[PDF]Madhyamik 2024 History Question Paper with Answer

[PDF]Madhyamik 2024 History Question Paper with Answer || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন এবং সমাধান Anushilan.Com -এর পক্ষ থেকে মাধ্যমিক (ক্লাস-10 ) এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল Madhyamik 2024 History Question Paper। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যারা বসতে চলেছ তাদের জন্য এই উত্তরপত্রটি অনেক কার্যকর হবে । পরীক্ষার্থীরা এখান থেকে ইতিহাস পরীক্ষায় নম্বর বিভাজন , প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা পাবে । তাই আর দেরী না করে প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও । এখানে ‘ক’ ,’খ’ এবং ‘গ’ বিভাগের উত্তরগুলো দেওয়া আছে । প্রশ্নপত্রটি তোমরা PDF হিসাবে Download করতে চাইলে আর্টিকেলের শেষে প্রদত্ত বাটনে ক্লিক করে ডাউনলোড করে নাও ।

[PDF]Madhyamik 2024 History Question Paper with Answer || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন এবং সমাধান

Madhyamik Question Paper 2024

History (ইতিহাস)

Full Marks – 90 | Time – 3 Hours 15 Minutes

Madhyamik History Question Paper 2024 Solved

বিভাগ – ক

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :  ১ × ২০ = ২০

. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন

(ক) শহরের ইতিহাসে

(খ) থানীয় ইতিহাসে

(গ) শিল্পচর্চার ইতিহাসে

(ঘ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে

উত্তর : (ঘ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে

.নদীয়া কাহিনী’ – গ্রন্থটি রচনা করেন

(ক) নিখিলনাথ রায়

(খ) কুমুদরঞ্জন মল্লিক

(গ) সতীশচন্দ্র মিত্র

(ঘ) কুমুদনাথ মল্লিক

উত্তর(ঘ) কুমুদনাথ মল্লিক

.কাউন্সিল অফ এডুকেশনগঠিত হয়

(ক) ১৮১৩ খ্রিঃ

(খ) ১৮২৩ খ্রিঃ

(গ) ১৮৩৫ খ্রিঃ

(ঘ) ১৮৪২ খ্রিঃ

উত্তর(ঘ) ১৮৪২ খ্রিঃ

. গৌরমোহন বিদ্যালঙ্কার রচিতস্ত্রীশিক্ষা বিধায়কপুস্তিকাটি প্রকাশিত হয়

(ক) ১৮১৭ খ্রিঃ

(খ) ১৮২২ খ্রিঃ

(গ) ১৮২৩ খ্রিঃ

(ঘ) ১৮৩৫ খ্রিঃ

উত্তর(খ) ১৮২২ খ্রিঃ

. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন

(ক) স্যার রমেশচন্দ্র মিত্র

(খ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়

(গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(ঘ) স্যার জেমস উইলিয়াম কোলভিল

উত্তর(গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

. ঔপনিবেশিক অরণ্য আইনের (১৮৭৮ খ্রিঃ) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল

(ক) সাঁওতাল হুল

(খ) মুণ্ডা বিদ্ৰোহ

(গ) কোল বিদ্রোহ

(ঘ) রম্পা বিদ্রোহ

উত্তর(খ) মুণ্ডা বিদ্ৰোহ

. নীলবিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল

(ক) পাবনা জেলায়

(খ) খুলনা জেলায়

(গ) নদিয়া জেলায়

(ঘ) ফরিদপুর জেলায়

উত্তর : () নদিয়া জেলায়

. ব্রিটিশ পার্লামেন্টউন্নততর ভারতশাসন আইনপাশ করেছিল

(ক) ১৫ জুলাই, ১৮৫৮ খ্রিঃ

(খ) ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ

(গ) ১০ অক্টোবর, ১৮৫৮ খ্রিঃ

(ঘ) ৫ ডিসেম্বর, ১৮৫৮ খ্রিঃ

উত্তর(খ) ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল

(ক) ভারত সভা

(খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(গ) ল্যাণ্ড হোল্ডার্স সোসাইটি

