তড়িৎ লেপনের সময়ে ac ব্যবহার করা যায় না কেন || তড়িৎলেপনের সময়ে ac -র পরিবর্তে dc ব্যবহার করা হয় কেন || তড়িৎ লেপনের সময় কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়
উত্তরঃ তড়িদবিশ্লেষণে সমপ্রবাহ (dc) ব্যবহার হয় পরবর্তী প্রবাহ (ac) ব্যবহার করা যায় না কারণ – সমমুখী প্রবাহে (dc) ক্যাথোড ও অ্যানোডের প্রকৃতি নির্দিষ্ট থাকে এবং আয়নগুলি বিপরীত আধানযুক্ত তড়িৎদ্দ্বারের দিকে আকৃষ্ট হয় ।এরফলে ক্যাথোডে রাখা বস্তুর ওপর সুষমভাবে পাতলা আস্তরণ পড়ে এবং তড়িৎ লেপন ভালো হয় । কিন্তু পরবর্তী প্রবাহ (ac) ব্যবহার করলে প্রতি মুহুর্তে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত হতে থাকে এবং তড়িৎদ্দ্বারের ক্যাথোড ও অ্যানোডের প্রকৃতিও দ্রুত পরিবর্তিত হয় । তাই তড়িতবিশ্লেষ্যের আয়নগুলি কোনো তড়িতদ্দ্বার দ্বারাই আকৃষ্ট হয় না এবং গতিহীন অবস্থায় থাকে । ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় না । তাই তড়িৎলেপনের সময়ে ac ব্যবহার করা যায় না ।