Mathematics Mock Test Set-6 For Competitive Exam:শতকরা

Mathematics Mock Test Set-6 For Competitive Exam:শতকরা

Mathematics Mock Test Set-6 For Competitive Exam in Bengali:শতকরা|শতকরা অঙ্কের MCQ প্রশ্ন উত্তর|শতকরা অঙ্কের MCQ প্র্যাকটিস সেট |Mathematics Mock Test For Competitive Exam in Bengali এই মক টেস্টটি WBBSE Class Class 9(IX) -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 15 টি প্রশ্ন আছে ।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে শতকরা অধ্যায়ের অঙ্ক এবং প্রয়োজনীয় সূত্র ভালো করে অভ্যাস করে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে Share করার অনুরোধ রইল ।এই মক টেস্ট টি যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা হল- WBJEE ANM GNM,WBJEE JENPAS, WBCS,Group-D,WBSCTE JEXPO, WBSCTE VOCLET, PSC Cleark,CHSL, SSC CGL, RRB Group-D, RRB NTPC, PSC (Food),WB Primary TET ইত্যাদি ।

Mathematics Mock Test Set-6 For Competitive Exam in Bengali:শতকরা|শতকরা অঙ্কের MCQ প্রশ্ন উত্তর|শতকরা অঙ্কের MCQ প্র্যাকটিস সেট

Q1. গমের প্রতি কেজি মূল্য 24 টাকা থেকে বেড়ে 27 টাকা হয়েছে ।  গমের ব্যবহার শতকরা কত কম করলে একটি পরিবার গমের জন্য খরচ অপরিবর্তিত  রাখতে পারবে ?

  • 10.2%
  • 12.1%
  • 12.3%
  • 11.1%

11.1%

Q2. চাল , মাংস এবং সবজির জন্য একটি পরিবারের মাসিক খরচের অনুপাত 12 :17 : 3 । এই তিনটি জিনিসের শতকরা  দাম বেড়েছে যথাক্রমে 20% , 30% এবং 50% । এই তিনটি জিনিসের জন্য ঐ পরিবারের মোট খরচ বাড়বে শতকরা

  • 23 1⁄3 %
  • 28 1⁄8 %
  • 27 1⁄8 %
  • 25 1⁄7 %

28 1⁄8 %

Q3. একটি ছাত্রকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ  মাপতে বলা হল । কিন্তু সে ভুলবশত দৈর্ঘ্য  20% কম মাপল এবং প্রস্থ 10% বেশি মাপল । যদি আসল আয়তক্ষেত্রটির  ক্ষেত্রফল 200 বর্গ সেমি.  হয় তাহলে ছাত্রটির মাপার পরে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে ?

  • 176 বর্গ সেমি.
  • 206 বর্গ সেমি.
  • 226 বর্গ সেমি.
  • 316 বর্গ সেমি.

176 বর্গ সেমি.

Q4. প্রতি কেজি চালের মূল্য  25% বাড়ার  ফলে এক ব্যাক্তি এখন 400 টাকায়  20 কেজি চাল কম কিনতে পারেন । প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত ?

  • 5 টাকা
  • 6 টাকা
  • 10 টাকা
  • 8 টাকা

5 টাকা

Q5. একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেতে হয় পাস করার জন্য । একজন পরীক্ষার্থী 222 নম্বর পেল এবং 10% নম্বরের জন্য ফেল করল । পরীক্ষার মোট নম্বর কত ছিল ? 

  • 830
  • 810
  • 780
  • 740

740

Mathematics Mock Test Set-6 For Competitive Exam in Bengali:শতকরা

Q6. y –এর 90% = x হলে , x –এর কত শতাংশ y –এর সমান হবে ?

  • 90%
  • 190%
  • 111 1/9%
  • 101 1/9 %

111 1/9%

Q7. একজন পরীক্ষার্থী সর্বনিম্ন পাস নম্বর অপেক্ষা  11 নম্বর কম পেল এবং 484 নম্বর পেয়ে ফেল করল ।  যদি সর্বনিম্ন পাস নম্বর পুরা নম্বরের শতকরা 33 হয় ,  তবে ঐ পরীক্ষার পুরা নম্বর হবে –

  • 1200
  • 1300
  • 1400
  • 1500

1500

কম্পিটিটিভ পরীক্ষার জন্য গণিতের আরও অনেক মক টেস্টে অংশগ্রহণ করতে এই লিঙ্কে ক্লিক করুন

Q8. কোনো বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের 95% বাংলায় , 85%  গণিতে এবং 120 জন উভয় বিষয়ে পাস করেছে । যদি কেউ  উভয় বিষয়ে ফেল না করে  থাকে তবে ঐ বিদ্যালয়ের পরিক্ষার্থীদের সংখ্যা কত ?

  • 200 জন
  • 150 জন
  • 190 জন
  • 250 জন

150 জন

 Q9. দুটি সংখ্যার যোগফল 1400 , বৃহত্তর সংখ্যাকে 10% হ্রাস প্রাপ্ত করলে যে সংখ্যা পাওয়া যায় ক্ষুদ্রতর সংখ্যাকে 20% বৃদ্ধি প্রাপ্ত করলে তার সঙ্গে সমান হয় । সংখ্যা দুটি নির্ণয় করো । 

  • 700 ,700
  • 1200 ,200
  • 900,500
  • 800 , 600

800 , 600

Q10. বাসের ভাড়া 25%  বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা 40%  কমে  গেল । ঐ বাসের আয় শতকরা কত কমলো বা বাড়লো ?

  • 20% কমলো 
  • 25% কমলো
  • 20% বাড়লো
  • 25% বাড়লো

25% কমলো

 Q11. (P-Q) – এর 50% = (P+Q)- এর 30% হলে , P , Q  -এর শতকরা কত অংশ ?

  • 400% 
  • 425% 
  • 350% 
  • 250%

400% 

 Q12. P-এর আয় Q –এর আয় অপেক্ষা 25% কম হলে , Q-এর আয় P –এর আয় অপেক্ষা শতকরা কত বেশি ?

  • 12 ½ % 
  • 35 ½ %
  • 33 1/3%
  • 33 ½ %

33 1/3%

Mathematics Mock Test Set-6 For Competitive Exam in Bengali:শতকরা

 Q13. 6 লিটার লবণ জলের দ্রবণে 5% লবণ আছে ।  দ্রবণটি থেকে 1 লিটার জল বাস্প হয়ে উবে যাওয়ার পরে দ্রবণে শতকরা কত লবণ থাকে ?

  • 12%
  • 6%
  • 9%
  • 7%

6%

 Q14. একটি পরীক্ষায় A , B অপেক্ষা  10% বেশী নম্বর পায় এবং B , C অপেক্ষা 5 % বেশি নম্বর পায় । যদি C 400 নম্বরের মধ্যে 300 পায়  তাহলে A –এর প্রাপ্ত নম্বর কত ?

  • 310
  • 325
  • 350
  • 360

360

Q15. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ  যথাক্রমে অর্ধেক এবং দ্বিগুন করা হল । তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে ?

  • 25% কমবে 
  • 45% বাড়বে 
  • 35% কমবে 
  • কোনো পরিবর্তন হবে না

কোনো পরিবর্তন হবে না

Mathematics Mock Test Set-6 For Competitive Exam : শতকরা

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series

ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । শতকরা অধ্যায়ের মক টেস্টের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!