(ঘ) ভারতের জাতীয় কংগ্রেস

উত্তর(খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

.১০ নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার 

(ক) সভাপতি

(খ) সহ-সভাপতি

(গ) সম্পাদক

(ঘ) সহ-সম্পাদক

উত্তর(ঘ) সহ-সম্পাদক

.১১ বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু,অধ্যাপক ছিলেন

(ক) গণিত শাস্ত্রের

(খ) রসায়ন শাস্ত্রের

(গ) পদার্থ বিদ্যার

(ঘ) জীববিদ্যার

উত্তর(গ) পদার্থ বিদ্যার

.১২ বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন

(ক) উইলিয়ম কেরি

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(ঘ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী

উত্তর(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

.১৩ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন

(ক) বাবা রামচন্দ্র

(খ) এন. জি. রঙ্গ

(গ) স্বামী সহজানন্দ

(ঘ) ফজলুল হক

উত্তর(গ) স্বামী সহজানন্দ

.১৪ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন

(ক) বিহারে

(খ) গুজরাটে

(গ) রাজস্থানে

(ঘ) যুক্তপ্রদেশে

উত্তর(গ) রাজস্থানে

.১৫ গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল

(ক) ১৯১৮ খ্রিঃ

(খ) ১৯২২ খ্রিঃ

(গ) ১৯২৮ খ্রিঃ

(ঘ) ১৯৩২ খ্রিঃ

উত্তর(ক) ১৯১৮ খ্রিঃ

.১৬ ভারতছাড়ো আন্দোলনে (১৯৪২) ভোগেশ্বরী ফুকোননী শহীদ হয়েছিলেন

(ক) গুজরাটে

(খ) পাঞ্জাবে

(গ) আসামে

(ঘ) উড়িষ্যায়

উত্তর(গ) আসামে

.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন

(ক) শচীন্দ্র প্রসাদ বসু

(খ) কৃষ্ণকুমার মিত্র

(গ) চিত্তরঞ্জন দাস

(ঘ) আনন্দমোহন বসু

উত্তর(ক) শচীন্দ্র প্রসাদ বসু

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

.১৮ বীণা দাস বাংলার ছোটোলাট স্ট্যান্সী জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন

(ক) ১৯২৮ খ্রিঃ

(খ) ১৯৩০ খ্রিঃ

(গ) ১৯৩২ খ্রিঃ

(ঘ) ১৯৩৬ খ্রিঃ

উত্তর(গ) ১৯৩২ খ্রিঃ

.১৯ স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন

(ক) হৃদয়নাথ কুঞ্জরু

(খ) বল্লভ ভাই প্যাটেল

(গ) পত্তি শ্রীরামালু

(ঘ) পট্টভি সীতারামাইয়া

উত্তর(গ) পত্তি শ্রীরামালু

.২০ গোয়া ভারতভুক্ত হয়

(ক) ১৯৪৭ খ্রিঃ

(খ) ১৯৫৬ খ্রিঃ

(গ) ১৯৬১ খ্রিঃ

(ঘ) ১৯৭১ খ্রিঃ

উত্তর(গ) ১৯৬১ খ্রিঃ

বিভাগ – খ

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) ১ × ১৬ = ১৬

উপবিভাগ : .

একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪

.. কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় ?

উত্তর৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসরূপে উদযাপন করা হয় ।

.. সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয় ?

উত্তরসরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত হয় |

.. কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় ?

উত্তর১৯৩০ খ্রিস্টাব্দে (২২ জুন) নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়।

.. বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন ?

উত্তররবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

উপবিভাগ : .

ঠিক বা ভুল নির্ণয় করো :  ১ × ৪ = ৪

.. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে

উত্তরভুল

.. নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।

উত্তরঠিক

.. ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা

উত্তরভুল

..দি বেঙ্গলীপত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঠিক

উপবিভাগ : .

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :  ১ × ৪ = ৪

 ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১ লর্ড রিপন (১) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
২.৩.২ নেলী সেনগুপ্ত(২ ) সাধারণ জনশিক্ষা কমিটি
২.৩.৩. লর্ড আমহার্স্ট (৩) হান্টার কমিশন
২.৩.৪ তারকনাথ পালিত (৪) সিমলঞ্চ শ্রমিক ধর্মঘট

উত্তরঃ  ২.৩.১ লর্ড রিপন – হান্টার কমিশন

২.৩.২. নেলী সেনগুপ্ত – স্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট

২.৩.৩. লর্ড আমহার্স্ট – সাধারণ জনশিক্ষা কমিটি

২.৩.৪. তারকনাথ পালিত – বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট

উপবিভাগ : .

