দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যাদুটির গ.সা.গু 48 সংখ্যাদুটি কী কী হতে পারে হিসাব করি

দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যাদুটির গ.সা.গু 48 সংখ্যাদুটি কী কী হতে পারে হিসাব করি

সমাধানঃ

384 ÷ 48 = 8

এখন 8 কে দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করি

8 = 1 + 7

বা, 8 = 2 + 6

বা, 8 = 3 +5

বা, 8 = 4 + 4

এবার সংখ্যা জোড় থেকে মৌলিক সংখ্যা জোড় নিলে গ.সা.গু 48 থাকবে ।

∴ সংখ্যা জোড় গুলি হবে

= (48×1 , 48×7) অথবা (48×3 , 48×5)

= (48 , 336) অথবা (144 , 240 )

উত্তরঃ সংখ্যাদুটি হতে পারে (48 , 336) অথবা (144 , 240 ) ।

Leave a Comment

error: Content is protected !!