সদৃশতা কষে দেখি ১৮.১|Koshe Dekhi 18.1|গণিত প্রকাশ দশম শ্রেণি (ক্লাস ১০) সমাধান|WBBSE Class 10 Math Solution Of Chapter 18 Similarity|WB Board Class 10 Math Solution Of Chapter 18 |Ganit Prakash Class 10
মাধ্যমিক গনিত প্রকাশ বইএর সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।
সদৃশতা কষে দেখি ১৮.১|Koshe Dekhi 18.1 Class 10|কষে দেখি 18.1 ক্লাস 10
1. শূন্যস্থানে সঠিক উত্তর লিখিঃ
(i) সকল বর্গক্ষেত্র __________ [ সর্বসম / সদৃশ ]
উত্তরঃ সদৃশ
(ii) সকল বৃত্ত _________ [ সর্বসম /সদৃশ ]
উত্তরঃ সদৃশ
(iii) সকল __________ [সমবাহু / সমদ্বিবাহু ] ত্রিভুজ সর্বদা সদৃশ ।
উত্তরঃ সমবাহু
(iv) দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি ___________ [সমান / সমানুপাতী ] হয় এবং অনুরূপ বাহুগুলি ___________ [ অসমান / সমানুপাতী ] হয় ।
উত্তরঃ সমান , সমানুপাতী
মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
2. নীচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখিঃ
(i) যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ ।
উত্তরঃ সত্য
(ii) যেকোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম ।
উত্তরঃ মিথ্যা
(iii) যেকোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান ।
উত্তরঃ সত্য
(iv) যেকোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক ।
উত্তরঃ সত্য
(v) বর্গক্ষেত্র ও রম্বস পরস্পর সদৃশ ।
উত্তরঃ মিথ্যা
3. একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ লিখি ।
উত্তরঃ একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ হল দুটি আয়তক্ষেত্র ।
4. একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ নয় ।
ধন্যবাদ। এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল ।এইরকম আরও সুন্দর সুন্দর POST পেতে আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ।