WB HS Class 12 Mathematics Suggestion of Matrix for Semester-3 || উচ্চমাধ্যমিক অঙ্ক সাজেশন ক্লাস 12 সেমিস্টার-3 – Anushilan.Com পক্ষ থেকে উচ্চমাধ্যমিক (ক্লাস 12) এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হয়েছে সেমিস্টার -3 এর জন্য ম্যাট্রিক্স (Matrices) চ্যাপ্টারের Mock Test আকারে সাজেশন । এই প্রশ্ন উত্তরগুলো আসন্ন সেমিস্টার 3 অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে চটপট মক টেস্টে অংশগ্রহণ করো এবং ঘড়ি ধরে সমাধান করার চেষ্টা করো , প্রতিটি প্রশ্নের মান 1 ধরে কত পেলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলোনা । এই ধরনের পোস্ট আরও পেতে কমেন্ট জানাও এবং সবার সাথে শেয়ার করো ।
WB HS Class 12 Mathematics Suggestion of Matrix for Semester-3 || উচ্চমাধ্যমিক অঙ্ক সাজেশন ক্লাস 12 সেমিস্টার-3
1. একটি বর্গ ম্যাট্রিক্স A এরূপ যে , A2=A । তবে (I+A)3 -7A এর মান হবে –
(ক) A
(খ) I-A
(গ) I
(ঘ) 3A
(গ) I
2. $A = \left[\begin{array}{cc} 1 & 2 & 2 \\ 2 & 1 & 2 \\ 2 & 2 & 1 \\ \end{array}\right]$ হলে , A2-4A=
(ক) –I3
(খ) 5I3
(গ) -6I3
(ঘ) 4I3
(খ) 5I3
3.A একটি 2 × 2 ক্রমের একটি ম্যাট্রিক্স ও A2 = A হলে , (I-A)2 =
(ক) I-A2
(খ) A
(গ) I-A
(ঘ) I+A
(গ) I-A
4. সঠিক বিবৃতিটি নির্বাচন করো –
(ক) প্রত্যেক স্কেলার ম্যাট্রিক্সই একটি একক ম্যাট্রিক্স
(খ) প্রত্যেক একক ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স
(গ ) প্রত্যেক কর্ণ ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স
(ঘ) একটি বর্গ ম্যাট্রক্স যার প্রত্যেকটি পদ একক , সেটি একটি একক ম্যাট্রিক্স
(B) প্রত্যেক একক ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স
5. $A = \left[\begin{array}{cc} 0 & 1 \\ 0 & 0 \\ \end{array}\right]$ হলে ,
বিবৃতি -1: (aI +bA)3= a3I + 3a2bA ,
বিবৃতি -2 : (aI+bA)2=a2I +3a2bA
(ক) বিবৃতি –I সত্য কিন্তু বিবৃতি -2 মিথ্যা
(খ) বিবৃতি – I মিথ্যা কিন্তু বিবৃতি -2 সত্য
(গ) বিবৃতি –I এবং বিবৃতি -2 উভয়েই সত্য
(ঘ) বিবৃতি –I এবং বিবৃতি -2 উভয়েই মিথ্যা
(ক) বিবৃতি –I সত্য কিন্তু বিবৃতি -2 মিথ্যা
6. $A = \left[\begin{array}{cc} 4 & 5 \\ 5 & 6 \\ \end{array}\right]$ হলে , A2=
(ক) 10A – 2I
(খ) 7A + 2I
(গ) 4A +5I
(ঘ) 10A +I
(এখানে I হল দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স )
(ঘ) 10A +I
7. $A = \left[\begin{array}{cc} \cos \theta & \sin \theta \\ – sin\theta & \cos \theta \\ \end{array}\right]$ হলে ,
বিবৃতি -1: $A^n = \left[\begin{array}{cc} \cos n\theta & \sin n\theta \\ – sinn\theta & \cos n\theta \\ \end{array}\right]$ , n হল যেকোনো ধনাত্মক সংখ্যা
বিবৃতি-2: $A^n = \left[\begin{array}{cc} \cos n\theta & – \sin n\theta \\ sinn\theta & \cos n\theta \\ \end{array}\right]$ , n হল যেকোনো ধনাত্মক অখন্ড সংখ্যা
