[PDF]Madhyamik 2024 History Question Paper with Answer || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন এবং সমাধান – Anushilan.Com -এর পক্ষ থেকে মাধ্যমিক (ক্লাস-10 ) এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল Madhyamik 2024 History Question Paper। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যারা বসতে চলেছ তাদের জন্য এই উত্তরপত্রটি অনেক কার্যকর হবে । পরীক্ষার্থীরা এখান থেকে ইতিহাস পরীক্ষায় নম্বর বিভাজন , প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা পাবে । তাই আর দেরী না করে প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও । এখানে ‘ক’ ,’খ’ এবং ‘গ’ বিভাগের উত্তরগুলো দেওয়া আছে । প্রশ্নপত্রটি তোমরা PDF হিসাবে Download করতে চাইলে আর্টিকেলের শেষে প্রদত্ত বাটনে ক্লিক করে ডাউনলোড করে নাও ।
[PDF]Madhyamik 2024 History Question Paper with Answer || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন এবং সমাধান
Madhyamik Question Paper 2024
History (ইতিহাস)
Full Marks – 90 | Time – 3 Hours 15 Minutes
Madhyamik History Question Paper 2024 Solved
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ × ২০ = ২০
১.১ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন—
(ক) শহরের ইতিহাসে
(খ) থানীয় ইতিহাসে
(গ) শিল্পচর্চার ইতিহাসে
(ঘ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
উত্তর : (ঘ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
১.২ ‘নদীয়া কাহিনী’ – গ্রন্থটি রচনা করেন —
(ক) নিখিলনাথ রায়
(খ) কুমুদরঞ্জন মল্লিক
(গ) সতীশচন্দ্র মিত্র
(ঘ) কুমুদনাথ মল্লিক
উত্তর : (ঘ) কুমুদনাথ মল্লিক
১.৩ ‘কাউন্সিল অফ এডুকেশন’ গঠিত হয় —
(ক) ১৮১৩ খ্রিঃ
(খ) ১৮২৩ খ্রিঃ
(গ) ১৮৩৫ খ্রিঃ
(ঘ) ১৮৪২ খ্রিঃ
উত্তর : (ঘ) ১৮৪২ খ্রিঃ
১.৪ গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ পুস্তিকাটি প্রকাশিত হয় –
(ক) ১৮১৭ খ্রিঃ
(খ) ১৮২২ খ্রিঃ
(গ) ১৮২৩ খ্রিঃ
(ঘ) ১৮৩৫ খ্রিঃ
উত্তর : (খ) ১৮২২ খ্রিঃ
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন –
(ক) স্যার রমেশচন্দ্র মিত্র
(খ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়
(গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(ঘ) স্যার জেমস উইলিয়াম কোলভিল
উত্তর : (গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
১.৬ ঔপনিবেশিক অরণ্য আইনের (১৮৭৮ খ্রিঃ) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল ―
(ক) সাঁওতাল হুল
(খ) মুণ্ডা বিদ্ৰোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) রম্পা বিদ্রোহ
উত্তর : (খ) মুণ্ডা বিদ্ৰোহ
১.৭ নীলবিদ্রোহের দু’জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল –
(ক) পাবনা জেলায়
(খ) খুলনা জেলায়
(গ) নদিয়া জেলায়
(ঘ) ফরিদপুর জেলায়
উত্তর : (গ) নদিয়া জেলায়
১.৮ ব্রিটিশ পার্লামেন্ট ‘উন্নততর ভারতশাসন আইন’ পাশ করেছিল —
(ক) ১৫ জুলাই, ১৮৫৮ খ্রিঃ
