WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer

WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 দর্শন প্রশ্নপত্র এবং উত্তর -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল 2025 এর উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের দর্শন প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ । তোমরা প্রত্যেকে যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা এখন মিলিয়ে নিতে পারো তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে । এই আর্টিকেল তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।

WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 দর্শন প্রশ্নপত্র এবং উত্তর

১. “জড় ও মন হল সাপেক্ষ দ্রব্য”- এটি বলেছেন –

(ক) লক

(খ) দেকার্ত

(গ ) অ্যারিস্টটল

(ঘ) হিউম

উত্তরঃ (খ) দেকার্ত

২. “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর “ এটি কে বলেছেন ?

(ক ) লক

(খ) বার্কলে

(গ) মিল

(ঘ) দেকার্ত

উত্তরঃ (খ) বার্কলে

৩. “সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু”  – একথা বলেছেন-

(ক) ডেকার্ত  

(খ) লক

(গ) স্পিনোজা

(ঘ ) লাইবনিজ

উত্তরঃ (গ) স্পিনোজা

৪. “দ্রব্য হল এমন কিছু যা আমি জানিনা” –একথা বলেছেন  –

(ক) লক

(খ) বার্কলে

(গ ) হিউম

(ঘ) লাইবনিজ

উত্তরঃ (ক) লক

৫. শূন্যস্থান পূরণ করোঃ

মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন  ___________ দার্শনিক ।

(ক) লক

(খ) বার্কলে

(গ ) দেকার্ত

(ঘ) হিউম

উত্তরঃ (খ) বার্কলে

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

৬. লাইবনিজ হলেন –

(ক) অদ্বৈতবাদী

(খ) বহুত্ববাদী

(গ ) দ্বৈতবাদী

(ঘ) বিশিষ্ট দ্বৈতবাদী

উত্তরঃ (খ) বহুত্ববাদী

৭. “কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনির্বার্যতা ।“ – একথা বলেছেন  –

(ক) হিউম

(খ) ইউয়িং

(গ ) বার্কেলে

(ঘ ) লাইবনিজ

উত্তরঃ (খ) ইউয়িং

৮. দেকার্ত দেহ –মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন্‌ মতবাদের দ্বারা ?

(ক ) উপলক্ষ্যবাদ

(খ ) অভিন্নতাবাদ

(গ ) ক্রিয়া –প্রতিক্রিয়াবাদ

(ঘ ) মানস- ভৌত সমান্তরালবাদ

উত্তরঃ (গ ) ক্রিয়া –প্রতিক্রিয়াবাদ

৯. স্তম্ভ – I ও স্তম্ভ – II মিলিয়ে সঠিক উত্তরটি বেছে নাও ।

 স্তম্ভ -1 স্তম্ভ-2
(i) Concept of mind (a) লাইবনিজ
(ii) Meditations(b) হসপার্স
(iii) Monadology (c ) গিলবার্ট রাইল
(iv) An Introduction to(d) দেকার্ত

(ক) (i) – a , (ii) – b , (iii) – c, (iv)- d

(খ) (i)- b , (ii) – a, (iii) – d, (iv)- c

(গ) (i)- c , (ii) – d, (iii) – a, (iv) – b

(ঘ) (i) – d , (ii) – c, (iii) – b , (iv)- a

উত্তরঃ (গ) (i)- c , (ii) – d, (iii) – a, (iv) – b

১০. বিবৃতি (A) : প্রসক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায় ।

কারণ( R) : প্রসক্তিবাদের সমর্থকগণ বলেন , কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে ।

বিকল্পসমূহ

(ক) (A) ও (R ) উভয়েই সত্য

(খ) (A) ও (R ) উভয়েই মিথ্যা

(গ ) (A ) সত্য , (R ) মিথ্যা

(ঘ) (A) মিথ্যা , (R ) সত্য

উত্তরঃ (গ ) (A ) সত্য , (R ) মিথ্যা

১১. একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ  ?

