ষণে সীমিত সংখ্যক জীবের প্রজনন সম্ভব হয় বলে জিনগত বৈচিত্র হ্রাস পায় । 

২.  এক্স সিটু সংরক্ষণ একটি ব্যয়বহুল পদ্ধতি । 

Leave a Comment

error: Content is protected !!