জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড উৎপন্ন গ্যাসের অনুপাত কত
উত্তরঃ জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 2 অণু হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে 1 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় । সুতরাং , ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত 2 : 1 ।
ক্যাথোড বিক্রিয়াঃ H+ +e– → H , H+H =2H2 ↑
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াঃ Pt তড়িদ্দ্বারের সাহায্যে তড়িৎ চালনা করলে H+ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় । H+ আয়ন ক্যাথোড থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে প্রথমে প্রশম H পরমাণু এবং পরে দুটি H পরমাণু সংযুক্ত হয়ে H2 অণু উৎপন্ন হয়ে ক্যাথোডে গ্যাস রূপে মুক্ত হয় ।
অ্যানোড বিক্রিয়াঃ OH– -e– → OH , 4OH → 2H2O + O2 ↑
অন্যদিকে SO42- আয়ন অপেক্ষা OH– আয়ন কম তড়িৎ ঋণাত্মক বলে OH– আয়ন সহজে অ্যানোডে ইলেকট্রন বর্জন করে প্রশম OH মূলক তৈরি করে । পরে চারটি OH মূলক যুক্ত হয়ে জল ও অক্সিজেন সৃষ্টি করে অ্যানোডে গ্যাসীয় অক্সিজেন রূপে নির্গত হয় ।
Very well