(ক ) মুখ্য গুণ

(খ ) গৌণ গুণ

(গ ) মুখ্য ও গৌণ গুণ

(ঘ ) প্রাথমিক গুণ

উত্তরঃ (খ ) গৌণ গুণ

১২. বিবৃতি (A): লাইবনিজের মতে “দ্রব্য হল গবাক্ষহীন চিৎ পরমাণু” ।  

কারণ (R ) : দ্রব্য (মনাদ) গুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না ।

বিক্লপ সমূহঃ

(ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।

(খ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R )  হল (A) এর সঠিক ব্যাখ্যা নয় ।

(গ ) (A) সত্য , কিন্তু (R ) মিথ্যা

(ঘ ) (A) এবং  (R ) উভয়েই মিথ্যা

উত্তরঃ (ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।

১৩. অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হল –

(ক ) নির্গুণ ব্রম্ভ

(খ ) সগুণ ব্রম্ভ

(গ ) ঈশ্বর

(ঘ ) মায়া  

উত্তরঃ (ক ) নির্গুণ ব্রম্ভ

১৪. অদ্বৈত বেদান্ত মতে ‘জগতের দ্বৈততা’ অনুভবের কারণ –

(ক ) আত্মা

(খ ) কর্ম

(গ ) অবিদ্যা

(ঘ ) ভক্তি

উত্তরঃ(গ ) অবিদ্যা

১৫. অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধনদশার কারণ হল –

(ক) অবিদ্যা

(খ ) ঈশ্বর জ্ঞান

(গ ) আত্মসুখ

(ঘ ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) অবিদ্যা

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

১৬. বিবৃতি (A): অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয় ।  

কারণ(R ): অদ্বৈত বেদান্ত অনুসারে “ব্রহ্ম সত্য, জগন্মিথ্যা , জীব ব্রহ্মৈব না পরঃ “ ।

(ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।

(খ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R )  হল (A) এর সঠিক ব্যাখ্যা নয় ।

(গ ) (A) সত্য , কিন্তু (R ) মিথ্যা

(ঘ ) (A) এবং  (R ) উভয়েই মিথ্যা

উত্তরঃ (ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক ব্যাখ্যা ।

১৭. পঞ্চম বেদ কী ?

(ক ) মহাভারত

(খ ) তর্কশাস্ত্র

(গ ) গণিতশাস্ত্র

(ঘ ) উপনিষদ

উত্তরঃ (ঘ ) উপনিষদ

১৮. ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন –

(ক) শঙ্করাচার্য

(খ ) মাধবাচার্য

(গ ) মহর্ষি বাদরায়ণ

(ঘ ) মহর্ষি কপিল

উত্তরঃ (গ ) মহর্ষি বাদরায়ণ

১৯. শঙ্করের মতে বিবর্তনের ____________ স্তর আছে ।

(ক ) দুটি

(খ) তিনটি

(গ ) চারটি

(ঘ ) পাঁচটি

উত্তরঃ (খ) তিনটি

২০. স্তম্ভ-I এর সঙ্গে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাওঃ

 স্তম্ভ-১ স্তম্ভ-২
(i)  অচিন্ত্য ভেদাভেদবাদ(a) নিম্বার্ক
 (ii) দ্বৈতবাদ (b) শ্রীচৈতন্যদেব
(iii) শুদ্ধা দ্বৈতবাদ(c ) মাধবাচার্য
(iv)দ্বৈতাদ্বৈতবাদ (d) বল্লভাচার্য

(ক) (i) – a , (ii) – b, (iii) – c , (iv)- d

(খ) (i) -b , (ii) – a , (iii) – c , (iv)- d

(গ) (i)- b , (ii) – c, (iii) – d , (iv) – a

(ঘ) (i)- d , (ii) – b , (iii) – a, (iv) – c

উত্তরঃ (গ) (i)- b , (ii) – c, (iii) – d , (iv) – a

২১. ‘The Suicide’ গ্রন্থটির রচয়িতা –

(ক ) এমিল দুরখেইম

(খ) সেন্ট অগাস্টিন

(গ ) টমাস অ্যাকুইনাস

(ঘ ) কান্ট

উত্তরঃ (ক ) এমিল দুরখেইম

২২. যুদ্ধক্ষেত্রে কোনও সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় –

(ক ) আত্মহত্যা

(খ ) আত্মবিসর্জন

(গ ) হত্যা

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ ) আত্মবিসর্জন

২৩. “আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক” – উক্তিটি কার ?