(ক) বিবৃতি-1 সত্য কিন্তু বিবৃতি-2 মিথ্যা
(খ) বিবৃতি -1 মিথ্যা কিন্তু বিবৃতি -2 সত্য
(গ) বিবৃতি -1 ও বিবৃতি -2 উভয়েই সত্য
(ঘ) বিবৃতি -1 ও বিবৃতি -2 উভয়েই মিথ্যা
(ক) বিবৃতি-1 সত্য কিন্তু বিবৃতি-2 মিথ্যা
8. যদি $A = \left[\begin{array}{cc} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 1 & 0 & 0 \\ \end{array}\right]$ এবং An=I হয় তবে n এর মান হবে –
(ক) 3
(খ) -1
(গ) 2
(ঘ) 4
(গ) 2
9. $A = \left[\begin{array}{cc} i & – i \\ – i & i \\ \end{array}\right]$ এবং $B = \left[\begin{array}{cc} 1 & – 1 \\ – 1 & 1 \\ \end{array}\right]$ হলে
বিবৃতি-1: A8= 128B
বিবৃতি-2: A2 =-2B
(ক) বিবৃতি-1 সত্য কিন্তু বিবৃতি-2 মিথ্যা
(খ) বিবৃতি-1 মিথ্যা কিন্তু বিবৃতি-2 সত্য
(গ) বিবৃতি-1 ও বিবৃতি-2 উভয়েই সত্য
(ঘ) বিবৃতি-1 ও বিবৃতি-2 উভয়েই মিথ্যা
(গ) বিবৃতি-1 ও বিবৃতি-2 উভয়েই সত্য
10. $A = \left[\begin{array}{cc} 2 & – 1 \\ 1 & 3 \\ \end{array}\right]$ এবং A2-4A-5I3 = O হলে , A-1 =
(ক) $\frac{1}{5}\left[\begin{array}{cc} – 3 & 2 & – 3 \\ 2 & – 3 & 2 \\ 2 & – 2 & 3 \\ \end{array}\right]$
(খ) $\frac{1}{5}\left[\begin{array}{cc} – 3 & 2 & 2 \\ 2 & – 3 & 2 \\ 2 & 2 & – 3 \\ \end{array}\right]$
(গ) $\frac{1}{5}\left[\begin{array}{cc} – 2 & 3 & 2 \\ 2 & – 2 & 3 \\ 3 & – 3 & – 2 \\ \end{array}\right]$
(ঘ) $\frac{1}{5}\left[\begin{array}{cc} – 2 & 2 & 3 \\ 3 & – 2 & – 3 \\ 2 & 3 & – 2 \\ \end{array}\right]$
(খ)$\frac{1}{5}\left[\begin{array}{cc} – 3 & 2 & 2 \\ 2 & – 3 & 2 \\ 2 & 2 & – 3 \\ \end{array}\right]$
11. A এইরূপ বর্গ ম্যাট্রিক্স যে , A3=I , তবে A-1 হবে –
(ক) I
(খ) A
(গ) A2
(ঘ) A3
(গ) A2
12. $A = \left[\begin{array}{cc} 3 & 1 \\ – 1 & 2 \\ \end{array}\right] $ হলে , সঠিক সম্পর্কটি হল-
বিবৃতি-1: A2-4A+7I = O
বিবৃতি-2: A2-5A+7I = O
(ক) বিবৃতি-1 সত্য কিন্তু বিবৃতি-2 মিথ্যা
(খ) বিবৃতি-1 মিথ্যা কিন্তু বিবৃতি-2 সত্য
(গ) বিবৃতি -1 এবং বিবৃতি -2 উভয়েই সত্য
(ঘ) বিবৃতি -1 এবং বিবৃতি -2 উভয়েই মিথ্যা
(খ) বিবৃতি-1 মিথ্যা কিন্তু বিবৃতি-2 সত্য
13. $A = \left[\begin{array}{cc} x & – 2 \\ 2 & 1 \\ \end{array}\right]$,$B = \left[\begin{array}{cc} 3 & 4 \\ 0 & 1 \\ \end{array}\right]$ and $C = \left[\begin{array}{cc} – 1 & – 2 \\ y & 2 \\ \end{array}\right]$ এবং A +B =BC হলে , x ও y এর মান হবে যথাক্রমে –
(ক) x = 2, y=2
(খ) x = 1, y=2
(গ) x = -2 , y = 2
(ঘ) x =1 , y =-1
(ক) x = 2, y=2
14. যদি $ A = \left[\begin{array}{cc} 3 & 1 \\ 7 & 5 \\ \end{array}\right] $ এবং A2 = -xI +yA হয় , তবে x ও y এর মান হবে যথাক্রমে –
(ক) x =5 , y=6
(খ) x = -8 , y =-6
