WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 দর্শন প্রশ্নপত্র এবং উত্তর -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল 2025 এর উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের দর্শন প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ । তোমরা প্রত্যেকে যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা এখন মিলিয়ে নিতে পারো তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে । এই আর্টিকেল তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 দর্শন প্রশ্নপত্র এবং উত্তর
১. “জড় ও মন হল সাপেক্ষ দ্রব্য”- এটি বলেছেন –
(ক) লক
(খ) দেকার্ত
(গ ) অ্যারিস্টটল
(ঘ) হিউম
উত্তরঃ (খ) দেকার্ত
২. “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর “ এটি কে বলেছেন ?
(ক ) লক
(খ) বার্কলে
(গ) মিল
(ঘ) দেকার্ত
উত্তরঃ (খ) বার্কলে
৩. “সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু” – একথা বলেছেন-
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) স্পিনোজা
(ঘ ) লাইবনিজ
উত্তরঃ (গ) স্পিনোজা
৪. “দ্রব্য হল এমন কিছু যা আমি জানিনা” –একথা বলেছেন –
(ক) লক
(খ) বার্কলে
(গ ) হিউম
(ঘ) লাইবনিজ
উত্তরঃ (ক) লক
৫. শূন্যস্থান পূরণ করোঃ
মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন ___________ দার্শনিক ।
(ক) লক
(খ) বার্কলে
(গ ) দেকার্ত
(ঘ) হিউম
উত্তরঃ (খ) বার্কলে
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
৬. লাইবনিজ হলেন –
(ক) অদ্বৈতবাদী
(খ) বহুত্ববাদী
(গ ) দ্বৈতবাদী
(ঘ) বিশিষ্ট দ্বৈতবাদী
উত্তরঃ (খ) বহুত্ববাদী
৭. “কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনির্বার্যতা ।“ – একথা বলেছেন –
(ক) হিউম
(খ) ইউয়িং
(গ ) বার্কেলে
(ঘ ) লাইবনিজ
উত্তরঃ (খ) ইউয়িং
৮. দেকার্ত দেহ –মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন্ মতবাদের দ্বারা ?
(ক ) উপলক্ষ্যবাদ
(খ ) অভিন্নতাবাদ
(গ ) ক্রিয়া –প্রতিক্রিয়াবাদ
(ঘ ) মানস- ভৌত সমান্তরালবাদ
উত্তরঃ (গ ) ক্রিয়া –প্রতিক্রিয়াবাদ
৯. স্তম্ভ – I ও স্তম্ভ – II মিলিয়ে সঠিক উত্তরটি বেছে নাও ।
স্তম্ভ -1 | স্তম্ভ-2 |
(i) Concept of mind | (a) লাইবনিজ |
(ii) Meditations | (b) হসপার্স |
(iii) Monadology | (c ) গিলবার্ট রাইল |
(iv) An Introduction to | (d) দেকার্ত |
(ক) (i) – a , (ii) – b , (iii) – c, (iv)- d
(খ) (i)- b , (ii) – a, (iii) – d, (iv)- c
(গ) (i)- c , (ii) – d, (iii) – a, (iv) – b
(ঘ) (i) – d , (ii) – c, (iii) – b , (iv)- a
উত্তরঃ (গ) (i)- c , (ii) – d, (iii) – a, (iv) – b
১০. বিবৃতি (A) : প্রসক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায় ।
কারণ( R) : প্রসক্তিবাদের সমর্থকগণ বলেন , কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে ।
বিকল্পসমূহ
(ক) (A) ও (R ) উভয়েই সত্য
(খ) (A) ও (R ) উভয়েই মিথ্যা
(গ ) (A ) সত্য , (R ) মিথ্যা
(ঘ) (A) মিথ্যা , (R ) সত্য
উত্তরঃ (গ ) (A ) সত্য , (R ) মিথ্যা
১১. একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ ?