(ক ) হিউম

(খ )কান্ট

(গ ) লক

(ঘ ) সক্রেটিস

উত্তরঃ (ঘ ) সক্রেটিস

২৪. পরিবেশ নীতিবিদ্যা হল –

(ক ) লিখিত নীতিবিদ্যার শাখা

(খ ) মৌখিক নীতিবিদ্যার শাখা

(গ ) তাত্বিক নীতিবিদ্যার শাখা

(ঘ) ব্যবহারিক নীতিবিদ্যার শাখা

উত্তরঃ (ঘ) ব্যবহারিক নীতিবিদ্যার শাখা

২৫. পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে –

(ক ) 1971 সালে

(খ ) 1972 সালে

(গ) 1973 সালে

(ঘ) 1974 সালে

উত্তরঃ (গ) 1973 সালে

WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 দর্শন প্রশ্নপত্র এবং উত্তর

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

২৬. স্তম্ভ I এর সঙ্গে স্তম্ভ –II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে লেখোঃ

 স্তম্ভ-I  স্তম্ভ-II
(i) ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণ্নাশক ইঞ্জেকশন প্রয়োগের মাধমে রোগীর মৃত্য ঘটান (a) ইচ্ছানিরপেক্ষ কৃপা হত্যা
 (ii) যে পদ্ধতিতে  বা উপায়ের মাধ্যমে রোগীকে বাচিয়ে রাখা হয় সেগুলি বন্ধ রেখে রোগীর মৃত্যুকে তরান্বিত করা হয় । (b ) ঐচ্ছিক কৃপাহত্যা
 (iii) রোগীর ইচ্ছানুযায়ী যখন তার মৃত্য ঘটানো হয় ।   (c ) সক্রিয় কৃপাহত্যা
 (iv) যখন রোগী জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারেনা এবং ইচ্ছাপ্রকাশে অসমর্থ তখন যে কৃপাহত্যা করা হয় । (d) নিস্কিয় কৃপাহত্যা

