Madhyamik Physical Science Periodic Table Chapter Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘পর্যায়সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা’ অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Physical Science Chapter 8 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Physical Science Periodic Table Chapter Mock Test। তাই এই MCQ Question Answer দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC, West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেদের যাচাই করুন ।
পর্যায়সারণি অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Periodic Table Chapter Mock Test
Q1.দীর্ঘ পর্যায় – সারণিতে শ্রেণির সংখ্যা হল –
- 9 টি
- 12টি
- 18 টি
- 20টি
18 টি
Q2. ক্ষার ধাতুগুলি আছে দীর্ঘ পর্যায় সারণির –
- 1 নং শ্রেণিতে
- 2 নং শ্রেণিতে
- 3 নং শ্রেণিতে
- কোনোটিই সঠিক নয়
1 নং শ্রেণিতে
Q3. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আছে দীর্ঘ পর্যায় সারণির –
- 1 নং শ্রেণিতে
- 2 নং শ্রেণিতে
- 3 নং শ্রেণিতে
- কোনোটিই সঠিক নয়
2 নং শ্রেণিতে
Q 4. দীর্ঘ পর্যায় – সারণিতে মুদ্রাধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে ?
- Gr-11
- Gr-15
- Gr-17
- Gr-1
Gr-11
পর্যায়সারণি অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) || Madhyamik Physical Science Periodic Table Chapter Mock Test
Q5. কোন মৌলটি হ্যালোজেন –
- Na
- Li
- Br
- Cd
Br
Q6. সন্ধিগত মৌলের উদাহরণ হল –
- Ca
- Mg
- Fe
- Al
Fe
Q7. নিচের কোনটি একটি মুদ্রা ধাতু –
- আয়রন
- সিলভার
- অ্যালুমিনিয়াম
- নিকেল
সিলভার
Q8. একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও –
- Np
- Ce
- Lu
- La
Np
Q9. কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে অগ্রসর হলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ –
- কমে
- বাড়ে
- একই থাকে
- প্রথমে বাড়ে তারপর কমে
কমে
Q10. একই পর্যায়ে পরমানুর আকার যত ছোট হয় আয়নাইজেশন শক্তি তত –
- কমে
- একই থাকে
- কখন বাড়ে কখন কমে
- বাড়ে
বাড়ে
পর্যায়সারণি অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) || Madhyamik Physical Science Periodic Table Chapter Mock Test
Q11. কোনো পর্যায়ে যে শ্রেণির মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি সেটি হল –
- 16
- 17
- 18
- 14
17
Q12. কোন পর্যায়ে মৌলগুলির আকার যত ছোট হবে তাদের তড়িৎ ঋণাত্মকতা তত –
- বাড়বে
- কমবে
- বাড়বে বা কমবে
- পরিবর্তিত হবে না
বাড়বে
Q 13.পর্যায় – সারণির দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি –
- B >C > N > O
- B > N > C > O
- B > O > N > C
- N > O > B > C
B >C > N > O
Q14. নিচের কোনটি ক্ষার ধাতুসমূহের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম –
- Na < Rb < K < Cs
- Na < K < Rb < Cs
- K< Na > Cs > Rb
- Na < Cs < K < Rb
Na < K < Rb < Cs
Q15. নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় ?
- ঘনত্ব
- গলনাঙ্ক
- স্ফুটনাঙ্ক
- তেজস্ক্রিয়তা
তেজস্ক্রিয়তা
Q16. নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক ?
- K
- H
- Li
- Na
K
Q17. নিচের মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বনিন্ম ?
- B
- C
- F
- Be
Be
পর্যায়সারণি অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) || Madhyamik Physical Science Periodic Table Chapter Mock Test
Q18.কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম ?
- F
- N
- O
- C
F
Q19. পর্যায় সারণির কোনো একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ধর্মের কী পরিবর্তন লক্ষ্য করা যায় ?