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :  ১ × ৪ = ৪

২.৪.১ চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) এলাকা ।

২.৪.২ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্ৰ – কানপুর ।

২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – দিল্লী ।

২.৪.৪ পুনর্গঠিত রাজ্য – কেরল।

অথবা

(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )

শূন্যস্থান পূরণ করো :   ১ × ৪ = ৪

২.৪.১ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন _________।

২.৪.২ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় _________ খ্রিস্টাব্দে।

২.৪.৩ ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন  _________।

২.৪.৪ হরিসিং ছিলেন কাশ্মীরের  _________।

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

উপবিভাগ : .

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :    ১ × ৪ = ৪

২.৫.১ বিবৃতি : হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খ্রিস্টাব্দে।

ব্যাখ্যা : এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দুশাস্ত্রে শিক্ষাদান করা ।

ব্যাখ্যা  : এটি ছিল হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য একটি সহ-শিক্ষামূলক প্রতিষ্ঠান।

ব্যাখ্যা : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ।

উত্তর : ব্যাখ্যা : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ।

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

২.৫.২ বিবৃতি : বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ১৯২৮ খ্রিস্টাব্দে।

ব্যাখ্যা : এটি ছিল কারখানার মালিকশ্রেণির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির একটি আন্দোলন ৷

ব্যাখ্যা : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন ।

ব্যাখ্যা : এটি ছিল ঋণ-দাস কৃষিশ্রমিকদের ধনী কৃষকশ্রেণির শোষণ-অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন।

উত্তরব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন ।

২.৫.৩ বিবৃতি : দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। 

ব্যাখ্যা  : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

ব্যাখ্যা : তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ব্যাখ্যা : তিনি ছিলেন বাংলায় ভারতছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ।

উত্তরব্যাখ্যা ১ : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

২.৫.৪ বিবৃতি : ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলি দিবস রূপে পালিত হয়।

ব্যাখ্যা : রসিদ আলি ছিলেন ‘ভারত ছাড়ো’ আন্দোলনের জনৈক শহীদ।

ব্যাখ্যা : রসিদ আলি ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা।

ব্যাখ্যা : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।

উত্তরব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

বিভাগ – গ

৩। দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি) : ২×১১=২২

৩.১ পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায় ?

উত্তরপ্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানবসমাজের ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথষ্ক্রিয়ার ইতিহাস সুদীর্ঘ। এই মিথষ্ক্রিয়ার ইতিহাস পরিবেশের ইতিহাস নামে পরিচিত।

. আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীর গুরুত্ব কী ?

উত্তরআধুনিক ভারতের ইতিহাসচর্চায় আত্মজীবনীর গুরুত্ব অপরিসীম –

গুরুত্ব

(i) লেখক প্রত্যক্ষদর্শীরূপে বিবরণী ও স্মৃতি রোমন্থন করেন ।

(ii) এই ধরনের লেখায় একটি বিশেষ সময়কালের সমাজ – সংস্কৃতি , রাজনীতি ও অর্থনৈতিক অবস্থার আখ্যান ফুটে ওঠে ।  

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

. আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?

উত্তরআধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা-বিস্তারের ক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কারণ এই সময় পাস হয়েছিল  সনদের আইন যা ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দিয়েছিল । এবং এই আইনের দ্বারা ঘোষনা করা হয়েছিল যে ভারতীয়দের শিক্ষার অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কম্পানী সরকারের ।

. ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন ?

উত্তরভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয়, কারণ— (i) 1835 সালে Lord William Bentinck Medical College of Calcutta স্থাপনের অনুমোদন দেন । 1836 সালে এটি প্রথম ভারতীয় চিকিৎসা মহাবিদ্যালয় হিসেবে শুরু হয় ।

(ii) 1836 খ্রিষ্টাব্দে কলকাতা মেডিক্যাল কলেজের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হল শব্ব্যবচ্ছেদ করে চিকিৎসাবিদ্যার শিক্ষা দেওয়া । মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় যিনি মানবদেহের শবব্যবচ্ছেদ করা ছাত্রদের শিখিয়েছিলেন ।

.পাইককাদের বলা হত ?

উত্তরঔপনিবেশিক আমলে মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম প্রভৃতি স্থানের জমিদারের অধীনস্থ যে রক্ষী বাহিনী, তাদের ‘পাইক’ বলা হত। তারা বেতনের পরিবর্তে নিষ্কর জমি ভোগ করত। 

.হেদায়তীনামে কারা পরিচিত ছিল ?

