রুপোর বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্যরূপে কী ব্যবহার করবে
উত্তরঃ রুপোর বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হলে –
অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে বিশুদ্ধ সোনার পাত ।
ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে রুপোর বস্তু ।
তড়িৎবিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে পটাশিয়াম অরোসায়ানাইড-এর জলীয় দ্রবণ।