(খ) ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ
(গ) ১০ অক্টোবর, ১৮৫৮ খ্রিঃ
(ঘ) ৫ ডিসেম্বর, ১৮৫৮ খ্রিঃ
উত্তর : (খ) ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল —
(ক) ভারত সভা
(খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(গ) ল্যাণ্ড হোল্ডার্স সোসাইটি
(ঘ) ভারতের জাতীয় কংগ্রেস
উত্তর : (খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১০ নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার —
(ক) সভাপতি
(খ) সহ-সভাপতি
(গ) সম্পাদক
(ঘ) সহ-সম্পাদক
উত্তর : (ঘ) সহ-সম্পাদক
১.১১ বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু,অধ্যাপক ছিলেন –
(ক) গণিত শাস্ত্রের
(খ) রসায়ন শাস্ত্রের
(গ) পদার্থ বিদ্যার
(ঘ) জীববিদ্যার
উত্তর : (গ) পদার্থ বিদ্যার
১.১২ বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন –
(ক) উইলিয়ম কেরি
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(ঘ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
উত্তর : (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.১৩ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন —
(ক) বাবা রামচন্দ্র
(খ) এন. জি. রঙ্গ
(গ) স্বামী সহজানন্দ
(ঘ) ফজলুল হক
উত্তর : (গ) স্বামী সহজানন্দ
১.১৪ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) বিহারে
(খ) গুজরাটে
(গ) রাজস্থানে
(ঘ) যুক্তপ্রদেশে
উত্তর : (গ) রাজস্থানে
১.১৫ গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল —
(ক) ১৯১৮ খ্রিঃ
(খ) ১৯২২ খ্রিঃ
(গ) ১৯২৮ খ্রিঃ
(ঘ) ১৯৩২ খ্রিঃ
উত্তর : (ক) ১৯১৮ খ্রিঃ
১.১৬ ভারতছাড়ো আন্দোলনে (১৯৪২) ভোগেশ্বরী ফুকোননী শহীদ হয়েছিলেন —
(ক) গুজরাটে
(খ) পাঞ্জাবে
(গ) আসামে
(ঘ) উড়িষ্যায়
উত্তর : (গ) আসামে
১.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন ―
(ক) শচীন্দ্র প্রসাদ বসু
(খ) কৃষ্ণকুমার মিত্র
(গ) চিত্তরঞ্জন দাস
(ঘ) আনন্দমোহন বসু
উত্তর : (ক) শচীন্দ্র প্রসাদ বসু
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
১.১৮ বীণা দাস বাংলার ছোটোলাট স্ট্যান্সী জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন —
(ক) ১৯২৮ খ্রিঃ
(খ) ১৯৩০ খ্রিঃ
(গ) ১৯৩২ খ্রিঃ
(ঘ) ১৯৩৬ খ্রিঃ
উত্তর : (গ) ১৯৩২ খ্রিঃ
১.১৯ স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন –
(ক) হৃদয়নাথ কুঞ্জরু
(খ) বল্লভ ভাই প্যাটেল
(গ) পত্তি শ্রীরামালু
(ঘ) পট্টভি সীতারামাইয়া
উত্তর : (গ) পত্তি শ্রীরামালু
১.২০ গোয়া ভারতভুক্ত হয় —
(ক) ১৯৪৭ খ্রিঃ
(খ) ১৯৫৬ খ্রিঃ
(গ) ১৯৬১ খ্রিঃ
(ঘ) ১৯৭১ খ্রিঃ
উত্তর : (গ) ১৯৬১ খ্রিঃ
বিভাগ – খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) ১ × ১৬ = ১৬
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪
২.১.১ কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় ?
উত্তর : ৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসরূপে উদযাপন করা হয় ।
২.১.২ সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয় ?
