বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ কাকে বলে | বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ একমুখী কেন  

বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ কাকে বলে ?

উত্তরঃ নির্দিষ্ট বাস্তুতন্ত্রের কোনো খাদ্যশৃঙ্খলে উৎপাদক থেকে ক্রমপর্যায়ে বিভিন্ন পুষ্টিস্তরের খাদ্য-খাদক সম্পর্কযুক্ত জীবগোষ্ঠীর মধ্যে খাদ্যশক্তির (রূপান্তরিত সৌরশক্তি ) একমুখী প্রবাহকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে ।

বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ একমুখী কেন ?

উত্তরঃ বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎস সূর্য । সৌরশক্তিকে সবুজ উদ্ভিদ আবদ্ধ করে তাকে খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চয় করে রাখে । একে শক্তির অর্জন বলে। উৎপাদকের দেহে সঞ্চিত শক্তি খাদ্য খাদক সম্পর্কের  ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর খাদকে স্থানান্তরিত হতে থাকে । শক্তির স্থানান্তরের সময় কিছু পরিমাণ শক্তির হ্রাস ঘটতে থাকে । এভাবে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণির খাদকে শক্তির স্থানান্তর ঘটে এবং প্রতি পুষ্টিস্তরে শ্বসন , রেচন ,অপাচ্য খাদ্যশক্তি শক্তির বহিস্করণ প্রভৃতির জন্য কিছু পরিমাণ শক্তি শক্তিপ্রবাহ থেকে অপসৃত হয় । উৎপাদকে আবদ্ধ সৌরশক্তি কখনই সৌরজগতে ফিরতে পারে না ; একই ভাবে কোনো পুষ্টিস্তরে আবদ্ধ শক্তি পুনরায় উৎপাদকে ফিরে আসে না । তাই বলা হয় শক্তি প্রবাহ একমুখী ।  

সূর্য →  উৎপাদক → প্রাথমিক খাদক → গৌণ খাদক → প্রগৌণ খাদক  

Leave a Comment

error: Content is protected !!