ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া –ব্যাখ্যা করো ।

ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া –ব্যাখ্যা করো ।

উত্তরঃ প্রকৃতপক্ষে প্রাপ্ত ধাতুর অক্সাইড , সালফাইড , ক্লোরাইড ও কার্বনেট যৌগ থেকেই মূলত ধাতু নিষ্কাশন করা হয় । এই সমস্ত যৌগগুলি তড়িৎযোজী হওয়ায় এতে উপস্থিত ধাতুগুলির আয়নিত অবস্থায় থাকে । ধাতু নিস্কাশনের সময় ধাতব যৌগ থেকে ধাতুতে পরিণত হওয়ার সময়ে আকরিক মধ্যস্থ ধাতব আয়নগুলি নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে । ইলেকট্রন গ্রহণ একটি বিজারণ প্রক্রিয়া । অর্থাৎ ,ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া ।

Mn+ (আকরিক মধ্যস্থ ধাতব আয়ন) +ne→ M(মুক্ত ধাতু) । সুতরাং , যে পদ্ধতি অবলম্বন করা হোক না কেন , ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ বিক্রিয়া ।

উদাহরণ- সোডিয়াম ধাতু  নিস্কাশনের ক্ষেত্রে গলিত NaOH বা গলিত NaCl – এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে Na+ আয়ন ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং ধাতব সোডিয়াম রূপে মুক্ত হয় । সুতরাং , সোডিয়াম ধাতু নিস্কাশনের মূল বিক্রিয়াটি হল বিজারণ বিক্রিয়া ।

$NaCl\rightleftharpoons Na^+ + Cl^-$

$NaOH\rightleftharpoons Na^+ + OH^-$

ক্যাথোডে ঘটা বিজারণ বিক্রিয়াঃ $Na^+ + e^-\rightarrow Na$

Leave a Comment

error: Content is protected !!