(গ) x =8 , y = 8
(ঘ) x = 8 , y =7
(গ) x =8 , y = 8
15. $A = \left[\begin{array}{cc} 3 & 2 & 3 \\ 4 & 5 & 3 \\ 2 & 4 & 5 \\ \end{array}\right]$ ম্যাট্রিক্স কে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টিরূপে প্রকাশ করলে হয় –
(ক) $A = \left[\begin{array}{cc} 3 & 3 & \frac{5}{2} \\ 3 & 5 & \frac{7}{2} \\ \frac{5}{2} & \frac{7}{2} & 5 \\ \end{array}\right] + \left[\begin{array}{cc} 0 & – 1 & \frac{1}{2} \\ 1 & 0 & – \frac{1}{2} \\ \frac{ – 1}{2} & \frac{1}{2} & 0 \\ \end{array}\right]$
(খ) $A = \left[\begin{array}{cc} 3 & 3 & 2 \\ 3 & 5 & 3 \\ 2 & 3 & 3 \\ \end{array}\right] + \left[\begin{array}{cc} 0 & – 1 & 1 \\ 1 & 0 & – 1 \\ – 1 & 1 & 0 \\ \end{array}\right]$
(গ) $A = \left[\begin{array}{cc} 3 & 4 & 2 \\ 3 & 5 & 3 \\ 5 & 7 & 10 \\ \end{array}\right] + \left[\begin{array}{cc} 0 & – 2 & 1 \\ 2 & 0 & – 2 \\ – 1 & 2 & 0 \\ \end{array}\right]$
(ঘ) $A = \left[\begin{array}{cc} 6 & 6 & 5 \\ 6 & 10 & 7 \\ 5 & 7 & 10 \\ \end{array}\right] + \left[\begin{array}{cc} 0 & – 2 & 2 \\ 2 & 0 & – 1 \\ – 1 & 1 & 0 \\ \end{array}\right]$
(ক) $A = \left[\begin{array}{cc} 3 & 3 & \frac{5}{2} \\ 3 & 5 & \frac{7}{2} \\ \frac{5}{2} & \frac{7}{2} & 5 \\ \end{array}\right] + \left[\begin{array}{cc} 0 & – 1 & \frac{1}{2} \\ 1 & 0 & – \frac{1}{2} \\ \frac{ – 1}{2} & \frac{1}{2} & 0 \\ \end{array}\right]$
15. যেকোনো ___________ ম্যাট্রিক্স কে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সএর সমষ্টিরূপে প্রকাশ করা যায় –
(ক) বর্গ
(খ) একক
(গ) অবশিষ্ট
(ঘ) কর্ণ
(ক) বর্গ
WB HS Class 12 Mathematics Suggestion of Matrix for Semester-3 || উচ্চমাধ্যমিক অঙ্ক সাজেশন ক্লাস 12 সেমিস্টার-3
16. $A = \left[\begin{array}{cc} 1 & 5 \\ 6 & 7 \\ \end{array}\right]$ হলে , A –AT একটি –
(ক) বিপ্রতিসম ম্যাট্রিক্স
(খ) প্রতিসম ম্যাট্রিক্স
(গ) একক ম্যাট্রিক্স
(ঘ) শূন্য ম্যাট্রিক্স
(ক) বিপ্রতিসম ম্যাট্রিক্স
17. 2AT +B = $ \left[\begin{array}{cc} 2 & 5 \\ 10 & 2 \\ \end{array}\right]$ এবং 2BT +A = $\left[\begin{array}{cc} 1 & 8 \\ 4 & 1 \\ \end{array}\right] $ হলে , A –এর মান হবে –
(ক) $\left[\begin{array}{cc} 1 & 2 \\ 4 & 1 \\ \end{array}\right]$
(খ) $\left[\begin{array}{cc} 0 & 2 \\ 1 & 0 \\ \end{array}\right]$
(গ) $\left[\begin{array}{cc} 1 & 4 \\ 2 & 1 \\ \end{array}\right]$
(ঘ) $\left[\begin{array}{cc} 0 & 1 \\ 2 & 0 \\ \end{array}\right]$
(গ) $\left[\begin{array}{cc} 1 & 4 \\ 2 & 1 \\ \end{array}\right]$