উত্তর : সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত হয় |
২.১.৩ কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে (২২ জুন) নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়।
২.১.৪ বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো : ১ × ৪ = ৪
২.২.১ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে
উত্তর : ভুল
২.২.২ নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।
উত্তর : ঠিক
২.২.৩ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা ।
উত্তর : ভুল
২.২.৪ ‘দি বেঙ্গলী’ পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
উত্তর : ঠিক
উপবিভাগ : ২.৩
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১ × ৪ = ৪
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
| ২.৩.১ লর্ড রিপন | (১) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট |
| ২.৩.২ নেলী সেনগুপ্ত | (২ ) সাধারণ জনশিক্ষা কমিটি |
| ২.৩.৩. লর্ড আমহার্স্ট | (৩) হান্টার কমিশন |
| ২.৩.৪ তারকনাথ পালিত | (৪) সিমলঞ্চ শ্রমিক ধর্মঘট |
উত্তরঃ ২.৩.১ লর্ড রিপন – হান্টার কমিশন
২.৩.২. নেলী সেনগুপ্ত – স্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট
২.৩.৩. লর্ড আমহার্স্ট – সাধারণ জনশিক্ষা কমিটি
২.৩.৪. তারকনাথ পালিত – বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো : ১ × ৪ = ৪
২.৪.১ চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) এলাকা ।
২.৪.২ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্ৰ – কানপুর ।
২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – দিল্লী ।
২.৪.৪ পুনর্গঠিত রাজ্য – কেরল।
অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )
শূন্যস্থান পূরণ করো : ১ × ৪ = ৪
২.৪.১ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন _________।
২.৪.২ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় _________ খ্রিস্টাব্দে।
২.৪.৩ ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন _________।
২.৪.৪ হরিসিং ছিলেন কাশ্মীরের _________।
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো : ১ × ৪ = ৪
২.৫.১ বিবৃতি : হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দুশাস্ত্রে শিক্ষাদান করা ।
ব্যাখ্যা ২ : এটি ছিল হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য একটি সহ-শিক্ষামূলক প্রতিষ্ঠান।
ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ।
উত্তর : ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ।
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
২.৫.২ বিবৃতি : বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ১৯২৮ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি ছিল কারখানার মালিকশ্রেণির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির একটি আন্দোলন ৷
ব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন ।
ব্যাখ্যা ৩ : এটি ছিল ঋণ-দাস কৃষিশ্রমিকদের ধনী কৃষকশ্রেণির শোষণ-অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন।
উত্তর : ব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন ।
২.৫.৩ বিবৃতি : দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা।
ব্যাখ্যা ১ : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ২ : তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন বাংলায় ভারতছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ।
উত্তর : ব্যাখ্যা ১ : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
২.৫.৪ বিবৃতি : ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলি দিবস রূপে পালিত হয়।
ব্যাখ্যা ১ : রসিদ আলি ছিলেন ‘ভারত ছাড়ো’ আন্দোলনের জনৈক শহীদ।
ব্যাখ্যা ২ : রসিদ আলি ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা।
ব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।
উত্তর : ব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
বিভাগ – গ
৩। দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি) : ২×১১=২২
৩.১ পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায় ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানবসমাজের ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথষ্ক্রিয়ার ইতিহাস সুদীর্ঘ। এই মিথষ্ক্রিয়ার ইতিহাস পরিবেশের ইতিহাস নামে পরিচিত।
৩.২ আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীর গুরুত্ব কী ?
উত্তর : আধুনিক ভারতের ইতিহাসচর্চায় আত্মজীবনীর গুরুত্ব অপরিসীম –
গুরুত্ব
(i) লেখক প্রত্যক্ষদর্শীরূপে বিবরণী ও স্মৃতি রোমন্থন করেন ।
(ii) এই ধরনের লেখায় একটি বিশেষ সময়কালের সমাজ – সংস্কৃতি , রাজনীতি ও অর্থনৈতিক অবস্থার আখ্যান ফুটে ওঠে ।
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
৩.৩ আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা–বিস্তারের ক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?
উত্তর : আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা-বিস্তারের ক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কারণ এই সময় পাস হয়েছিল সনদের আইন যা ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দিয়েছিল । এবং এই আইনের দ্বারা ঘোষনা করা হয়েছিল যে ভারতীয়দের শিক্ষার অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কম্পানী সরকারের ।
৩.৪ ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন ?
উত্তর : ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয়, কারণ— (i) 1835 সালে Lord William Bentinck Medical College of Calcutta স্থাপনের অনুমোদন দেন । 1836 সালে এটি প্রথম ভারতীয় চিকিৎসা মহাবিদ্যালয় হিসেবে শুরু হয় ।
(ii) 1836 খ্রিষ্টাব্দে কলকাতা মেডিক্যাল কলেজের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হল শব্ব্যবচ্ছেদ করে চিকিৎসাবিদ্যার শিক্ষা দেওয়া । মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় যিনি মানবদেহের শবব্যবচ্ছেদ করা ছাত্রদের শিখিয়েছিলেন ।
৩.৫ ‘পাইক’ কাদের বলা হত ?
উত্তর : ঔপনিবেশিক আমলে মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম প্রভৃতি স্থানের জমিদারের অধীনস্থ যে রক্ষী বাহিনী, তাদের ‘পাইক’ বলা হত। তারা বেতনের পরিবর্তে নিষ্কর জমি ভোগ করত।
৩.৬ ‘হেদায়তী’ নামে কারা পরিচিত ছিল ?
