শ্রেণি বরাবর মৌলের জারণ বিজারণ ধর্মের পরিবর্তন
উত্তরঃ পর্যায়সারণির কোনো একটি শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে জারণ ক্ষমতা ক্রমশ কমতে থাকে এবং বিজারণ ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে ।
কারণঃ পর্যায়সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে যত নীচে যাওয়া যায় তত পারমাণবিক ব্যসার্ধ বা আকার ক্রমশ কমতে থাকে । কারন শ্রেণি বরাবর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক আধানও বৃদ্ধি পায় । যদিও নিউক্লিয় চার্জ বৃদ্ধি পেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় , কিন্তু এক্ষেত্রে নতুন কক্ষ বা মুখ্য শক্তিস্তররের সংযোজনের ফলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে , যা সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লীয় আকর্ষণ বল ক্রমশ কমিয়ে দেয় । তাই পরমাণুর ইলেকট্রন বর্জন করার প্রবণতা ক্রমশ বাড়তে থাকে অর্থাৎ বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় । অপরপক্ষে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা ক্রমশ কমতে থাকে অর্থাৎ , জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায় । যেমন- 1A বা 1 নং শ্রেণীর মৌলগুলির জারণ ক্ষমতার ক্রম হল – Li > Na > K > Rb > Cs এবং বিজারণ ক্ষমতার ক্রম হল Li < Na < K < Rb < Cs ।