18. $A = \left[\begin{array}{cc} 1 & – 1 & 0 \\ – 1 & 2 & 1 \\ 0 & 1 & 1 \\ \end{array}\right]$ and $B = \left[\begin{array}{cc} 0 & 1 & – 1 \\ 0 & 1 & – 1 \\ 0 & 0 & 1 \\ \end{array}\right]$ হলে , BTAB একটি –
(ক) একক ম্যাট্রিক্স
(খ) কর্ণ ম্যাট্রিক্স
(গ) শুন্য ম্যাট্রিক্স
(ঘ) কোনটিই নয়
(খ) কর্ণ ম্যাট্রিক্স
18. A এবং B হল একই ক্রমের দুটি প্রতিসম ম্যাট্রিক্স । বিবৃতি- I: (AB-BA) হল একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স
বিবৃতি-2: (AB-BA) হল একটি লম্ব ম্যাট্রিক্স
(ক) বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি -2 মিথ্যা
(খ) বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য
(গ) বিবৃতি 1 এবং বিবৃতি-2 উভয়েই সত্য
(ঘ) বিবৃতি-1 এবং বিবৃতি-2 উভয়েই মিথ্যা
(ক) বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি -2 মিথ্যা
19. 2X+3Y= $\left[\begin{array}{cc} 2 & 3 \\ 4 & 0 \\ \end{array}\right]$ , 3X+2Y = $\left[\begin{array}{cc} 2 & – 2 \\ – 1 & 5 \\ \end{array}\right]$ হলে , X এবং Y ম্যাট্রিক্স দুটি হবে –
(ক) $X = \frac{1}{5}\left[\begin{array}{cc} – 2 & 12 \\ 11 & – 15 \\ \end{array}\right],Y = \frac{1}{5}\left[\begin{array}{cc} 2 & 13 \\ 14 & – 10 \\ \end{array}\right]$
(খ) $X = \left[\begin{array}{cc} – 2 & 12 \\ 11 & – 15 \\ \end{array}\right],Y = \left[\begin{array}{cc} 2 & 13 \\ 14 & – 10 \\ \end{array}\right]$
(গ) $X = \frac{1}{5}\left[\begin{array}{cc} – 2 & 12 \\ 11 & 15 \\ \end{array}\right],Y = – \frac{1}{5}\left[\begin{array}{cc} 2 & 13 \\ 14 & – 10 \\ \end{array}\right]$
(ঘ) $X = – \frac{1}{5}\left[\begin{array}{cc} – 2 & 12 \\ 11 & – 3 \\ \end{array}\right],Y = \frac{1}{5}\left[\begin{array}{cc} 2 & 13 \\ 14 & – 10 \\ \end{array}\right]$
(ঘ) $X = – \frac{1}{5}\left[\begin{array}{cc} – 2 & 12 \\ 11 & – 3 \\ \end{array}\right],Y = \frac{1}{5}\left[\begin{array}{cc} 2 & 13 \\ 14 & – 10 \\ \end{array}\right]$
20. 3 × 2 ক্রমের A ম্যাট্রিক্স দেওয়া আছে । AB ম্যাট্রিক্সের ক্রম 3× 3 হলে , B ম্যাট্রিক্সের ক্রম হবে –
(ক) 1×3
(খ) 2×3
(গ) 3×3
(ঘ) 2×2
(খ) 2×3
21. A+I3 =$\left[\begin{array}{cc} 1 & 3 & 4 \\ – 1 & 1 & 3 \\ – 2 & – 3 & 1 \\ \end{array}\right] $ হলে, (A+I3) (A-I3) =
(ক ) $\left[\begin{array}{cc} – 12 & – 12 & 9 \\ – 6 & – 13 & – 4 \\ 3 & – 6 & – 18 \\ \end{array}\right]$
(খ) $\left[\begin{array}{cc} 12 & – 12 & 9 \\ 6 & 13 & – 4 \\ – 3 & – 6 & 8 \\ \end{array}\right]$
(গ) $\left[\begin{array}{cc} – 12 & – 6 & 3 \\ – 12 & – 13 & – 4 \\ 9 & – 4 & – 18 \\ \end{array}\right]$
(ঘ) $\left[\begin{array}{cc} 12 & 6 & – 3 \\ – 12 & 13 & – 6 \\ 9 & – 4 & 8 \\ \end{array}\right]$