উত্তরবাংলায় ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা তিতুমিরের অনুগামীদের ‘হেদায়তি’ বলা হতো ।

.বর্তমান ভারতগ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল ?

উত্তরস্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থটি ভারতের জাতীয়তাবোধ জাগরণে বিশেষ অবদান রেখেছিল ।

অবদানঃ

দেশ্মুক্তির আহ্ববানঃ এই গ্রন্থে বিবেকানন্দ বলেন , ‘হে ভারত ভুলিওনা , তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলিপ্রদত্ত । ‘ তিনি দেশকে মাতৃরূপে কল্পনা করেন  । দেশের মুক্তির জন্য আত্মতসর্গের আদর্শ তুলে ধরে সবাইকে অংশগ্রহণের আহ্ববান জানান ।

জাতীয়তার বাণীঃ বর্তমান ভারত গ্রন্থে এই বাণী এবং অভীঃ ও উত্তিষ্ঠিত জাগ্রত মন্ত্র দ্বারা স্বামী বিবেকানন্দের ভারতে জাতীয়তাবোধের সঞ্চার করেন এবং হতাশাগ্রস্থ দেশবাসীকে উদবুদ্ধ করেন ।

. গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ?

উত্তর :  

গগণেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন সদস্য । তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যাঙ্গচিত্রশিল্পী হিসাবে বিখ্যাত হয়েছিলেন ।

গগণেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাঃ

(i) গগণেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ভারতীয় ধনী ও অভিজাত সম্প্রদায়ের ক্রিয়াকলাপ নিয়ে নানা ব্যঙ্গচিত্র অঙ্কন করেন । তাঁর ব্যঙ্গচিত্রগুলির মধ্যে অদ্ভুতলোক , বিরূপ বজ্র এবং নব হুল্লোড় প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য ।

(ii) গগনেন্দ্রনাথ তাঁর শিল্পকলার মাধ্যমে সমাজের নানান বিষয়কে তুলে ধরেছিলেন । প্রবাসী ও মর্ডান রিভিয়ু তে তাঁর ব্যঙ্গচিত্রগুলি ছাপা হতো ।

 ৩.বিদ্যাসাগর সাটবলতে কী বোঝায় ?

উত্তরবিদ্যাসাগর বাংলা মুদ্রণ এর অক্ষর বিন্যাস এর সমস্যা দূরীকরণের চালস Wilkins ও পঞ্চানন কর্মকার এর সহযোগিতায় যে নতুন বাংলা বর্ণ বিন্যাস ও সাজানোর পদ্ধতি আবিষ্কার করেন তা ‘বিদ্যাসাগর সাট’ নামে পরিচিত।

.১০ বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?

উত্তরবাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব অপরিসীম ।

(i) বিষয়বৈচিত্র – বটতলার বইগুলির বিষয়বৈচিত্র লক্ষণীয় । গুপ্তবিদ্যা , গোপাল ভাঁড় , রসসাহিত্য , ম্যাজিক , দুর্ঘটিনা , রান্নাবান্না , কৃষিবিদ্যা ইত্যাদি নানান বিষয় ছাড়াও পুথি , পাঁচালি এবং অনুবাদ সাহিত্যকে কেন্দ্র করে বইগুলি ছাপা হতো । ফলে এইসকল বইগুলি থেকে তৎকালীন সমাজচিত্র সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব ।

(ii) অপ্রতুল জোগান এবং স্বল্পমূল্যঃ বটতলার বইগুলি মূলত সস্তা কাগজে পুরোনো হরফে ছাপা হতো । ফলে বইগুলির দাম খুব কম ছিলো । প্রকাশকরা প্রচুর পরিমাণে বইগুলি ছাপাতেন এবং জনপ্রিয়তার কারণে সেগুলি বিক্রিও হয়ে যেত ।

 ৩.১১ কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ?