(ক) (i) – d , (ii) – b , (iii) – c, (iv) – a

(খ ) (i) – c , (ii) – d, ,(iii) – a , (iv) – b

(গ ) (i) – c , (ii) – d, (iii) – b , (iv) – a

(ঘ ) (i) – a , (ii) – b , (iii) – c, (iv) – d

উত্তরঃ (গ ) (i) – c , (ii) – d, (iii) – b , (iv) – a

২৭. বিবৃতি (A): আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন

কারণ(R ): আত্মহত্যা সমাজের জন্য ব্যক্তিদের প্রভাবিত করে ।

(ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক কারণ

(খ) (A) সত্য কিন্তু (R ) মিথ্যা

(গ ) (A) মিথ্যা কিন্তু  (R ) সত্য

(ঘ ) (A) এবং (R ) উভয়েই মিথ্যা 

উত্তরঃ (ক ) (A) ও (R ) উভয়েই সত্য এবং (R ) হল (A) এর সঠিক কারণ

২৮. নিম্মলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা যাচাই করিঃ

I. দুরখেইম তার ‘Suicide’ গ্রন্থে তিনপ্রকার আত্মহত্যার কথা বলেছেন ।

II. পিটার সিঙ্গার চার প্রকার কৃপাহত্যার কথা বলেছেন ।

III. “ জীবনযুদ্ধে সে টিকে থাকবে , যে যত শক্তিশালী” – বলেছেন হাবার্ট স্পেনসার ।  

IV. আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে  অনৈতিক বলেছেন কান্ট ।

(ক) (I)- F , (II) – F , (III) – T , (IV)- T

(খ) (I)- T , (II) – F , (III) – T , (IV) – F

(গ ) (I)- F , (II) – F , (III) – F , (IV)- T

(ঘ ) (I)- T , (II)- T , (III) – T , (IV)- F

উত্তরঃ (ক) (I)- F , (II) – F , (III) – T , (IV)- T

২৯.  “Fundamentals of Sociology” গ্রন্থটির লেখক হলেন –

(ক) ম্যাকেঞ্জি

(খ) গিসবার্ট

(গ) প্লেটো

(ঘ ) ম্যাকাইভার

উত্তরঃ (খ) গিসবার্ট

৩০. ‘বিশ্ব বসুন্ধরা দিবস’ পালিত হয় –

(ক ) 5 জুন  

(খ ) 22 এপ্রিল

(গ ) 21 ফেব্রুয়ারি  

(ঘ) 5 সেপ্টেম্বর  

উত্তরঃ (খ ) 22 এপ্রিল

৩১. “সমাজ হল সামাজিক সম্মন্ধের জটাজাল , যা নিয়ত পরিবর্তনশীল ।“ – একথা বলেছেন –

(ক ) ম্যাকাইভার ও পেজ

(খ ) গিসবার্ট

(গ ) প্লেটো

(ঘ) অ্যারিস্টটল

উত্তরঃ (ক ) ম্যাকাইভার ও পেজ

৩২. ধর্মীয় প্রতিষ্ঠান হল –

(ক ) সম্প্রদায়

(খ ) সঙ্ঘ – সমিতি

(গ ) সমাজ

(ঘ ) প্রতিষ্ঠান

উত্তরঃ (খ ) সঙ্ঘ – সমিতি

৩৩. ‘State’ কথাটি কে প্রথম ব্যবহার করেন  ?

(ক ) ম্যাকিয়াভেলি

(খ ) উইলসন

(গ ) ম্যাকাইভার

(ঘ ) পেজ

উত্তরঃ (ক ) ম্যাকিয়াভেলি

৩৪. বিবৃতি (A) : প্রতিষ্ঠান হল সংঘ –সমিতির গতিশীল দিক ।

কারণ (R ): প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ –সমিতি সচলতা লাভ করে , তার বৃদ্ধি ও বিকাশ হয় ।

(ক) (A) ও (R ) উভয়েই সত্য

(খ) (A) ও (R ) উভয়েই মিথ্যা

(গ) (A) সত্য , (R ) মিথ্যা

(ঘ) (A) মিথ্যা , (R ) সত্য

উত্তরঃ (ক) (A) ও (R ) উভয়েই সত্য

৩৫. “ত্রিপুরা রাষ্ট্র নয়” – এই বিবৃতিটির সঠিক কারণ হল –

(ক ) ত্রিপুরার জনসংখ্যা কম

(খ) ত্রিপুরার নির্দিষ্ট ভূখন্ডটির আয়তন কম ।

(গ ) ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না ।

(ঘ) ত্রিপুরার সুপ্রিম কোর্ট নেই ।  

উত্তরঃ (গ ) ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না ।

WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer || উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 দর্শন প্রশ্নপত্র এবং উত্তর

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

৩৬. “আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি ।“ – এটি বলেছেন  –

(ক ) অ্যারিস্টটল

(খ ) প্লেটো

(গ ) লক্‌

(ঘ ) কান্ট

উত্তরঃ (গ ) লক্‌

৩৭. রাষ্ট্রগঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হল –

(ক ) জন সমষ্টি

(খ) প্রতিষ্ঠান

(গ ) আইন

(ঘ ) নৈতিক মূল্য

উত্তরঃ (ক ) জন সমষ্টি

৩৮. শূন্যস্থান পূরণ করোঃ

_____________ এর মতে, রষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণির অনুকুল নিয়মকানুন হলো আইন ।

(ক) লেনিন

(খ) গার্ণার

(গ) ম্যাকাইভার

(ঘ ) কার্ল মাক্স

উত্তরঃ (ঘ ) কার্ল মাক্স

৩৯. স্তম্ভ –I এর সঙ্গে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও ।

 স্তম্ভ –I স্তম্ভ –II
(i) স্বজাত্যবোধ (a) সংঘ
(ii) পারস্পরিক নির্ভরশীলতা(b) প্রতিষ্ঠান
 (iii) এক বা একাধিক স্বার্থসিদ্ধি (c ) সমাজ
(iv) বিধিনিয়ম , রীতিনীতি , কর্মপদ্ধতি (d) সম্প্রদায়

(ক) (i)- b , (ii)- d, (iii) – a, (iv)- c

(খ) (i) – d, (ii) – c, (iii) – a, (iv)- b

(গ ) (i) – d , (ii) – b , (iii) – c, (iv) – a

(ঘ ) (i)- b , (ii) – a, (iii) – d, (iv)- c

উত্তরঃ (খ) (i) – d, (ii) – c, (iii) – a, (iv)- b

৪০. সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক ?

WBCHSE Class 12 Semester 3 2025 Philosophy Question Paper with Answer
 উচ্চমাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 2025 দর্শন প্রশ্নপত্র এবং উত্তর

উত্তরঃ D

Important Links

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!