(ক ) মুখ্য গুণ
(খ ) গৌণ গুণ
(গ ) মুখ্য ও গৌণ গুণ
(ঘ ) প্রাথমিক গুণ
উত্তরঃ (খ ) গৌণ গুণ
১২. বিবৃতি (A): লাইবনিজের মতে “দ্রব্য হল গবাক্ষহীন চিৎ পরমাণু” ।
কারণ (R ) : দ্রব্য (মনাদ) গুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না ।
বিক্লপ সমূহঃ
(ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।
(খ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা নয় ।
(গ ) (A) সত্য , কিন্তু (R ) মিথ্যা
(ঘ ) (A) এবং (R ) উভয়েই মিথ্যা
উত্তরঃ (ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।
১৩. অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হল –
(ক ) নির্গুণ ব্রম্ভ
(খ ) সগুণ ব্রম্ভ
(গ ) ঈশ্বর
(ঘ ) মায়া
উত্তরঃ (ক ) নির্গুণ ব্রম্ভ
১৪. অদ্বৈত বেদান্ত মতে ‘জগতের দ্বৈততা’ অনুভবের কারণ –
(ক ) আত্মা
(খ ) কর্ম
(গ ) অবিদ্যা
(ঘ ) ভক্তি
উত্তরঃ(গ ) অবিদ্যা
১৫. অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধনদশার কারণ হল –
(ক) অবিদ্যা
(খ ) ঈশ্বর জ্ঞান
(গ ) আত্মসুখ
(ঘ ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) অবিদ্যা
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
১৬. বিবৃতি (A): অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয় ।
কারণ(R ): অদ্বৈত বেদান্ত অনুসারে “ব্রহ্ম সত্য, জগন্মিথ্যা , জীব ব্রহ্মৈব না পরঃ “ ।
(ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।
(খ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা নয় ।
(গ ) (A) সত্য , কিন্তু (R ) মিথ্যা
(ঘ ) (A) এবং (R ) উভয়েই মিথ্যা
উত্তরঃ (ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।
১৭. পঞ্চম বেদ কী ?
(ক ) মহাভারত
(খ ) তর্কশাস্ত্র
(গ ) গণিতশাস্ত্র
(ঘ ) উপনিষদ
উত্তরঃ (ঘ ) উপনিষদ
১৮. ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন –
(ক) শঙ্করাচার্য
(খ ) মাধবাচার্য
(গ ) মহর্ষি বাদরায়ণ
(ঘ ) মহর্ষি কপিল
উত্তরঃ (গ ) মহর্ষি বাদরায়ণ
১৯. শঙ্করের মতে বিবর্তনের ____________ স্তর আছে ।
(ক ) দুটি
(খ) তিনটি
(গ ) চারটি
(ঘ ) পাঁচটি
উত্তরঃ (খ) তিনটি
২০. স্তম্ভ-I এর সঙ্গে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাওঃ
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
(i) অচিন্ত্য ভেদাভেদবাদ | (a) নিম্বার্ক |
(ii) দ্বৈতবাদ | (b) শ্রীচৈতন্যদেব |
(iii) শুদ্ধা দ্বৈতবাদ | (c ) মাধবাচার্য |
(iv)দ্বৈতাদ্বৈতবাদ | (d) বল্লভাচার্য |
(ক) (i) – a , (ii) – b, (iii) – c , (iv)- d
(খ) (i) -b , (ii) – a , (iii) – c , (iv)- d
(গ) (i)- b , (ii) – c, (iii) – d , (iv) – a
(ঘ) (i)- d , (ii) – b , (iii) – a, (iv) – c
উত্তরঃ (গ) (i)- b , (ii) – c, (iii) – d , (iv) – a
২১. ‘The Suicide’ গ্রন্থটির রচয়িতা –
(ক ) এমিল দুরখেইম
(খ) সেন্ট অগাস্টিন
(গ ) টমাস অ্যাকুইনাস
(ঘ ) কান্ট
উত্তরঃ (ক ) এমিল দুরখেইম
২২. যুদ্ধক্ষেত্রে কোনও সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় –
(ক ) আত্মহত্যা
(খ ) আত্মবিসর্জন
(গ ) হত্যা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ ) আত্মবিসর্জন
২৩. “আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক” – উক্তিটি কার ?