(ক ) $\left[\begin{array}{cc} – 12 & – 12 & 9 \\ – 6 & – 13 & – 4 \\ 3 & – 6 & – 18 \\ \end{array}\right]$
22. যদি A = $\left[\begin{array}{cc} 0 & 7 \\ 0 & 0 \\ \end{array}\right]$ এবং f(x) = 1+x+x2+…..+x20 হয় , তবে f(A) ম্যাট্রিক্সটি হবে –
(ক)$ \left[\begin{array}{cc} 0 & 0 \\ 0 & 0 \\ \end{array}\right]$
(খ) $\left[\begin{array}{cc} 1 & 7 \\ 1 & 1 \\ \end{array}\right]$
(গ) $\left[\begin{array}{cc} 0 & 7 \\ 1 & 1 \\ \end{array}\right]$
(ঘ) $\left[\begin{array}{cc} 1 & 7 \\ 0 & 1 \\ \end{array}\right]$
(ঘ) $\left[\begin{array}{cc} 1 & 7 \\ 0 & 1 \\ \end{array}\right]$
23. $\left[\begin{array}{cc} 2 & 1 \\ 3 & 4 \\ \end{array}\right] \times \left[\begin{array}{cc} x \\ y \\ \end{array}\right] = \left[\begin{array}{cc} 1 \\ – 1 \\ \end{array}\right]$ হলে x ও y এর মান হবে –
(ক) x =1 , y=1
(খ) x = 1, y=-1
(গ) x=2 , y=-2
(ঘ) x=1 , y=-2
(খ) x = 1, y=-1
24. A এবং B দুটি সমক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে , সঠিক সম্পর্কটি হল –
(ক) (AB)T = ATBT
(খ) (AB)T = BTAT
(গ) AB=O হবে যদি |A| = 0 অথবা |B| = 0 হয় ।
(ঘ) AB = O হবে যদি A= I অথবা B = I হয় ।
(খ) (AB)T = BTAT
25. যদি ম্যাট্রিক্স A প্রতিসম এবং বিপ্রতিসম উভয়ই হয় , তবে ম্যাট্রিক্স A হবে –
(ক) কর্ণ ম্যাট্রিক্স
(খ) শূন্য ম্যাট্রিক্স
(গ) বর্গ ম্যাট্রিক্স
(ঘ) কোনটিই নয়
(খ) শূন্য ম্যাট্রিক্স
WB HS Class 12 Mathematics Suggestion of Matrix for Semester-3 || উচ্চমাধ্যমিক অঙ্ক সাজেশন ক্লাস 12 সেমিস্টার-3
26. যদি A = (aij) একটি 2 × 2 ম্যাট্রিক্স হয় যেখানে aij = i+2j তবে A হবে –
(ক)$ \left[\begin{array}{cc} 1 & 3 \\ 2 & 4 \\ \end{array}\right]$
(খ) $\left[\begin{array}{cc} 2 & 4 \\ 3 & 5 \\ \end{array}\right]$
(গ)$ \left[\begin{array}{cc} 3 & 5 \\ 4 & 6 \\ \end{array}\right]$
(ঘ) কোনটিই নয়
(গ)$ \left[\begin{array}{cc} 3 & 5 \\ 4 & 6 \\ \end{array}\right]$
27. যদি a-b = 1 এবং A = $\left[\begin{array}{cc} 0 & a & b \\ 1 & – b & – b \\ – 1 & a & a \\ \end{array}\right]$ হয় , তবে
(ক) A2= I3
(খ) A3=I3
(গ) A4=I3
(ঘ) কোনটিই নয়
(ক) A2= I3
28. যদি A একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তবে , A2 হল একটি –
(ক) বিপ্রতিসম ম্যাট্রিক্স
(খ) প্রতিসম ম্যাট্রিক্স
(গ) শুন্য ম্যাট্রিক্স
(ঘ) কোনোটিই নয়
(খ) প্রতিসম ম্যাট্রিক্স
29. এমন 2 × 2 ক্রমের ম্যাট্রিক্সের সংখ্যা কত হবে যার প্রতিটি পদ 0 অথবা 1 ?
(ক) 4
(খ) 8
(গ) 12
(ঘ) 16
(ঘ) 16
30. A =$\left[\begin{array}{cc} 22 & 13 \\ 17 & 8 \\ \end{array}\right] $ এবং B =A +AT হলে –
(ক) B=-BT
(খ) B = BT
(গ) B =I
(ঘ) কোনটিই নয়
(খ) B = BT
Important Links
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।