রাসায়নিক নামঃ ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল ।
অভাবজনিত রোগঃ বর্ণান্ধতা , জেরপ্থ্যালমিয়া , রাতকানা ।
উৎসঃ দুধ , ডিম , পনির , শাক সবজি , কড লিভার অয়েল , গাজর
অন্যান্য কিছু ভিটামিনের রাসায়নিক নাম ও অভাব জনিত রোগগুলি দেখে নিন
ভিটামিন | রাসায়নিক নাম | অভাবজনিত রোগ |
ভিটামিন -D | ক্যালসিফেরল (Calciferol) | শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া বা অস্টিওপোরোসিস |
ভিটামিন-B1 | থিয়ামিন (Thiamine) | বেরিবেরি |
ভিটামিন-C | অ্যাসকরবিক আসিড (Ascorbic Acid) | স্কার্ভি , মুখে দুর্গন্ধ , মারী থেকে রক্ত পড়া |
ভিটামিন-K | ফাইলোকুইনোন (Phylloquinone) | রক্ত তঞ্চনে সমস্যা সৃষ্টি হওয়া |