উত্তর : বাংলায় ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা তিতুমিরের অনুগামীদের ‘হেদায়তি’ বলা হতো ।
৩.৭ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল ?
উত্তর : স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থটি ভারতের জাতীয়তাবোধ জাগরণে বিশেষ অবদান রেখেছিল ।
অবদানঃ
দেশ্মুক্তির আহ্ববানঃ এই গ্রন্থে বিবেকানন্দ বলেন , ‘হে ভারত ভুলিওনা , তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলিপ্রদত্ত । ‘ তিনি দেশকে মাতৃরূপে কল্পনা করেন । দেশের মুক্তির জন্য আত্মতসর্গের আদর্শ তুলে ধরে সবাইকে অংশগ্রহণের আহ্ববান জানান ।
জাতীয়তার বাণীঃ বর্তমান ভারত গ্রন্থে এই বাণী এবং অভীঃ ও উত্তিষ্ঠিত জাগ্রত মন্ত্র দ্বারা স্বামী বিবেকানন্দের ভারতে জাতীয়তাবোধের সঞ্চার করেন এবং হতাশাগ্রস্থ দেশবাসীকে উদবুদ্ধ করেন ।
৩.৮ গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ?
উত্তর :
গগণেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন সদস্য । তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যাঙ্গচিত্রশিল্পী হিসাবে বিখ্যাত হয়েছিলেন ।
গগণেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাঃ
(i) গগণেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ভারতীয় ধনী ও অভিজাত সম্প্রদায়ের ক্রিয়াকলাপ নিয়ে নানা ব্যঙ্গচিত্র অঙ্কন করেন । তাঁর ব্যঙ্গচিত্রগুলির মধ্যে অদ্ভুতলোক , বিরূপ বজ্র এবং নব হুল্লোড় প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য ।
(ii) গগনেন্দ্রনাথ তাঁর শিল্পকলার মাধ্যমে সমাজের নানান বিষয়কে তুলে ধরেছিলেন । প্রবাসী ও মর্ডান রিভিয়ু তে তাঁর ব্যঙ্গচিত্রগুলি ছাপা হতো ।
৩.৯ ‘বিদ্যাসাগর সাট’ বলতে কী বোঝায় ?
উত্তর : বিদ্যাসাগর বাংলা মুদ্রণ এর অক্ষর বিন্যাস এর সমস্যা দূরীকরণের চালস Wilkins ও পঞ্চানন কর্মকার এর সহযোগিতায় যে নতুন বাংলা বর্ণ বিন্যাস ও সাজানোর পদ্ধতি আবিষ্কার করেন তা ‘বিদ্যাসাগর সাট’ নামে পরিচিত।
৩.১০ বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?
উত্তর : বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব অপরিসীম ।
(i) বিষয়বৈচিত্র – বটতলার বইগুলির বিষয়বৈচিত্র লক্ষণীয় । গুপ্তবিদ্যা , গোপাল ভাঁড় , রসসাহিত্য , ম্যাজিক , দুর্ঘটিনা , রান্নাবান্না , কৃষিবিদ্যা ইত্যাদি নানান বিষয় ছাড়াও পুথি , পাঁচালি এবং অনুবাদ সাহিত্যকে কেন্দ্র করে বইগুলি ছাপা হতো । ফলে এইসকল বইগুলি থেকে তৎকালীন সমাজচিত্র সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব ।
(ii) অপ্রতুল জোগান এবং স্বল্পমূল্যঃ বটতলার বইগুলি মূলত সস্তা কাগজে পুরোনো হরফে ছাপা হতো । ফলে বইগুলির দাম খুব কম ছিলো । প্রকাশকরা প্রচুর পরিমাণে বইগুলি ছাপাতেন এবং জনপ্রিয়তার কারণে সেগুলি বিক্রিও হয়ে যেত ।
৩.১১ কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ?
