আয়তঘন-এর সমস্ত ‘নিজে করি’ অঙ্ক একত্রে গণিত প্রকাশ দশম শ্রেণী||All Nije Kori Maths of Chapter 4 Class 10 WBBSE

আয়তঘন-এর সমস্ত ‘নিজে করি’ অঙ্ক একত্রে গণিত প্রকাশ দশম শ্রেণী||All Nije Kori Maths of Chapter 4 Class 10 WBBSE- প্রয়োগ-4 , প্রয়োগ-7 , প্রয়োগ-10 এবং প্রয়োগ- 18 এই সমস্ত অঙ্কগুলির সমাধান এখানে করে দেওয়া হল ।

আয়তঘন-এর সমস্ত ‘নিজে করি’ অঙ্ক একত্রে গণিত প্রকাশ দশম শ্রেণী||All Nije Kori Maths of Chapter 4 Class 10 WBBSE

প্রয়োগ-4: যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি. , সেই ঘনকটির চারপাশ রঙিন কাগজ দিয়ে মুড়তে কত বর্গ সেমি. রঙিন কাগজ লাগবে হিসাব করে লিখি ।

সমাধানঃ ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি. ।

∴ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = $6 \times 12^2$ বর্গ সেমি. = $6 \times 144$ বর্গ সেমি. = 864 বর্গ সেমি.

∴ ঘনকটির চারপাশ রঙিন কাগজ দিয়ে মুড়তে রঙিন কাগজ লাগবে 864 বর্গ সেমি. ।

প্রয়োগ-7: যদি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 486 বর্গ মিটার হয় , তবে ওই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত তা হসাব করে লিখি ।

সমাধানঃ ধরি , ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য a মিটার ।

শর্তানুসারে ,

6a2 = 486

$\Rightarrow a^2 = \frac{486}{6}$

$\Rightarrow a^2 = 81$

$\Rightarrow a = \pm \sqrt{81}$

$\Rightarrow a = \pm 9$

কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না ।

$\therefore a = 9$

∴ ঘনকের বাহুর দৈর্ঘ্য 9 মিটার ।

প্রয়োগ-10: আমি মিতার তৈরি দুটি ঘনক , যাদের প্রত্যেকটির ধার 8 সেমি. দৈর্ঘ্যের , পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করলাম । এইভাবে তৈরি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করি ।

সমাধানঃ 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক যুক্ত করলে যা তৈরি হবে তা হল একটি আয়তঘনক । আয়তঘনকটির দৈর্ঘ্য = (8+8) সেমি. = 16 সেমি. , প্রস্থ = 8 সেমি. এবং উচ্চতা = 8 সেমি.

এখন আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল = 2(16× 8 + 8×8 + 8×16) বর্গসেমি. = 2(128+64+128) বর্গসেমি.= 640 বর্গ সেমি.

আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য

= $\sqrt{16^2 + 8^2 + 8^2}$

= $\sqrt{256 + 64 + 64}$

= $\sqrt{384}$

= $\sqrt{64 \times 6}$

= $8\sqrt{6}$

প্রয়োগ- 18: একটি পাম্প ঘণ্টায় 37400 লিটার জল ভর্তি করতে পারে । তাহলে 18 মিটার দীর্ঘ ও 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভর্তি করার জন্য পাম্পটিকে কতক্ষন চালাতে হতো হিসাব করে লিখি ।

সমাধানঃ জলাধারের দৈর্ঘ্য 18 মিটার = 180 ডেসিমিটার , প্রস্থ = 11 মিটার = 110 ডেসিমিটার এবং জলতলের উচ্চতা = 17 ডেসিমিটার ।

∴ 17 ডেসিমিটার জলস্তম্ভের আয়তন = (180 x 110 x 17 ) ঘন ডেসিমিটার = 336600 ঘন ডেসিমিটার = 336600 লিটার ।

এখন যে পাম্প ঘণ্টায় 37400 লিটার জল ভর্তি করতে পারে সেই পাম্প দ্বারা 17 ডেসিমিটার উচ্চতার জল ভর্তি করার জন্য পাম্পটি চালাতে হবে = $\frac{336600}{37400}$ ঘণ্টা =9 ঘণ্টা ।

উত্তরঃ 17 ডেসিমিটার উচ্চতার জল ভর্তি করার জন্য পাম্পটি চালাতে হবে 9 ঘণ্টা ।

গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান Madhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test Series ANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDF SN Dey Solution Class 11
WBBSE Official Site

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,Whatsapp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

error: Content is protected !!