এক্স-সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধা | Advantages and Disadvantages of Ex-Situ Conservation
প্রশ্নঃ এক্স -সিটু (Ex-Situ Conservation) সংরক্ষণ কাকে বলে ?
উত্তরঃ কোনো জীবকে সংরক্ষণের জন্য বিশেষ সুরক্ষা দেওয়ার প্রয়োজন হয় যা তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সম্ভব নয় , তখন সেই জীবকে তার প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে নিয়ে আসা হয় । এই ধরনের সংরক্ষণকে এক্স-সিটু সংরক্ষণ বলে । যেমন – বোটানিক্যাল গার্ডেন -এ উদ্ভিদ সংরক্ষণ ।
প্রশ্নঃ এক্স সিটু সংরক্ষণের উদাহরণ
উত্তরঃ জিন ব্যাংক , চিড়িয়াখানা , অ্যাকোরিয়াম , আরবোটেরাম , বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি ।
প্রশ্নঃ এক্স-সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধা
এক্স সিটু সংরক্ষণের সুবিধাঃ
১. কোনো প্রজাতি বিভিন্ন হলে তার সুচিকিৎসা ,সংরক্ষণ ও প্রজনন এক্স সিটু সংরক্ষণ দ্বারা সম্ভব হয় ।
২. কোনো প্রজাতি বিলুপ্ত হলেও তার জনন উপাদান (জনন কোশ বা রেণু ) ক্রায়োসংরক্ষণ দ্বারা সংরক্ষিত করে ভবিষ্যতে জীব তৈরি সম্ভব হয় ।
এক্সসিটু সংরক্ষণের অসুবিধাঃ
১. এক্স সিটু সংরক্ষণে সীমিত সংখ্যক জীবের প্রজনন সম্ভব হয় বলে জিনগত বৈচিত্র হ্রাস পায় ।
২. এক্স সিটু সংরক্ষণ একটি ব্যয়বহুল পদ্ধতি ।
৩. যে সকল প্রাণীদের সহজে বশ মানানো যায়না , তাদের ক্ষেত্রে জনন কোশ সংগ্রহ করা ও সংরক্ষণ করা খুবই সমস্যার ।