উত্তর : 1920 – 21 খ্রিষ্টাব্দে যুক্তপ্রদেশের বিভিন্ন জেলায় কৃষকেরা তালুকদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে ।
বাবা রামচন্দ্রের ভূমিকাঃ বাবা রামচন্দ্র ছিলেন যুক্তপ্রদেশের অসহযোগ আন্দোলনের সময়কালের কৃষকনেতা । প্রতাপগড় , রায়বেরিলি , সুলতানপুর , ফোইজাবাদ প্রভৃতি জেলার কৃষকেরা তাঁর নেতৃত্বে তালুকদারদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ।
যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের অবদান ছিলো অনস্বীকার্য ।
৩.১২ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : প্রাচীনকাল থেকে ভারতের শ্রমিক শ্রেণীর অস্তিত্ব থাকলেও ব্রিটিশ আমলে আধুনিক শিল্প প্রতিষ্ঠা বা ফিনান্স পুঁজির বিকাশের ফলে শ্রমিক শ্রেণীর উত্থান ঘটে ।
(I) এই শ্রমিক শ্রেণীর অবস্থা ছিলো শোচনীয় । তাদের বেতন ছিলো কম , থাকতে হতো অস্বাস্থ্যকর পরিবেশে । তাদের কাজের সময়সীমা ছিলো 12 ঘন্টা এবং জীবন জীবিকার কোনো নিরাপত্তা ছিলো না ।
(II) ব্রিটিশ সরকার শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে কারখানা আইন –সহ বিভিন্ন আইন পাস করলেও তাতে শ্রমিকরা খুব বেশি লাভবান হয়নি । ফলে তাদের মধ্যে ক্ষোভ জমতে থাকে এবং বিচ্ছিন্নভাবে কিছু ধর্মঘটও হয় । চিত্তরঞ্জন দাশ , জোহরলালনেহেরু , সুভাষচন্দ্রবসু প্রমুখ নেতৃবৃন্দ শ্রমিকদের সংগঠিত করে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে সচেষ্ট হন ।
এইভাবে ভারতে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ বিক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে AITUC –এর জন্ম হয় ।
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
৩.১৩ জাতীয় আন্দোলনে সরলাদেবী চৌধুরাণীর কীরূপ ভূমিকা ছিল ?
উত্তর : বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলনের পরিচালনায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের মধ্যে সরলা দেবী চৌধুরাণীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ।
(i) সরলাদেবী চৌধুরাণী ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন । এই পত্রিকার বিভিন্ন নিবন্ধে তিনি স্বদেশী আন্দোলনের বিভিন্ন বিষয় প্রচার করেন ।
(ii) তিনি বাঙ্গালী নারীদের মানষিক ক্ষেত্র গঠনের জন্য বিভিন্ন জাতীয়তাবাদী নিবন্ধ প্রকাশ করেন ।
(iii) সরলাদেবী চৌধুরাণী কয়েকটি উৎসবের প্রচলন করেন যেমন – বীরাষ্টমী ব্রত , প্রতাপাদিত্য উৎসব প্রভৃতি । বাঙ্গালী যুবকদের হীনমন্যতা দূর করা এবং স্বদেশী আন্দোলনে মননিবেশ ঘটানো ছিলো এইসব উৎসবের উদ্দেশ্য ।
(iv) বাংলার স্বদেশী আন্দোলনের জন্য প্রয়োজন ছিলো অনেক অর্থের , এই অর্থ সংগ্রহের জন্য 1903 খ্রিষ্ঠাব্দে সরলাদেবী চোধুরাণী প্রতিষ্ঠা করেন ‘লক্ষীর ভান্ডার’ । স্বদেশী আন্দোলনের জন্য এই লক্ষীর ভান্ডার স্বদেশী তহবিল হয়ে ওঠে । অনেকে অর্থ ও অলঙ্কার দান করেন ।
সরলাদেবী চৌধুরাণী এইভাবে একক প্রচেষ্টায় স্বদেশী আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন । ভগ
৩.১৪ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ‘ইণ্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল ?
উত্তর : বিপ্লবী সূর্য সেন কর্তৃক প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (IRA) ছিল ব্রিটিশ ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠন [1] ভারতের সম্পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্য নেয়, [2] সশস্ত্র সংগ্রামকে লড়াইয়ের পন্থা হিসেবে গ্রহণ করে, [3] ব্রিটিশ কর্মকর্তা, পুলিশ ও সরকারি লুণ্ঠন, লাহোরে স্থাপনার উপর সশস্ত্র আক্রমণ চালায়, [4] চট্টগ্রাম অস্ত্রাগার সন্ডার্স-এর হত্যা, বাংলার গভর্নরের উপর আক্রমণ প্রভৃতির মাধ্যমে তারা ব্রিটিশ শাসকদের আতঙ্কিত করে।
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
৩.১৫ সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ কেন বলা হয় ?
