CFC কীভাবে ওজন স্তর ক্ষয় করে | ওজোনস্তর ধ্বংসের পিছনে ক্লোরোফ্লুরোকার্বন বা সি এফ সি-এর ভূমিকা

CFC কীভাবে ওজন স্তর ক্ষয় করে || ওজোনস্তর ধ্বংসের পিছনে ক্লোরোফ্লুরোকার্বন বা সি এফ সি-এর ভূমিকা || Role of CFC for Destroying Ozone Layer

প্রশ্নঃ CFC কীভাবে ওজন স্তর ক্ষয় করে ?

উত্তরঃ ফ্রেয়ন (ক্লোরোফ্লুওরোকার্বন বা CFC ) হল মিথেন ও ইথেনের বিভিন্ন ক্লোরিন এবং ফ্লুওরিন প্রতিস্থাপিত জাতক । বায়ুমন্ডলের ওজোন স্তর ধ্বংসের পিছনে ফ্রেয়ন জাতীয় যৌগগুলি প্রধান ভূমিকা পালন করে । অতিবেগুনী রশ্মির প্রভাবে CFC বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন (Cl) পরমাণু ওজন স্তরের O3 –এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন (O2) ও ক্লোরিন মনোক্সাইড (ClO) উৎপন্ন করে । উৎপন্ন ক্লোরিন মনোক্সাইড পুনরায় ওজনের (O3) সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণু (O2) এবং সক্রিয় ক্লোরিন পরমাণু (Cl) উৎপন্ন করে ।  

এই প্রক্রিয়াটি চলতে থাকায় একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক O3 অণুকে বিভাজিত করতে পারে । ফলে , ওজন স্তর ক্রমশ পাতলা হয়ে ওজন গহ্বর সৃষ্টি হয় ।   

Leave a Comment

error: Content is protected !!