উত্তর1920 – 21 খ্রিষ্টাব্দে যুক্তপ্রদেশের বিভিন্ন জেলায় কৃষকেরা তালুকদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে ।

বাবা রামচন্দ্রের ভূমিকাঃ বাবা রামচন্দ্র ছিলেন যুক্তপ্রদেশের অসহযোগ আন্দোলনের সময়কালের কৃষকনেতা । প্রতাপগড় , রায়বেরিলি , সুলতানপুর , ফোইজাবাদ প্রভৃতি জেলার কৃষকেরা তাঁর  নেতৃত্বে তালুকদারদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ।

যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের অবদান ছিলো অনস্বীকার্য ।

.১২ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়

উত্তর :    প্রাচীনকাল থেকে ভারতের শ্রমিক শ্রেণীর অস্তিত্ব থাকলেও ব্রিটিশ আমলে আধুনিক শিল্প প্রতিষ্ঠা বা ফিনান্স পুঁজির বিকাশের ফলে শ্রমিক শ্রেণীর উত্থান ঘটে ।

(I) এই শ্রমিক শ্রেণীর অবস্থা ছিলো শোচনীয় । তাদের বেতন ছিলো কম , থাকতে হতো অস্বাস্থ্যকর পরিবেশে । তাদের কাজের সময়সীমা ছিলো 12 ঘন্টা এবং জীবন জীবিকার কোনো নিরাপত্তা ছিলো না ।

(II) ব্রিটিশ সরকার শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে কারখানা আইন –সহ বিভিন্ন আইন পাস করলেও তাতে শ্রমিকরা খুব বেশি লাভবান হয়নি । ফলে তাদের মধ্যে ক্ষোভ জমতে থাকে এবং বিচ্ছিন্নভাবে কিছু ধর্মঘটও হয় । চিত্তরঞ্জন দাশ , জোহরলালনেহেরু , সুভাষচন্দ্রবসু  প্রমুখ নেতৃবৃন্দ শ্রমিকদের সংগঠিত করে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে সচেষ্ট হন ।

এইভাবে ভারতে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ বিক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে AITUC –এর জন্ম হয় । 

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

.১৩ জাতীয় আন্দোলনে সরলাদেবী চৌধুরাণীর কীরূপ ভূমিকা ছিল ?

উত্তরবঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলনের পরিচালনায় যারা নেতৃত্ব দিয়েছিলেন  তাঁদের মধ্যে সরলা দেবী চৌধুরাণীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ।

(i) সরলাদেবী চৌধুরাণী ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন । এই পত্রিকার বিভিন্ন নিবন্ধে তিনি স্বদেশী আন্দোলনের বিভিন্ন বিষয় প্রচার করেন  ।

(ii) তিনি বাঙ্গালী নারীদের মানষিক ক্ষেত্র গঠনের জন্য বিভিন্ন জাতীয়তাবাদী নিবন্ধ প্রকাশ করেন  ।

(iii) সরলাদেবী চৌধুরাণী কয়েকটি উৎসবের প্রচলন করেন যেমন – বীরাষ্টমী ব্রত , প্রতাপাদিত্য উৎসব প্রভৃতি । বাঙ্গালী যুবকদের হীনমন্যতা দূর করা এবং স্বদেশী আন্দোলনে মননিবেশ ঘটানো ছিলো এইসব উৎসবের উদ্দেশ্য । 

(iv) বাংলার স্বদেশী আন্দোলনের জন্য প্রয়োজন ছিলো অনেক অর্থের , এই অর্থ সংগ্রহের জন্য 1903 খ্রিষ্ঠাব্দে সরলাদেবী চোধুরাণী প্রতিষ্ঠা করেন ‘লক্ষীর ভান্ডার’ । স্বদেশী আন্দোলনের জন্য এই লক্ষীর ভান্ডার স্বদেশী তহবিল হয়ে ওঠে । অনেকে অর্থ ও অলঙ্কার দান করেন ।

সরলাদেবী চৌধুরাণী এইভাবে একক প্রচেষ্টায় স্বদেশী আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন । ভগ

 ৩.১৪ সশস্ত্র বিপ্লবী আন্দোলনেইণ্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল ?

উত্তরবিপ্লবী সূর্য সেন কর্তৃক প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (IRA) ছিল ব্রিটিশ ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠন [1] ভারতের সম্পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্য নেয়, [2] সশস্ত্র সংগ্রামকে লড়াইয়ের পন্থা হিসেবে গ্রহণ করে, [3] ব্রিটিশ কর্মকর্তা, পুলিশ ও সরকারি লুণ্ঠন, লাহোরে স্থাপনার উপর সশস্ত্র আক্রমণ চালায়, [4] চট্টগ্রাম অস্ত্রাগার সন্ডার্স-এর হত্যা, বাংলার গভর্নরের উপর আক্রমণ প্রভৃতির মাধ্যমে তারা ব্রিটিশ শাসকদের আতঙ্কিত করে।

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

.১৫ সর্দার বল্লভভাই প্যাটেলকেভারতের লৌহমানবকেন বলা হয় ?

