শ্রেণি বরাবর মৌলের জারণ বিজারণ ধর্মের পরিবর্তন

শ্রেণি বরাবর মৌলের জারণ বিজারণ ধর্মের পরিবর্তন

উত্তরঃ পর্যায়সারণির কোনো একটি শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে জারণ ক্ষমতা ক্রমশ কমতে থাকে এবং বিজারণ ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে ।

কারণঃ পর্যায়সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে যত নীচে যাওয়া যায় তত পারমাণবিক ব্যসার্ধ বা আকার ক্রমশ কমতে থাকে । কারন শ্রেণি বরাবর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক আধানও বৃদ্ধি পায় । যদিও নিউক্লিয় চার্জ বৃদ্ধি পেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় , কিন্তু এক্ষেত্রে নতুন কক্ষ বা মুখ্য শক্তিস্তররের সংযোজনের ফলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে , যা সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লীয় আকর্ষণ বল ক্রমশ কমিয়ে দেয় । তাই পরমাণুর ইলেকট্রন বর্জন করার প্রবণতা ক্রমশ বাড়তে থাকে অর্থাৎ বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় । অপরপক্ষে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা ক্রমশ কমতে থাকে অর্থাৎ , জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায় । যেমন- 1A বা 1 নং শ্রেণীর মৌলগুলির জারণ ক্ষমতার ক্রম হল – Li > Na > K > Rb > Cs এবং বিজারণ ক্ষমতার ক্রম হল Li < Na < K < Rb < Cs  ।  

Leave a Comment

error: Content is protected !!