কোন আয়নের উপস্থিতি লোহায় মরচে পড়াকে তরান্বিত করে এবং কীভাবে ?
উত্তরঃ ক্লোরাইড (Cl–) আয়নের উপস্থিতি লোহার মরচে পড়াকে তরান্বিত করে ।
জলে অ্যাসিড মূলক বা অ্যানায়নের উপস্থিতিতে দ্রুত মরচে পড়ে । মাধ্যমের pH –এর মান < 9 হলে লোহায় মরচে পড়ার সম্ভবনা থাকে । Cl– আয়নের উপস্থিতিতে মাধ্যমের pH মান 9 এর নীচে নেমে যায় । তা ছাড়া Cl– আয়নের উপস্থিতিতে Fe2+ আয়ন জলে সহজেই দ্রবীভূত হয় । ফলে , Fe এর জারণে দ্রুত Fe2+ তৈরি হয় ও জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় , ফলে , বেশি H+ আয়ন সরবরাহ করে মরচে পড়াকে তরান্বিত করে ।