উত্তর : ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়, কারণ — (i) চারিত্রিক দৃঢ়তাঃ তাঁর অসামান্য চারিত্রিক দৃঢ়তা ও মানষিক শান্তি তাঁকে ‘লৌহমানব’ অভিধা প্রদান করে ।
(ii) সংযুক্তি দলিলঃ লর্ড মাউন্টব্যাটেন , ভি পি মেনন –এর সহযোগিতায় তৈরি সংযুক্তি দলিলে সর্দার বল্লভভাই প্যাটেল বহু দেশীয় রাজ্যকে স্বাক্ষরদানে বাধ্য করেন ।
(iii) জুনাগড় , হায়দ্রাবাদ ও কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করতে তিনি যুদ্ধনীতি অবলম্বন করেন ।
দেশীয় রাজ্যগুলোর ভারতীয়করণের ক্ষেত্রে তাঁর এই দৃঢ় মানষিকতার জন্য তাঁকে ‘ভারতের লৌহমানব ‘ বলা হয় ।
৩.১৬ উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝায় ?
উত্তর : দেশভাগ ও সীমানা নির্ধারিত হলে ভারতে মুসলিম ও পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা নিরাপত্তার অভাব বোধ করেন । এইসব কারণে ভারত ছেড়ে চলে যাওয়া মুসলিমরা পাকিস্তানে এবং পাকিস্তান থেকে আসা হিন্দুরা ভারতে সহায়সম্বলহীন অবস্থায় আশ্রয় নেয় । এইভাবে উদবাস্তু সমস্যার সৃষ্টি হয় ।
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
বিভাগ – ঘ
৪ । সাত বা আটটি বাক্যে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) : ৪ × ৬ = ২৪
উপবিভাগ : ঘ.১
৪.১ উনিশ শতকের বাংলায় নারীসমাজের বিকাশে ‘বামাবোধিনী পত্রিকা’র ভূমিকা বিশ্লেষণ করো।
৪.২ ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো ।
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
উপবিভাগ : ঘ. ২
৪.৩ মহাবিদ্রোহ (১৮৫৭)কে কী ‘সামন্ততান্ত্রিক বিদ্রোহ’ বলা যেতে পারে ?
৪.৪ উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ‘ভারতমাতা’ চিত্রটির অবদান কী ছিল ?
উপবিভাগ : ঘ.৩
৪.৫ একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও ।
৪.৬ কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন
উপবিভাগ : ঘ.৪
8.৭ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো ।
8.৮ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ – ঙ
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
৫.১ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ? ৫+৩
৫.২ ‘সভা-সমিতির যুগ’ বলতে কী বোঝায় ? উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দুমেলার কীরূপ অবদান ছিল ? ৩+৫
৫.৩ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও । ৮
[ কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
বিভাগ – চ
৬। ৬.১ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) : ১×৪=৪
৬.১.১ ‘গ্রামবার্তা প্রকাশিকা’র সম্পাদক কে ছিলেন ?
৬.১.২ কোন বৎসর সাধারণ ব্রাত্মসমাজ প্রতিষ্ঠিত হয় ?
৬.১.৩ ‘হুল’ শব্দের অর্থ কী ?
৬.১.৪ ‘বসুবিজ্ঞান মন্দির’ কে প্রতিষ্ঠা করেন ?
৬.১.৫ কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় ?
৬.১.৬ দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
৬.২ দু’টি অথবা তিনটি বাক্যে নীচের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) : ২×৩=৬
৬.২.১ ‘মেকলে মিনিট’ কী ?
৬.২.২ তিতুমির স্মরণীয় কেন ?
৬.২.৩ মোপলা বিদ্রোহ কেন হয়েছিল ?
৬.২.৪ ‘ভারত সভা’ প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো ।
৬.২.৫ কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন’ গড়ে ওঠে ?
PDF Download করার জন্য নীচের বাটনে ক্লিক করুন
Important Links
মাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (ক্লিক করুন)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।