তাপীয় রোধ কাকে বলে ? এর SI একক কি ? তাপীয় রোধের রাশিমালা, মাত্রীয় সংকেত || what is thermal resistance ?
তাপীয় রোধ কাকে বলে ?
যে ধর্মের জন্য কোনো পরিবাহী,তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় , তাকে পরিবাহীর তাপীয় রোধ বলে ।
তাপীয় রোধের SI ও CGS একক
তাপীয় রোধের SI একক J-1sK এবং CGS একক cal-1s°C
তাপীয় রোধের রাশিমালা
ধরা যাক d বেধ এবং A প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার তাপীয় পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠতলের উষ্ণতা যথাক্রমে θ2 ও θ1 (θ2 > θ1) । এই অবস্থায় পরিবাহীর উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে লম্বভাবে তাপ পরিবাহিত হবে । যদি t সময়ে Q পরিমাণ তাপ পরিবাহিত হয় , তবে
Q=
এখানে K হল পরিবাহীটির তাপ পরিবাহিতাঙ্ক ।
আবার কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যদি দুই প্রান্তের বিভব প্রভেদ যথাক্রমে V2 ও V1 হয় এবং পরিবাহীর রোধ R হয় , তবে ওহমের সূত্র অনুসারে তড়িৎ প্রবাহের হার বা তড়িৎ প্রবাহমাত্রা ,
∴ I =
এখন (1) ও (2) নং সমীকরণ তুলনা করে বলা যায় ,
∴ R = RH =
∴
তাপীয় রোধের মাত্রীয় সংকেত
তাপীয় রোধের মাত্রীয় সংকেত [M-1L-2T3θ]