ইন-সিটু সংরক্ষণ ও এক্স-সিটু সংরক্ষণের পার্থক্য 

ইন-সিটু সংরক্ষণ ও এক্স-সিটু সংরক্ষণের পার্থক্য | Difference Between In-situ and Ex-Situ Conservation

উত্তরঃ 

বিষয় ইন-সিটু সংরক্ষণএক্স-সিটু সংরক্ষণ
সংরক্ষণ স্থানজীবের স্বাভাবিক বাসস্থানেই তাদের সংরক্ষণ করা হয় ।জীবের স্বাভাবিক বাসস্থান থেকে সরিয়ে কৃত্রিম স্থানে তাদের সংরক্ষণ করা হয় । 
পদ্ধতিবিপন্ন জীব প্রজাতিদের মূল প্রাকৃতিক বাসস্থানে সংরক্ষণ করা হয় ।বিভিন্ন জীব প্রজাতিদের মূল প্রাকৃতিক বাসস্থানের বাইরে এনে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয় ।
প্রজনন ক্রিয়াস্বাভাবিক পরিবেশে কোনো কৃত্রিম উপায় ছাড়াই প্রজনন ক্রিয়া ঘটে । কৃত্রিম প্রজননের সাহায্য নেওয়া হয় ।
প্রতিরক্ষা ব্যবস্থাবিপন্ন প্রজাতিকে শিকারী প্রজাতি থেকে রক্ষার ব্যবস্থা নেওয়া হয় ।বিপন্ন প্রজাতিকে সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষার ব্যবস্থা করা হয় ।
উদাহরণ জাতীয় পার্ক , অভয়ারণ্য ইন-সিটু সংরক্ষণের উদাহরণ । চিড়িয়াখানা , ক্রায়োসংরক্ষণ এক্স -সিটু সংরক্ষণের উদাহরণ । 

Leave a Comment

error: Content is protected !!