ইন-সিটু সংরক্ষণ কাকে বলে ? ইন-সিটু সংরক্ষণ এর উদাহরণ 

 প্রশ্নঃ ইন-সিটু সংরক্ষণ কাকে বলে ? ইন-সিটু সংরক্ষণ এর উদাহরণ 

উত্তরঃ  কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার ও বংশবিস্তার করার সমস্ত সুবিধা প্রদান করে সংরক্ষণ করাকে ইন-সিটু সংরক্ষণ বলে। 

ইন-সিটু সংরক্ষণের উদাহরণ হল জাতীয় উদ্যান, অভ্যারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ । 

ইন-সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য 

(i) জলজ বা স্থলজ মূল প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্রকে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধীনে সংরক্ষণ করা হয় ।

(ii) মানুষের প্রবেশাধিকার বন্ধ রেখে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষিত বনাঞ্চলে জীব সংরক্ষণ করা হয় ।

(iii) জাতীয় উদ্যানে বিশেষ প্রজাতির জীব সম্প্রদায়কে সংরক্ষণ করা হয় ।

(iv) অভয়ারণ্যে বিশেষ প্রকার প্রজাতির প্রাণীদের সংরক্ষণ করা হয় ।

Leave a Comment

error: Content is protected !!