(ক ) হিউম
(খ )কান্ট
(গ ) লক
(ঘ ) সক্রেটিস
উত্তরঃ (ঘ ) সক্রেটিস
২৪. পরিবেশ নীতিবিদ্যা হল –
(ক ) লিখিত নীতিবিদ্যার শাখা
(খ ) মৌখিক নীতিবিদ্যার শাখা
(গ ) তাত্বিক নীতিবিদ্যার শাখা
(ঘ) ব্যবহারিক নীতিবিদ্যার শাখা
উত্তরঃ (ঘ) ব্যবহারিক নীতিবিদ্যার শাখা
২৫. পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে –
(ক ) 1971 সালে
(খ ) 1972 সালে
(গ) 1973 সালে
(ঘ) 1974 সালে
উত্তরঃ (গ) 1973 সালে
WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 দর্শন প্রশ্নপত্র এবং উত্তর
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
২৬. স্তম্ভ I এর সঙ্গে স্তম্ভ –II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে লেখোঃ
স্তম্ভ-I | স্তম্ভ-II |
(i) ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণ্নাশক ইঞ্জেকশন প্রয়োগের মাধমে রোগীর মৃত্য ঘটান | (a) ইচ্ছানিরপেক্ষ কৃপা হত্যা |
(ii) যে পদ্ধতিতে বা উপায়ের মাধ্যমে রোগীকে বাচিয়ে রাখা হয় সেগুলি বন্ধ রেখে রোগীর মৃত্যুকে তরান্বিত করা হয় । | (b ) ঐচ্ছিক কৃপাহত্যা |
(iii) রোগীর ইচ্ছানুযায়ী যখন তার মৃত্য ঘটানো হয় । | (c ) সক্রিয় কৃপাহত্যা |
(iv) যখন রোগী জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারেনা এবং ইচ্ছাপ্রকাশে অসমর্থ তখন যে কৃপাহত্যা করা হয় । | (d) নিস্কিয় কৃপাহত্যা |
(ক) (i) – d , (ii) – b , (iii) – c, (iv) – a
(খ ) (i) – c , (ii) – d, ,(iii) – a , (iv) – b
(গ ) (i) – c , (ii) – d, (iii) – b , (iv) – a
(ঘ ) (i) – a , (ii) – b , (iii) – c, (iv) – d
উত্তরঃ (গ ) (i) – c , (ii) – d, (iii) – b , (iv) – a
২৭. বিবৃতি (A): আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন
কারণ(R ): আত্মহত্যা সমাজের জন্য ব্যক্তিদের প্রভাবিত করে ।
(ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক কারণ
(খ) (A) সত্য কিন্তু (R ) মিথ্যা
(গ ) (A) মিথ্যা কিন্তু (R ) সত্য
(ঘ ) (A) এবং (R ) উভয়েই মিথ্যা
উত্তরঃ (ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক কারণ
২৮. নিম্মলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা যাচাই করিঃ
I. দুরখেইম তার ‘Suicide’ গ্রন্থে তিনপ্রকার আত্মহত্যার কথা বলেছেন ।
II. পিটার সিঙ্গার চার প্রকার কৃপাহত্যার কথা বলেছেন ।
III. “ জীবনযুদ্ধে সে টিকে থাকবে , যে যত শক্তিশালী” – বলেছেন হাবার্ট স্পেনসার ।
IV. আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক বলেছেন কান্ট ।
(ক) (I)- F , (II) – F , (III) – T , (IV)- T
(খ) (I)- T , (II) – F , (III) – T , (IV) – F
(গ ) (I)- F , (II) – F , (III) – F , (IV)- T
(ঘ ) (I)- T , (II)- T , (III) – T , (IV)- F
উত্তরঃ (ক) (I)- F , (II) – F , (III) – T , (IV)- T
২৯. “Fundamentals of Sociology” গ্রন্থটির লেখক হলেন –
(ক) ম্যাকেঞ্জি
(খ) গিসবার্ট
(গ) প্লেটো
(ঘ ) ম্যাকাইভার
উত্তরঃ (খ) গিসবার্ট
