পদার্থের দ্রাব্যতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক || উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপরে কমে , উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে , উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত দ্রাব্যতা বাড়তে থাকে , উষ্ণতা বৃদ্ধির সঙ্গে খুব কম বাড়ে বা প্রায় অপরিবর্তিত থাকে এই সকল উদাহরণ এখানে আলোচনা করা হল ।
উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপরে কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও ।
উত্তরঃ গ্লবার লবণ বা সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেটের দ্রাব্যতা একটি নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত প্রথমে বৃদ্ধি পায় তারপরে হ্রাস পেতে থাকে । সাধারণত 32.38° উষ্ণতা পর্যন্ত এর রাব্যতা বৃদ্ধি পায় , কিন্তু এর পরে উষ্ণতা বাড়লেও এর দ্রাব্যা বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে থাকে ।
কোন পদার্থের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পেতে থাকে ?
উত্তরঃ ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুনের [Ca(OH)2] এর দ্রাব্যতা , উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে ।
কোন পদার্থের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত বৃদ্ধি পায় ?
উত্তরঃ পটাশিয়াম নাইট্রেটের (KNO3-এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত বৃদ্ধি পায় ।
কোন পদার্থের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে খুব কম বাড়ে বা প্রায় অপরিবর্তিত থাকে ?
উত্তরঃ খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের (NaCl) –এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খুব কম বাড়ে বা প্রায় অপরিবর্তিত থাকে ।