উত্তরভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়, কারণ — (i) চারিত্রিক দৃঢ়তাঃ তাঁর অসামান্য চারিত্রিক দৃঢ়তা ও মানষিক শান্তি তাঁকে ‘লৌহমানব’ অভিধা প্রদান করে ।

(ii) সংযুক্তি দলিলঃ লর্ড মাউন্টব্যাটেন , ভি পি মেনন –এর সহযোগিতায় তৈরি সংযুক্তি দলিলে সর্দার বল্লভভাই প্যাটেল বহু দেশীয় রাজ্যকে স্বাক্ষরদানে বাধ্য করেন  ।

(iii) জুনাগড় , হায়দ্রাবাদ ও কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করতে তিনি যুদ্ধনীতি অবলম্বন করেন ।

দেশীয় রাজ্যগুলোর ভারতীয়করণের ক্ষেত্রে তাঁর এই দৃঢ় মানষিকতার জন্য তাঁকে ‘ভারতের লৌহমানব ‘ বলা হয় ।

.১৬ উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝায় ?

উত্তরদেশভাগ ও সীমানা নির্ধারিত হলে ভারতে মুসলিম ও পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা নিরাপত্তার অভাব বোধ করেন । এইসব কারণে ভারত ছেড়ে চলে যাওয়া মুসলিমরা পাকিস্তানে এবং পাকিস্তান থেকে আসা হিন্দুরা ভারতে সহায়সম্বলহীন অবস্থায় আশ্রয় নেয় । এইভাবে উদবাস্তু সমস্যার সৃষ্টি হয় ।

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

বিভাগ – ঘ

৪ । সাত বা আটটি বাক্যে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) : ৪ × ৬ = ২৪

উপবিভাগ : .

৪.১ উনিশ শতকের বাংলায় নারীসমাজের বিকাশে ‘বামাবোধিনী পত্রিকা’র ভূমিকা বিশ্লেষণ করো।

৪.২ ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো ।

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

উপবিভাগ : .

৪.৩ মহাবিদ্রোহ (১৮৫৭)কে কী ‘সামন্ততান্ত্রিক বিদ্রোহ’ বলা যেতে পারে ?

৪.৪ উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ‘ভারতমাতা’ চিত্রটির অবদান কী ছিল ?

উপবিভাগ : .

৪.৫ একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও ।

৪.৬ কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?

Madhyamik 2024 History Question Paper || মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্ন

উপবিভাগ : .

8.৭ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো । 

8.৮ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা বিশ্লেষণ করো।

বিভাগ – ঙ

৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

৫.১ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ? ৫+৩

৫.২ ‘সভা-সমিতির যুগ’ বলতে কী বোঝায় ? উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দুমেলার কীরূপ অবদান ছিল ? ৩+৫

৫.৩ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও । ৮

[ কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]

বিভাগ – চ

৬। ৬.১ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) : ১×৪=৪

৬.১.১ ‘গ্রামবার্তা প্রকাশিকা’র সম্পাদক কে ছিলেন ?

৬.১.২ কোন বৎসর সাধারণ ব্রাত্মসমাজ প্রতিষ্ঠিত হয় ?

৬.১.৩ ‘হুল’ শব্দের অর্থ কী ?

৬.১.৪ ‘বসুবিজ্ঞান মন্দির’ কে প্রতিষ্ঠা করেন ?

৬.১.৫ কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় ?

৬.১.৬ দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন ?

৬.২ দু’টি অথবা তিনটি বাক্যে নীচের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) : ২×৩=৬

৬.২.১ ‘মেকলে মিনিট’ কী ?

৬.২.২ তিতুমির স্মরণীয় কেন ?

৬.২.৩ মোপলা বিদ্রোহ কেন হয়েছিল ?

৬.২.৪ ‘ভারত সভা’ প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো ।

৬.২.৫ কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন’ গড়ে ওঠে ?

PDF Download করার জন্য নীচের বাটনে ক্লিক করুন

Important Links

মাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (ক্লিক করুন)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!