৩০. ‘বিশ্ব বসুন্ধরা দিবস’ পালিত হয় –
(ক ) 5 জুন
(খ ) 22 এপ্রিল
(গ ) 21 ফেব্রুয়ারি
(ঘ) 5 সেপ্টেম্বর
উত্তরঃ (খ ) 22 এপ্রিল
৩১. “সমাজ হল সামাজিক সম্মন্ধের জটাজাল , যা নিয়ত পরিবর্তনশীল ।“ – একথা বলেছেন –
(ক ) ম্যাকাইভার ও পেজ
(খ ) গিসবার্ট
(গ ) প্লেটো
(ঘ) অ্যারিস্টটল
উত্তরঃ (ক ) ম্যাকাইভার ও পেজ
৩২. ধর্মীয় প্রতিষ্ঠান হল –
(ক ) সম্প্রদায়
(খ ) সঙ্ঘ – সমিতি
(গ ) সমাজ
(ঘ ) প্রতিষ্ঠান
উত্তরঃ (খ ) সঙ্ঘ – সমিতি
৩৩. ‘State’ কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
(ক ) ম্যাকিয়াভেলি
(খ ) উইলসন
(গ ) ম্যাকাইভার
(ঘ ) পেজ
উত্তরঃ (ক ) ম্যাকিয়াভেলি
৩৪. বিবৃতি (A) : প্রতিষ্ঠান হল সংঘ –সমিতির গতিশীল দিক ।
কারণ (R ): প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ –সমিতি সচলতা লাভ করে , তার বৃদ্ধি ও বিকাশ হয় ।
(ক) (A) ও (R ) উভয়েই সত্য
(খ) (A) ও (R ) উভয়েই মিথ্যা
(গ) (A) সত্য , (R ) মিথ্যা
(ঘ) (A) মিথ্যা , (R ) সত্য
উত্তরঃ (ক) (A) ও (R ) উভয়েই সত্য
৩৫. “ত্রিপুরা রাষ্ট্র নয়” – এই বিবৃতিটির সঠিক কারণ হল –
(ক ) ত্রিপুরার জনসংখ্যা কম
(খ) ত্রিপুরার নির্দিষ্ট ভূখন্ডটির আয়তন কম ।
(গ ) ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না ।
(ঘ) ত্রিপুরার সুপ্রিম কোর্ট নেই ।
উত্তরঃ (গ ) ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না ।
WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 দর্শন প্রশ্নপত্র এবং উত্তর
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
৩৬. “আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি ।“ – এটি বলেছেন –
(ক ) অ্যারিস্টটল
(খ ) প্লেটো
(গ ) লক্
(ঘ ) কান্ট
উত্তরঃ (গ ) লক্
৩৭. রাষ্ট্রগঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হল –
(ক ) জন সমষ্টি
(খ) প্রতিষ্ঠান
(গ ) আইন
(ঘ ) নৈতিক মূল্য
উত্তরঃ (ক ) জন সমষ্টি
৩৮. শূন্যস্থান পূরণ করোঃ
_____________ এর মতে, রষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণির অনুকুল নিয়মকানুন হলো আইন ।
(ক) লেনিন
(খ) গার্ণার
(গ) ম্যাকাইভার
(ঘ ) কার্ল মাক্স
উত্তরঃ (ঘ ) কার্ল মাক্স
৩৯. স্তম্ভ –I এর সঙ্গে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও ।
স্তম্ভ –I | স্তম্ভ –II |
(i) স্বজাত্যবোধ | (a) সংঘ |
(ii) পারস্পরিক নির্ভরশীলতা | (b) প্রতিষ্ঠান |
(iii) এক বা একাধিক স্বার্থসিদ্ধি | (c ) সমাজ |
(iv) বিধিনিয়ম , রীতিনীতি , কর্মপদ্ধতি | (d) সম্প্রদায় |
(ক) (i)- b , (ii)- d, (iii) – a, (iv)- c
(খ) (i) – d, (ii) – c, (iii) – a, (iv)- b
(গ ) (i) – d , (ii) – b , (iii) – c, (iv) – a
(ঘ ) (i)- b , (ii) – a, (iii) – d, (iv)- c
উত্তরঃ (খ) (i) – d, (ii) – c, (iii) – a, (iv)- b
৪০. সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক ?

উত্তরঃ D
Important Links
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।