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- সঠিক ভাবে বলা যায় না
- কখনও বৃদ্ধি পায় কখনও হ্রাস পায়
হ্রাস পায়
Q20. নিচের কোনটি হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে জারণ ধর্মের সঠিক ক্রম –
- F> br > Cl > I
- Cl > F > Br > I
- Cl < F < Br < I
- F > Cl > Br > I
F > Cl > Br > I
Q21. প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি তীব্র ক্ষারীয় অক্সাইড ?
- P2O5
- SO2
- Cl2O7
- Na2O
Na2O
Q22. প্রদত্ত কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম ?
- K
- Na
- Li
- Cs
Li
Q23. প্রদত্ত যে পর্যায়বৃত্ত ধর্মটির কোনো একক নেই ?
- আয়নন শক্তি
- পারমাণবিক ব্যাসার্ধ
- তড়িৎ ঋণাত্মকতা
- ইলেকট্রন আসক্তি
তড়িৎ ঋণাত্মকতা
Q24. পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে-
- ক্ষার ধাতু
- ক্ষারীয় মৃত্তিকা ধাতু
- সন্ধিগত মৌল
- চ্যালকোজেন মৌল
সন্ধিগত মৌল
পর্যায়সারণি অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) || Madhyamik Physical Science Periodic Table Chapter Mock Test
Q25. প্রদত্ত কোনটি নিটকোজেন মৌল ?
- F
- Ni
- N
- S
N
Q26. পর্যায়সারণির শেষ প্রাকৃতিক মৌলটি হল-
- বেরিয়াম
- থোরিয়াম
- রেডিয়াম
- ইউরেনিয়াম
ইউরেনিয়াম
Q27. পর্যায়সারণির একই পর্যায় বামদিক থেকে ডানদিকে গেলে যে ধর্মটি ক্রমশ কমতে থাকে সেটি হল-
- অধাতব ধর্ম
- পারমাণবিক ব্যাসার্ধ
- তড়িৎ ঋণাত্মকতা
- আয়োনাইজেশন শক্তি
পারমাণবিক ব্যাসার্ধ
Q28. পর্যায়সারণিতে শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে অপরিবর্তিত থাকে যেটি সেটি হল-
- ধাতব ধর্ম
- তড়িৎ -ঋণাত্মকতা
- পারমাণবিক ব্যাসার্ধ
- যোজক ইলেকট্রনের সংখ্যা
যোজক ইলেকট্রনের সংখ্যা
Q29. প্রথম সন্ধিগত সারির শেষ মৌলটি হল-
- Cu
- Zn
- Fe
- Al
Zn
Q30. যে মৌলটির তড়িৎঋণাত্মকতা সর্বনিম্ন –
- H
- Na
- Si
- Cl
Na
পর্যায়সারণি অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) || Madhyamik Physical Science Periodic Table Chapter Mock Test
Q31. যে মৌলটির পারমাণবিক ব্যসার্ধ সর্বনিম্ন-
- N
- Na
- K
- F
F
Q32. কোন হ্যালোজেনটির তড়িৎঋণাত্মকতা সবচেয়ে কম ?
- F
- Cl
- Br
- I
I
Q33. সর্বোচ্চ আয়নন বিভব হল-
- B-এর
- N-এর
- O-এর
- Be-এর
N-এর
Q34. পর্যায়সারণির কোনো নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে আয়নীয় বিভব ক্রমশ –
- বাড়ে
- কমে
- অপরিবর্তিত থাকে
- প্রথমে কমে তারপর বাড়ে
বাড়ে
Q35. আয়নগুলির ব্যাসার্ধের সঠিক ক্রম লেখো-
- Na+ < Al3+ < Cl– < O2- < Mg2+
- Cl– < Mg2+ < Na+ < Al3+ < O2-
- Al3+< Mg2+ <Na+ < O2- < Cl–
- Cl– < O2- < Mg2+ < Al3+ <Na+
Al3+< Mg2+
Important Links
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই মক টেস্টের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।