দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যাদুটির গ.সা.গু 48 সংখ্যাদুটি কী কী হতে পারে হিসাব করি
সমাধানঃ
384 ÷ 48 = 8
এখন 8 কে দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করি
8 = 1 + 7
বা, 8 = 2 + 6
বা, 8 = 3 +5
বা, 8 = 4 + 4
এবার সংখ্যা জোড় থেকে মৌলিক সংখ্যা জোড় নিলে গ.সা.গু 48 থাকবে ।
∴ সংখ্যা জোড় গুলি হবে
= (48×1 , 48×7) অথবা (48×3 , 48×5)
= (48 , 336) অথবা (144 , 240 )
উত্তরঃ সংখ্যাদুটি হতে পারে (48 , 336) অথবা (144 , 240 ) ।